আনন্দপথ-৪৬২ মন্ত্র দীক্ষা, নাম দীক্ষা ও জপের পদ্ধতি।Initiation hy Mantra or Name & system of Japa

  Рет қаралды 116,241

Anup B Acharya

Anup B Acharya

Жыл бұрын

#anup_b_acharya
#anandapath_462
#spiritual_motivational_talks_bangla
মন্ত্র দীক্ষা, নাম দীক্ষা ও জপের পদ্ধতি।
Initiation hy Mantra or Name & system of Japa
অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন কাল থেকে এদেশে আত্মতত্ব অনুসন্ধানের জন্য আন্তরিক ভাবে কাজ করে এসেছেন সাধু ঋষিগণ। সাধারণ মানুষও সমাজের মধ্যে ধর্মীয় পরিবেশে ধর্মীয় কাজ করে এসেছেন বহু প্রাচীন কাল থেকেই। আগ্রহী এক শিষ্যের গুরুর কাছে দীক্ষার পর চলে সাধনার অভ্যাস।
অনেক রকম দীক্ষার মধ্যে বেশি প্রচলিত দুই জাতীয় দীক্ষা - মন্ত্র দীক্ষা ও নাম দীক্ষা। এই দুটির করাই এখানে আলোচনা করা হয়েছে। সঙ্গে রয়েছে জপ করার কয়েকটি পদ্ধতি। সবটা শুনে দেখুন কেমন লাগে।
আনন্দপথ ভারতীয় ধর্মীয় সংস্কৃতি বিষয়ক এক আলোচনা মঞ্চ। বেদ, উপনিষদ, পুরাণ, সিদ্ধপুরুষ ও মহাপুরুষদের বিভিন্ন লেখায় ছড়িয়ে রয়েছে এদেশের ধর্মীয় সংস্কৃতির অসংখ্য সূত্র। সেসবের পুনরালোচনা করা আমাদের কাজ। এই কাজে আমাদের সঙ্গী হোন।

Пікірлер: 189
@simasaha9285
@simasaha9285 Жыл бұрын
আজ আপনি বীজ মন্ত্রে র কি সুন্দর সরল ভাবে উদাহরণ দিলেন খুব সহজেই বুঝতে পারবে করতেও পারবে।আজকের কর গোনা পদ্ধতি অনেক কে দেখেছি কিন্ত সঠিক ভাবে জানতাম না তাই এটা আপনার কাছে আমি দেখলাম ও জানলাম। খুব ভাল লাগল। প্রণাম নেবেন।
@aindrilabasu8365
@aindrilabasu8365 Жыл бұрын
খুব সুন্দর বোঝালেন। আজকাল প্রকৃত গুরু মেলে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি বলেই এতো সুন্দর বোঝালেন। অনেক গুরু এই বোঝানোর জন্য ভেট প্রত্যাশা করেন সেটাও আমার অভিজ্ঞতা বলে। আপনার মত এতো সত্যিকারের আধ্যাত্মিক মানুষ বিগত দশ বছরে আমি দেখিনি। দীক্ষা নিতে গেলে কি পরিমান উপহার সামগ্রী নিয়ে যেতে হবে তার দুপাতা ফর্দ আছে আমার কাছে। টাকা ও সোনা সহ। নিজের অভিজ্ঞতা। আমি আর ওপথে পা বাড়াই নি। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে বসে আছি।
@pronabbiswas8082
@pronabbiswas8082
একদম স্যার আমার গুরু আমাকে 10 বছর অপেক্ষা করিয়েছে। আমাকে নানা ধরনের প্রাণায়াম অভ্যাস করিয়েছে। তারপর গত দোলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন।
@soumendranathdatta9703
@soumendranathdatta9703 Жыл бұрын
দেখা মাত্র যখন আমার গুরু বলে মনে হবে, ওনার সঙ্গে দেখা হবে কেমন করে।আপনি অনুগ্ৰহ করে জানাবেন।
@ranendramohanchakraborty1817
@ranendramohanchakraborty1817 Жыл бұрын
Correct কর গোনার দরকার কি? সারাদিন তাঁর নাম করে যাব। কর গোনার দিকে মন থাকলে মন দিয়ে নাম করতে পারব না। খুব মূল্যবান কথা বলেছেন।
@bhadraneebhattacharjee2689
@bhadraneebhattacharjee2689 Жыл бұрын
আজকে আমি বুঝতে পারছি, বাবা লোকনাথ সত্যিই কৃপা করে আপনার এই আলোচনা গুলি পাইয়ে দিয়েছেন। আচার্য ঠাকুর🙏, আমি জ্ঞান হয়ে পর্যন্ত আমার অস্তিত্ব ও উৎপত্তি সম্পর্কে জানতে উৎসুক ছিলাম। আপনার আলোচনা আমাকে অনেক অনেক জিজ্ঞাসার উত্তর দিয়েছে। জপ সম্পর্কে জানতে পারলাম। আমি কিন্তু " জয় বাবা লোকনাথ " বলে সারাদিন জপ করি, আপনি যেমনটি বলেছিলেন। আচ্ছা, তাহলে তো আপনিও আমার লৌকিক গুরুদেব, তাই নয়? এই ভাবে জপ করে, আমি ফল পাবো কি❓ দ্বিতীয় প্রশ্ন, আমি লাভবান হলাম বুঝতে পারবো কিভাবে❓ তৃতীয় প্রশ্ন, সাধারণত এই ভাবে জপের ফলটি কি❓ বোধহয় জানার আগ্রহ তে আমি ভুল কিছু লিখে ফেললাম। আমার অনিচ্ছুক ভুলের জন্য, মার্জনা ভিক্ষা চাইছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। স্বার্থ হীন ভাবে, আমাদের মঙ্গলের জন্য আপনি একটি দৃষ্টান্তমূলক ভালো কাজ করে যাচ্ছেন। আপনার শ্রীচরনে শতকোটি সশ্রদ্ধ প্রণতি জানাই🙏🙏🙏🙏🙏🙏
@RupaSarkar-do3lu
@RupaSarkar-do3lu 14 күн бұрын
দাদা আপনার এই ভিডিও আমি প্রথম পেলাম 🙏🙏আপনার কাছথেকে আমার একটি বিষয় জানবার আছে 🙏🙏দয়াকরে একটু শোনার মত প্রকাশ করবেন 🙏🙏
@aviseksarkar9763
@aviseksarkar9763 Жыл бұрын
অসাধারণ বাবা। অন্যতম সেরা শিক্ষামূলক ভিডিও ছিল এটি। বাবা, একটি প্রশ্ন, বিনীতভাবে জানতে চাইছি, অপরাধ নেবেন না, কেউ যদি ক্রিয়া দীক্ষা নেন, তবে কি তিনি চাইলে নামদীক্ষা অথবা মন্ত্রদীক্ষা নিতে পারেন? সেক্ষেত্রে কি যার কাছ থেকে মন্ত্রদীক্ষা নেবেন, তাকে কি আগে জানিয়ে দিতে হবে যে ক্রিয়া দীক্ষা আছে, না কি তিনি জিজ্ঞাসা না করলে বলা যাবে না? দয়া করে যদি এই সংশয়গুলো পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করেন, তাহলে আমার মতো অনেকেই উপকৃত হবেন। আদ্যাশক্তি মহামায়া আপনার মঙ্গল করুন। ওঁ ক্রীং কালিকায়ৈ নমঃ🙏
@kallolbala
@kallolbala Жыл бұрын
কোন কোন সাধনায় কয়েক লক্ষ জপ করতে বলা হয়। জপের সংখ্যা কম বা বেশি হলে কি অসুবিধা হয় ??
@jayantaganguly2448
@jayantaganguly2448 12 сағат бұрын
108 বারের জপে 100 সংখ্যা জপ বুঝলাম কিন্তু 8 বারের জপে অঙ্গুলী পর্ব সঠিক হল কী?
@kalyanibanerjee8825
@kalyanibanerjee8825 Жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম ।সবিস্তারে ব্যাখ্যা খুব ভালো ভাবে জানলাম ।উপকৃত হলাম ।আভূমি প্রণাম আচার্য দেবকে ।
@tribenibanerjee8215
@tribenibanerjee8215
শুভ অপরাহ্ন শ্রদ্ধেয় পূজ্যপাদ আপনার মহামূল্যবান আলোচনার সর্বশেষে উল্লিখিত অহরহ জপের পদ্ধতি টি বিশেষ গ্রহনযোগ্য।প্রণাম ।ভালো থাকবেন ।
@user-un1xy5lf8s
@user-un1xy5lf8s Жыл бұрын
খুব ভালো লাগলো। আপনার বোঝানোর পদ্ধতিটা খুব সুন্দর
@lakhinapon7360
@lakhinapon7360 Жыл бұрын
প্রনাম নেবেন ঠাকুর, সমৃদ্ধ হচ্ছি নিয়মিত।
@saswatidey6142
@saswatidey6142 Жыл бұрын
ভীষন উপকৃত হলাম ও সমৃদ্ধ হলাম ৷
@binapanibanerjee5278
@binapanibanerjee5278 Жыл бұрын
খুবই ভালো লাগল বিস্তারিত জানতে পেরে আপনার বোঝানো। প্রণাম জানাই ।
@anupentertainmentworld7448
@anupentertainmentworld7448 Жыл бұрын
জয়গুরু জয়গুরু জয়গুরু
@nibeditaacherjee4836
@nibeditaacherjee4836 Жыл бұрын
Khub khub upakrita halam. Khub sudar alochona. Pranaam neben .
@uttamghosh5760
@uttamghosh5760 Жыл бұрын
Thank you very much for your information Acharya Dev
@saswatisanyal3754
@saswatisanyal3754 Жыл бұрын
এই ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।🙏🙏
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 171 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 6 МЛН
দীক্ষা কি ? . Live
27:51
Spiritual Gyan
Рет қаралды 1,2 МЛН