অসাম্প্রদায়িক চেতনার মূর্তপ্রতীক আমাদের জাতীয় কবি নজরুল। এর চেয়ে ঈশ্বর বন্ধনা আর কিছুই হতে পারে না। অসাধারণ গায়কী। বিনম্র শ্রদ্ধা কবি ও শিল্পী কে।
@bikashsarkar31262 жыл бұрын
ঈশ্বরের কৃপা ছাড়া এমন রচনা সম্ভব নয়, ধন্য কবি নজরুল ইসলাম।
@SanjoyChowdhury-ie8ez8 ай бұрын
মহাকবি নজরুল ইসলামের অসাধারণ গান লিখনিতে মনুষ্যত্ব মানবতা সত্যর জয় গান ফুটি উঠেছে। তার সাথে অনুপ জালোটার কন্ঠে আরো মহমান্বিত করে তুলেছে।
@sagotapaul83642 жыл бұрын
"গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে,কেন দুঃখ পাই সে চরণ চেয়ে"এই লাইনটার মাঝে এতো ইমোশন🥺❤️
@maynamasanta5281 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@anjandas672 Жыл бұрын
♥️♥️💙💙
@sweetypaul1253 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@momdeep9300 Жыл бұрын
❤❤❤
@sawpanchandradashsawpan575017 күн бұрын
একদম। কাজী নজরুলের হৃদয়ে কৃষ্ণপ্রেম ছিল। না থাকলে এত সুন্দর রচনা কি করে লিখলেন।
@shamolsarkeracca9105 жыл бұрын
হে গোবিন্দ রাখ চরণে। মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥ গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে কেন দুখ পাই সে চরণ চেয়ে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥ হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়। হরি সব তরী ডুবে যায় তোমার চরণ তরী ত' ডোবে না হায়, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥
@princesheikhraselcaptain51914 жыл бұрын
যার তুলনা হয় না কারো সাথে - তিনি বিদ্রোহী বিশ্ব কবি কাজী নজরুল ইসলাম ! - প্রিন্স
@ashrafulhaque90893 жыл бұрын
হৃদয় ছোঁয়া এমন অনুভূতি আজকাল কি পওয়া যায়!
@AjayDas-ru3sx3 жыл бұрын
Hare Krishna
@sunreetchakraborty76922 жыл бұрын
Sottie dada... Ajkal ei jinish r hoy na....
@mdnasiruddin5003 жыл бұрын
উচ্চারণে শুদ্ধতার জন্য অনুপ জালোটা দাদা আমার মনের মত শিল্পী।
@savrupdas71862 жыл бұрын
Suravdas
@mr.proshifter252810 ай бұрын
হৃদয়কে ঠান্ডা করে দেয়া একটা সংঙ্গীত...সেই ছোট থেকে এখনো শুনে আসছি... কাজী নজরুল ইসলাম যে কি ছিলেন তা আমাদের মতো ক্ষুদ্র মানুষদের পক্ষে মূল্যয়ন করা সম্ভব নয়। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিমকে যেভাবে এক করেছিলেন তা এখন ইতিহাস... তার এই মহতি কাজকে প্রনাম জানাই🙏
বাহ্ কি অসাধারন গান।কত নিবেদন কত প্রনয়ের সাথে বিনয় কবি নজরুলের গানে।ওনাকে আমার স্বশ্রদ্ধ প্রনাম🙏☺
@gourseva20235 жыл бұрын
অসাধারণ নজরুলের এই গান অপূর্ব উপস্থাপন অনুপ জালোটার
@shubhramaymahinta1743 жыл бұрын
Nice
@kamrulahsan6474 жыл бұрын
নজরুল প্রেম আর ভক্তির যে কথা লিখেছেন তার কোন তুলনা হয়না।
@GMOOKERJI5 жыл бұрын
হে গোবিন্দ রাখ চরণে - নজরুলগীতি হে গোবিন্দ রাখ চরণে। মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥ গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে কেন দুখ পাই সে চরণ চেয়ে এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥ হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়। হরি সব তরী ডুবে যায় তোমার চরণ তরী ত’ ডোবে না হায়, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥
@Cadmuskek5 жыл бұрын
Thanks, a lot. Aita amake gaanta gete onek sahajjo kore
@jogeshchandramaity57355 жыл бұрын
Dawanlode
@jibankumarghosh54414 жыл бұрын
Saralipi
@jibankumarghosh54414 жыл бұрын
Want saralipi
@sdliton66602 жыл бұрын
গানটি কে গাইলেন
@bishwajitmondol3846 Жыл бұрын
কবি ,গীতিকার, ও সুরকার সকলে মিলে যেন গানের ভিতরে অমৃত ঢেলে দিয়েছেন ৷ গানটি শুন লে মনে হয় বৈকুন্ঠে আছি ৷ নমস্কার ৷❤
@Raaj-Shikhar_Shivnarayan08906 жыл бұрын
এই গানটি শুনে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও নজরুল ইসলামকে বাহবার সাথে অশ্রুজলও ঝরিয়েছিলেন। আমরা বাঙালীরা খুবই গর্বিত এই দুই মহাকবিদের পেয়ে। 🙏🙏🙏🙏
@ranamondal7985 жыл бұрын
tomay sotokoti pronam jani o.... amar pran chola jai
@anupjalotaallsong88555 жыл бұрын
👍👍👍👍
@goutamkumar80443 жыл бұрын
অপূর্ব
@ramanathsinha23162 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ranjangaming958011 ай бұрын
অপুর্ব
@surendrakumarchakraborty86542 жыл бұрын
কবি ছিলেন মহামানব। তাঁর চরনে শত কোটি প্রনাম জানাই।
@madobacharjee13313 жыл бұрын
জয় গুরু জয় নিতাই,, নজরুল ইসলাম কি অাকুতি ভগবানের কাছে ওও কি মধুর লাগছে,, কবির চরনে শতকোটি নমস্কার 🙏🙏🙏
@methopathashala20243 жыл бұрын
প্রেম ও ভক্তির অপূর্ব সমন্বয় আর গায়কী, মনের প্রশান্তি নিয়ে এলো,সাধু সাধু!!
@komolsarkar646 Жыл бұрын
হাজার হাজার বার শুনলেও শুনতে ইচ্ছে করে আমার জীবনের সব থেকে প্রিয় গান। এই নজরুল সংগীত টা।
@ananyadasgupta18302 жыл бұрын
মন ছু্ঁয়ে যাওয়া নজরুল ইসলামের রচিত গান।গোবিন্দর চরন জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে। 🙏🙏🙏
@hwoohw00375 жыл бұрын
নজরুল এমন একজন কবি, সে গজল ও হিন্দু সামা, সে দুই ধর্ম প্রিয় মানুষদের ভালো বাসতেন, সে কোনো ধর্ম ছোট করে দেখে নাই, তাহলে বুজে দেখো সে কতো গভির গেনের অধিকারী ছিলেন।
Dada Tharun Gaok Valo Thakun Essorer Kace Parhona Kore
@alvinsetab59946 жыл бұрын
বাংলা ভক্তিগীতি এবং শাক্তসঙ্গীতে নজরুল এখনো অপ্রতিদ্বন্দ্বী এবং তাঁর তুলনা কোনকালে হবেনা।
@purnendudas58464 жыл бұрын
L
@kabitaroy96804 жыл бұрын
REPLIES
@chiranjitmukherjee96285 жыл бұрын
আহা , কি লেখা।❤❤ নজরুল ছাড়া বোধহয় আর সম্ভব নয়।
@banyaroy93005 жыл бұрын
Ami Ajoy chakrabartir Najrul lslamer gan - - - - "chirodin kaharo soman nahi jaay ganta shoonte chai
@chiranjitmukherjee96285 жыл бұрын
@@banyaroy9300 search korun you tube a. Aache , ami sune6i.
@suvondatta75696 жыл бұрын
এ গানের কোন তুলনা করা চলেনা, অতুলনীয়, অার অনুপ জালটার কন্ঠ তো তুলনাহীন।
@saumyanahar94932 жыл бұрын
এই গানটি লেখার মাহাত্ম্য কিছু আলাদা, তাই আমি প্রায় শুনে থাকি, খুবই ভালো লাগলো
@ashokchakraborty31713 жыл бұрын
গোবিন্দ সবাই কে আশ্রয় দেন,এই কামনা করি।
@switymozumder8326 Жыл бұрын
নজরুলের হে গোবিন্দ ও সখি সে হরি কেমন বল এই গান যত বার শুনি তত বারি চোখ দিয়ে জল আসে।
@kumodchowdhury43566 жыл бұрын
নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক কবি। ভালো লাগে তাঁর এ ধরনের গান গুলো।
@talentdrawingshow57615 жыл бұрын
kumod chowdhury সত্যিকারের মানুষ কি সাম্প্রদায়িক হয়?
@ananyadasgupta18302 жыл бұрын
অসাধারণ বা্ঁশি। কান্না পেয়ে যায়। অনুপজি, আপনার গান শুনে মনে হয় গোবিন্দকে দেখতে পাচ্ছি 🙏
@abroy96124 жыл бұрын
নজরুলের গান নাটক প্রবন্ধ এবং কবিতার মাধ্যমেই বুঝতে পারা যায় উনি একজন অসাম্প্রদায়িক উচ্চ ব্যক্তিত্ব সসম্পন্ন মহামানব
@badalsaha91555 жыл бұрын
সত্যি বলছি খুব ভালো লাগলো গানটি আমার আন্তরিক ধন্যবাদ
@manoranjankundu80066 жыл бұрын
আর কি সৃষ্টি হবে এমন মধূর সঙ্গীত! যা নিয়ত মন ছুঁয়ে যায় ,আনন্দে আত্মহারা হয়ে অবগাহন করি, আত্মমগ্ন হয়ে পড়ি এক সঙ্গীত সগরের মূর্ছনায়। এ জীবন হোক সঙ্গীতময় হে ঈশ্বর।
@krishanaswarnakar9283 Жыл бұрын
এতো সুন্দর গান শুনলাম কোনো ভাষা নেই হরে কৃষ্ণ
@shiponghosh35155 жыл бұрын
কাজী নজরুল তোমার এই অভেদ দর্শন মানুষকে জাগ্রত করায়।।
@kumarroy73196 жыл бұрын
Anupji presented Krishna prem through his timeless vocal performance. He did also much to make the great Nazrul for all.
@halimrony47484 жыл бұрын
হ্যা, মহা-মানব হাজার প্রণাম তব চরণে🙏🙏❤
@ritaadhya66502 жыл бұрын
কবি নজরুল ইসলাম কে আমার প্রণাম জানাই প্রতিটা গানের কথা ওতি বাস্তব কথা, 🙏🙏🙏🙏🙏🙏
@gautamnath81995 жыл бұрын
Nazrul is universal ..one of the greatest human beings..he is above all religion
উনি আধ্যাত্মিক জগতের একজন জতিষ্ক তাই এত সুন্দর সুর ও কথা ।কিন্ত শেষ জীবনটা বড়ই বেদনা দায়ক ছিল। হে প্রভু ওনার মঙ্গল করো ।
@mdmeherali35256 жыл бұрын
গানের তালে তালে হৃদয়ে শ্রী হরি র কল্পিত রূপ বিরাজ করে ।
@nimaidas16086 жыл бұрын
Vy vy
@maumitadasmukherjee3336 жыл бұрын
khub valo katha bolechhen vai.ekdom satyi
@rupamdas7906 жыл бұрын
Aha...radhe radhe
@srikumarchakraborty84974 жыл бұрын
Mc no
@sadgunmadhavdas45032 жыл бұрын
কল্পিত নয়,এ লেখা শাস্ত্র সনাতনী স্বীকৃত
@suswapnamukherjee39143 жыл бұрын
Amar ma r kach thke ami ei gan ta sunechi,,khb khb bhalo lge....modern erai thkleo shayma sangeet r ei gan gulo khb bhalo lge...the heart becomes very calm.🥰❤🙏 মহাকবি ও এত সুন্দর স্বর যিনি দিলেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই
@sanjoybd43804 жыл бұрын
ভজন টা শুনলে চোখ দিয়ে আপনা আপনি জল চলে আসে
@bakulsharma6252 жыл бұрын
ছোট থেকে বার্ধক্য কবি নুজরুলের এমন প্রতিভা অনুপদা গেয়ে মনকে বারংবার প্রশান্ত করেছেন, উভয়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা আর প্রীতিপ্রদর্শন।
@anupjalotaallsong88555 жыл бұрын
হিন্দু বা মুসলিম সবাই মানুষ। কাজী নজরুল ইসলাম কে আমার কোটি কোটি প্রনাম।
@mousumimajumder3722 жыл бұрын
উনি ভগবান মানুষ রুপী, আমার সবচেয়ে প্রিয় মানুষ নজরুল
@bikashsaha79312 жыл бұрын
কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্ম বর্ণ জাতির উর্ধ্বে গিয়ে সেই সময়ের এক জলন্ত মহামানব । যা এখনকার দিনে সহজ মনে হলেও , তখনকার রক্ষনশীল সমাজে ছিল এক কঠিন লরাই , তখনকার দিনে এই গান রচনা করা একজন মুসলিম এর পক্ষে ছিল বড় chalange , কবিকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই আমার শতকুটি 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mimundas53252 жыл бұрын
Manus rupi bogoban /Allah
@prasannakumarchakraborty45772 жыл бұрын
True
@badolchakra59942 жыл бұрын
68 ch
@gopalnewmagic40663 жыл бұрын
ঈশ্বরের দান ছাড়া এত সুন্দর কন্ঠ এত সুন্দর কন্ঠ কোনভাবেই সম্ভব নয়
@sukantadutta9083 жыл бұрын
Nischoy. Somvob. Reyaz. Korte. Hobe
@rajibkarmakar65256 жыл бұрын
গান শুনে মনে হচ্ছে.... ডুবে মরবে সাম্প্রদায়িক মনোভাব । খুব সুন্দর একটা গান।
@kanaichatterjee60526 жыл бұрын
Manna dey
@muktirana95486 жыл бұрын
Rajib Karmakar খুব সুন্দৱ
@SMV7746 жыл бұрын
মুসলিম দের কোনো কমেন্টস দেখা পেয়েছো?
@ahmedshuvo31574 жыл бұрын
@@SMV774 ami akjon muslim hoye atai khojtasilam !!!!!
@debjanidas719 Жыл бұрын
এই গান টা তো কত শিল্পী গেয়েছেন কিন্তু অনুপ জলটা ছাড়া এই ভক্তিভাব কারোর গানে খুঁজে পাই না জয় শ্রী কৃষ্ণ
Gobindaji Pronam ❤️🙏❤️🙏❤️🙏❤️ Probhu. Shilpi ke o janai amar sashroddha pronam 🙏🙏🙏. Khub bhalo laglo ei Gaan.
@satyendradebnath73393 жыл бұрын
অসাধারণ ভাবে গেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@skbadhon70926 ай бұрын
সুন্দর ও মনমুগ্ধকর একটি গান👌 মন ভালো হয়ে যায় শুনলেই🙂🙏 হরেকৃষ্ণ🙏🙏🙏
@pradipdasgupta91123 жыл бұрын
The rhyme & lyric style of a Bengali religious song so sung by the singer Anup, Jalata is praiseworthy. A very mesmerising sing reaches its climax for such a singer. His melodious voice always makes me immense joy with purity in mind. Thanks the authority for uploading of such a marvellous song presented to the religious minded people with recommending continuation of this channel.
@ranenbhattacharya4812 жыл бұрын
ঈশ্বরের অসীম আশীর্বাদ ছাড়া এমন গান রচনা এবং এত সুন্দর করে পরিবেশন করা যায় না।