Bubu 100/110. 50+ mohilader kache o ak prerona, ore kache sekha uchit jibon Mane utsov, jibon Mane protyoy, jibon Mane nijeke valo thakar upasona..... Great job..... Apnader jugolbondi niye kono kotha hobe na, akta symphony...... Akta notun moroke Kedarnath ke dekhalen..... You rock..... Ato valo uposthapona, mone hocchye kono cinema dekhchi, songe music er babohar.... Great show. Egiye Jaan. Suveçha thaklo afuraan....
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you so much for your valuable support 🌹
@sashis8797 ай бұрын
Ek kathai unavailable
@arnabbose43327 ай бұрын
@@sashis879 thik bujhlam na
@SampaBanerjee-c3f7 ай бұрын
Atto bhalo vlog er aga dakini...asadharon...mone holo ame o apnader sathe e jacche..ki ja bhalo laglo bolte perche na...aro anak vlog daker asha te roilam..
@indranipal5377 ай бұрын
Amar khub valo laage apnader vlog gulo dekhte.Mone hochhey amra I jano apnader sathe jachhi.♥️
@somadyutichowdhury54347 ай бұрын
খুব ভালো লাগলো কেদারপথের যাত্রা। দেখতে দেখতে কতকিছু মনে পরে যাচ্ছে --- বাবা, মা, দাদু, দিদা, মাসীরা, ঠাকুরমা, বোন সবাইমিলে ১৯৮৩ সালে কেদারে গিয়েছিলাম -- আমি তখন ক্লাস ফাইভে পড়ি, দাদুর ৭৫, ঠাকুমার ৬৮ আর দিদার বয়স তখন ৬৫। ঠাকুরমা আর বোন বাদে আমরা সবাই হেঁটে উঠেছিলাম। তখন কেদারে যাওয়া নিয়ে এতো হৈচৈ ছিলো না, যাত্রাপথ ছিলো শান্ত, নির্জন আর অনাঘ্রাত সৌন্দর্য্যে ভরা। মনে আছে তখন রাস্তার ধারে ধারে অনেক গুহা ছিলো -- তাতে অনেক সাধুরা থাকতেন। আমি কেদার যাওয়ার ঠিক আগে আগেই মৈত্রেয়ী দেবীর " ন হন্যতে " বইটা পড়েছিলাম, সেখানে মির্চা মৈত্রেয়ী দেবীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে এইরকম কেদারের পথে কোনো এক গুহায় আশ্রয় নিয়েছিলেন, আমি সারা পথের প্রায় সব গুহায় মির্চাকে খুঁজেছিলাম, কী আবেগপ্রবণই না ছিলাম সেইসময়। আজ জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে --- চিরকালের মতো হারিয়ে গেছেন বাবা, দিদা, দাদু, ঠাকুরমা -- যাঁরা আমাকে ওই ছোট্ট বয়সে হাত ধরে পরম যত্নে হাঁটতে শিখিয়েছিলেন ওই দুর্গম রাস্তায় --- শুধু রয়ে গেছে এক উজ্জ্বল স্মৃতি, যা কখনও বিবর্ণ হবে না।
@AnindyasTravelogue7 ай бұрын
সত্যিই যা হারিয়ে যায় আর ফিরে আসেনা । স্মৃতিটুকু থেকে যায় ।
@chandra118287 ай бұрын
Apni bhaggoban
@purnimaroy43967 ай бұрын
আপনি "ন হন্যতে " class five এই পড়ে ফেলেছেন ......😮😮😮
@somadyutichowdhury54347 ай бұрын
@@purnimaroy4396 বই পড়তে খুব ভালোবাসতাম। হাতের কাছে যে বই পেতাম তাই পড়ে ফেলতাম। সারাদিন শুধু বইয়ের মধ্যেই পরে থাকতাম। 😊😊😊
@jhumabanerjee53947 ай бұрын
Sotti tai, tokhon onek guha chilo ar sei guhar modhe koto sadhu thakten akhon ai sob kichui dekte pelam na asole 13 saler oi durjoger por sob dhongso hoe gache. Joe kedar. 🙏🙏🙏
@deepapaulchaudhuri47107 ай бұрын
দারুন লাগছে ۔۔বাবা কেদারনাথের আশীর্বাদ আপনাদের সাথে আছে ۔۔হর হর মহাদেব
@apurbabanerjee10417 ай бұрын
অনবদ্য। সত্যিই বড় মাপের ব্লগার আপনি। হর হর মহাদেব।
শর্টকাট রাস্তা কিন্তু বেশ খাড়া এবং তুলনায় বেশি কষ্টকর। আপনি যোগা করেন এবং ফিটনেস আছে এবং মনের জোর আছে বলেই পারলেন। খুব ভালো লাগলো আপনাদের এই কেদারনাথ দর্শনের ভিডিও।
@ashimkumarghosal25497 ай бұрын
খুব সুন্দর লাগল আপনাদের এই পদযাত্রা। মনে পড়ে গেল আমার পূর্ব অভিজ্ঞতা ১৯৮৫ সালের কথা। তখন পুরানো পথে পদব্রজে কেদার যাত্রার সৌভাগ্য হয়েছিল। জয় কেদার 🚩🙏
@ShyamalenduBhattacharyya5 ай бұрын
দারুণ লাগল। আমি নিজেও তিন বার গেছিলাম। তাই পুরোটাই দেখলাম। পুরোনো সৃম্তি 31:17 একটু ঝালিয়ে নিলাম। অসাধারণ জায়গা।
@tanimachakraborty23077 ай бұрын
সত্যি অসাধারণ। এত ক্লান্তির পর ও আপনাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে । হর হর মহাদেব 🙏🙏🙏
@anilkrishnaghosh3595 ай бұрын
Khub bhalo laglo❤❤❤❤❤.
@krishnendupaul66667 ай бұрын
দারুন লাগলো, পথের কান্তিটা যে পথেই রেখে দিলেন মনে বসতে দিলেন না, সেটা দেখেই ভালো লাগলো, হর হর মহাদেব।
@AnindyasTravelogue7 ай бұрын
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
@saswatimitra-gi8fl7 ай бұрын
খুব ভালো লাগলো আপনাদের video অসাধারণ লাগলো। সুস্থ শরীরে ফিরে আসুন। জয় বাবা কেদারনাথ
@samarsamaddar40767 ай бұрын
Salute to both of you. I am now 69 years old. Last two years, I trekked to Kedarnath. Last year it was a solo. Well done 👍.
@AnindyasTravelogue7 ай бұрын
Great 👍 Awesome 💯
@swapanroychowdhury57385 ай бұрын
খুব ভালো লেগেছে | আমার দুই বছর আগের স্মৃতি ফিরে এসেছে |কিন্তু সেটা বন্ধুদের সাথে | কিন্তু তখন আমার অর্ধাঙ্গিনীকে খুব মিস করেছি |কিন্তু আপনাদের দেখে আমার অর্ধাঙ্গিনীকে সাথে নিয়ে কেদারনাথ দর্শন করার জন্য উৎসাহ পাচ্ছি |
@sannitipathak48737 ай бұрын
খুব সুন্দর লাগলো। আপনারা অমরনাথ যাত্রা করতে পারেন। কেদারনাথ হলো, এরপর অমরনাথ যাত্রা করে ফেলুন। ভালো থাকবেন।
@sanatkumarghosh82402 ай бұрын
খুব ভাল লাগল। হর হর মহাদেব।
@SM-zq9uz7 ай бұрын
Anindya, please do not comment for those who are going by piitthu or doli.It depends on the strength of the person. You are going to visit Baba Kedarnath. So stay away from criticizing. We had visited the Chhar Dhaam 19 years back.Har Har Mahadev.
আপনার কেদারনাথ যাত্রা শুভ হোক আপনার চোখেই আমরা কেদারনাথ দেখব হর হর মহাদেব জয় বাবা কেদারনাথ
@joydebganguly12837 ай бұрын
অসাধারণ লাগলো এই কেদার যাত্রা। ধন্যবাদ আপনাদের। জয় শ্রী কেদার।🙏
@smitamukherjee53687 ай бұрын
খুব ভালো লাগলো। বুবু বোন টি কে আমার অনেক ভালোবাসা। ওর এই 50+ এ এত এনার্জি প্রাণায়াম বাদেও অসাধারণ মনের জোর,সর্বোপরি বাবা কেদারনাথ এর আশীর্বাদ।জয় বাবা কেদারনাথ। অনিন্দ্য,আপনিও এত কষ্ট স্বীকার করে আমাদের মত60+ ভদ্র মহিলাকে যে কেদার দর্শনের পথ দেখার সুযোগ করে দিলেন,তার জন্য এই প্রার্থনাই করবো বাবা আপনাকে সপরিবারে খুব ভালো রাখুন।🙏🙏🙏🙏🙏
@AnindyasTravelogue7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@sudhanshukarmakar784 ай бұрын
Thanks both of you.
@madhumitadas15607 ай бұрын
নমস্কার। আপনাদের ভিডিও দেখি , ভালো লাগে।আজ যে বক্তব্য টি করলেন তাই আমার মতামত জানাচ্ছি।পাপ পূণ্যর বিচার তো ঈশ্বর করবেন। অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভর করে ঘোড়া বা পালকির উপর। আপনারা ও তো নিজেদের লাগেজ অপরের উপর চাপিয়ে নিয়ে যাচ্ছেন।কারন ওটাও তার জীবিকা। ভালো থাকবেন।
@arundhatisarmasarkar31657 ай бұрын
👍
@golpogachha7 ай бұрын
1983 তে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম মায়ের সংগে কেদারনাথ. দেখতে গিয়ে সব মনে পড়ছে. মা আর নেই. কত কথা মনে পড়ছে. তখন 14 k.m হাঁটতে হত. তখন এই রকম রাস্তা ছিল না. রেলিং ও ছিল না. এতো খাওয়ার দোকান ও ছিল না. অনেক দুর্গম ছিল রাস্তা. খুব কষ্ট করে যেতে হত. খুব ভালো লাগছে দেখতে. জয় কেদারনাথ.ওই shortcut রাস্তাটা র মতো পুরো রাস্তা টাই প্রায় ছিল. এইরকম বাঁধানো রাস্তা ছিল না. অবশ্যই এতো লোক ও ছিল না. ভীষণ মজা লাগছে দেখতে. জয় কেদারনাথ জী কি জয়🙏
@AnindyasTravelogue7 ай бұрын
ঠিকই বলেছেন 👍
@susmitagomes1817 ай бұрын
Ki sundor drishya dekhla mon bhore gelo.
@bhaskarnayek28817 ай бұрын
Khub bhalo vlog 31:17 ...boudir lathi diye ghora ke side korar trick ta besh..😅... waiting for porer episode
১৯৯৪ এ গিয়েছিলাম ১৬ কি মি পথ হেঁটে আর ফিরেওছি হেঁটে। খুবই শান্তিপূর্ণ ভাবে গেছি। কোনও ভিড় নেই কিন্ত এখন তো দেখছি রীতিমত যানজট! তখন ছিল একেবারেই কাঁচা রাস্তা কিন্ত এখন রাস্তা বাঁধানো!
@sutapadutta4894 ай бұрын
খুব ভালো লাগলো। এত উদ্দীপনা নিয়ে এত কষ্টকর একটা জার্নি শেষ করা সত্যিই প্রশংসনীয়। আমরা পারবো না কিন্তু দেখতে পেলাম একটা সার্থক ভ্রমণ। ভালো থাকুন।
@AnindyasTravelogue4 ай бұрын
😇😇
@sarmisthabanerjee37597 ай бұрын
আপনাদের দেখে হেঁটে ওঠার সাহস্ পেলাম, না হলে তো ভাবছিলাম , হেলিকপ্টার এর কথা ................ হর হর মহাদেব
@bikramsaha5127 ай бұрын
Helicopter Online booking bondho ase akhn
@AnindyasTravelogue7 ай бұрын
কয়েকদিন পরেই খুলে যাবে ।
@sanjukundu82987 ай бұрын
যদি পারেন প্রতিদিন সকালে উঠে 5 কিলোমিটার হাটা অভ্যাস করুন আশা করি কোন সমস্যা হবে না
@AnindyasTravelogue7 ай бұрын
বাড়ীতে যেকোনো সময়ই হাঁটা প্র্যাকটিস করতে পারেন । আর একটু সিঁড়ি দিয়ে উঠানামা অভ্যাস করবেন । অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন ।
@somnathbanerjee61886 ай бұрын
হেলিকপ্টারে যান। আলাদা অনুভুতি।এর পর আছে শরীর, ইয়া চেহারা.জিম করা, পথে oxygen টান। ব্যস খেল খতম।
@bbhatta93296 ай бұрын
দারুন, দারুন, দারুন
@sipraroy61287 ай бұрын
দারুন লাগলো,, শুভ কামনা জানাই এই কেদারনাথ যাত্রা র ভিডিও দেখানোর জন্য,, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন
@bswarupsneha-ho9zd6 ай бұрын
দারুণ দারুণ, খুব ভালো লাগলো
@sonalimisrabasu3575 ай бұрын
অসাধারণ লাগলো। ওঁম নমঃ শিবায়ঃ। 🙏🙏🙏ভালো থাকুন।
@sanjibkarmakar73797 ай бұрын
Darun laglo apnader Kedarnath jatra. Jaoar jonyo inspired holam, thank you, Har har Mahadev ...
@dipakkumarsardar50366 ай бұрын
আপনাদের কেদারনাথ যাত্রা খুব ভালো ভাবে উপভোগ করলাম। আপনারা ভালো থাকুন।
@goutamsil92246 ай бұрын
সত্যি বলছি,খুব ভালো লাগলো।
@aloklatakhatua98266 ай бұрын
খুবই সুন্দর আপনাদের বর্ণনা
@amarroy69167 ай бұрын
খুব সুন্দর পরিকলপনা ধিরে ধিরে ঠিক পৌঁছে গেলেন খূব ভালো
@mithupathak19616 ай бұрын
খুব খুব ভালো। আপনারা ভালো থাকবেন
@amitaghosh66757 ай бұрын
অনবদ্য উপস্থাপনা। ভীষণ ভালো লাগলো। জয় বাবা কেদারনাথ🙏🙏
@rn-36udayadityasaikia596 ай бұрын
khub bhalo laglo .subscribe,like kardia .
@AnindyasTravelogue6 ай бұрын
ধন্যবাদ 🙏
@soumenbanerjee44607 ай бұрын
খুব ভাল লাগল
@dolondasgupta21677 ай бұрын
ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের চোখ দিয়েই আমার কেদারনাথ দর্শন হয়ে যাক।
@traveloguebysubhenduosanka7687 ай бұрын
আপনারা সত্যিই অনুপ্রেরণা। খুব ভালো লাগল। বহুদিন পরে কেদারযাত্রা র ভিডিও দেখলাম। ধন্যবাদ
@sushilbiswas69947 ай бұрын
খুব ভালো লাগল দাদা আপনাদের দুজনকেই ধন্যবাদ।
@BadrealamSah6 ай бұрын
খুব ভালো লেগেছে আপনার কেদারনাথ যাত্রা
@pratimadas13136 ай бұрын
খুব ভালো লাগলো আপনার অনেক ধন্যবাদ
@sirrahul13546 ай бұрын
খুব ভালো লাগল ... এরকম জুটি হলে জীবনের সব পাহাড় অতিক্রম করা বেশ সহজ হয়ে যায় ... জয় শ্রী কেদার...
@SabitaHalder-sl1es6 ай бұрын
খুব ভাল লাগল আপনাদের কেদারনাথ যাত্রা । হর হর মহাদেব । ওঁম নম শিবায়ঃ ।
Ek kothay , rudhhasash abhijan . Khub enjoy korlam
@anupamabhattacharjee47287 ай бұрын
Bhalo thakben dada khub bhalo dekhlam joy baba kedernath
@baisakhidasdey10827 ай бұрын
আসাধারণ দৃশ্য উপভোগ করলাম আপনার ভিডিওর মাধ্যমে। সাথে আপনার বর্ণনা অপূর্ব। অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে সবটা তুলে ধরার জন্য। ভালো থাকবেন আপনারা। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে।❤❤
Khub bhalo laglo.Apnader sahosh,saririk Shakti atulonio.Sabar opore achhe Baba Kedarnather ashirbad.Ei ashish nie egie chalun
@swapnabasu74472 ай бұрын
Darun laglo har har mahadev
@somadas11607 ай бұрын
অসাধারণ লাগে আপনার ব্লগ। খুঁটিনাটি তথ্যে পূর্ণ, সাথে অপূর্ব সব ছবি।
@indranilchatterjee10257 ай бұрын
Har Har Mahadeb, Apnader jatra subho hok, asadharan coverage korechhen, dhannyabad.
@suparnabiswassarkar42017 ай бұрын
কেদারনাথ যাত্রা দেখে খুব ভালো লাগলো,আরো ভালো লাগলো ,আরো ভালো লাগলো দিদিভাই কে দেখে।
@sikhabanerjee3396 ай бұрын
খুব সুন্দর লাগল আপনাদের এই পথযাত্রা ।হর হর মহাদেব
@asimmukhopadhyay95257 ай бұрын
অসাধারণ, পুরাতন স্মৃতি ফিরে এলো
@MohuasSpiceKitchenandVlogs6 ай бұрын
দারুণ লাগেছে 🙏
@nitasarkar77427 ай бұрын
খুব ভালো লাগলো আপনাদের কেদার যাত্রা। আরো ভালো হোক আপনাদের ব্লগ। আরো নতুন নতুন যাত্রা পথের ভিডিওর আশায় রইলাম।
@prodyutmaji35247 ай бұрын
আপনার এই ভিডিও আমাকে অনেক উৎসাহ দিল ধন্যবাদ 👍👍👍
@drdebasisadhya45967 ай бұрын
ভীষন ভালো লাগলো। 2012 সালের মে মাসে গিয়েছিলাম। 2013 র বিপর্যয়ের ঠিক এক বছর আগে।
@salequemohammad90567 ай бұрын
আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। কেদারনাথ এর এই কষ্টের যাত্রা দেখানোর জন্য।
@kaberislifestyles99323 ай бұрын
Khub sundor laglo.
@biswajitghosh34207 ай бұрын
খুব ভালো লাগলো আপনাদের দেখে আমরাও যাবো
@agniprovobanerjee1427 ай бұрын
খুব ই ভালো লাগলো। হর হর মহাদেব
@arundhatibhattacharya29497 ай бұрын
দেখতে দেখতে আমি খুব উত্তেজিত হয়ে পরেছি, আনন্দ ও খুব পেলাম।
@southtaldiakatasangha41265 ай бұрын
অসাধারণ অনেক আনন্দ পেলাম উৎসাহ ও পেলাম
@mousumibanerjee73617 ай бұрын
Mon bhore gelo....Apnader Monobol dekhe....🙏🙏🙏🙏🙏
@susmitagomes1817 ай бұрын
Ki sundor drishya dekhlam mon bhore gelo.
@kallolmukherjee19007 ай бұрын
খুউব ভাল লাগলো। অনেক বদলে গেছে এই পথ, মানুষ, প্রকৃতি ! জয় ভোলানাথ।
@sanghamitramajumdar70347 ай бұрын
Om namah shivaya..best vlog.🙏
@bhaswatibhattacharya72857 ай бұрын
খুব ভালো লাগলো আপনাদের উপস্থাপনা।❤
@krishnendubiswas90787 ай бұрын
Joy baba kedarnath... apnader jatra pother vedeo te akebare dube giachilam.. durdanto!
@shantanupaul81007 ай бұрын
খুব ভালো লাগলো আপনার ভালো থাকুন ,,,
@pradyotdas29886 ай бұрын
অপূর্ব লাগলো কেদারনাথ ভ্রমন।
@pravatbanerjee90927 ай бұрын
Sundar VDO kedarnath jaber r khub valo description. God bless both of you.
@19RishirajChatterjee12A7 ай бұрын
Khub bhalo laglo dekhte
@suparnamondal26077 ай бұрын
খুব সুন্দর লাগল জয় বাবা কেদারনাথ।
@monimohanmajumder26166 ай бұрын
খুব ভাল লাগল। এমন সুন্দর ভাবে আপনারা দুজন শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা পথের বিবরণ দিয়েছেন আর দৃশ্য দেখালেন মনে হল নিজের চোখেই সব কিছু দেখছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই ।
@AnindyasTravelogue6 ай бұрын
অনেক ধন্যবাদ 😍
@simasaha20716 ай бұрын
খুব সুন্দর বর্ননা সহ আপনাদের পথ উপভোগ করলাম ।
@swatibiswas54777 ай бұрын
দারুণ লাগল। 20 বছর আগে কেদারনাথ গিয়েছিলাম। হর হর মহাদেব। 🙏🙏
@ayusangpartha68656 ай бұрын
Khub khub khub valo laglo..
@gobindaacharyya77806 ай бұрын
খুব খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে,আমরা গত বছর গেছিলাম।
@snigdhamitra29687 ай бұрын
Khub khubvalo laglo
@subrata09117 ай бұрын
অপূর্ব আর অসাধারণ বললেও কম বলা হবে। আপনারা দুজনেই সুস্থ থাকুন আর প্রাণোচ্ছ্বল থাকুন এভাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই।
@avijitchowdhury5776 ай бұрын
Khub Khub bhalo laglo.
@gopamajhi18607 ай бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ
@amitbhattacharya95077 ай бұрын
মনের জোর আর ইচ্ছা থাকলে যে শরীরের সীমাবদ্ধতাকেও হার মানানো যায় তার উজ্জ্বল উদাহরণ আপনাদের এই কেদার যাত্রা । খুব সুন্দর লেগেছে
@dr.ratansarkar73057 ай бұрын
Very good and important information about dustbin. Please save and keep clean our environment. Thanks for very good vedio.
@ananyadas15067 ай бұрын
Just অসম্ভব ভালো লাগলো ❤❤❤❤
@bikashchoudhury98326 ай бұрын
খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার সৌজন্যে মনের পেলাম।
@rinamaiti64807 ай бұрын
অনবদ্য উপস্থাপনা। আপনাদের সদাহাস্যময় মুখমণ্ডল আমাদের ভীষণ উজ্জীবিত করে। সব সুন্দর হোক।হর হর মহাদেব।
@suklachatterjee94767 ай бұрын
এ এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করলাম অনেক ধন্যবাদ জানাই আবার অপেক্ষায় রইলাম।
@subhrasamanta69837 ай бұрын
কী বলব,এক কথায় মন ভরে গেল ।সুশ্থ শরীরে দুজনে ফিরে আসুন । জয় বাবা কেদারনাথ ।