এতদিন নীলিমা সেনের কণ্ঠে শুনেছি। আজ দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনলাম। মনে হয় এ গান দেবব্রত বিশ্বাসের থেকে ভাল করে গাইবার ক্ষমতা কারো ছিল না ও এমন আর হবেও না।
@bobbyroy59634 жыл бұрын
Nobody has sung this song like he did , and nobody ever probably will ; One of the all time greats from Debabrata Biswas
@GMOOKERJI8 жыл бұрын
মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তব চরণতলে শুভলগন গেল চলে, প্রেমের অভিষেক কেন হল না তব নয়নজলে॥ রসের ধারা নামিল না, বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে-- মালা পরানো হল না তব গলে॥ মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে, গেল সে ভেসে। যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে অমৃতফলে॥ রাগ: মিশ্র বেহাগ তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1346 রচনাকাল (খৃষ্টাব্দ): 1939 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
@ratnaray9617 Жыл бұрын
শ্রেষ্ঠ!!! 🙏
@AkashKumar-se4ui Жыл бұрын
কি গাহিলে হে শ্রেষ্ঠ...
@santanudatta26265 жыл бұрын
কি বলি বুঝতে পারছি না।এ তো ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি নয়। এ শুধু অন্তরেই অনুভব করা যায়।