আমি মার্চে দিল্লি গিয়েছিলাম অফিসের কাজে। তখন শিয়ালদহ রাজধানীর 1st class ধরেছিলাম। আপনাদের দেখে সেদিনের কথা মনে পড়ল। খুব ভালো লাগছে।
@sarojdey31167 ай бұрын
Very good
@K.cfoodvlog7 ай бұрын
Fir se aaiye delhi me v sendha jati hu isse
@K.cfoodvlog7 ай бұрын
@@sarojdey3116 thanku
@arnabchakraborty69436 ай бұрын
I have board on 1st AC of Sealdah New Delhi Rajdhani express in the year 2015.
@kazibasimul1233 ай бұрын
Nostalgia
@SubhmayGupta-ot8me7 ай бұрын
এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্লগ, ঝকঝকে সুন্দর. তিনজনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগলো অনিন্দদা.
@AnindyasTravelogue7 ай бұрын
অনেক ধন্যবাদ 🙏
@santachatterjee32507 ай бұрын
আজ ই প্রথম আপনার রিল দেখলাম। আপনার কথাবলা,উপস্থাপনা,সব মিলিয়েই খুব ভাল লাগল। আমার ট্রেনে যেতে আর ভাল লাগে না, ঝামেলা যেন নিত্যসঙ্গী, কিন্তু আপনার এই জার্নিটা দেখার পর মনে হচ্ছে আহা এইরকম একটা জার্নি করতে পারলে বেশ হত
@RajarshiChatterjee-uk2mf7 ай бұрын
বেরিয়ে পড়ুন। যাই হোক একটা অভিজ্ঞতা হবে। আমিও বহুদিন রেলে চড়া ছেড়ে দিয়েছিলাম। ইউটিউব এর দৌলতে এখন সুযোগ খুঁজি ট্রেন এ চাপার।
@kumkumbhattacherjee67135 ай бұрын
Ar par head light ala garur garir vlog dekhaben .amra garib,tai garur garir vlog dekhaben.
@subarnabhattacharya4147 ай бұрын
অসম্ভব রকমের এনজয় করলাম। একদম আমাদের রাজধানীর ফার্স্ট এসি তে জার্নির কথা মনে পড়ছে। আমরা দুই বার ট্র্যাভেল করেছি এখোনো পর্যন্ত। সত্যি দারুণ এক্সপেরিয়েন্স ছিল। আবার যাবো😅😅প্লেনে সময় কম লাগে ঠিকই, কিন্তু এই ভাবে ট্র্যাভেল করার মজাই আলাদা। রাই একটা আদুরে আহ্লাদী আর খুব খুব মিষ্টি মেয়ে। ওকে একেবারে আমার মেয়ে তিতলির মতো লাগে😅😅😅❤❤❤❤
@pinkimallick78397 ай бұрын
তিন জন কে একসাথে দেখে খুব ভালো লাগলো❤❤ পারিবারিক ভ্রমণ সবসময় আনন্দের হয়, এই ভ্রমণ টি ও তার ব্যতিক্রম হবে না❤❤
@AmitaBag-zo9cq2 ай бұрын
khub sundor.....dekhei jete echchhe korchhe....
@swatiroy64697 ай бұрын
খুব সুন্দর হয়েছে এই ভিডিওটি। খুব আনন্দ পেলাম। রেল ভ্রমণ আমি ভীষণ ভালবাসি।হাতে সময় থাকলে ট্রেনে করে যাওয়াই আমার পছন্দের।কি সুন্দর শুয়ে বসে ঘুমিয়ে গল্প করে বইপড়ে আরাম করে যাওয়া যায়।আর রাতের স্টেশনগুলো কি মোহময় লাগে। প্লেনে ঐ সময়টুকু বাঁচানো ছাড়া আর কিছুই ভাল লাগে না।👌🙏
@manobikmorshed2 ай бұрын
বাংলাদেশ থেকে এডভোকেট খান মোহাম্মদ মোর্শেদ। ৭/৮ বছর আগে রাজধানী এক্সপ্রেসে দিল্লি গিয়েছিলাম। জার্নিটা ভীষন ভালো লেগেছিল। ভাবতেছি আগামী বছর পরিবার নিয়ে যাবো। ঠিক তখনই আপনার ভিডিওটা দেখতেছিলাম আজকে সন্ধ্যায় চায়ের টেবিলে। আপনাদের লুডু খেলা দেখে বাচ্চা ওর মাকে বলছে আমরাও লুডু নিয়ে রাজধানীতে ট্যুর করবো। খাবার, পরিবেশনা এবং বাটলার সব কিছু সিমসাম, ঝকঝকে, পরিস্কার-পরিচ্ছন্ন এবং বেশ গোছানো। আপনাদের তিন জনকেও বেশ লাগছিলো। শুভকামনা। ভালো থাকবেন। বাংলাদেশে বেড়াতে আসার দাওয়াত রইলো। আপনার ধারাবিবরনী সত্যিসত্যিই চমৎকার।ধন্যবাদ।
@AnindyasTravelogue2 ай бұрын
অনেক ধন্যবাদ জানাই ।
@awadud37347 ай бұрын
বাংলাদেশ থেকে বলছি। রাজধানীতে তে চড়ে দিল্লি যাওয়ার সুন্দর অভিজ্ঞতা রয়েছে আমার। কিন্তু এটা দেখে আবার যাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছে।
@goutamray79887 ай бұрын
তিন জনকে একসঙ্গে নিয়ে অসাধারণ সুন্দর blog করেছেন. নিজের ফ্যামিলি নিয়ে ভ্রমণের মতো. রাই কে খুব ভালো লাগলো, ওর কথাবার্তা আমার মেয়ের কথা মনে করিয়ে দেয়. Happy Journey.
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you ❤️
@ramkrishnavarietystores35727 ай бұрын
আপনারা আমাদের ভ্রমনের অনুপ্রেরনা , খুব ভালো লাগলো , ভালো থাকবেন । নমস্কার ।
@aditi88677 ай бұрын
খুবই ভালো লাগলো ভিডিওটা স্যার। 2022 এর ডিসেম্বরে আমাদেরও ফার্স্ট ক্লাস চাপার সুযোগ হয়েছিল, দিল্লী থেকে ফেরার পথে। খুবই সুন্দর ছিল সেই অভিজ্ঞতা, আজ আবার সেই স্মৃতিটা ভেসে উঠলো। প্রসঙ্গত বলি সেই ট্রিপটায় আপনার ভিডিও থেকেই দেখে আমরা দুটো জিনিস করেছিলাম এক গতিমানে দিল্লী থেকে আগ্রা যাওয়া সবথেকে ভালো উপায় ছিল সেটা, আর হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার সময় রাজাজী ন্যাশনাল পার্ক এর সেই অপরূপ রাস্তা ধরে যাওয়া। যাই হোক লাদাখ vlog দেখার অপেক্ষায় আছি স্যার! রাই দিদির মতো এটা আমারও dream destination❤
@AnindyasTravelogue7 ай бұрын
খুব ভালো লাগলো । Thank you so much ❤️
@usreeguha42677 ай бұрын
যা বলেছেন। ট্রেন করে দুর পাল্লায় কোথাও যাওয়ার মেজাই আলাদা। প্লেন সময়টা বাঁচায় ঠিকই তবে মজা এটাতে।
@tapassaha48806 ай бұрын
Aajkal train abar plane er thekeo besi opore niye jay Manush k....
@lekhay_poray7 ай бұрын
ভীষন প্রয়োজনীয় একটা vlog দিয়েছেন। অনেক সময় train আর flight fare same জেনেও আমরা কিছু মানুষ train journey কেই উপভোগ করি বা বলা ভালো অভ্যস্ত। আপনার vlog টা দেখে three tier এর সাথেও compare করতে পারলাম। আর হ্যাঁ দিদি ঠিক ই ধরেছেন, খাস্তায় খাওয়ার সোডা বেশি হয়ে গেলে সাবান সাবান গন্ধই লাগে।
@AnindyasTravelogue7 ай бұрын
Thank You❤
@sampamitra35797 ай бұрын
বাহ, খুব ভাল লাগল সবটুকু। এই যে হাসিমুখে আপনার উপস্হাপনা মন ছুঁয়ে যায়। এবারের ট্রিপ সত্যিই স্পেশাল, মেয়ে রয়েছে, এর আনন্দ ই আলাদা। খুব ভাল করে ঘুরে আসুন সপরিবার। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
@AnindyasTravelogue7 ай бұрын
অনেক ধন্যবাদ ❤️
@subhasreeguha7 ай бұрын
এই পর্বটা খুব ভালো লাগলো। ট্রেন journey সব সময়েই enjoyable.As it is Rajdhani Exp এ travel এর always একটা charm আছে, আর তা যদি রাজধানীর 1st Class travel হয়...তাহলে তো কথাই নেই। আপনাদের ট্রেন এ ludo খেলা দেখে আমার সোনার কেল্লা সিনেমার কথা মনে পড়ে গেলো 😂। এটা ঠিক কথা রাজধানীর 1st Class এর যা fare তার সাথে plane fare এর খুব একটা ফারাক নেই।কিন্তু সব কিছু সব সময় এক ভাবে measure করা যায়না। When its a pleasure trip,then there is no harm in being bit indulgent at least once in a while 😊. বেশ enjoy করলাম এই ট্রেন journey। সবাই ভালো থাকবেন।
@AnindyasTravelogue7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹
@gautambasu12957 ай бұрын
আমার রাজধানীর 1st AC travel করতে ভীষণ ভালো লাগে। একটা luxurious experience যেটা প্লেন চেয়ে অনেক অনেক ভালো। আপনাদের যাত্রা শুভ হোক।
@shahazadanoni18476 ай бұрын
বাংলাদেশ থেকে দেখলাম অনেক ভালো লাগলো আমি একজন বাংলাদেশি হিসেবে বলতে চাই ইন্ডিয়া অনেক সুন্দর দেশ।অসম্ভব সুন্দর ট্রেন ভ্রমণ
@jayatidas40987 ай бұрын
আপনাদের রেল ব্লগ আমার সবসময় খুব ভালো লাগে আর এবার তো রাই আছে তাই বিশেষ করে ভালো লাগলো। ভীষন ভাবে নিজেদের বেড়ানোর সাথে একাত্ম হতে পারি। ❤
@AnindyasTravelogue7 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@sanchitamajumder30257 ай бұрын
খুব ভালো লাগলো সবাইকে একসঙ্গে বেড়াতে যেতে দেখে। এটা ঠিক বলেছেন ট্রেনে করে বেড়াতে যেতে আলাদা একটা মজা লাগে। ভালো থাকবেন সকলে। 🙏🙏🙏
@rinaghosh14347 ай бұрын
খুব ভালো লাগলো এরকম একটা হ্যাপি ফ্যামিলি দেখতে এসব থেকে মজার লাগে ভীষন আনন্দ সহকারে আপনি রিপ্রেজেন্ট করেন।আমি ভালবাসি আপনদের ব্লগ দেখতে বুবু কে খুব মিষ্টি লাগছে।আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় গেছি রাজধানীতে চড়েছি আজ আমার অন্য অবস্থা আমি খুব বড় ঘরের বউ কিন্ত্ত ভাগ্যের পরিহাস আমি একটা অসুস্থ ছেলে নিয়ে দিন কা টাই ছেলে ঘুরতে ভালবাসে ।বলতে চাই না মনের কষ্ট সবি কিছু বদলে গেল কারোর ফাঁকি দেবার জন্য ।যাক আপনার লাদাখ যাত্রা শুভ হোক ।বেশ লাগে তাই দেখি আপনার মত আমার ছেলে ও ট্রেন ফ্যান আপনার মত ঘুরে ঘুরে সব ছবি তোলে সারা ট্রেনের ।খুব ভালো থাকবেন আপনারা বেস্ট অফ লাক।
@AnindyasTravelogue7 ай бұрын
ভালো থাকবেন 🌹
@baisakhidasdey10827 ай бұрын
ভীষণ উপভোগ করলাম আপনার ভিডিও। আপনাদের সাথে রাজধানী এক্সপ্রেস এ আমরাও মানস যাত্রা করলাম। অনবদ্য।❤❤
@gitikabanerjee1457 ай бұрын
রাই ❤কে খুব ভালো লাগলো । ভীষন মিষ্টি মেয়ে । আশা করছি ওকে নিয়ে এবারের জার্নিটা খুব জমজমাট হবে । Happy journey and be safe.❤
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you ❤️
@gamersuvo57164 ай бұрын
@@AnindyasTravelogue FIRST CLASS FARE KI DYNAMIC
@subirkrmondal55057 ай бұрын
রাজধানীর প্রথম শ্রেণি AC আলাদা অনুভূতি।
@swarupasingha23057 ай бұрын
খুব ভাল লাগল সত্যিই একটা ভদ্র পরিবার এত মার্জিত কথাবার্তা ,ঈশ্বরের আশীর্বাদ আপনারা একই পরিবারে জন্মগ্রহণ করেছেন
@indronilsenior7 ай бұрын
ধুর উনারা স্বামী স্ত্রী, এক পরিবারের জন্ম নেবে কেন, খাঁটি বাঙালি হিন্দু সন্তান। দারুন পরিবার। উনারা বিয়ে করে পরিবার সংসার তৈরী করেছেন।
@tapaskumarchowdhury39776 ай бұрын
দাদার অপূর্ব কথাবার্তা আমাকে খুবই মুগ্ধ করেছে।
@samitabasu96297 ай бұрын
ট্রেন যাত্রা সর্বদা এক নষ্টালজিয়া । আপনাদের পরিবারের বন্ধন যে মজবুত সেটা খুব সুখের। আপনার সাথে তো টুক টুক করে ঘুরে ফেললাম অনেকগুলো জায়গা। ছবছরে লাদাখ কতটা পাল্টেছে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। যাত্রা শুভ হোক।
@mahuyarakshit28687 ай бұрын
আপনাদের তিনজনকে একসঙ্গে দেখে ভীষণ ভালো লাগলো train journey তে সময় লাগে ঠিকই কিন্তু বেশ আনন্দও আছে। ধন্যবাদ ভালো থাকবেন আপনারা
@mousumisanyal59377 ай бұрын
ভিষণ ভিষণ ভালো লাগছে। আমি 2023 11র ই আগস্ট লাদাখ গিয়েছিলাম আপনার রুটেই মানে শিয়ালদহ দিল্লি রাজধানী করে। অবশ্যই ফার্স্ট ক্লাসে নয়। তারপর জম্মু তাওয়াই চড়ে জম্মু। এবারে বেশ রোমাঞ্চ লাগছে আবার আপনার ক্যামেরায় সেই ড্রীম ডেস্টিনেশন উপভোগ করবো। অপূর্ব যা ভাষায় প্রকাশ করা যায় না। বাড়ি ফিরে মনে হয়েছিল এতোদিন সপ্নের জগতে ছিলাম। খুব ভালো লাগছে আপনাদের। তিনজন মিলে একসঙ্গে কোথাও যাওয়া খুব আনন্দের। ধন্যবাদ ভাই আপনাদের। খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে। আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি।
@AnindyasTravelogue7 ай бұрын
Thanks for sharing your experience ❤️
@PiuBanerjee27 ай бұрын
খুব ভাল লাগল vlog .. দারুন presentation..
@kaidhk44572 ай бұрын
আপনাদের সাথে পুরো জার্নিটা আমিও উপভোগ করলাম,খুব ভালো লাগলো, আসানসোলের কথা বলতেই আমার দুজনের প্রিয় মানুষের কথা মনে পরে গেলো কাজী নজরুল ও বাবুল সুপ্রিয়। আপনার ধারা বিবরনী চমৎকার প্রকাশ, শুভকামনা রইল।
@MouSingharoy-q5b7 ай бұрын
Apnar meye kotha gulo khub misti kore bole tai jeta bollen seta na hole cholbe 😅Khub valo laglo vlog ti❤
@hirakgoswami66427 ай бұрын
অসাধারন লাগলো। ট্রেনে লুডো খেলাটা একদম অভিনব। শেষ দেখেছিলাম “সোনার কেল্লা” সিনেমাতে ভবানন্দ আর মন্দার বোসের মধ্যে। 😂😂👍
@AnindyasTravelogue7 ай бұрын
🤣❤️
@SaibalBasu-l5u7 ай бұрын
আপনাদের ব্যবহার ই আপনাদের পরিচয়। খুব ভালো লাগে আপনাদের জার্নি গুলোর ভিডিও দেখতে। অসংখ্য ধন্যবাদ, এভাবেই এগিয়ে চলুন।
@souhardyodasx-d-12767 ай бұрын
রাজধানীর 1st ক্লাস এর খাবার আমারো খুব প্ৰিয়। প্রায় একই ভাড়া হওয়া সত্বেও flight এ না গিয়ে রাজধানীতে যাওয়ার একটা বড়ো কারণ হলো ওই প্রায় জামাই আদর উপভোগ করা। অনেকতথাকথিত প্রথিত যশা explorer type vloger এর এই ধরণের ভিডিওতে খালি আমাদের দেশের রেল ব্যবস্থা ও রেলের খাবারের এতো নিন্দা শুনি। আপনার সঙ্গে সহমত হলাম সম্পূর্ণ। আপনাদের কেবিন এর খালি বার্থ এ মনে হলো আমিও travel করলাম। ধন্যবাদ আপনাদের।
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you so much 🌹
@tanishabose96437 ай бұрын
Kichhu mind korbe na, but ami tomader k tumi kore bolchhi. Tomader ei video ta dekhe amr eto bhalo laglo, mone holo tomader sathe amio jachhi. Just darun hoyechhe ❤
@AnindyasTravelogue7 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@tanishabose96437 ай бұрын
@@AnindyasTravelogue sir apni na tumi kore bolbe...ami bodhoy Di er theke o chhoto
@kartickpal81957 ай бұрын
ট্রেনে যাত্রা আমার কাছে বরাবরই ভালো লাগে তাই আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপনাদের ট্রেন যাত্রার ভিডিও দেখে খুব ভালো লাগল। future group এ থাকা কালীন রাজধানী তে এই ভাবে যাত্রা করেছি। ঐ দিন গুলোর কথা মনে পড়ে গেল। দু বার ফ্লাইট টিকিট বাতিল করে শখ করে রাজধানী তে ফিরেছিলাম। ট্রেন যাত্রা আমার ও ভীষণ প্রিয়।
@AnindyasTravelogue7 ай бұрын
যাদের ট্রেন যাত্রা ভালো লাগে তারাই বুঝবে রাজধানীর ফার্স্ট ক্লাসে যাত্রা করার মজা ❤️
@sudiptabhattacharya45497 ай бұрын
@@AnindyasTravelogue একদম তাই
@KRISHNAMITRA-bv5ui7 ай бұрын
আজই টিভিতে দেখেই এখন এখানে লিখছি।অপূর্ব সুন্দর লাগল। Happy family. ❤❤❤❤❤রাই সঙ্গে আছে বলে আরো ভাল লাগছে।পরের ভিডিও গুলোর অপেক্ষায় রইলাম আমরা সবাই।
@AnindyasTravelogue7 ай бұрын
আপনাদের এত ভালো সমর্থন পেয়ে খুব ভালো লাগে।🙏🙏
@suvendudas11147 ай бұрын
সপরিবার ভ্রমণ দেখতে খুব সুন্দর লাগলো। রাজধানীতে ভ্রমণ না করেই ভালো অভিজ্ঞতা হল।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
@iamlikeme7 ай бұрын
অনেক দিন পর রাই মায়ের হাসি মুখ দেখে খুব ভালো লাগলো। সময় পাচ্ছিলাম না বলে ভিডিও দেখতে দেরি হয়ে গেল। খুব ভালো লাগলো।❤🙏
@sudiptabhattacharjee16417 ай бұрын
Trip jome jabe bojhai jacche..Darun enjoy korlam ei train journey👌👌 apnader train er vlog amr boddo prio r ei vlog a puro poribar aksathe akta aladai feel...tobe caption ta "rajdhani exprs er 1st cls a chore ludo khelte khelte Delhi"hole mondo hoto na😂😂..nxt part er jonno opekkhai roilam..valo thakben sokole🥰🙋♂️🙋♂️
@prasannadutta38727 ай бұрын
leh r ladakh amar o dream destination 🎉🎉🎉❤❤❤
@roycalcutta13597 ай бұрын
I'm so glad that you and your family made it all the way to Delhi traveling in the NDA govt's Death Trap. Stay Blessed, Amen!
@sanjoypaul97226 ай бұрын
Apnar family khub sundor valo laglo r valo thakben
@parbatichakraborty55232 ай бұрын
আমরা হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে দিল্লি গিয়ে ছিলাম। খুব ভালো লেগেছিল। আর লে লাদাখ গিয়ে ছিলাম শ্রীনগর অবধি প্লেনে। তারপর বাই রোডে।
Onekei travel vlog koren kintu apnader moto antorik khub kom jon ke dekhi....aunty ato ta vaben onno manush er jnno sotti dekhe khub valo laglo....god bless you😊
@pourabiroy4967 ай бұрын
এই ব্লগটা রাই-এর জন্যে আরো সুন্দর হয়ে উঠেছে। খুব ভালো লাগলো।
@AnindyasTravelogue7 ай бұрын
❤️❤️
@TekDancer7 ай бұрын
খুব সুন্দর হয়েছে অনিন্দ্যদা ❤
@Vegabondmina7 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি, আপনাদেরকে ভ্রমণ করতে দেখে খুব ভালো লাগছে। খুব ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরে দেখতে। বহুবছর আগে এসেছিলাম
@bipulbarua64996 ай бұрын
খুব ভালো লাগলো ভ্রমণ কড়চা। রাজধানী এক্সপ্রেস খুব ভালো চলেছে। আপনাদের জন্য শুভকামনা।
@SomdattaPaul-un2kz7 ай бұрын
Apurbo.apnader kothagulo sunte darun lage.positivity o knoledge er chhoa achhe.
@SankarDasAsansol3 ай бұрын
Your channel is my favourite. I always watch your uploads. Best wishes to you from our side. Thank you.
@sanjuktamitra65257 ай бұрын
রাই কি করে? খুব মিষ্টি মেয়ে❤❤
@vlogifysourav7 ай бұрын
আমিও ছোট ছোট ট্রাভেল ভ্লগ করি এবং তার বেশির ভাগটাই শেখা আপনাদের দেখে, আপনার উপস্থাপনার যে ব্যাপারটা সেটা সত্যি দারুন। প্রতিটা ভিডিওই দেখি আপনাদের। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আসানসোলের এই ছোট্ট ভাইটির দিক থেকে ❤❤❤
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you so much ❤️
@dipankarbasu45887 ай бұрын
আমি এই চ্যানেল প্রথম দেখলাম বেশ লাগলো। আমি শিবাজী এক্সপ্লোরার দেখি
Hello dada ami apnaar notun subscriber apnar video gulo aito bhalo laage dekhte mon a hoy jeno amio apnader shate journey korchi 😊 apnar shate boudi thaka te aaro journey ta jeno jomjomate hoy uthe best couple ☺
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you so much ❤️
@barnalibanerjee34357 ай бұрын
ভীষণ ভালো লাগলো এই ব্লগ টা...পরিবারের সবার সঙ্গে বেড়াতে যাওয়ার মজাই আলাদা।পরের ব্লগ এর জন্যে অপেক্ষা করছি😊😊
@DeliciousDestinybyManisha6 ай бұрын
Apnar video gulo ato valo lage kaku ❤❤ apnar sob video dekhe plan kore rakhi . Aste aste sob trip complete korbo 😊😊❤
@AnindyasTravelogue6 ай бұрын
Thank you
@Ugtraveleatbhappy57 ай бұрын
Onek deen por you tube chalalam ar first video eyeeta Bheeshon bhalo laglo specially Rai k dekhey… Coincidence amra o Paris ghurey phirlam r jodee o desher bayeerey thaakee amee pheerey haanph chere banchlam karon amee ekdom Bheto Bangalee r amar bheeshon oshubidhye hoychey khabar niye..amee family te the only unsporting one 😁😁 Amar bor bollo okhaney you are not meant for big cities …jeta ekdom shottyee..tayeee toh apnader shobayee er Bharat bhromon video gulo dekhey eto Anondo payee…just love it ! And bheeshon khushee apnar subscribers 1 lac plus….👏👏
অসাধারণ 👪পরিবার খুব ভালো লাগে আপনার ভিত্তি গুলি এবং প্রানবন্ত লাগে।🙏
@moonmoonbanerjee18197 ай бұрын
সপরিবার একসাথে ভ্রমণ এটা দেখে খুব ভাল লাগল ,শেষ পাতে মিষ্টি খেতে দেখলাম না ,অনেক ভিডিও তে দেখেছি বুবু ম্যাডাম অনেক খাবার সাথে নিয়ে ওঠেন এবং তার মধ্যে মিষ্টি ও থাকে এবার সেটা দেখলাম না ,যাইহোক ভাল থাকবেন, যাত্রা শুভ হোক 🙏🙏
@niveditaghosh17737 ай бұрын
অনেকদিন পরে তিনজনকে একসাথে দেখে খুব ভাল লাগল। ট্রেন যাত্রার মূহুর্তগুলি আপনাদের সহজ সাবলীল উপস্থাপনার গুনে প্রানবন্ত । আপনাদের আনন্দ আমাদের মধ্যেও সন্চারিত হয়। আমরা ও এই ট্রেন যাত্রার সহযাত্রী হয়ে যাই। যাত্রা শুভ হোক আপনাদের । খুব ভাল থাকবেন তিনজনেই।পরের পর্বগুলির অপেক্ষায় রইলাম।
@AnindyasTravelogue7 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 🌹
@sarmisthapal75587 ай бұрын
Darun darun laglo ❤❤❤❤train vlog khub valo laglo ❤❤❤❤apnader family member ra khub valo❤❤❤❤next vlog tara tari deben ❤❤❤❤❤
@AnindyasTravelogue7 ай бұрын
❤️❤️
@sudipbasu97027 ай бұрын
খুব ভালো লাগলো.... তবে, আমি যতবার 'শিয়ালদহ - রাজধানীতে' গেছি(শেষ গেছি ২০১৯ সালে), ওঠার পরে এবং নামার সময় একটা করে Frooti বা ঐ জাতীয় Cold Drink দিতো... এখানে সেটা দেখলাম না...!! তার মানে item টা বাদ গেছে........ 💐🙏😴😊👍🙏💐
@AnindyasTravelogue7 ай бұрын
করোনার পরে বাদ গেছে ।
@ks205957 ай бұрын
নামার সময়ে কখনোই দেইনি, ওঠার পরে welcome drink হিসেবে দিত,
@sudipbasu97027 ай бұрын
@@ks20595 আমি কয়েকবার নামার সময়ও পেয়েছি.... After Morning Breakfast..... 😊
@PurabiSen25065 ай бұрын
Apnader kothabatra guno sob somoy ee darun. Mone hoy nije ra o sowari hoechi jeno same coach a apnader sathe.❤❤❤❤
@AnindyasTravelogue5 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 এইভাবেই সঙ্গে থাকবেন 🌹
@rhythmoflifestyle7 ай бұрын
অসাধারণ ❤️🥰
@DebasmitaBhadra-fy6eg4 ай бұрын
Khub khub bhalo laglo video ta dada❤❤
@hellosiligurivlogs7 ай бұрын
Khub valo laglo 💜👍💜
@-gx2mt6 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি দাদা, অনেক -অনেক ভালো লাগলো আপনার ব্লক টি। আপনার উপস্থাপন ছিল সত্যি অসাধারণ।
@AnindyasTravelogue6 ай бұрын
অনেক ধন্যবাদ ❤️
@srsethi1970Ай бұрын
Darun video Best was your smiling face.... keep smiling ❤
@jhumurslifestylejourney46447 ай бұрын
Dada namaskar neben. Fst time dekhlam. Sotti ai rokom vdo guloi amar pochondo. Akdom natural👌 valo thakben r khub enjoy korun sawby.
@kamalmondal92265 ай бұрын
Onekdin jabat ami apner Blog dekchi. Very smart and convincing. Valo lage khub.Thanks.
@AnindyasTravelogue5 ай бұрын
ধন্যবাদ 🙏
@samarde7 ай бұрын
Enjoyed the 1st episode but regret for your favourite sweet 'in sesh pate'. Waiting for further blogs.
@SitanathBanickКүн бұрын
খুব সুন্দর লেগেছে ডাললেকriding
@abhijitghosh75787 ай бұрын
আপনার এই সিরিজটার জন্য অপেক্ষা করছিলাম। পূজোর সময় যাবো
@sipanmajumder76687 ай бұрын
শেষ পাতে মিষ্টি টাও আমি খুব মিস করলাম।😄 নবদ্বীপের লোক ভালই হয়। হা হা 😆😆😆😆 চেষ্টা করবেন খাওয়ার পর কখনই চা বা কফি না খেতে।
@manjuchatterjee30797 ай бұрын
খুব ভালো লাগলো,ঝকঝকে সম্পূর্ণ ভিডিও।অনিন্দ্যর বলার স্টাইলটি বেশ আকর্ষণীয়। মিষ্টি মেয়ে রাই❤️পারিবারিক ভ্রমণটি শুভ হোক এই কামনা করি
@syamaldas6007 ай бұрын
জার্নিটা খুব ভালো লাগলো। আপনার প্রতিটি ভিডিও খুব ভালো লাগে। আপনাদের মতন আমরা এতগুলো ঘুরতে পারবনা। তবে আপনার ভিডিও দেখতে দেখতে মনে হয় আপনার ভিডিও র মাধ্যমে আমরাও সেইসব জায়গা ঘুরে নিচ্ছি।এই ভাবেই আস্তে আস্তে এগিয়ে চলেন। আমাদের সাপোর্ট সবসময় আপনার সঙ্গে আছে।লাদাখ সিরিজের বাকি ভিডিও গুলো দেখার জন্য অধীর অপেক্ষায় রইলাম। আপনি, বৌদি এবং রাই সকলেই ভালো থাকবেন।❤❤❤❤
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you so much 🌹
@srabanisarkar2697 ай бұрын
Journey ta joto ta dekhlam khb enjoy korlam...anek din bade rai ke dekhe khb bhalo laglo...dekha jak lùdo khelay ke kotobar jete😀 ..
@AnindyasTravelogue7 ай бұрын
Ha ha 😂
@arghyadippathak20647 ай бұрын
স্যার প্রথমে এক লক্ষ পরিবারের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আপনার ভিডিও দেখলে আনন্দ গর্ব রোমাঞ্চ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি হয়। কী বলবো বুঝতে পারি না নির্বাক হয়ে থাকাই শ্রেয়। বলতে ভালো লাগছে আপনার ট্রাভেল গাইড অনুসরণ করে আমরা দীর্ঘ একুশ বছর পর (তখন আমার বয়স ছয়) আবার মধ্যপ্রদেশ ভ্রমণ করতে চলেছি আগামী নভেম্বরে। খুব ভালো থাকবেন। প্রণাম নেবেন। আরো নতুন সিরিজের অপেক্ষায় আছি। লাদাখ ভ্রমণ সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমন্ডিত হোক। ❤🙏
@AnindyasTravelogue7 ай бұрын
মধ্যপ্রদেশ ভ্রমণের জন্য শুভেচ্ছা রইল 🌹
@arghyadippathak20647 ай бұрын
@@AnindyasTravelogue 🙏😊
@RecordingModeTravel7 ай бұрын
Vlog toh sobsomoyi bhalo lage. Onekdin por 3jon ke eksonge dekhe jeno aaro beshi bhalo lagchhe ❤
@sudipaich48647 ай бұрын
School ses er por apnake abar dekhte pelam.. Bhalo laglo sir ( Mane amader Priyo AC sir) .. Bhalo thakun sir.. Bhalo hoyeche ai hashi khushi vlog ti.. 😊😊❤
@AnindyasTravelogue7 ай бұрын
Thank you ❤️
@abhoykanjilal56627 ай бұрын
আমি একজন অবসরপ্রাপ্ত বরিষ্ঠ নাগরিক। আমি ও স্ত্রী আমরা আপনাদের ব্লগ দেখি ও খুব উপভোগ করি। আপনার কন্যা তো এর আগেও আপনাদের সাথে বেড়াতে গেছেন। জনি ও বাইরে থাকে তবে আজ জানলাম প্যারিসে। আমাদের ছোট বেলার An Evening in Paris. স্বপ্নের দেশ ছিল। আজকাল সব জায়গায় অশান্তি। আপনার কন্যা কি চাকরি করেন? ও কি নিয়ে পড়াশোনা করেছে? ভালভাবে ঘুরে আসুন ঠাকুরের কৃপায়।
@AnindyasTravelogue7 ай бұрын
আমাদের ভিডিওগুলি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏 মেয়ে Paris Nanterre University -তে English Lecturer. ভালো থাকবেন 🌹
@amit848957 ай бұрын
Darun lagche full team ke dekhe plus family niye ladakh tour er idea ta pabo etao khub dorkar chilo ...best wishes 🎉
3jon ke aksathe dhekhe khub bhalo laglo. Porer part gulor opekhai roilam.
@AnindyasTravelogue7 ай бұрын
Next দুটো part চ্যানেলে এসে গেছে
@ritikadas10637 ай бұрын
@@AnindyasTravelogue a66a ami dhekhe nebo. Atar o notification aseni ami just scroll korte korte pelam
@dibyendubhowmick66887 ай бұрын
অনিন্দ্য বাবু আপনার সব ভিডিও দেখি এবং দারুণ দারুণ দারুণ আনন্দ পাই এভাবেই চালিয়ে যান এবং আমাদের আনন্দ দিন আপনারা সবাই ভালো থাকবেন
@AnindyasTravelogue7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@subhamoyghosh67297 ай бұрын
Daroon enjoy korlam Anindya. Lots of love from Delhi 🥰
@AnindyasTravelogue7 ай бұрын
Thanks a ton.
@SanjuktaChakraborty-jj3fj4 ай бұрын
Apnader almost sab kota video dekhi ...and comments o kori...sab theke bhalolage apni sab somoy hashi mukh a host koren...apnar second half jini tini o bhisan jovial ekjon manush khub khub bhalo lage onake and most importantly Rai k amar khub khub bhalo laglo ...asambhabh sweet r ki well behaved...... khub bhalo laglo anek bless korlam ...ashole amar o ekti matro konya Hydeeabad a thake Google a kormorota tai apnader , especially apnar strir anondo o emotion ta khub khub feel korte parchi ..bhalo thakben apnara ...Iswar apnader sobai k jeno susthyo o sabolil rakhe ...r Rai er ekta kothar sathe ami sampurna sohomot j , ....if you love anything luck will favour you..jrom Rai er "travel luck"😅
@SanjuktaChakraborty-jj3fj4 ай бұрын
Rai er kache Paris er videos dekhar abdar roilo ae auntyr😂
@sudeshna-qf6rq7 ай бұрын
khub vlo laglo sir video ta dheka😊😊😊....
@dr.archanabiswas47107 ай бұрын
Enjoy your family trip to Ladak and while you travel by train,carry on with your running commentary. Your daughter's ever- smiling face,in addition to her modesty and sobriety speak volumes about her loving parents,Anindya and Bubu. Years back we had been to Jammu and Kashmir and neighbouring sites; my memory is still afresh,watching the flora and fauna and purchasing lovely shawls. May God keep you all safe and secure while you traverse to and fro. Good Luck. Didi
@AnindyasTravelogue7 ай бұрын
Thanks for your feedback ❤️
@bistumondal94336 ай бұрын
Osadharan video nice 👌 💯 👍 👏
@debasisbanerjee45897 ай бұрын
আর একটা সুন্দর উপস্থাপনা। Train journey and in the appropriate class, আমার মতে, is for the classes while air travel is for the masses. Coleslaw বনাম কচুরি উপভোগ করলাম। সবথেকে ভালো লাগলো আপনাদের honest review of the amenities. আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে সবকিছুকে খারাপ বলা আর তুলনা করা। Looking forward to the next video.
@sourishkumarbose.21317 ай бұрын
অনবদ্য। ❤❤
@Vromon-karo7 ай бұрын
Aninda bhai, khub bhalo laglo, tomra tinjanei ebar vromon sangei.. All the best
@Vromon-karo7 ай бұрын
Tomar video amar khub bhalo lage,puri gie Tomar panda ke ph kore amra or sathe jagannath darsan kori,vision bhalo chele.Tomar information khub kaje lage amarder.amrao ektu travel kori …ichcha ache ekdin dekha korbo tomader sathe amra.stay blessed