Anonde More Jaai (আনন্দে মরে যাই)| Video Song |Tarishi, Debdeep, Anindya,Sreya |Kholam Kuchi|Uribaba

  Рет қаралды 179,844

Uribaba

Uribaba

Күн бұрын

আমাদের জীবনটা কিন্তু টুকরো টুকরো অসংখ্য আনন্দ দিয়ে সাজানো। যে আনন্দগুলোকে ঘিরেই আমাদের বেঁচে থাকা। যেমন ভোরবেলা পাখির ডাক কিম্বা বিকেলের সোনালী আলোয় ফুল কুড়োনো অথবা কাছের মানুষের আরও অনেকটা কাছে চলে আসা। এইরকমই ছোট ছোট আনন্দের মুহুর্তগুলোকে সুরে আর লয়ে বেঁধেই তৈরি হয়েছে এই গান। যে গানের প্রতিটি পংক্তিতে জড়িয়ে আছে ভালোবাসার আনন্দ। তাই সেই ভালোবাসাকে ছুঁতে চাইলে শুনতেই হবে 'আনন্দে মরে যাই'।
Our life is made of little happinesses and our wellbeing revolves around those happiness. Like, bird chirping at the dawn or an afternoon adventure to pluck flowers from the garden or having the loved ones a bit more closer than they usually are. All those happinesses are caught up in the song, 'Anonde More Jai'. If you really want to feel those happinesses again for once, then you will have to give 'Anonde More Jai' a listen.
|| Lyrics ||
দাও বলে দাও।
বলে দাও,
কোন পদ্ধতিতে যে বেঁচে থাকে ;
সেটা আমিও জানতে চাই।
আমি এইসব কথা বলবো যে কাকে?
এই রাত, এসো জাগবো তোমাকে !
সেই দিন যদি সাড়া পাই ডাকে,
আনন্দে মরে যাই ।
আনন্দে আনন্দে মরে যাই ।
পলক না ফেলে এসোনা তাকাই,
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই ।
যারা ফুল কুড়োলো ,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
যারা ফুল কুড়োলো,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
কি খোলাম কুচি উড়ছে জীবন,
ভীষণ আলগা আলগাই !!
এই চিনি-স্বাদ ভাঙা আসমানটাকে,
এমনি লুকোলো মনেই না থাকে;
আমার খবর রাখে কে না রাখে ,
আনন্দে মরে যাই!
আনন্দে আনন্দেই মরে যাই!
আদার ব্যাপারী, জাহাজ চালাই!
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই!
আজ থেকে যাও প্লিজ !
থেকে যাও!
ঠোঁট লাল সেজে কলারের ফাঁকে ,
বুকের বাঁদিকে যে বন্ধু থাকে ;
মানিয়ে নিয়েছি সমস্তটাকে,
আনন্দে মরে যাই !
ধরা পরে গেলে, খেয়ে হাওয়াই মিঠাই !
আনন্দে আনন্দে আনন্দেই
মরে যাই !
যারা ফুল কুড়োলো ,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
যারা ফুল কুড়োলো,
ওরা উদাসী গাড়ির ধূলো লোক ।
কি খোলাম কুচি উড়ছে জীবন
ভীষণ আলগা আলগাই!
যাও ঝরে যাও ,
যাও যাও যাও ঝরে যাও !
আলো ঢোকে কিনা , সেটা
সব থেকে ভালো জানে জানলাই।
আর চুমু খেলে চোখ বুঁজে যায়, কেন
বালাই-ষাট-বালাই !
তুমি ঢিল ছুঁড়েছিলে মৌচাকে,
নাচে ছৌ ওরা "ঊ" আঁকে ,
নাচে তারা শাখে শাখে,
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে!!
আনন্দে মরে যাই!
আনন্দে আনন্দে মরে যাই!!
আনন্দে আনন্দেই মরে যাই !!!
Cast:
Anindya Sengupta
Sreya Bhattacharyya
Arpita Ghosh
Senjuti Roy Mukherjee
Sulagna Nath
Kripabindu Chowdhury
Subhankar Ghatak
Sucharita Manna
Music by : Debdeep Mukherjee
Writer: Soumit Deb & Saurav Palodhi
DOP: Ankkit Sengupta
Editor: Pronoy Dasgupta
Song: Anonde More Jaai (Female)
Web Series: Kholam Kuchi
Singer: Tarishi Mukherjee
Music Director: Debdeep Mukherjee
Lyrics: Debdeep Mukherjee
Music Label: Uribaba TV
Jio Saavn: www.jiosaavn.c...
Spotify: open.spotify.c...
Gaana: gaana.com/sear...
Amazon Music: music.amazon.i...
Wynk: wynk.in/music/...
Apple Music: / kholam-kuchi-original-...
Follow us on
Facebook: / uribabatv
Instagram: / uribabatv
Twitter: / uribabatv
#AnondeMoreJaai #bengalisong #uribaba
For Business and Partnerships: contact@uribaba.tv

Пікірлер: 277
@supratipkapat7606
@supratipkapat7606 2 жыл бұрын
গানগুলো এতো ভালো তার কারণ বোধহয় গানগুলোর হিট হওয়ার কোনো লোভ নেই। গানগুলো নির্লোভ, নির্মোহী 🧡🍂।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@sudipchakraborty7844
@sudipchakraborty7844 2 жыл бұрын
❤️
@nandinisuprabha7692
@nandinisuprabha7692 2 жыл бұрын
Bah,,besh sundor bollen to
@arghachakraborty7011
@arghachakraborty7011 2 жыл бұрын
khub sundor kotha bollen dada...❤️
@debmalyaghosh7764
@debmalyaghosh7764 2 жыл бұрын
Eta khub sundor ekta kotha bolechen
@tanmaymandal7173
@tanmaymandal7173 2 жыл бұрын
প্লিজ হইচই হয়ে যাবেন না আপনারা। অনেক ভালোবাসা আপনাদের পুরো team টা কে❤️❤️
@pritamH
@pritamH 2 жыл бұрын
এই সব গান বেঁচে থাকুক চিরকাল। শুনলে মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। একদম স্নিগ্ধ কন্ঠঃ❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ♥️ এরকম আরো সুন্দর গান শুনতে হলে অবশ্যই পাশে থাকুন এবং চোখ রাখুন Uribaba চ্যানেলে।
@বন্দ্যোপাধ্যায়
@বন্দ্যোপাধ্যায় 2 жыл бұрын
আহা, এর থেকে বোধয় আর মিষ্টি গান কিছু হতে পারে না।👌🏼
@subhajitssportsgyan5829
@subhajitssportsgyan5829 2 жыл бұрын
এইসব গান আজও বাঁচিয়ে রাখে নানান আবেগ , নানান স্মৃতি যা হয়তো সত্যি হওয়ার নয় কিন্তু ভাবতে ভালো লাগে❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@Kulalla
@Kulalla 2 жыл бұрын
কি অসম্ভব স্বাভাবিক গলা। বর্তমানে দুর্লভ। মুগ্ধ হোলাম।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
তরীষীর গলার এরকমই মিষ্টতা ছড়িয়ে আছে সারা সিরিজ জুড়ে! শুনতে হলে দেখে ফেলো এপিসোড, এখানে : kzbin.info/www/bejne/lXW6lml5l7CJrsU
@surojithalder9504
@surojithalder9504 2 жыл бұрын
Sotti ....anonde moreee jai gann ta sune. Kub valo lag6e sune . Thanks ♥️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️
@rohitchowdhury772
@rohitchowdhury772 2 жыл бұрын
Ki sundor lekho tumi Debdeep da ki darun sur 🧡 ar tarishir golay shundor manieche 🧡
@sancharichanda312
@sancharichanda312 2 жыл бұрын
Onek din por ekta emon kichu sunlam jta sudhui aram dai... Eta sudhu ekta gaan noi, eta ekta bikeler misti hawa! Uffff ki marattok!!
@saptachandanrityalay2820
@saptachandanrityalay2820 2 жыл бұрын
প্রবল আবেগপ্রবণ.. বাংলার ঐতিহ্যবহ.. গানের লাইনগুলো শিহরণ তোলার জন্য যথেষ্ট। জায়গাগুলোর ভালোবাসা অন্য সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। এখন ফারাক্কা আর বোরিং নয়। আগামী এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম।
@sayandhar8372
@sayandhar8372 2 жыл бұрын
একদিন বেড়াতে যাবো ফারাক্কায়, বড্ড ভালো লাগছে দেখতে শহরটা। 🥰
@MakshudMirza
@MakshudMirza 2 жыл бұрын
Most welcome vhi Sotti sundor
@subhadeepdutta1245
@subhadeepdutta1245 Жыл бұрын
Aladai bepar ache gaan gulo te. Series Tao kintu besh hashir modhe die kothin kothin koyekta kotha bojhanor moto ache ❤
@saikatbose2507
@saikatbose2507 2 жыл бұрын
Asadharon gaaner line gulo tar sathe khub misti ekta gola..r kholam kuchir to kono kothai nei... fatafati
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 😊
@soumyajyotidas4098
@soumyajyotidas4098 2 жыл бұрын
Ki bhalo akta gan . Khub bhalo laglo tarishi di . 🙂🙂
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অনেক ধন্যবাদ। খোলাম কুচির পর্বগুলো miss করবেন না কিন্তু।❤️😇
@doctorontherun1590
@doctorontherun1590 2 жыл бұрын
This webseries should be on OTT platform and reach massive audience, honestly, the raw feeling of this webseries attracts me most, it's so tempting, naive story. Pls come up with more stories like this.. all the best to the whole team!!
@madhumitadas8228
@madhumitadas8228 2 жыл бұрын
Haranor kichu nei ganta to ami protidin school jabar somoy sune jai r pagol naki tao sundor ❤️❤️🥰🥰
@subharanjanghoshal7711
@subharanjanghoshal7711 Жыл бұрын
আহা কি মিষ্টি 😊😊
@Ritwikbb
@Ritwikbb 2 жыл бұрын
এমন সহজ আর নিষ্পাপ কথা আর সুর বাংলা গানে বহুদিন শুনি নি।
@souragraphy7297
@souragraphy7297 2 жыл бұрын
গান গুলো এত ভালো । নতুন করে বলার কিছু নেই আর। দেবদীপ মুখার্জী আছে মানে ম্যাজিক হবেই। আর সিরিজ টাও এত্ত সুন্দর ভাবে সাজানো। খুব ভালো লাগলো। প্রেমে পড়বো কি না এই করতে করতে প্রত্যেকটা পর্বের ওপর গভীর ভালোবাসা জন্মে যাচ্ছে। হ্যাটস অফ সৌরভ দা, সৌমিত দা। Uribaba ❤️😌
@dipanwitabiswas2400
@dipanwitabiswas2400 2 жыл бұрын
Tairishi amar khub pochonder ekjon gayika. Khub valo geyecho bon ❤
@bokabox991
@bokabox991 2 жыл бұрын
Ki bhalo tarishi ar debdeep da.. 😍
@sagnikchatterjee3282
@sagnikchatterjee3282 2 жыл бұрын
বেড়ে ওঠা একটা শহরের সাথে জড়িয়ে থাকা কিংবা আমাদের এই দশটা পাঁচটার শহরে দিনের শেষে ভালোবাসার রসদ যোগায় এই গান।
@soumyadeepboral7856
@soumyadeepboral7856 2 жыл бұрын
Waiting for next episode 🙂❤️✨
@sagnikchatterjee3282
@sagnikchatterjee3282 2 жыл бұрын
@@soumyadeepboral7856 shali bhalo ache 😂😀🤣
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
নতুন এপিসোড আসছে আগামী শুক্রবার!! আপনি তৈরী তো??
@sagnikchatterjee9809
@sagnikchatterjee9809 2 жыл бұрын
@@Uribabatv akdm ❤️
@soumyadeepboral7856
@soumyadeepboral7856 2 жыл бұрын
@@Uribabatv ekdom
@sabbirahmmednibir
@sabbirahmmednibir 2 жыл бұрын
I just waited for this day. Tarishi deserves this and more. People should listen to her. She has something special in her voice.
@subhadipbarman7534
@subhadipbarman7534 2 жыл бұрын
আহা!❤️
@supratimdas9734
@supratimdas9734 2 жыл бұрын
অনেক কিছু ফিরে পেলাম গান টাকে আঁকড়ে.. চোখ ভিজলো অল্প , দেবদীপ দা বরাবর এর প্রিয়… আর তরিশী কে অনেক ভালোবাসা গান টাকে এতটা সরল সাধারণ জীবন দেওয়ার জন্য… অনেক অনেক ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আনন্দে মরে যাই! 😊
@bohoshreya
@bohoshreya 2 жыл бұрын
Tarishi , your voice is just soooo relaxing.. love u and best wishes for you... ❤
@RubyDas1508
@RubyDas1508 2 жыл бұрын
Arey Tarishi bonu'r gaan..❤️❤️
@goyendajunior9418
@goyendajunior9418 2 жыл бұрын
গানটা শুনতে শুনতে একটা অন্যরকম শান্তি পেলাম, just হারিয়ে গেলাম, গানের গলা টা ❤️ উরিবাবা 🙏
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@ujjwaldas7801
@ujjwaldas7801 2 жыл бұрын
Osadharon. Bar-bar sunte ichhe kore
@dipannitadey8795
@dipannitadey8795 2 жыл бұрын
eto shundor concept, etto shundor fresh acting, and music...khub bhalo lagche
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
এই ভালো লাগা সবার সাথে ভাগ করে নাও বন্ধু!! 😊😊
@sudiptahazra217
@sudiptahazra217 2 жыл бұрын
দারুণ। আমি বোধহয় কয়েক হাজার বার শুনলাম।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️ ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে share করতে ভুলবেন না।
@jenyfer5832
@jenyfer5832 2 жыл бұрын
Osudher moto kaaj korche ❤️sei jobe theke sunchi.
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
মনে থাকুক খোলাম কুচি ভালোবাসুক খোলাম কুচি! ♥️
@sunitbhattacharya
@sunitbhattacharya 2 жыл бұрын
Gaan ta loop-e shunchi...Awshadharon!
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আনন্দের হোক জীবন 💛
@tanmoybhattacharya6807
@tanmoybhattacharya6807 2 жыл бұрын
Tarishi Mukherjee, done a great job. What a clam voice !! as usual an extraordinary lyrics by Debdeep Da ... Tons of love to Tarishi, Debdeep Da and the entire Uribaba Team ... Tarishi, wish you a brightest playback future !! ❤️❤️
@udayjyotii31
@udayjyotii31 2 ай бұрын
2:27 যখন ৮ টা ৩৫ এর লোকাল চাপিয়ে ফিরে আসতে তখন ভীষন বলতে ইচ্ছা করে।
@chandrimamukherjee8903
@chandrimamukherjee8903 2 жыл бұрын
Ei gan tar ekta alada feel ache, ekbar j suneche se suntei thakbe. Khub sundor, ami sunei cholechi onoboroto❤
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আরো নতুন জিনিস বেরোতে চলেছে !! সঙ্গে থাকছেন তো!!??? 😇😁❤
@susmitaroy9045
@susmitaroy9045 2 жыл бұрын
Ohhh এতো ভালো গান গুলো মন ভরে যায় শুনলেই সব কিছু মিলিয়ে ফটাফাটি
@riddhidutta2060
@riddhidutta2060 2 жыл бұрын
❤️buke giye lage ei ganta ❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
বুকে গিয়ে লেগেছে তো, এবার পকেটে যত্ন করে রেখে দিন!! আরো মিষ্টি ব্যাথা পাওয়ার জন্য পাশে থাকুন !!! 😁
@debanganaroychowdhury8581
@debanganaroychowdhury8581 2 жыл бұрын
Khub e misti hoeche.. ❤❤khub bhalo laglo..
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@payelchatterjee4737
@payelchatterjee4737 2 жыл бұрын
So pure. Kotha gulo ato bhalo. ❤️🙏
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অসংখ্য ধনদ্যবাদ বন্ধু! ❤
@pather_pannchali6665
@pather_pannchali6665 2 жыл бұрын
Eta prothombar ami comment korchi KZbin e. Puro byapar tai Osadharon gaan, acting, golpo just onobodyo. Bangla ke abar firie nie eso sobar kache. Tomara alada seta bojai rekho. Onek dhyonobad
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️
@subhankarmondal929
@subhankarmondal929 2 жыл бұрын
Gaan gulo sottiy Dada 💕💕💕💕
@susmitaroy9045
@susmitaroy9045 2 жыл бұрын
যদি বলি ও কিছু মনে হয় কম হয়ে যায় গানটা প্রথম দিন শোনবার পরে এমন দিন নেই যে সোনা হয়না Femail voice ta ওহ্ ফাটাফাটি এতো ভালো একটা cover মন ছুয়ে যায় সত্যি
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আনন্দে মরে যাই 😅
@ranitpaul3353
@ranitpaul3353 Жыл бұрын
প্রাণ জুড়িয়ে যায় যতবার গানটা শুনি ❤
@saswatadas790
@saswatadas790 2 жыл бұрын
Feel good song...❤️ এতো আনন্দময়...এই তো জীবন...🤗
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️
@shresthadas4723
@shresthadas4723 2 жыл бұрын
কি মারাত্মক মিষ্টি একটা গান❣️আলাদাই মন ভালো করে দেওয়া ব্যাপার আছে একটা, পাগল নাকি যেমন সাধারণ মিষ্টি গান ছিল আনন্দে মরে যাই ও ঠিক তেমনই। কি বলবো ভাষা নেই, বড্ড সুন্দর,ঘরোয়া,সাধারণ,মনের কাছাকাছি রাখার মতন গান।❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
তাহলে ভাষার বদলে একগাদা ভালোবাসা দিয়ো বন্ধু!! ❤❤😇
@susmitaroy9045
@susmitaroy9045 4 ай бұрын
পছন্দের নায়ক❤️❤️❤️❤️ তারাতাড়ি সিরিজ নিয়ে আসো আবার🥹🥹
@tropicalhibiscuscollection7068
@tropicalhibiscuscollection7068 Жыл бұрын
খুবই স্নিগ্ধ ❤️👌
@hillolmallick9747
@hillolmallick9747 2 жыл бұрын
Khub khub khub sundor❤❤❤
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️ ভালো লাগলে শুধু একা দেখলে হবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।
@somnathdas8922
@somnathdas8922 Жыл бұрын
কি সুন্দর গান , সত্যি খুব সুন্দর গান।।
@biswajitray776
@biswajitray776 2 жыл бұрын
Mon chuye gelo.santi pelam
@sagarKeUspaar
@sagarKeUspaar 2 жыл бұрын
Somehow i don’t understand why uribaba’s contents are so underrated.. eto bhalo content er eto kom views and subscribers keno? Simply beyond my understanding.. Please continue all the good work .. you guys rock
@amit_thelazydog
@amit_thelazydog Жыл бұрын
সকালবেলার গান, ঘুমিয়ে পড়ার গানও ... 🎼
@AkashDas-kq2bp
@AkashDas-kq2bp 2 жыл бұрын
Sundor...eta ar akbar debdeep dar golateo release kora hok♥️☺️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
হবে হবে সব হবে!! আগে আগে দেখিয়ে হোতা হায় কেয়া !! 😆😜❤
@AkashDas-kq2bp
@AkashDas-kq2bp 2 жыл бұрын
@@Uribabatv hok hok hok😁♥️♥️
@sayandutta7984
@sayandutta7984 2 жыл бұрын
Man, the lyrics are damn good !!
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
😁💛
@aritrasaha3485
@aritrasaha3485 2 жыл бұрын
Aha, gaan ta choltei thakuk, ses na hoi , aha
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
বরং লুপে শুনতে থাকুন। ভালোবাসা আপনার কানে লেগে থাকুক।🖤💛
@debamitaraha2693
@debamitaraha2693 2 жыл бұрын
Vishon Sundor, kaan ke aaram dewa akta gaan..
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
কানকে আরাম দেওয়ার জন্য রয়েছে গান আর মনকে আরাম দেওয়ার জন্য রয়েছে গোটা খোলাম কুচি সিরিজ | কেমন লাগছে বলুন! 🖤💛
@vidisharoy3630
@vidisharoy3630 2 жыл бұрын
"Alo dhoke kina sheta shob theke bhalo jaane janlay" this line, this singing, these visuals and these characters...they are as fresh as the first shaft of the morning sun from the window💖🌻🌞
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ব্যাপারটা তাহলে বেশ জমেছে বলছেন!!? 😜😇
@vidisharoy3630
@vidisharoy3630 2 жыл бұрын
@@Uribabatv byaparta shesh obdi jomle bhalo hoy😊
@moudas3253
@moudas3253 2 жыл бұрын
Bollam na Jome jabe Pantua ar Prosad er byapar ta ❤️ Tarishi er voice ❤️🎧
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@shreyasaha3827
@shreyasaha3827 2 жыл бұрын
Amn misti gan sune montao vlo hy......
@sreejibdutta1587
@sreejibdutta1587 2 жыл бұрын
Oh didir gan voice ta .... 😌😌😌😌
@WorldOfRythms
@WorldOfRythms 2 жыл бұрын
তৈরিশিকে (যদি নাম ভুল উচ্চারণ করি তবে ক্ষমাপ্রার্থী) একটা অভিনন্দন। এতদিন ওর ইউটিউব চ্যানেলটা ফলো করে এসেছি, মুগ্ধ হয়েছিলাম বারবার। এখনও ইউটিউব চ্যানেল ফলো করতে হবে তবে ওরটা শুধু নয়, আরও বড় বড় চ্যানেলগুলোকে। এটা ও ডিসার্ভ করে, কনগ্র্যাচুলেশনস্ তৈরিশি 🌻
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
খোলাম কুচির আনাচে কানাচে আছে তরীষীর মিষ্টি গলার ছোঁয়া, পুরো সিরিজটা দেখতে থাকুন ! ❤
@samiranbarui9386
@samiranbarui9386 2 жыл бұрын
কোথাও যেন দুমড়ে মুছে দিয়ে কান্না গুলোকে বার করে আনা , অনেকটা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরা , ভালোবাসা স্মৃতি ব্যথা সব একসাথে তালগোল হয়ে যাওয়া । সব আছে ।‌।।
@shuvankargupta8206
@shuvankargupta8206 2 жыл бұрын
লুপে শুনছি সারাদিন একটা অদ্ভুত শান্তি আছে গানটার মধ্যে।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️
@ankitadey6491
@ankitadey6491 2 жыл бұрын
কী cute type এর গান ভাই ☺☺☺🌸🌸🌸💓💓💓💐💐💐💐
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ 😊 রইল খোলাম কুচির সমস্ত গান তোমার জন্য: kzbin.info/www/bejne/m4CVZ5WcpNKsb68
@ankitadey6491
@ankitadey6491 2 жыл бұрын
@@Uribabatv 😍😍😍😍😍💐💐💐💐💐
@touhidurrahaman3530
@touhidurrahaman3530 2 жыл бұрын
গানের সমস্তটাই খুব সুন্দর 🌼 ... ট্রেইলার দেখে নিলাম তো 😊
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
সিরিজটা দেখছেন?? দুটো এপিসোড অলরেডি এসে গেছে😁
@touhidurrahaman3530
@touhidurrahaman3530 2 жыл бұрын
@@Uribabatv ekdom dekha hoye gache Already ...ami agami episode gulor jnno bolchilm.
@ImanSamanta1995
@ImanSamanta1995 2 жыл бұрын
সত্যিই, এই গানটা শোনার আনন্দেই মরে যাব
@dib526
@dib526 2 жыл бұрын
গান ভালোবেসে আনন্দে মরে গেলাম ♥️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️ রইল খোলাম কুচির সমস্ত গান তোমার জন্য: kzbin.info/www/bejne/m4CVZ5WcpNKsb68
@ujjalshome4
@ujjalshome4 2 жыл бұрын
Uribaba আমাদের free তে কতো ভালো ভালো content দিচ্ছে। 💞💞💕💕
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
তোমারাও কিন্তু এইভাবে আমাদের পাশে থাকো এবং আরো ভালোবাসো দিতে থাকো ☺️
@susmitaroy9045
@susmitaroy9045 Жыл бұрын
Onek miss korchi uribaba Taratari notun series nia aso Ar somoe katche na😢😢😢
@niladridas4332
@niladridas4332 2 жыл бұрын
Uribaba r sobkota web series dkhe felechi kintu kono series 1st episode eto ta kache tane ni ♥️
@niladridas4332
@niladridas4332 2 жыл бұрын
Aninda da ar Shreya r di r acting ♥️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
6th episode আসতে আসতে আপনি আমাদের আরো কাছের হয়ে যাবেন !! ❤ second episode দেখে কি আরেকটু কাছে এসেছেন?😆😆 নাহলে লিঙ্কটা দিয়ে গেলাম : kzbin.info/www/bejne/p6q8gn5ordyhm6M
@niladridas4332
@niladridas4332 2 жыл бұрын
@@Uribabatv hyan dkheche ♥️
@ghoshSaikat
@ghoshSaikat 2 жыл бұрын
এটার শুধু music version টা release করো সৌরভ দা
@shreyasaha3827
@shreyasaha3827 2 жыл бұрын
Chumu khela chokh buje Jay kno balisatbalai...... Eta amr kora ditiyo comment gan ta dine kobar suni amr nijer ojana........... Anonde more jai❤❤
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
🖤💛😇
@gourabojha8021
@gourabojha8021 2 жыл бұрын
"আনন্দে মরে যায়" বেস্ট লাইন ❤️🥺
@sarwarulislam1892
@sarwarulislam1892 2 жыл бұрын
বাংলা ভাষাটা এত সুন্দর না বাঙ্গালীরা এতো গুণী তা আজকের গানগুলো থেকে ঠিক বুঝতে পারি না, হয়তো দুটোই ঠিক।
@TheShyamashree
@TheShyamashree Жыл бұрын
Lovely series... lovely songs... lovely rendition
@shreyasings153
@shreyasings153 2 жыл бұрын
ভীষন সুন্দর একটি গান 😌✨❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
পাগল নাকি!! আমিতো করিনি বাবা কিছু 😊
@UpanandaBaidya
@UpanandaBaidya 2 жыл бұрын
গানটা শোনার পর খুব ভালোবাসতে ইচ্ছা করছে।
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
তাহলে আমাদের সিরিজ টাকে আরেকটু ভালোবেসে ফেলুন না, কি আছে!! 😇🖤💛
@jayantamaji2989
@jayantamaji2989 2 жыл бұрын
Aha gaan gulo onno level er valo :)
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@animaskitchen7771
@animaskitchen7771 2 жыл бұрын
Ki valo gan ta...ahaa
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
সিরিজ টাও খারাপ না, দেখতে পারেন কিন্তু! 😜😇❤
@ankandas8414
@ankandas8414 2 жыл бұрын
এক কথায় দারুন ❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️
@sdlovessd
@sdlovessd 2 жыл бұрын
কি অসম্ভব মিষ্টি গান ❤
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আনন্দে মরে যাই 😊
@elizassololife3262
@elizassololife3262 2 жыл бұрын
কি সুন্দর কি নির্মোহ 🥰
@MilanMahadani007
@MilanMahadani007 2 жыл бұрын
Sudhu oitukui lege thakuk jibone "Anonde Anonde More Jai"
@basundharamondal2128
@basundharamondal2128 2 жыл бұрын
চোখ বুঁজে রিপিট মোডে শোনার মতো গান ❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ 😊
@ujjwalgorai2512
@ujjwalgorai2512 2 жыл бұрын
Khoob sundor gaan..
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
ধন্যবাদ ♥️ খোলাম কুচির title track কেমন লাগলো? অবশ্যই জানিয়ো।
@mousammukherjee3342
@mousammukherjee3342 2 жыл бұрын
Aha tarishi debdeep gangulo
@pritammajumder7149
@pritammajumder7149 2 жыл бұрын
অসাধারণ ❤
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
আরো এরকম গান, গল্পের জন্য আমাদের পাশে যে একটু থাকতে হবে!! আছেন তো??? 😁😇
@manobendra_sarkar
@manobendra_sarkar 10 ай бұрын
Jiniy singer tar gaan ar gola ato sundor je kana headphone diye sunle aram lage ❤
@mantumallick6346
@mantumallick6346 2 жыл бұрын
Lots of love 💞❤️💕 Thanks
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
Thank you so much ❤️
@sayanpaul8891
@sayanpaul8891 2 жыл бұрын
Khub shundor gaan!
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ♥️ রইল খোলাম কুচির সমস্ত গান তোমার জন্য: kzbin.info/www/bejne/m4CVZ5WcpNKsb68
@swomdebmondal
@swomdebmondal 2 жыл бұрын
সেঁজুতি ম্যাম ♥️🥺
@arindam543
@arindam543 Жыл бұрын
Lovely magical voice and lyrics....
@nurulhasan7865
@nurulhasan7865 2 жыл бұрын
শুধু আনন্দ, আর ভালোবাসা❤️❤️❤️❤️❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
অনেক ধন্যবাদ আর দ্বিগুন ভালোবাসা!! 😆❤❤
@anirbansardar7740
@anirbansardar7740 2 жыл бұрын
She is outstanding ...her voice is just ❤️
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
Thank you so much ♥️
@kuntalchatterjee2121
@kuntalchatterjee2121 2 жыл бұрын
Great to watch such an excellent Web Series, also got awestruck by the songs. Thanks a lot🙏. Phenomenal work.
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
💛💛
@ranjitday8999
@ranjitday8999 2 жыл бұрын
Tarishi di😌❤❤
@sandippattanayak8727
@sandippattanayak8727 2 жыл бұрын
Darun laglo
@Uribabatv
@Uribabatv 2 жыл бұрын
বন্ধুদেরকেও শুনেও এই আনন্দের গান 😁
@sumanbhowmick3165
@sumanbhowmick3165 2 жыл бұрын
ভালোবাসী নীল তোকে খুউউউব.........
@priyadebnath.p
@priyadebnath.p 2 жыл бұрын
সুরগুলো কেমন যেনো মায়া মায়া লাগে❤️