Рет қаралды 179,844
আমাদের জীবনটা কিন্তু টুকরো টুকরো অসংখ্য আনন্দ দিয়ে সাজানো। যে আনন্দগুলোকে ঘিরেই আমাদের বেঁচে থাকা। যেমন ভোরবেলা পাখির ডাক কিম্বা বিকেলের সোনালী আলোয় ফুল কুড়োনো অথবা কাছের মানুষের আরও অনেকটা কাছে চলে আসা। এইরকমই ছোট ছোট আনন্দের মুহুর্তগুলোকে সুরে আর লয়ে বেঁধেই তৈরি হয়েছে এই গান। যে গানের প্রতিটি পংক্তিতে জড়িয়ে আছে ভালোবাসার আনন্দ। তাই সেই ভালোবাসাকে ছুঁতে চাইলে শুনতেই হবে 'আনন্দে মরে যাই'।
Our life is made of little happinesses and our wellbeing revolves around those happiness. Like, bird chirping at the dawn or an afternoon adventure to pluck flowers from the garden or having the loved ones a bit more closer than they usually are. All those happinesses are caught up in the song, 'Anonde More Jai'. If you really want to feel those happinesses again for once, then you will have to give 'Anonde More Jai' a listen.
|| Lyrics ||
দাও বলে দাও।
বলে দাও,
কোন পদ্ধতিতে যে বেঁচে থাকে ;
সেটা আমিও জানতে চাই।
আমি এইসব কথা বলবো যে কাকে?
এই রাত, এসো জাগবো তোমাকে !
সেই দিন যদি সাড়া পাই ডাকে,
আনন্দে মরে যাই ।
আনন্দে আনন্দে মরে যাই ।
পলক না ফেলে এসোনা তাকাই,
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই ।
যারা ফুল কুড়োলো ,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
যারা ফুল কুড়োলো,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
কি খোলাম কুচি উড়ছে জীবন,
ভীষণ আলগা আলগাই !!
এই চিনি-স্বাদ ভাঙা আসমানটাকে,
এমনি লুকোলো মনেই না থাকে;
আমার খবর রাখে কে না রাখে ,
আনন্দে মরে যাই!
আনন্দে আনন্দেই মরে যাই!
আদার ব্যাপারী, জাহাজ চালাই!
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই!
আজ থেকে যাও প্লিজ !
থেকে যাও!
ঠোঁট লাল সেজে কলারের ফাঁকে ,
বুকের বাঁদিকে যে বন্ধু থাকে ;
মানিয়ে নিয়েছি সমস্তটাকে,
আনন্দে মরে যাই !
ধরা পরে গেলে, খেয়ে হাওয়াই মিঠাই !
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই !
যারা ফুল কুড়োলো ,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
যারা ফুল কুড়োলো,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
কি খোলাম কুচি উড়ছে জীবন
ভীষণ আলগা আলগাই!
যাও ঝরে যাও ,
যাও যাও যাও ঝরে যাও !
আলো ঢোকে কিনা , সেটা
সব থেকে ভালো জানে জানলাই।
আর চুমু খেলে চোখ বুঁজে যায়, কেন
বালাই-ষাট-বালাই !
তুমি ঢিল ছুঁড়েছিলে মৌচাকে,
নাচে ছৌ ওরা "ঊ" আঁকে ,
নাচে তারা শাখে শাখে,
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে!!
আনন্দে মরে যাই!
আনন্দে আনন্দে মরে যাই!!
আনন্দে আনন্দেই মরে যাই !!!
Cast:
Anindya Sengupta
Sreya Bhattacharyya
Arpita Ghosh
Senjuti Roy Mukherjee
Sulagna Nath
Kripabindu Chowdhury
Subhankar Ghatak
Sucharita Manna
Music by : Debdeep Mukherjee
Writer: Soumit Deb & Saurav Palodhi
DOP: Ankkit Sengupta
Editor: Pronoy Dasgupta
Song: Anonde More Jaai (Female)
Web Series: Kholam Kuchi
Singer: Tarishi Mukherjee
Music Director: Debdeep Mukherjee
Lyrics: Debdeep Mukherjee
Music Label: Uribaba TV
Jio Saavn: www.jiosaavn.c...
Spotify: open.spotify.c...
Gaana: gaana.com/sear...
Amazon Music: music.amazon.i...
Wynk: wynk.in/music/...
Apple Music: / kholam-kuchi-original-...
Follow us on
Facebook: / uribabatv
Instagram: / uribabatv
Twitter: / uribabatv
#AnondeMoreJaai #bengalisong #uribaba
For Business and Partnerships: contact@uribaba.tv