রিশিহাটে আমি এই হোমস্টেতে গিয়েছিলাম ২০২৩ সালে। সেই সময় এই হোমস্টের ব্যবস্থাপনা ভালোই ছিল । সেই সময় এই হোমস্টেতে আমি নেগেটিভ বিষয় সেরকম কিছু পাইনি । যদি থাকত আমি আমার অন্যান্য ভিডিওর মতন এখানেও নেগেটিভ সাইডগুলো তুলে ধরতাম । আমি অফসিজনে গিয়েছিলাম বলে ২০০/- per head ছাড় পেয়েছিলাম । তবে কিছুদিন ধরেও এই হোম স্টের বিভিন্ন ধরনের সার্ভিস বিষয়ে অভিযোগ আসছে । এর আগেও দু একজন বলেছেন যে, বর্তমানে এই হোমস্টে টির সার্ভিস খুবই খারাপ হয়ে গেছে । কিন্তু আমি ওদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ওরা আমার ফোনও ধরেনি । তাই আপনারা এই হোম স্টে তে যাওয়ার আগে ভালো করে সাম্প্রতিক অবস্থা যাচাই করে যাবেন । ওখানে গিয়ে কোনো সমস্যার জন্য এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না । আপনাদের এই তথ্যটি দেওয়া প্রয়োজন মনে করে এই বক্তব্যটিকে আমি পিন কমেন্টে রাখছি যাতে অন্যান্যরাও এই হোমস্টের অব্যবস্থা সম্পর্কে জানতে পারেন এবং সচেতন হতে পারেন ।
@Priyachowdhury-00714 күн бұрын
আমরা গত বছরই ঘুরে এসেছি সমস্যা বলতে, দীনেশ জি যিনি এই হোমসের মালিক ছিলেন, উনি একটু কম সহযোগিতা করেন, আর খাওয়া-দাওয়ার মানটা আরেকটু সুস্বাদু করা যেতে পারে আমার মনে হয়,আমরা কেবল মাত্র এই সমস্যাটাই দেখেছি, আর সত্যি বলতে দুদিনের জন্য ঘুরতে গিয়ে, এই সমস্যাটুকু এই হোমস্টের অপরূপ দৃশ্য ভুলিয়ে দিয়েছে, আর বাকি ওইটুকু শুধরে নিলেই এক নম্বর হোমস্টে❤
@Priyachowdhury-00714 күн бұрын
আপনাদের এই ভিডিও দেখে গতবছর ডিসেম্বর মাসে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম ঋষি হাটে। সত্যি বিশ্বাস করুন এত সুন্দর দৃশ্য দেখেছি সারা জীবনেও ভুলবো না। আজও যদি দার্জিলিং যাওয়ার কথা মনে হয়, আরো একবার মনে হয় ওখান থেকে ঘুরেই আসি❤❤❤❤❤
@AnindyasTravelogue14 күн бұрын
Thank you 😊
@rumapalit9872 Жыл бұрын
দারুণ লাগল 👍 সত্যি খুব সুন্দর জায়গা ।
@AshimRoy-k1s Жыл бұрын
আবার নতুন ছন্দ্দে নতুন জায়গার সন্ধান, অসাধারন, খুব ভালো লাগলো
@sujataghoshroy1092 Жыл бұрын
আকাশ ও তার বন্ধু ভীষণ cute। ওরা দুজনে আমাদের গঙ্গা মাইয়া পার্কে ট্রেক করে নিয়ে গিয়েছিল।খুব খুব ভাল ওরা।
একটা শান্ত সুন্দর উপস্থাপনা।তার সাথে পাহাড়ের চোখ জুড়ানো সৌন্দর্য।
@sujoyroy813 Жыл бұрын
আমার অনুরোধ রেখেছেন, রিশিহাটে গেছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। আমার ওই দীনেশজির ওখানেই বুকিং ছিল এপ্রিলে। পারিবারিক বিপর্যয়ে দার্জিলিং থেকে ফিরে আসতে হয়, যাওয়া হয়নি। সেই আক্ষেপ প্রায় পুরোটাই মিটে গেল আপনাদের উদ্যোগে। দারুণ ভালো হয়েছে।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ 😍
@sdkolkata Жыл бұрын
Durdantyo video, Darjeeling satti awesome laglo... Valo thakben.... Ami sab rakam comment kori, SADA MON KADA NEI.... 🙂
@prosantabanerjee4612 Жыл бұрын
ঋষিহাট জায়গাটা সম্বন্ধে জানা ছিলোনা, আপনার চ্যানেলের মাধ্যমে পরিচিত হলাম। যাবার ইচ্ছে রইলো। ভালো থাকবেন। আপনাদের দুজন ও রাইকে শারদ শুভেচ্ছা জানাই।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন 🌹
@durlovghosh9309 Жыл бұрын
Beautiful Rishihat, darun off beat place Annidoda, jabar iccha railo. Thanks.
@ShankarDey-d5z Жыл бұрын
সুন্দর গল্পের আঙিনায় দাঁড়িয়ে ঋষি হাট।
@DebasmitaBhadra-fy6eg2 ай бұрын
Khub khub bhalo laglo video ta dada and didibhai❤❤
@subratachakraborty1990 Жыл бұрын
Eto sundar prakritik paribesh dekhe mon pran bhore geche,riskiest theke,kanchanjungha ar darjeeling er sobha asadharan
@adityakumarroy8309 Жыл бұрын
দার্জিলিংয়ের কাছে ভীষঙ সুন্দর একটা অফবিট জায়গার সন্ধান পাওয়া গেল আপনাদের দৌলতে। ঋষিরহাটের ফার্মস্টের লোকেশন আর ব্যালকনি থেকে চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য এককথায় তুলনাহীন। ধন্যবাদ।
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 🌹
@kiransankardutta6534 Жыл бұрын
Mahaldiram sittong 2 darun , Rishihat jaoya hoye ne. Ai Home stay ta darun. Sunder jayaga. Darun presentation.
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 🙏
@somaroy167 Жыл бұрын
Khub sundor e jaega ta apnar vlogging amar khub bhalo lage, very informative, non controversial r apni je bubu ke niye ghoren, r jonno apnake sadhubad janai, vloggers ra to nije ra e ghure berae. Asole amaro khub ghurte bhalo lage, kintu jibone khub e kom sojog hoyeche berate jabar. Jai hok apnar video r maddhome manosh bhromon korchi
@debabratachattapadhyay1684 Жыл бұрын
Anindya Babu, apnader poribeshona eto sundor j apnader sob blog e bhalo lagey.
@ambalikamukhopadhyay7618 Жыл бұрын
Khub khub bhalo laglo ❤❤❤❤❤ar Darjeeling er eto kache jene to mon ta aro bhalo hoye gelo,,anek dhonyobad ei jaygati sommondhye eto sundor kore bornona deoyar jonno
@AnindyasTravelogue Жыл бұрын
সিকিমে গিয়ে বিপর্যয়ের আটকে পড়ার আগে আমরা কয়েকদিনের জন্য উত্তরবঙ্গে গিয়েছিলাম । এই ভিডিওটি আমাদের সেই উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের মহালদিরামের পরের পর্বের ভিডিও । সিকিম ভ্রমণ বা তার বিপর্যয়ের সাথে এই ভিডিওটির কোন সম্পর্ক নেই ।
@abhisheksaha1989 Жыл бұрын
Presentation sundor
@debjaniporel4626 Жыл бұрын
খুব ভালো লাগার রিষিহাট , ঘরে বসে পাহাড় বেড়ালাম।
@samarb9329 Жыл бұрын
January teh thakar request korey Dinesh ji ke msg korechi just. Dekhi ki reply dei kaal.. Thanks for your information. Valo thakun😊😊
@giveitawatch7006 Жыл бұрын
Khub valo legeche. Beautiful. Place
@suklachatterjee9476 Жыл бұрын
অপূর্ব অপূর্ব দৃশ্য চোখে লেগে থাকলো
@jhumachatterjee6735 Жыл бұрын
Khub valo laglo ei vdo ta... normal vlog to kotoi dekhi...kintu oi obosthay ei vdo shoot korar strong monosukotar jonno onek dhonnobad...vlog er madhhome onek experience holo
@AnindyasTravelogue Жыл бұрын
এটা আগের ভিডিও ।
@samitchatterjee6 Жыл бұрын
Khub bhalo laglo Dada , apnar ager 2 ta video miss korechi dekhte , somoe pelei dekhbo . Apnar kono video i miss korte ekdam mon chae na .
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 😍
@arupsarkhel2776 Жыл бұрын
Khub sundor place.valo laglo.
@gopalmondal5488 Жыл бұрын
আপনাদের পরিবেশন গুলো এত ভালো হয় যে কি বলবো এক কথায় দারুন 👌👌👌👌👌👌👌👌👌
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@biplabchakraborty1205 Жыл бұрын
Osadharon rishihat osadharon video👍👍👍
@rumadasgupta11947 ай бұрын
বাহ্ বাহ্ বাহ্ ,চমৎকার লাগছে আপনাদের এই Risheehat এর Vlog লাগছে .7 মাস আগের vdo,খুব মিস করে গেছি lam.Thank you আবার দেখার সুযোগ করে দেবার জন্য .
@avirajdey4308 Жыл бұрын
গত 29 শে আগস্ট আমার ঠাকুমা মারা গেছেন 89 বছর বয়সে, এই বয়সেও খুব শক্ত সামর্থ্য ছিলেন, তারপর থেকে মনটা প্রচন্ড খারাপ, তবুও এই মন খারাপের মধ্যে আপনার ভিডিওগুলো দেখলে কোথাও একটা মনের শান্তি পাই, কারণ আমার ঠাকুমা ঘুরতে ভীষণ ভালোবাসতেন
Sotti ei pahar je amay ki tane,keno jani na,khoob bhalo lage,apurbo kanchanjangha dekhe mon bhore gelo.jabo Rishihat e.
@abhijitdas-kp7xi Жыл бұрын
khub valo laglo anindyA Da.....specially kanchan da ke dekhe....!!!!
@asimmukhopadhyay9525 Жыл бұрын
বা: এই জায়গা সত্যিই অজানা ছিল, অপূর্ব।
@sudiptabhattacharjee1641 Жыл бұрын
Opurbooooo👌👌mon vore galo..off beat spot gulo durdanto lage akta aladai jano prokitir vasa ache..bubu di darun choose koreche👍..aager video ta dekhe just thom mere gechilam kichu cmmnts korar vasa pai ni,tar aage apnader cmmnty post gulo regular follow kore aschilam cmmnts o korechilam apnader khbr pawar jonno..really Indn army j vabe sabai k aagle rekhechilen really htsoff...valo thakben apnara..Subho Saradiyar suveccha,pronam neben🙏🥰🥰🙋🏻♂️
@jayasreedas952 Жыл бұрын
অসাধারণ লাগলো রিশিহাট চারিদিকে শুধু সবুজ আর সবুজ।এত সবুজ আমি দার্জিলিং এ গিয়ে পাই নি চা বাগান দিয়ে হাঁটার সময় চায়ের একটা মিষ্টি গন্ধ পাওয়া যা তায়।আমি পাহাড়ে ঘুরতেভালোবাসি।অনেক পাহাড় ঘুরেছি দার্জিলিং আমার কি য় ডেস্টিনেশন এত সবুজ দেখে মনটা খুব ভালো হয়েগেল।সুস্থ ওভালো থাকবেন ধন্যবাদ ।
@md.shahadatbhuyain8351 Жыл бұрын
Beautiful blog we want this type of more blogs from you thanks to you all
Aapnaader video ta atotai natural, thik nijer barir moto. Vaalo laaglo. Thanks for the info.
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you 🙏
@subratabhattacharjee6517 Жыл бұрын
Music selection অসাধারণ
@ashokmukherjee3209 Жыл бұрын
Enjoyed good quality of video with quality audio..
@shibanibiswas2179 ай бұрын
মহলদিরাম, রিশিহাট আর টুকভার- এই তিনজায়গার আপনাদের ভিডিও আমরা আগেই দেখেছি… আবারও মন কেড়ে নিল রিশিহাট আপনাদের অসাধারণ পরিবেশনে❤️
@AnindyasTravelogue9 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🌹
@RinuHalder-qk8mw6 ай бұрын
অসাধারণ মুগ্ধতা দিল লাস্ট মুহুর্ত টা যেনো আরো কিছুক্ষণ সঙ্গে থাকলে ভালো হতো আমি ও যেনো ছিলাম আপনাদের সাথে এতো টাই ভালো লাগল ❤❤😊
@samiranbiswas7189 Жыл бұрын
প্রকৃতির কোলে দু-দন্ডের মুক্তি।
@rajatganguly6301 Жыл бұрын
Jeno okhanei Sara jibon theke jete pari. Vison valo lage offbit North Bengal ar apnader. ❤️❤️
@alokebandyopadhyay6048 Жыл бұрын
দারুণ লাগলো জায়গা টা।।
@bhaswatiroy8235 Жыл бұрын
Apurbo...mon bhalo hoe gelo..
@daliajana9133 Жыл бұрын
Khub sundor video... Darun laglo
@SuparnaChatterjee-v3d Жыл бұрын
Prothom e boli subho sharodia tarpor boli kanchon jangha dekhe mon vore gelo
@RajSk-h3t5v7 ай бұрын
Khub valo lage .ami KZbin a sudhu uttar bango dekhi sob jayga.ki j valo lage. December a aber jabo.
@bonode6348 Жыл бұрын
Darun laglo Dada prokite boro sundor
@biswajitgoswami1355 Жыл бұрын
যারা পাহাড়ে নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য অসাধারন উপহার দিলেন এরকম উপহার আরো পাবো আশা রাখি
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏
@KRISHNAMITRA-bv5ui Жыл бұрын
অপূর্ব সুন্দর লাগল।
@journey2248 Жыл бұрын
পাহাড়ের ঐ কম্পোজিট প্রোফাইল টা সত্যি অসাধারণ আর পুরো প্রেজেন্টেশন অনবদ্য
@kallolmukherjee1900 Жыл бұрын
খুব ভালো লাগলো । দারুন জায়গাটা। সত্যিই অফবিট্। দারুন ছবি তুলেছেন। আর আপনার উপস্থাপনা তো অনবদ্য ! পছন্দ করি বলে বলছি - শিশুদেরও হিন্দীতে 'আপ' বলাই ভালো। প্রেয়ার হুইল উল্টোদিকে না ঘোরানো উচিৎ। 'র' আর 'ড়' -এর তফাৎটা আর একটু পরিষ্কার হলে ভালো হয়। খুব ভালো থাকবেন। পরেরটার অপেক্ষা করবো।
@AnindyasTravelogue Жыл бұрын
অনেক ধন্যবাদ 🙏
@prokashbiswas16 Жыл бұрын
Apnara valo achen etai jothestho❤ drisso khub sundor ❤ Valo thakben❤ Ami prokash from rajarhat 😊
@jayantichakraborty5105 Жыл бұрын
Awesome Place Puro Calender picsssss.....
@bhromontrishna Жыл бұрын
খুব সুন্দর জায়গা। চোখের শান্তি।
@abirmukherjee504210 ай бұрын
apnar blog gulo eto bhalo bole bojhate parbo na, amar khub bhalo lage apnar ei offbit jaiga gulo choose kora, ami ajkei matro apnar notun subscriber holam
@AnindyasTravelogue10 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
@ganerbhubonemitalibiswas9901 Жыл бұрын
খুব ভাল লাগল l সুন্দর জায়গাটা l👌👌❤️❤️
@aniruddhadas2047 Жыл бұрын
আপনার vlog দেখে খুব সুন্দর লাগলো❤
@samitabasu9629 Жыл бұрын
দুটো দিন কাটানোর সুযোগ হয়েছিল এই ঋষিরহাটে আমার এক দিদির বাড়ীতে । দারুন লেগেছিল ।
@arundhatidebnath5460 Жыл бұрын
❤❤❤ Apurbo...!!! Sottie mon bhalo kora video...!!! Konta chere konta boli.. Scenic beauty + night a Darjeeling er aalor mela + background music etc = Anindya da 'r Travel blog ❤❤❤
@AnindyasTravelogue Жыл бұрын
Thank you 🥰
@rinamaiti6480 Жыл бұрын
অপূর্ব লাগলো এই পর্ব। ধন্যবাদ।
@santubanerjee1457 Жыл бұрын
Khub sundor laglo video ta
@sushanmukhopadhyaya5517 Жыл бұрын
Your presentations are unique. It recreates the romanticisms of North Bengal. Feel very in place. You have touched many hearts with your recreations. presentations
Felt tranquility of Risheehat from quite a far off place by dint of your enchanting presentation and videography. Waiting for the next content.
@mahuyarakshit2868 Жыл бұрын
অপূর্ব লেগেছে ঋষি হাট । আপনারা ওখানে গিয়ে শান্তি পেয়েছেন আর আমি আপনার ভিডিও দেখে শান্তির সাথে মনটা ফুরফুরে হয়ে উঠেছে । টোটাল প্যাকেজটা যদি বলেন খুব উপকৃত হই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন
@AnindyasTravelogue Жыл бұрын
টোটাল প্যাকেজ আর কি ! আমাদের কাছ থেকে ১২০০ টাকা/day/head হিসাবে নিয়েছে সেটা তো ভিডিওতে বললাম . আর যাতায়াত নিজের খরচে।
I do enjoy your off beat Homestay videos very much, even though I never stayed at a Homestay, and probably never will. It’s very relaxing to watch… the bite size joys of nature add value to a short relaxing vacation…. Darjeeling night view was stunning, reminding me of Vaishno Devi mountain at night. Glorious Kanchenjunga view too!
@AnindyasTravelogue Жыл бұрын
I appreciate that! 😍
@subarnabhattacharya414 Жыл бұрын
ওহ অনবদ্য 👌 যাওয়ার ইচ্ছে রইল।
@samitasamajdar7447 Жыл бұрын
খুব খুব ভালো লাগলো
@benugopalbasu4968 Жыл бұрын
খুব ভালো লাগল। ধন্যবাদ
@aradhyorick3 ай бұрын
দাদা..........অনবদ্য.......
@joydipmukhopadhyay1325 Жыл бұрын
Ato bhalo lage apnader video....akbar jodi alap korte partam apnader songe..ato mil pai apnader songe manoshikotay....ami nagerbazar e thaki....with my family...bhalo thakben apnara...
@AnindyasTravelogue Жыл бұрын
তাহলে তো কাছাকাছিই থাকেন । কোনোদিন নিশ্চয়ই দেখা হবে 🌹
@prasayanghosh6106 Жыл бұрын
Darun laglo , bike niye jawa jabe , off-road na pitch rasta aachhe ?
@AnindyasTravelogue Жыл бұрын
বাইক নিয়ে যাওয়া যায় ।
@aratikhan9485 ай бұрын
Bubu is a lucky woman.she really loves Nature and its beauty
@surajitmazumder4837 Жыл бұрын
Khub sundar laglo
@arunashishghosh-n8c Жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@SutapaUkil9 ай бұрын
ঘুরে এলাম আপনার ব্লগ দেখে ঋষির হাট ফার্ম স্টে থেকে।আপনি যেমন বলেছেন ঠিক তাই পেয়েছি।তবে কাঠের হোম স্টে র ভাড়া নিল ১৭০০ টাকা করে।সার্ভিসের তুলনায় আমার বেশ বেশি মনে হয়েছে ভাড়াটা।তবে আবারও বলবো এর মধ্যে আপনাদের কোনো দায় ভার নেই।তবে হোম স্টে থেকে আবহাওয়া খারাপ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি।ওদের নিজস্ব চা বাগানের চা কিনেও এনেছি....আঃ অসাধারণ ।
@AnindyasTravelogue9 ай бұрын
আসলে যেই এখন বুকিং বেশি হচ্ছে, বোধহয় রেট বাড়িয়ে দিয়েছে । এটাই তো মুশকিল ।
@sumitachakrabarty828210 ай бұрын
Hi, your channel is very artistic. No doubt better than others. You both enjoy and feel nature ❤❤I have seen night vin Pithoragarh.., beautiful lighting. 😊😊😊 lucky you are
@AnindyasTravelogue10 ай бұрын
Thank you 😍
@tapasisanyal3350 Жыл бұрын
Madam apni to amar moner kothagulo bole dilen, ami o pahar khub khub valo basi❤😊.