বাংলা তথা ভারতের প্রতিটি মানুষের জানা উচিত এই অন্ধকারময় পরিচ্ছেদ। সমস্ত রেফারেন্স সহ এই উপস্থাপনা টি আপনার অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিবেদন।
@Anirban_das7 ай бұрын
আগামীদিনে আরও ভালো করার চেষ্টা করবো 🙏🏻
@tkg5727 ай бұрын
জয় মারাঠা, জয় বর্গী।
@supriyachatterjee94847 ай бұрын
@@tkg572Are you kidding?
@surojitchattapadhyay6877 ай бұрын
Mention referrence.
@Anirban_das7 ай бұрын
@@surojitchattapadhyay687 check description
@romanchopediamithun7 ай бұрын
দারুন লাগলো, সব যেন চোখের সামনে ফুটে উঠল।
@Anirban_das7 ай бұрын
😊❤️ Thank you! তোমার চ্যানেল দেখলেও তোমার সঙ্গে এখনও সামনাসামনি আলাপ হয়নি।
@romanchopediamithun7 ай бұрын
@@Anirban_das হ্যা, চলো একদিন মিট করি।
@Anirban_das7 ай бұрын
@@romanchopediamithun insta তে থাকলে একটা msg করো, number exchange করছি, anirbanim
@ParthakumarRoy-l5m7 ай бұрын
দুই মহারথী একজায়গা তে 😮 বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো আপনাদের দুজনের প্রতি ❤️❤️🇧🇩
@Imagination7427 ай бұрын
বাংলা লুপ্ত গৌরব কে সামান্য হলেও উদ্ধার করা সম্ভব।
@BusinessKart7 ай бұрын
আপনার দেওয়া প্রতিটা তথ্য সঠিক এবং প্রমানিত । কিন্তু আমি এর মধ্যে আরো একটি ঐতিহাসিক তথ্য যুক্ত করতে চাই আশা করি আপনাদের সকলের কাছে এই তথ্য গ্রহনযোগ্য হবে । " আমিও সেই সময়ের কথা বলছি তখন বর্ধমান ও হুগলি জেলার মতো বাঁকুড়া জেলাও আক্রান্ত মারাঠা তথা বর্গী হানাদার বাহিনীর হাতে । তখন বাঁকুড়া জেলা শাসন করছেন মল্ল রাজবংশের রাজারা । হঠাৎ রাজা শুনতে পান বর্গীরা হানা দিয়েছে তাঁর রাজ্যে । ইতিমধ্যেই রাজার কানে এসেছে বর্গীদের নৃশংসতা হত্যা লুঠ খুন ও ধর্ষনের কথা তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তাঁর তুলনামূলক ছোট সৈন্য দল ও দেশবাসীদের নিয়ে যথাসাধ্য প্রতিরোধ গড়ে তুলবেন মারাঠা হানাদারদের বিরুদ্ধে । যেমন ভাবা তেমন কাজ । এক মুহুর্ত সময় নষ্ট না করে তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন । অবিলম্বে সেই দিন উপস্থিত হল যখন মারাঠাদের বিশাল সেনা তাঁর সামনে উপস্থিত হল । অচিরেই রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হল বর্গী ও মল্লরাজের মধ্যে । যুদ্ধে মল্লরাজের সেনা পিছু হটতে শুরু করল । নিজের সেনাকে হারতে দেখে মল্লরাজ তখন ভগবানের স্মরনাপন্ন হলেন । তিনি বিষ্ণুপুরে অবস্থিত মদনমোহন ভগবানের মন্দিরে গিয়ে অঝোরে কাঁদতে লাগলেন আর ভগবানকে তাঁর রাজ্যের উপর আসা এই ভিশন সঙ্কটের কথা ও রাজ্যের মানুষের দুর্দশার কথা বলতে লাগলেন । হঠাৎ রাতের আঁধারে শোনা গেল এক বিকট বিস্ফোরণের শব্দ, রাজা শুনলেন প্রজারা শুনল সৈনরাও শুনতে পেল একবার, দুইবার, তিনবার, বার বার সেই শব্দটা কানে এলো । এ শব্দ রাজ্যের সকল মানুষের পরিচিত হ্যাঁ এ তো দলমাদল কামানের গর্জন । এবং তার সঙ্গে আরও একটা শব্দ কানে এলো সেটা হলো মারাঠা সেনাদের আর্তনাদ। কিন্তু কে এই দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করছে ? এ তো সয়ং ভগবান মদনমোহন ছাড়া আর কেউ হতেই পারে না । মুহুর্তের মধ্যে রটেগেল সয়ং ভগবান মল্লরাজের হয়ে কামান দেগে যুদ্ধ করছেন । ভগবান যার সঙ্গে আছেন তার আর কে ক্ষতি করতে পারে । ব্যস ওই উৎসাহে মল্ল রাজা ও তাঁর সেনা এমন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন যে এবার মারাঠারা পিছু হটতে বাধ্য হল এবং এই যুদ্ধে মল্লরাজ জিতে গেলেন । " বিষ্ণুপুরে গেলে লোকের মুখে মুখে এই গল্প শুনতে পাবেন । হয়তো আজকের দিনে মারাঠাদের অনেক বাঙালির ভগবান মনে হতে পারে কিন্তু তাদের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল যে সয়ং ভগবান মদনমোহনকেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল । আশা করি সকলের এই তথ্যটি ভালো লাগবে । ধন্যবাদ 🙏🏻
@karara-jawab7 ай бұрын
সত্যি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজা ধর্মের সাহায্য নিয়ে নিজের সাম্রাজ্য কে টিকিয়ে রাখার ঘৃণ্য চেষ্টা করেছে, কিছু ব্যতিক্রম বাদে। তবে মারাঠাদের এই দলটা তাৎক্ষণিক সময় যে অপরাধ করেছে, অক্ষমা অযোগ্য।
@shantoboy6 ай бұрын
বাজিরাও মস্তানি সিনেমাটিতে মুখ্য চরিত্রের মুখে এই কথা স্বীকার করা হয়েছে। কিভাবে অত্যাচার করত এরা বাংলায় এসে। এদের মধ্যেই অবশ্য একদল এখানে থেকে যায়। খন্যান এ। পদবি বদলে এরা কুণ্ডু হয়। এখনকার ইটাচুনার রাজবাড়ি।
@priyanathsarkar61565 ай бұрын
দাদা আমার জানা ছিল না আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম মারাঠা রায় কি বর্গী ছিল
@nabil-fi6kp5 ай бұрын
@@priyanathsarkar6156 হ্যা
@mamataduley81325 ай бұрын
বিষ্ণুপুর এ আমার মামাবাড়ী। আমি কামান দাগাও দেখতে গিয়েছিলাম একবার কিন্তু এর ইতিহাস জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ ইতিহাস টা জানানোর জন্য।
@sheulibasu9117 ай бұрын
এই ভিডিও শেষ পর্যন্ত না দেখার কোনো প্রশ্নই ওঠে না । গায়ে কাঁটা ধরানো এক অসাধারণ ইতিহাস যা বেশিভাগ লোকের কাছে অজানা । ❤
@Anirban_das7 ай бұрын
❤️🙏🏻
@arifulislamshanto50917 ай бұрын
এটা বাংগালীর জানা উচিৎ, আমরা ছোটো বেলাই শুনেছি,সেই বিখ্যাত ছড়া খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে।যাই হোক যারা ইতিহাস বিশ্লেষণ করে মারাঠা মহান মহান বলে তারাই সেই বীজ।
@sukanta0627 ай бұрын
@@arifulislamshanto5091 মোঘলদের, গোটা পৃথিবীর মুসলিমদের, নবী মুহাম্মদের অমুসলিমদের প্রতি নৃশংস অত্যাচারের ইতিহাসের কথাও সকলের জানা উচিত
@AparnaGuha-ud3bs6 ай бұрын
@@arifulislamshanto5091 Koi bhi kisi bhi party ko support kar sakta hai, aap bhi kisi party ko support Karte Honge. per is vajah se uski Dharmik bhavnaon ko Is Tarah thes Nahin pahunchani chahie. Aur agar aap Aisa kahoge- To fir Hamen aapko yah bhi Yad dilani padegi.. Ek 55 Sal Ka Buddha, 9 sal ki Chhoti Si bacchi ke sath rape kiya tha. Aur unka naam kya tha yeh to appko pata hi hoga. Aur Jo log Apne Hi bahan se shaadi karta hai, Apne biwi ko dusre Mard Ke Sath halala karvata Hai, Jo log Apne Hi adopt kiye Hue beti jab Jawan Ho Jaati Hai To Usi se shaadi kar lete hain, or Jo log Ek Sath 9 shaadi karne ke bad bhi, Jannat jaake 72 Huron ke sath sex karne ka Sapna dekhte hain. Aise Logon ke juban per Badi-badi baten Shobha Nahin Deti, Aur ha yah Log kaun se Dharm se belong karte hain yah to aapko Pata hi hoga. Hai na..?? 🙂 Janab, Jiske Khud Ke Ghar Shishe ke Hote Hain vah dusron ke ghar per Pathar Nahin fenka karte 😏
@Sayan45255 ай бұрын
@@arifulislamshanto5091যেভাবে ৯৯% সন্ত্রাসবাদী মুসলিম হওয়া সত্ত্বেও কেউ মুসলিমদের দিকে আঙুল তোলেনা সেইভাবেই কিছু অত্যাচারী মারাঠাদের জন্য সমগ্র মারাঠা সাম্রাজ্যকে দোষ দেওয়া যায়না ব্যাপারটা বোঝা গেলো??
@BapiDhibar-d4r3 ай бұрын
মারাঠীদের এই কলঙ্কময় ইতিহাস সকল কে জানার সুযোগ করে দিলেন আপনি,আমাদের শুধু মারাঠাদের বীরগাঁথা আর তাদের উজ্জ্বল ইতিহাস পড়ানো হয়েছে।। অসংখ্য ধন্যবাদ দাদা। অনেকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল।।❤❤❤
@parthamondal18053 ай бұрын
শুধু মারাঠা নয় ঠ্যাঙাররাও ছিল বাংলার ত্রাস
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@Hvfghfryi-ot6cjАй бұрын
হিন্দুত্ববাদের কারনে আমাদের বাঙালিত্ব বিসর্জন দিতে হচ্ছে,, অথচ ২৫০০ বছর আগে আমরা হিন্দু ছিলাম না।
@@ratikantamahapatra8847 😆😆😆😆😆😆😆😆 Tora Sotto Juger Aamsotto khas naa?
@Kdm-947 ай бұрын
মারাঠা দের প্রতি যেটুকু সম্মান ছিলো আজ তা একেবারে শেষ হয়ে গেলো। ধন্যবাদ এই অজানা ইতিহাস আমাদের সামনে উপস্থাপিত করার জন্য🙏
@BsexNsg7 ай бұрын
Age sandeskhali ta niya vabun
@BsexNsg7 ай бұрын
সে সময়ে খাজনা না দিলে কি কি করত সেটাও একটু খুঁজে দেখুন।
@Sonali.8377 ай бұрын
@@BsexNsgঅতো ভাবার দরকার নেই গঙ্গাধর কয়ালের ভিডিও দেখলেই পরিস্কার হয়ে যাবে । মাত্র 2000 টাকার খেলা ছিল।
@ABCaaaffg7 ай бұрын
Ata vul etihas
@programsolve30537 ай бұрын
কেন ভারতের ইতিহাস পড়েননি?
@rajorshikumar5367 ай бұрын
আমি একজন ইতিহাস প্রেমী,,, এইসব পুরনো ইতিহাস নিয়ে খুব বেশি ভিডিও দেখা যায় না।। খুব ভালো এবং নতুনত্ব বিষয় জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ🥰😍❤💕
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@avijitdutta85127 ай бұрын
আমি অনেকদিন ধরে এই পর্বটা নিয়ে অপেক্ষায় ছিলাম। কারণ আমার ছোটবেলা থেকেই খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে এই গানটা আমার খুব ভাবিয়েছিল। বর্গী কারা তারা কেনই বা এসেছিল? সত্যিই অসাধারণ এই জ্বলন্ত বাস্তবতার উপস্থাপনা❤❤❤
@Anirban_das7 ай бұрын
❤️🙏🏻
@abirhazra40297 ай бұрын
এখন ব্যা ব্যা ব্ল্যাকশিপ শেখে।।
@RajashreeMitra-ip3zo7 ай бұрын
আপনার উপস্থাপনা গুণে আজ ৩০০ বছর পরেও সেই অসহায় মানুষ গুলোর জন্য চোখে জল এলো
@Anirban_das7 ай бұрын
🙏🏻
@stocktime2146 ай бұрын
Sei osohai lok gulo amader e purbo purush chilo😢😢
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@Unknown90827Ай бұрын
U...are a brainwashed kid...stop pon pon(hindu,tanatan)and take a lollypop😢😂😂@@NativeVsColonial
@dbhattacharjee14357 ай бұрын
বর্গী দের কাহিনী পড়েছিলাম কিন্তু সেটা ছিল খুবই সামান্য । আজ আপনার থেকে পুরো টা জানলাম । ধন্যবাদ স্যার।
@Anirban_das7 ай бұрын
শেয়ার করবেন 🙏🏻
@biswajitghosh15267 ай бұрын
কাহিনী কোনোদিন ইতিহাস হতে পারে না। এইসব জানোয়ারদের ট্রাপে পড়বেন না please
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@ZihadHossainArafАй бұрын
@@NativeVsColonial What a great explanation.. Maratha as a librator.. Thank god Maratha failed and get kicked in as by Alivardi... Your so called librator killed your own people..
@NativeVsColonialАй бұрын
@@ZihadHossainAraf Tor Abbur ke seta jante parli ki? Kon Hareme tor jonmo?
@rupamdas3337 ай бұрын
মারাঠিরা এই ইতিহাস এই অন্যায় মানতে চায় না আর ক্ষমাও চায়নি যা মনে এক কষ্ট সব সময় দেয় 😢
@Anirban_das7 ай бұрын
ইতিহাসের ভুলের নিরিখে আজ ক্ষমা চাওয়ার প্রাসঙ্গিকতা নেই। ❤️
@SupratikSaha-fn6pf7 ай бұрын
নিজেদের দোষ কেউই মানতে চায়না। মারাঠারা নিজেরাই নিজেদের সাম্রাজ্যকে ধ্বংস করেছে।
@BBD_Bangali7 ай бұрын
Mumbai Pune te koto Bangali job kore jano? Tader income far far more than borgi der lunthon.
@aranimitra48817 ай бұрын
ক্ষমা চাওয়া তো দূর, ওরা এই অপরাধ শিকার ও করে না। মারাঠা রা এখন ইতিহাস এ শুধুই Hero
@Happyprince37547 ай бұрын
@@BBD_Bangali boghas,,,,, income kora r lunthon kora , duto ki ak jinish ?
@sharmilamukherjee26117 ай бұрын
দারুন উপস্থাপনা , সাবলীল বক্তব্য , কথা বলার মধ্যে অভিনয় টা বেশ আকর্ষণীয়, আর পিছনের graphics যেন সরাসরি সেই সময় এবং দৃশ্যর সামনে নিয়ে গেল। ইতিহাস যা জানলাম তাতে বাংলার ওপর ধারাবাহিক আক্রমণের আর একটি অধ্যায়। ভাবতে অবাক লাগে আমাদের পূর্বপুরুষ বারংবার যুগে যুগে এই নারাসংহার প্রত্যক্ষ করেছে , প্রত্যেক আক্রমণের একই রূপ, পুরুষ হত্যা, নারীর বলাৎকার। আপনি আরও ভুলে যাওয়া ইতিহাস সামনে আনুন
@Anirban_das7 ай бұрын
🙏🏻❤️
@upamanyubiswas7407 ай бұрын
দাদা এই বর্গীদের নিয়ে তৈরী করা ভিডিওর জন্য আমরা বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এটুকু অনুরোধ রইলো যদি আরো তাড়াতাড়ি বেশী করে এই ভিডিও গুলো দেন। শুভেচ্ছা রইলো খুব ভালো থাকবেন 😊😊
@Anirban_das7 ай бұрын
একার পক্ষে সম্ভব হয়ে উঠছে না
@somamukherjee33397 ай бұрын
উনি কম ভিডিও দেন বলেই ভিডিওর গুণগতমান এতো উৎকৃষ্ট হয়, যদি অনেক বেশি দিতে থাকেন তাহলে,অতির ঠেলায় তা মাঝারি হয়ে যাবে।
@AsifIqbal-ww7hs7 ай бұрын
উপস্থাপনা এবং বর্ণনাভঙ্গি দারুণ। ভিডিওর সাথে যে graphics দেয়া হয়েছে সেটি অসাধারণ। তিনশ' বছর আগের বাংলার জনপদকে যেন জীবন্ত করে তুলল। সনাতনের গল্প দিয়ে যে ভাবে শুরু করেছেন সেটা প্রশংসনীয়। কোন এক অজ্ঞাত কারণে বাংলার ইতিহাসের কৃষ্ণতম অধ্যায় এই বর্গি হানা নিয়ে বিশেষ কোন গবেষণা বা সাহিত্য নেই। এই ভিডিও সেই অভাব সামান্য হলেও পূরণ করবে। বাংলায় বহু যুদ্ধ হয়েছে। সেই সব যুদ্ধ রাজায় রাজায়, সেনাবাহিনীতে সেনাবাহিনীতে। কিন্তু এভাবে সাধারণ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, অত্যাচার, ভয়ংকরতম পাশবিক নির্যাতন ছিল নজীরবিহীন।
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ, সঙ্গে থাকবেন 🙏🏻
@চিরন্তনসত্য-ল৬ট7 ай бұрын
ঠিক বলেছেন৷ তবে বাংলার ইতিহাসের আরেকটি কৃষ্ণতম অধ্যায় হল বক্তিয়ারের আক্রমণ৷ সেটিকে বাংলার ইতিহাসে যেমনভাবে অনেকে গৌরবাণ্বিত করার চেষ্টা চালিয়েছে সেটিও নজিরবিহীন৷ ইংরেজ আসার ফলে আমরা পরাধীন হলাম, আগে স্বাধীন ছিলাম- এটি হল আরেকটি শাক দিয়ে মাছ ঢাকার উদাহরণ৷
@চিরন্তনসত্য-ল৬ট7 ай бұрын
ঠিক বলেছেন৷ তবে বাংলার ইতিহাসের আরেকটি কৃষ্ণতম অধ্যায় হল বক্তিয়ারের আক্রমণ৷ সেটিকে বাংলার ইতিহাসে যেমনভাবে অনেকে গৌরবাণ্বিত করার চেষ্টা চালিয়েছে সেটিও নজিরবিহীন৷ ইংরেজ আসার ফলে আমরা পরাধীন হলাম, আগে স্বাধীন ছিলাম- এটি হল আরেকটি শাক দিয়ে মাছ ঢাকার উদাহরণ৷
@bhabadevmalla90023 ай бұрын
সাধারণ এর উপর গনহত্যা সবচেয়ে বেশি ও সব থেকে ভয়ঙ্কর বাংলায় ঘটেছে ১৯৩৬ থেকে বর্তমান পর্যন্ত।
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@pronabmaitra897 ай бұрын
উচ্চারন,ইতিহাসের পুরনো ঘটনা এত সহজ,সুন্দরভাবে বিশ্লেশন খুব কম শোনা যায়।দারুন সুন্দর,অসাধারন।
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন, কথা হবে
@truthseeker10387 ай бұрын
মাটি চাপা দেওয়া সত্যকে তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা। আপনি এগিয়ে চলুন, আমরা পাশে আছি।👏👏👏👏
@Anirban_das7 ай бұрын
❤️
@sayanisarkar14067 ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ ..... আপাতত এছাড়া আর কিছুই মাথায় আসছে না। ছোট বেলায় বর্গি এলো দেশে ছড়াটি শুনেছি ঠিকই কিন্তু এর পিছনের ইতিহাস কখনোই জানা ছিল না। ধন্যবাদ ✨
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@baisakhighoshsantra19367 ай бұрын
জানা ছিল,তবে এতোটা নয়। ভয়ঙ্কর ও মর্মস্পর্শী ইতিহাসটা জেনে,আজকের দিনেও গায়ে কাঁটা দিচ্ছে। আর আপনার গল্প বলার ক্ষমতা অসাধারণ।
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ ❤️
@bateswardas25606 ай бұрын
Nanda sen jokhon dupure khawar thala chhere paliye jayy matro 7jn ghorsowar khilji senar bhoye...trpr jevabe dhongsho lila chalano hy, ajker east bengal er bouddhomoth gulo jaliye diye ar islam conversion kore banglar chehara plte dewa hy...banglar kache esb itihaas notun noy Karon bangla sevabe kokhonoi protirodh dekhate preni...sei 12 sotok theke chlche
@mindcreator83912 ай бұрын
@@Anirban_dasতোর আব্বু সুলতানের জাroz সন্তান গুলোই এই ইতিহাস লিখেছিল আর সেটা তোদের মত মহা গান du গুলো পড়ে জেনে বলছিস, বর্গীদের ওপর তোদের আব্বুদের কেন এত রাগ জানিস, বর্গীরা ছিল বাংলার সুলতানদের যম । তাদের ভয়ে সুলতান গুটিয়ে বাংলা সালতানাত ১০ বছর খাজনা দিয়েছিল । সেই সময় ভারতে প্রথম মারাঠা নামক হিন্দু যোদ্ধারা মুসলিমদের ধুলোয় মিশিয়ে লালকেল্লা দখল করে উত্তরে আফগানিস্তান থেকে এখানে বাংলা অব্দি সুলতানদের মাটিতে মিশিয়ে দিয়েছিল তাই তো সেই সময় সুলতানরা কৌশলে তাদের নামে ভুল কথা ছড়িয়ে তাদের অত্যাচারী বলত আর তোর আব্বু বামপন্থী আর সুলতান পন্থী গুলো সেই বিকৃত ইতিহাস ভারতে এতদিন পরিয়ে গেছিল । তুই তাই ওটাই জানিস । শুনে রাখ মারাঠা সেই সূর্যের নাম যার তেজে হিন্দুরা জেগে উঠেছিল আর তোর আব্বু সুলতানদের ভয়ে মল মূত্র ত্যাগ করে করুন পরাজয় ঘটেছিল। আবার সামনে এটাই ঘটবে । আশা করি বেঁচে থাকবি সেই দিন অব্দি । হর হর মহাদেব 🕉️
@makali54817 ай бұрын
মারাঠা জাত শুনেছিলাম নাকি বীরত্বের জাত।। কিন্তু সেজে ধর্ষক জানতাম না ।। আজ থেকে মারাঠা আমার কাছে ধর্ষক হয়েই থাকবে। ধন্যবাদ আপনাকে এই রকম সত্য একটা চলচিত্র কে আমাদের সামনে আনার জন্য।
@ABCaaaffg7 ай бұрын
Ata je sotto ki kore janlen
@bidhanmandal82047 ай бұрын
Mughol mahan
@ABCaaaffg7 ай бұрын
Ai sob mittha etihas totkalin somaje kichu mugol pristoposhok varotio ai sob likhten
@Sujoy247 ай бұрын
Dekhun tokhon kichhu marathi kharap lokeder jonno ekhonker marathi hindu der kharap bhavben na
@Sujoy247 ай бұрын
@@bidhanmandal8204 apnar moto kichu murkho lok full details na niye erokom kichu lokeder kothay nachte thake
@dipayansen24357 ай бұрын
শোনার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলাম। কিছুটা অবশ্যই জানি কিন্তু আপনার উপস্থাপনা অন্য মাত্রায় নিয়ে গেছে। শুনতে শুনতে অজান্তেই চোখটা ভিজে উঠেছে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, শুনতে-শুনতে অজান্তেই যেন পৌঁছে গেছি সেইখানে, নিজের চোখে যেন সবকিছু দেখতে পাচ্ছি, আপনাকে অশেষ ধন্যবাদ ইতিহাসকে তুলে ধরার জন্য যা অর্ধেকেরও বেশি বাঙালি জানে না বা জানলেও খুব সামান্যই জানে । এই বর্গি হামলায় ভয়াবহতা, নিষ্ঠুরতা যা তারা অনুধাবন করতে পারিনি , এই ভিডিও দেখে অবশ্যই করতে পারবে।
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@dipayansen2435Ай бұрын
@NativeVsColonial না এই তথ্য সম্পূর্ণ সত্য উনি সম্পূর্ণ ঐতিহাসিক প্রমাণসহ এই তথ্য দিয়েছেন। তাছাড়া আমরাও এই বিষয়ে কিছুটা পড়েছি। 🔺বর্গি শব্দটি মারাঠা সেনাবাহিনীর অশ্বারোহী সৈন্যদের নির্দেশ করে। 🔺আপনার কথা অনুযায়ী মারাঠারা কি ইরানের রাজত্ব করত যে অশ্বারোহী সৈন্যদের বর্গি বলা হচ্ছে? আপনার কথা ঠিক।🔺আচ্ছা এই যে জমিদার শব্দটি এটিও কিন্তু ফারসি থেকে এসেছে।জমিদার শব্দটি ফারসি শব্দ যামিন (জমি) ও দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে 'দার' সংযোগে এসেছে। তা এটা কিভাবে বাংলায় আসলো? বাংলা জমিদাররা বাংলা সাথে সাথে কি ইরানেও তাদের জমিদারি ছিল? এর প্রধান কারণ হলো বহু সভ্যতার সঙ্গে ভারতবর্ষের অনেকদিন ধরে সাংস্কৃতিক আদান-প্রদান হয়েছে। যার ফলে আমাদের স্থাপত্য থেকে আরম্ভ করে ভাষার মধ্যে তাদের প্রভাব লক্ষ্য করা যায়। 🔺বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি ভাষা থেকে শব্দ এসেছে, ফার্সি, আরবি, তুর্কি ইত্যাদি।🔺 আপনি ভুলে যাচ্ছেন মুঘলরাও বিদেশী ছিল যারা ভারতবর্ষে দীর্ঘ সময় রাজত্ব করেছে।মুঘল প্রশাসনের অধীনে একাধিক ফার্সি শব্দ ব্যবহৃত হতো । বর্গি শব্দটি আসলে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সময়ে, বিশেষত ১৭শ শতকে মারাঠা-মুঘল যুদ্ধের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিকদের মতে বর্গি শব্দটির সরাসরি ফারসি থেকে আসার ক্ষেত্রে একটি সম্ভাবনা হলো, ফার্সি শব্দ "بَرگ" (Barg) বা "بورگ" (Borg), যার অর্থ "সেনা", "আক্রমণকারী" বা "বাহিনী" হতে পারে। মারাঠারা মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে, তখন মুঘলদের সেনাকে আক্রমণকারী বা বিদেশি বাহিনী হিসেবে বর্গি বলা হতে পারে। ঠিক একই ভাবে মারাঠা রাজাদের জন্য বর্গি শব্দটি বিশেষত তাদের আক্রমণকারী বাহিনীকে বা শত্রু বাহিনীকে বোঝাতে ব্যবহৃত হত। ফার্সি শব্দগুলোর প্রভাব শাসক শ্রেণীর মধ্যে ব্যাপক ছিল, এবং সেগুলোর বাংলা ভাষায় স্থানান্তরিত হতে বেশি সময় লাগেনি। 🔺 এবার আসি দ্বিতীয় পয়েন্টে আপনার কথা অনুযায়ী ইসলামপন্থীরা ও বামপন্থী ঐতিহাসিকরা ই ইতিহাস বিকৃত করেছে। 🟥ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল ১৭৫২-৫৩ সাল। বর্গিরা বাংলায় অত্যাচার করেছিল-এটা প্রামাণ্য তথ্য। তা ভারতচন্দ্র কি বামপন্থী ছিলেন নাকি সেই সময় ভারতবর্ষে বামপন্থার আবির্ভাব হয়েছে? এই বিষয়ে একটি চিন্তা করবেন।
@SomnathDas-nb1uz7 ай бұрын
ভিডিওটা বছর খানেক আগে আপনি বানালে আমি বিশেষ উপকৃত হতাম। একটা পরীক্ষার প্রস্তুতিতে ভীষন কাজে লাগতো। যাই হোক, খুবই সুন্দর উপস্থাপনা, এমন ভাবে পড়লে কেউ কোনোদিন ভুলবে না। আপনাকে অনুরোধ করব বাংলা তথা ভারতের ইতিহাস নিয়ে এরকম আরো অনেক ভিডিও বানান যাতে ছাত্রছাত্রীরা সহজেই ইতিহাস বিষয়ে স্বাবলম্বী হয়।
@Anirban_das7 ай бұрын
নিশ্চই। পড়াশুনার কাজে হয়তো লাগলো না, দেখা তো হলো!
@Thoughtful_mind717 ай бұрын
আপনার ভিডিওগুলো গবেষণা ও বিশ্লেষণ সমৃদ্ধ। আপনার উপস্থাপনাটাও অসাধারণ। বাংলা ও বাঙালির এমন চমৎকার ইতিহাস আরো শুনতে চাই। অনেক শুভেচ্ছা বাংলাদেশ 🇧🇩 থেকে ..
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন 😊
@chanmahmudakhando27727 ай бұрын
দাদা ইতিহাস শুনতে ভালোলাগে, তবে চোখে পানিও চলেআসে, আমার বাংলার মতো ইতিহাস আরো কোথাও আছেকিনা সন্ধেহ, তাইতো বাংলা আমার র্গব বাংলা আমার অহংকা, বাংলাদেশ থেকে দেখছিলাম,
@supriyachatterjee94847 ай бұрын
Greetings from India
@chanmahmudakhando27727 ай бұрын
@@supriyachatterjee9484 ধন্যবাদ আপনাকে,
@rakhimukerji79375 ай бұрын
1947 kolkata
@prabirgayen90607 ай бұрын
এই ইতিহাস আমার খুব ভালো করে জানা থাকলেও আপনার উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আমাকে আবারো নতুন করে নতুন ভাবে ভাবাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
@Anirban_das7 ай бұрын
❤️
@SwanamMati7 ай бұрын
ভাই ভারতে মুসলিম আক্রমণ নিয়ে একটা ভিডিও দেন।
@rintukumarbiswas53167 ай бұрын
Or abbu rag korbe
@powergameryt23514 ай бұрын
তুর্কি আক্রমণ থেকে শুরু হয়েছিল।
@AnikvikramАй бұрын
@@rintukumarbiswas5316Tomar Vadila boleche eta bolte
@FUTUREWORK.1Ай бұрын
@@Anikvikram mulla😂
@sumanbiswas5106Ай бұрын
এনার ক্ষমতা নেই মুসলিম আক্রমন নিয়ে স্পষ্ট আলোচনা করার। সেকুগিরি দেখাবে কে!😀
@chayanikakar84127 ай бұрын
বাংলায় বর্গী আক্রমণ যে হয়েছিল তা জানতাম কিন্তু এতটা ভয়াবহ ছিল তা জানতাম না। সত্য্যি আমাদের জানা কত সীমিত। অসাধারণ লাগে তোমার উপস্থাপনা।❤️
@anirwansengupta9935 ай бұрын
বিজেপি কোন দিন জানাবে না।
@rakhimukerji79375 ай бұрын
@@anirwansengupta993Alibardi Khan faced the Maratha robbers and defeated them.what bjp has to dowith it.We all have skeleton in.our cupboard
@DSBoss-u4o4 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা ভালো লাগলো।শুভ কামনা রইলো। ভালো থাকুন।
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@FUTUREWORK.1Ай бұрын
@@anirwansengupta993dhon kata😂
@titanenigma76397 ай бұрын
পূর্ব বঙ্গে বর্গীরা শুধুমাত্র নদীর জন্য আক্রমণ করতে পারেনি। কিন্ত তারপরও আমরা এই ইতিহাস ভুলিনি। যারা ভারতের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে মারাঠাদের নায়ক বানিয়েছে, তাদের আসলেই ধিক্কার।
আমাদের এখানে ঝাঢড়গ্রামের গোপীবল্লভপুরে আমার বাড়ির কাছেই বর্গীডাঙ্গা নামে একটি জায়গা আছে। একসময় বর্গীদের ঘাঁটি ছিল। চারি দিকে পরিখা ছিল মাজখানে ডাঙা। সেই থেকে হয়তোবা এমন নাম হয়েছে। এখান থেকে ৪০ কিমি দূরে নয়াগ্রামে সুবর্ণরেখা নদীতে যেখানে বর্তমানে জঙ্গলকন্যা সেতু হয়েছে সেই জায়গার নাম ভসরা ঘাট। মারাঠা সেনাপতি ভাষ্কর পণ্ডিতদের নামে ভাষ্করঘাট থেকে পরবর্তীতে ভসরাঘাট হয়েছে।
@Anirban_das7 ай бұрын
সুন্দর সংযোজন ❤️
@Nir_Ban7 ай бұрын
এরকম comment গুলি পিন 📌 করলে ভালো হয় 😄🙏🏻@@Anirban_das
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
অসাধারণ উপস্থাপনা যতক্ষণ শুনছিলাম ততক্ষণ মনে হচ্ছিল আমিও বসে আছি সেই গ্রামে সেই যুগে।
@Anirban_das7 ай бұрын
🙏🏻❤️
@NativeVsColonialАй бұрын
That is how monkey-balancing propaganda works.
@Subhabrata7 ай бұрын
অনেকদিন বাদে এক সত্যিকারের মূল্যবান, সমৃদ্ধ চ্যানেল খুঁজে পেলাম।
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন! শেয়ার করবেন। আপনার মতো আরও কিছু বন্ধুর কাছে পৌঁছতে পারবো 🙏🏻❤️
@Subhabrata7 ай бұрын
@@Anirban_das আপনার "ঠগীর ইতিহাস" ইতোমধ্যেই বন্ধুদের গ্রূপে শেয়ার করেছি। এই ভিডিও উপাখ্যানটিও শেয়ার করবো। আমি নিশ্চিত, আপনার সকল নিবেদনই সবার ভালো লাগবে।
@Anirban_das7 ай бұрын
@@Subhabrata কৃতজ্ঞতা জানাই ❤️
@priontyroy7565 ай бұрын
"বর্গী এলো দেশে"এতো ভয়ংকর ইতিহাস এর পিছনে জানিনি😢। অনেক ধন্যবাদ দাদা🎉 বাংলাদেশ থেকে আপনার ভিডিওর দর্শক😊
@Anirban_das5 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@FujayelKazi12 күн бұрын
বেশ হয়েছে, অনেক সুন্দর বর্ণনা।
@SumanSirja7 ай бұрын
অসাধারণ উপস্থাপনা 💖💖
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ ❤️
@arindamgoswami83367 ай бұрын
Tomar content sabtheke unique,jekhane sabai ekhn food vlogger ba reel kore sekhane tumi bangali der history tule dhorcho.egiye jao bhai.sathe thakbo
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 😊
@sanchitarpakshala31377 ай бұрын
মন টা বড় ভারাক্রান্ত হয়ে উঠলো আজকের এই পর্ব দেখে। মনে পড়লো,সত্যি তো,খোকা ঘুমালো, পারা জুড়োলো, বর্গী এলো দেশে,এতো ছোটবেলায় আমার ও শোনা ছড়া আমার মায়ের কাছে।কিন্তু পরবর্তী কালে এই নিয়ে বিশেষ কিছু আর জানা হয় নি।আমরা নৃশংসতার জন্য তৈমূর লং এর ইতিহাস পড়েছি। ইংরেজ দের অত্যাচারের কাহিনী আমরা কমবেশি সবাই অবগত।কিন্তু,দেশীয় এই খুনিদের কি কোনো বিচার হয়েছিলো কোনোদিন?মনে হয় না।
@Anirban_das7 ай бұрын
❤️
@suma84067 ай бұрын
eta khubi brilliant j ,hazar bochor dhore islamic invasion er jonno bangali hindura shes,but tader biriddhe "kolkataiyan narrative" khub ekta jay na,but borgi der biruddhe onek active. kintu borgi ra puro bangla attack korlo na but muslim ra puro bangla attack korlo and hindu bengalider asol jayga south bengal er pray sob tuku e partition er maddhome niye galo.borgider attack 10 years vs muslim attack 1000 years. this is the reason why bengalis from other part dont like the kolkataiyans,coz they are very vocal about other ethinc people but show love to muslims. tripura and assam eo to bengali hindura ache,but ora puro anti-kolkata kano? r kolkatar lokeder ucit "cultural invasion" bondho kora
@freelife23467 ай бұрын
@@suma8406 রাজায় × রাজায় যুদ্ধ, সেনাবাহিনী ও সেনাবাহিনীর যুদ্ধ ,আর সাধারণ জনগণের উপর বর্গীদের নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে পার্থক্য রাজনৈতিক চশমা খুললেই বুঝতে পারবেন।
@tkg5727 ай бұрын
জয় মারাঠা, জয় বর্গী
@suma84067 ай бұрын
@@freelife2346 banglar e ek sonamdhonno lok kano borgi der k attack korar ahoban korlo?kano borgi ra south bengal and chittagong e dhokeni? stop believeing these kolkataiyans
@asifiqbal39237 ай бұрын
"অন্ধকারের বন্ধু" নামে সুনীল গঙ্গোপাধ্যায় এর একটা উপন্যাস পড়েছিলাম কিশোর বয়সে। সেটাও ছিল বাংলায় বর্গি হানা'র পটভূমিতে লেখা উপন্যাস। অসাধারণ লেগেছিল। আপনার এই ভিডিওটা অসাধারণ হয়েছে। ভীষন তথ্যসমৃদ্ধ।
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@tanumaymondal86157 ай бұрын
মারাঠা দের দ্বারা ও যে বাংলা আক্রান্ত হয়েছিল এটি তারই একটি দুঃখ পূর্ণ ইতিহাস। আপনার এই উপস্থাপনায় বর্গীদের কথা বিস্তারিত জানতে পারলাম । তাই আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তি উপস্থাপনার জন্য অপেক্ষায় রইলাম।
@Anirban_das7 ай бұрын
❤️🙏🏻
@mindcreator83912 ай бұрын
@@Anirban_dasতোর আব্বু সুলতানের জাroz সন্তান গুলোই এই ইতিহাস লিখেছিল আর সেটা তোদের মত মহা গান du গুলো পড়ে জেনে বলছিস, বর্গীদের ওপর তোদের আব্বুদের কেন এত রাগ জানিস, বর্গীরা ছিল বাংলার সুলতানদের যম । তাদের ভয়ে সুলতান গুটিয়ে বাংলা সালতানাত ১০ বছর খাজনা দিয়েছিল । সেই সময় ভারতে প্রথম মারাঠা নামক হিন্দু যোদ্ধারা মুসলিমদের ধুলোয় মিশিয়ে লালকেল্লা দখল করে উত্তরে আফগানিস্তান থেকে এখানে বাংলা অব্দি সুলতানদের মাটিতে মিশিয়ে দিয়েছিল তাই তো সেই সময় সুলতানরা কৌশলে তাদের নামে ভুল কথা ছড়িয়ে তাদের অত্যাচারী বলত আর তোর আব্বু বামপন্থী আর সুলতান পন্থী গুলো সেই বিকৃত ইতিহাস ভারতে এতদিন পরিয়ে গেছিল । তুই তাই ওটাই জানিস । শুনে রাখ মারাঠা সেই সূর্যের নাম যার তেজে হিন্দুরা জেগে উঠেছিল আর তোর আব্বু সুলতানদের ভয়ে মল মূত্র ত্যাগ করে করুন পরাজয় ঘটেছিল। আবার সামনে এটাই ঘটবে । আশা করি বেঁচে থাকবি সেই দিন অব্দি । হর হর মহাদেব 🕉️
@chillaxbangali3478Ай бұрын
Aj 1st tomar channel shunchi.. ei niye 3te vlog dekhchi non stop..bhalo lagche... ❤❤❤❤❤
@Anirban_dasАй бұрын
ওহ, দারুণ লাগলো! সঙ্গে থাকবেন, কথা হবে
@ANKURCHAUDHURY7 ай бұрын
অপেক্ষায় ছিলাম।।।💖💖🥰🥰 মারাঠিদের ইতিহাস পড়েছিলাম।। তবে বর্গী ব্যাপারে পড়লেও বেশি কিছু জানতাম না,, তবে শুধু ঠাকুমাদের ছড়াতে এর নাম প্রথম শোনা..... “ খোকা ঘুমালো পাড়া জুড়োলোবর্গী এলো দেশে... বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে...”।।। তবে আপনার মুখে এই তথ্য খুব সুন্দর লাগলো।।
@Anirban_das7 ай бұрын
🙏🏻❤️
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@a_oriАй бұрын
@@NativeVsColonial উনি আগে বলেছিলেন , ওটা মারাঠী শব্দ । আর সে নাও হলে ..... তখন বাংলার নবাব রা ছিলেন মুসলমান তাই আমাদের দিক থেকে আমরা ওদের বর্গী বলেছি । বুঝলেন ?? জেরোম ১৯৭২ এর আগেও বাঙলার সব কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী বাংলাকে বাংলদেশে/ বঙ্গদেশ বলা হয় । কিন্তু ইংরেজ রা এই বঙ্গদেশ/ বাঙলাদেশ কে বেঙ্গল বলতো । আবার হিন্দুস্থানী-রা এই বঙ্গদেশকে, বাঙাল বলে । তাই শব্দ ডিপেন্ড করে কে বলছে ।
@AditiiSahaa7 ай бұрын
...puro golpo ta sunlam.khub valo laglo❤️❤️❤️❤️
@Anirban_das7 ай бұрын
😊❤️❤️
@shimontini4634 ай бұрын
অসাধারণ দাদা, মন্ত্রমুগ্ধের মত শুনে গেলাম, কত ইতিহাস লুকিয়ে আছে, আছে কত অজানা। অনেক ধন্যবাদ তোমাকে...
@subhasish177 ай бұрын
দুর্দান্ত একটি অনুষ্ঠান!!!!! চালিয়ে যাও ❤❤
@arupjana22787 ай бұрын
এই ইতিহাস কে সকলের সামনে তুলে ধরার জন্য,,ধন্যবাদ আপনাকে।
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ, সঙ্গে থাকবেন 🙏🏻
@yasmeenkhatoon96697 ай бұрын
অপূর্ব। অসাধারণ রিসার্চ ও তার চেয়ে ও সুন্দর উপস্থাপনা।
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@NativeVsColonialАй бұрын
100% false things taught by Islamo-Leftist gang in Bengal since 1950s. Borgi is a distorted form of a Persian word Bargir, meaning "baggage-horse". Ask yourself when did Marathas rule over Iran? How can Maratha Cavalry be named with Irani (Persian) word? Turks ruled Iran (Persia) hence this name is of Mughal Cavalry regiment. Do some research before believing communist history books, and Mamata Begum's political slogans. And even if Marathas Invaded Bengal, as a Non-Muslim Bengali I would consider the Marathas as liberators rather than invaders, they came to Bengal to dethrone the Islamic rule from Bengal Maratha wanted Hindu leader in Bengal and other parts of India. When Marathas invaded Bengal, it was a Mughal colony with some exceptions like Nabadweep and Vishnupur. It was called Bengal Subah since most of Bengal was under Mughal colonialism. Mughal rule in Bengal ended in 1757 by British colonialists.
@somon2wheels659Ай бұрын
Had a faint idea of the matter but feeling vastly enlightened after watching this...thank you...more and more Bengalis should learn
@SusmitaDutta-2727 ай бұрын
অসম্ভব সুন্দর লাগলো গল্পটি❤❤
@user-uk6tx2qi1i7 ай бұрын
আরে মাথামোটা এইটা গল্প না, এটি হলো ঐতিহাসিক ঘটনা, গল্প হলো কাল্পনিক আর ঐতিহাসিক ঘটনা হলো সত্যিকারের ইতিহাস।
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ 😊❤️
@SusmitaDutta-2727 ай бұрын
@@user-uk6tx2qi1i thanks for your information but আপনার শিক্ষা আপনার শব্দের প্রয়োগ এই প্রকাশ পাচ্ছে
@ShubhroMondal167 ай бұрын
এটা সত্য ইতিহাস। গল্প নয়।
@alaminshohan41452 ай бұрын
ভাবতে খুব অবাক লাগতো যখন দেখতাম বাঙ্গালীরা কি নির্লিপ্ত ভাবে মারাঠাদের প্রশংসা করে যেতো। ধন্যবাদ দাদা এমন বিভিষিকাময় ইতিহাস তুলে ধরার জন্যে। গর্বিত বাঙ্গালী হিসেবে হোক বাঙ্গালী মুসলমান কিংবা হিন্দু।
@RajaAdhikari1377 ай бұрын
বর্গী আক্রমণের অনেক ইতিহাস পড়েছি । কিন্তু তোমার প্রস্তাবনা একেবারে আলাদা।❤❤ খুব সুন্দর লাগলো ভিডিওটি। ❤❤ সত্যি অনন্য প্রস্তাবনা ❤❤
@Anirban_das7 ай бұрын
❤️
@Srijatokhasnabis7 ай бұрын
Ai format ta darun lagche dada... chaliye jao.. 🔥
@Anirban_das7 ай бұрын
Stay tuned 🙏🏻
@mindhealingrelaxationmusic96587 ай бұрын
আমি কিন্তু দাদা প্রথম কমেন্ট করলাম, দারুন ভিডিও....
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ ❤️
@mindhealingrelaxationmusic96587 ай бұрын
@@Anirban_das🙏🙏🙏
@khaledshah9679Ай бұрын
অসাধারণ উপস্থাপনা।
@Anirban_dasАй бұрын
❤️
@cgoswami30727 ай бұрын
Borgi sobder mne abong borgir itihas aii prothom janlam... Chotonalai sudu aii sobdo ta coratei sunechilam mne jantam naa...thnaks for the video💗👍
@Anirban_das7 ай бұрын
😊🙏🏻
@moumita-k1d2 ай бұрын
অনেক অনেক ত্তথ্য পাই আপনার থেকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ 🙏🏻🙏🏻 এই ভাবে আরও অনেক জানার আছে আপনার থেকে..... পরবর্তীর জন্য অপেক্ষা করে থাকব। শুভ বিজয়া🙏🏻❤ ভালো থাকবেন ❤❤
@Anirban_das2 ай бұрын
❤️
@RajibSarkar-sn4nc7 ай бұрын
আপনার কণ্ঠে যে কোনো গল্পই খুব ভালো লাগে ❤️
@user-uk6tx2qi1i7 ай бұрын
আরে মাথামোটা এইটা গল্প না, এটি হলো ঐতিহাসিক ঘটনা, গল্প হলো কাল্পনিক আর ঐতিহাসিক ঘটনা হলো সত্যিকারের ইতিহাস।
@Anirban_das7 ай бұрын
❤️
@RajibSarkar-sn4nc7 ай бұрын
@@user-uk6tx2qi1i গল্প নাহলেও স্যার আমাদের গল্পের মতন করেই বুঝিয়ে দেয় ❤
@rabinpaul5957Ай бұрын
ভাই তোমার উপস্থাপনা অসাধারণ
@Anirban_dasАй бұрын
ধন্যবাদ 🙏🏻
@ratnadeepchatterjee5897 ай бұрын
অসাধারণ উপস্থাপনা দাদা তোমার। খুব ভালো লাগলো শুনে।❤
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ 🙏🏻
@sumangoswami2875 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা, ইতিহাসকে যে এত ভালো ভাবে বলা যায় সেটা এই ভিডিওতে জানলাম ।
@asimakar4477 ай бұрын
Thanks for this video ❤
@Anirban_das7 ай бұрын
My pleasure 😊
@muntasirsifat90837 ай бұрын
দারুণ দারুণ.... শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। আর বার বার শিউরে উঠছিলাম। এবার নাহয় মগদের নিয়ে একটা পর্ব হয়ে যাক? আমরা যে কথায় কথায় বলি "মগের মুল্লুক পেয়েছ নাকি।" শুভকামনা রইল রংপুর, বাংলাদেশ থেকে।
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন, বাংলাদেশে শেয়ার করার অনুরোধ রইল
@tathagatasil2908Ай бұрын
তোমার কথা বলার ধরন খুব সুন্দর , খুব ভালো লাগে তোমার ভিডিও 😊
@Anirban_dasАй бұрын
সঙ্গে থাকবেন ❤️
@rounakpal93277 ай бұрын
Ki sundor byakha Loves from memari , purba Bardhaman ❤
@Surjo8557 ай бұрын
2 min o hoyni. Ese geche 1st comment kore proshongsha korte 17 min er video er.
@rounakpal93277 ай бұрын
@@Surjo855 dada , Anirban da r video dekhar agee caption ta porben , ki chomotkar bhabe guchiye bola ache video r bapare , ar sei thekei bojha jay j video kiser opor bhitt kore , tai agee thekei bola bahuloo j video sundor oo du dhorsho byakhay te sompurno kora
Asha kori Ali wardi, murshid kuli r Siraj ud daula er dark history ta niye ekta episode banaben...
@rintukumarbiswas53167 ай бұрын
Eder niye video banale or abbu shahjahan ar ammi mumtaj begum rag korbe
@ADthehawk25 күн бұрын
@@rintukumarbiswas5316Shiraj ke niye already achhei, jeta puropuri unbiased. Itihas jodi bias mene na chole tokhon khub gaye lage, tai na?
@RofiqulIslam-j3p7 ай бұрын
আমরা বর্তমান প্রজন্ম আজ নিজেদের ইতিহাসকে চরমভাবে অবজ্ঞা করছি আর ভুলতে বসেছি । এই সঠিক ইতিহাসটিকে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা
@Anirban_das7 ай бұрын
🙏🏻❤️
@sheikhkafee7 ай бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইতিহাসকে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য। কারণ বাঙালি হিন্দুরা এই সত্যটিকে কেন জানি মেনেই নিতে চায় না। এবং না চাওয়াটাই স্বাভাবিক তাতে বরং তাদের হিন্দুত্ববাদী ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় আঘাত লাগে। এই সত্যকে সামনে আনার জন্য ধন্যবাদ।
@anuragpoddar86317 ай бұрын
Likewise muslims do not like to admit about muslim atrocities in India
@Anirban_das7 ай бұрын
🙏🏻❤️
@bigbull67407 ай бұрын
লম্পট সিরাজ দৌল্লা সম্পর্কে ভিডিও চাই।
@tkg5727 ай бұрын
জয় মারাঠা জয় বর্গী।
@supriyachatterjee94847 ай бұрын
Your assessment is incorrect.
@incrediblephoenix51617 ай бұрын
ছোট থেকে বাবার মুখে শুনেছি "খোকা ঘুমলো, পাড়া জুড়োল,বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে" যদিও কাহিনী শুনেছি কিন্তু ছোট ছিলাম তাই সেটা মনে পড়েনা কি হয়েছিল।আজকের ডকুমেন্টরিটা দেখে খুবই ভালো লাগলো।জানতে পারলাম বাঙালির কলঙ্কিত সেই ইতিহাস।আপনার story teling হেব্বি 😅।আসা করবো সমস্ত বাঙালির কাছে আপনার ভিডিও পৌঁছে যাবে❤️👍
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻 আপনারা চাইলে নিশ্চই পৌঁছে যাবে
@insafmondal77837 ай бұрын
Mashallah onek din por bhalo story teller ke sunlam. Khub bhalo hoyeche ! Chaliye jao❤❤❤murshidabad nibasi
@Anirban_das7 ай бұрын
❤️🙏🏻
@debabratabanerjee26367 ай бұрын
অসাধারণ স্যার 🙏অসাধারণ, সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট তথ্য সমৃদ্ধ ভিডিও। 🙏
@Anirban_das7 ай бұрын
❤️
@rishithalder27407 ай бұрын
দাদার ইতিহাসের গল্প শুনতে চলে এলাম, নদীয়া থেকে
@Anirban_das7 ай бұрын
😊 শেয়ারও করে দিয়ো
@sujoybiswas99017 ай бұрын
ইতিহাস আর আপনার বাচনভঙ্গি সব মিলে মুগ্ধ হয়ে শুনলাম।❤
@Anirban_das7 ай бұрын
❤️
@anikexclusive52917 ай бұрын
দারুণ রিয়াকশন দ্বারা পরিচালিত হয়েছে অবিরাম অন্তহীন ভালো বাসা থেকে ❤️💙💖💕💗💕💖💙❤️💓💛💓💛❤️💛💖💖💜💗💛💞💙💞💙💗💕💖❤️💙💖💙💗💙💖💛❤️💛💓💜❤️💛💙💖💙
@Anirban_das7 ай бұрын
😊❤️
@anikexclusive52917 ай бұрын
@@Anirban_das দাদা আপনি না থাকলে হয়তো বাংলার এই অজানা তথ্য অজানাই থাকতো পাশে আছি পাশে থাকবো বাংলা অজানা তথ্য আপনার কাছে শুনবো। জয়গুরু 💙💖💛💗💗💓💓💜❤️💙💖💛💛💛💖💖💙❤️💜💓
@Arpan_12347 ай бұрын
Opekkhai chilam notun video er jonno peye khusi holam dada
@Anirban_das7 ай бұрын
শেয়ার করলে কিন্তু আনন্দ বাড়ে
@Arpan_12347 ай бұрын
@@Anirban_das Akdom thik setao kore dite baki rakhini♥️♥️
@saham97973 ай бұрын
Nice ইনফরমেশন
@Anirban_das3 ай бұрын
❤️
@srabanisarkarkachrapara13687 ай бұрын
মর্মান্তিক নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে হয়েছে এই বাংলা কে ভাবলেই গায়ে কাঁটা দেয় 😢 তোমার মুখে গল্প শুনছি মনে হচ্ছিলো না মনে হচ্ছে চোখের সামনে দেখতে পেলাম ওই সময় টা..
@Anirban_das7 ай бұрын
❤️
@suma84067 ай бұрын
kano,sodeshkhali to ekhono hocce,kata dicce?
@dhrititipai3 ай бұрын
বাংলার ইতিহাস এত করুন ছিল সত্যিই আমার জানা ছিল না 😢। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
@Shahids61327 ай бұрын
আপনার ভিডিও উপস্থাপনা ভালো লাগে, নিজের শিকড় সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। -চট্টগ্রাম, বাংলাদেশ থেকে ❤️
@shribijanhalder1917 ай бұрын
শিকড় কিছু আছে ?
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@SatoruGojosan37137 ай бұрын
দাদা আপনি কি মহাভারতের যুদ্ধে বাঙালিদের কি ভূমিকা ছিল এই নিয়ে কোনো ভিডিও বানাতে পারবেন???
@insolo14397 ай бұрын
অসাধারণ সুন্দর উপস্থাপনা সর্বোপরি এই গল্প গুলোকে বাঙালিদের জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।❤
@Anirban_das7 ай бұрын
🙏🏻
@bigbull67407 ай бұрын
সেই সঙ্গে লম্পট সিরাজ দৌল্লা ইতিহাস জানা দরকার।
@arnabchowdhury48197 ай бұрын
খুবই সুন্দর হয়েছে , ঠিক এরকমই চাইছিলাম। আরও একটু নাটকীয় হলে ভালো হত মানে script টা আরও বেশী কাজ করলে 100% হত । এটা ইতিহাসটা তুলে ধরা হয়েছে , প্রথমটা যেমন শেষ টা ততটা না। ঠিক যেন রস ছাড়া রসগোল্লা। খারাপ ভেবো না ভাই। তোমার ওপর বিশ্বাস আছে ।
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ 🙏🏻
@bir.21R7 ай бұрын
দিনে দিনে আপনার উপস্থাপনার প্রেমে পড়ে যাচ্ছি,, মাটি চাপা ইতিহাস তুলে আনাটাও একটা মহৎ কাজ,, আপনার কাজকে কুর্নিশ জানাই 😇❤ জয় বঙ্গদেশ,জয় বাংলা ❤️
@hiranmoychakrabartty21367 ай бұрын
সুন্দর ব্যবস্থাপনা। এইসব পুরোন ইতিহাস আর ও শুনতে চাই দাদা।
@Anirban_das7 ай бұрын
❤️
@goutamdebnath25607 ай бұрын
অথচ আজকের ছেলে মেয়েরা মারাঠা দের এই নিষ্ঠুরতা জানেই না!! শুধু মারাঠা দের জয়গান গেয়ে যায়!! যদি তোমার এই ভিডিও তাদের চোখ খুলতে পারে!! 😊
@lilabatisovan51732 ай бұрын
ওটাই তো সব ভুল শেখানো হয় যেমন শেখানো হয় হিন্দি রাষ্ট্র ভাষা
@debdutnaharoy5262Ай бұрын
Puro history na jene chhagoler moto kotha bolben na. Marathi der unity sesh porjay kom hoye gachhilo, and last e corruption dhuktei pare. Aapni dosh korle ki aapnar bap thakurdakeo gali deoya hobe? Ek doler vuler jonnyo gota jaat k vul bola thik noy. Ora na thakle aaj amra hindu thaktam na r.
@souvikm1006 күн бұрын
তিনশো বছর আগের মারাঠা দস্যু দের আক্রমণ দিয়ে এখনকার মারাঠা দের কিন্ত দোষারোপ করা যায় না। ঠিক তেমন ই মুঘল আক্রমণ র জন্য বর্তমান মুসলমান দের তো দোষারোপ ও বিদ্বেষ ছড়ানো ঠিক নয়
@sanjayjana3903Ай бұрын
অনেক অজানা তথ্য জানতে পারলাম
@Anirban_dasАй бұрын
❤️
@PassionTune7 ай бұрын
এভাবেই আপনার পরিবেশনায় রাজনৈতিক ইতিহাস, সাহিত্যের ইতিহাস মিলেমিশে এগিয়ে চলুক, খুব সুন্দর পর্ব, তবে এই নৃশংসতা নিষ্ঠুরতার তৎকালীন ঘটনা গুলো বড় মন খারাপ করে দেয়। আজকের আমাদের কাছে যা ঘটনা, তা এক সময়ের লাখ মানুষের আর্তনাদ আর হাহাকার।😢
@Anirban_das7 ай бұрын
সেটাই ❤️
@FactBong557 ай бұрын
You are Dhruv Rathee of Bengal ❤❤
@Anirban_das7 ай бұрын
🙏🏻🙏🏻
@shribijanhalder1917 ай бұрын
@@Anirban_dasএই তো আসল চরিত্রের উন্মোচন হলো
@shribijanhalder1917 ай бұрын
@@Anirban_das মেরুদন্ড সোজা থাকলে ১৯৪৬, ১৯৭১ এই দুটো ইতিহাস বলুন। দেখিনি আপনার ইতিহাসে কারা লুঠ ধর্ষণ খুন করলো।
@acaryagurudattananda13916 ай бұрын
সে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঐতিহাসিক দৃশ্য, কেউ ই চায়না তা পুনরাবৃত্ত হোক।মানুষ না জেনে, না বোঝে আজ কোন পথে হাঁটছে?
@soumyojitsen12957 ай бұрын
❤অসাধারণ উপস্থাপনা, একেবারে দৃশ্যপট চোখের সামনে ফুটে উঠছে, খুব সুন্দর তথ্য সমৃদ্ধ বিবরণ, ধন্যবাদ আর অগ্রিম শুভেচ্ছা আগামী পর্ব গুলোর জন্য।❤
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ 🙏🏻
@NiharRanjanBiswas-u9i7 ай бұрын
ভাবতেও অবাক লাগে মারাঠিরা এমন কাজ করেছে। আপনাকে ধন্যবাদ এটা জানানোর জন্য।
@Anirban_das7 ай бұрын
🙏🏻
@mindcreator83912 ай бұрын
@@Anirban_dasতোর আব্বু সুলতানের জাroz সন্তান গুলোই এই ইতিহাস লিখেছিল আর সেটা তোদের মত মহা গান du গুলো পড়ে জেনে বলছিস, বর্গীদের ওপর তোদের আব্বুদের কেন এত রাগ জানিস, বর্গীরা ছিল বাংলার সুলতানদের যম । তাদের ভয়ে সুলতান গুটিয়ে বাংলা সালতানাত ১০ বছর খাজনা দিয়েছিল । সেই সময় ভারতে প্রথম মারাঠা নামক হিন্দু যোদ্ধারা মুসলিমদের ধুলোয় মিশিয়ে লালকেল্লা দখল করে উত্তরে আফগানিস্তান থেকে এখানে বাংলা অব্দি সুলতানদের মাটিতে মিশিয়ে দিয়েছিল তাই তো সেই সময় সুলতানরা কৌশলে তাদের নামে ভুল কথা ছড়িয়ে তাদের অত্যাচারী বলত আর তোর আব্বু বামপন্থী আর সুলতান পন্থী গুলো সেই বিকৃত ইতিহাস ভারতে এতদিন পরিয়ে গেছিল । তুই তাই ওটাই জানিস । শুনে রাখ মারাঠা সেই সূর্যের নাম যার তেজে হিন্দুরা জেগে উঠেছিল আর তোর আব্বু সুলতানদের ভয়ে মল মূত্র ত্যাগ করে করুন পরাজয় ঘটেছিল। আবার সামনে এটাই ঘটবে । আশা করি বেঁচে থাকবি সেই দিন অব্দি । হর হর মহাদেব 🕉️
@RahulOmNamoShivay7 ай бұрын
Amader somaj er sob ccheye boro barthrota er golpo.jekhen amr amder MA BON SHTREE Der somman rokha korti pari nii!!! Nari jati kei somman korai sob ccheye boro gift tader , naki ghota kore mothers day, women days palon koya... Dada tmr kacche Banglay Sultani ithihas er abday oiloo... thank you dada...stay Safe...
@i-Sandy7 ай бұрын
Painful and Shameful history. I didn't know this, so thanks to the channel.
অসাধারণ উপস্থাপনা দাদা।। বাংলার আরো প্রাচীন ঐতিহাসিক বিষয়ের উপর ভিডিওর অপেক্ষায় রইলাম।।😊
@Anirban_das7 ай бұрын
ধন্যবাদ 🙏🏻
@anirudrabhattacharjee1226Ай бұрын
গড় পঞ্চকোট আমার বাড়ি থেকে ২১ km only।। বর্গী যা করেছে ভালো করেছে। আলিবর্দি খাঁ বাংলা কে প্রতি নিয়ত লুটতো। শিবাজী মহারাজ জয় হউক
@Anirban_dasАй бұрын
যিনি যেভাবে দেখতে চান
@dipayansen2435Ай бұрын
@@anirudrabhattacharjee1226 আপনার কথা অনুযায়ী অসংখ্য নারীকে ধর্ষণ ,গ্রাম-বাংলা জ্বালিয়ে দেওয়া খুব ভালো কাজ করেছে। বুঝতে পারছি ওই জন্য বাংলার আজ এই অবস্থা। যাক সে কথা, যদি বুঝতাম সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, মারাঠারা সরাসরি আলিবর্দির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আলীবর্দি খাঁকে পরাজিত করে বাংলা কে আলীবর্দির শাসন মুক্ত করেছে তাহলে নয় জয় বলা যেত। তা কিন্তু তারা করেনি। তার বদলে বার্ষিক 12 লক্ষ টাকায় চুক্তি করেছেন আর বাংলা থেকে উড়িষ্যা কে বিচ্ছিন্ন করে, উড়িষ্যার শাসনভার আরেক মীরজাফরের হাতে তুলে দিয়েছে। তাহলে যে আলীবর্দি খাঁ বাংলাকে লুটত তার হাতেই তো বাংলার শাসনভার রয়ে গেল।
@tamaldas2817 ай бұрын
খুব ভালো লাগলো খুব ভালো কন্টেন্ট 👍👍 অনেক না জানা বাংলার ইতিহাস তোমার এই ভিডিও থেকে জানা যায়
@Anirban_das7 ай бұрын
সঙ্গে থাকবেন 🙏🏻
@md.abutaleb27427 ай бұрын
ভাইয়া আমি বাংলাদেশের উত্তরা থেকে, আশা করি ভবিষ্যতে দেখা 💯💯🎉🎉 ঢাকা