Рет қаралды 90
দৈনিক তালাশ বিডিঃমাস্টার ক্রিকেটার্স অফ না.গঞ্জ এর আয়োজনে প্রাইম গ্রুপের পৃষ্ঠপোষকতায় A&O U-12 Cricket Tournament ১৭ জানুয়ারি শুরু হয়ে ২ সপ্তাহব্যাপী লীগ পর্বের খেলা শেষে আজকে টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুর্ধ-১২ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটারদের ৪টি দল North, South, Easi এবং West Zone নামে অংশ গ্রহন করে, লীগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে East এবং South Zone ফাইনালে উন্নিত হয়েছে।
East Zone 112/10 (20 OVERS) South Zone 97/5 (20 Overs)
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির আহমেদ রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর হোসেন মোল্লা
ভাইস চেয়ারম্যান নীট কনসার্ণ গ্রুপ আরাফাত আহমেদ রাজিব।
উপদেষ্টা মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ জাকারিয়া ইমতিয়াজ।
সাবেক জাতীয় ক্রিকেটার, উপদেষ্টা মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ রফিকুল হাসান রিপন উপদেষ্টা মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ জাহাঙ্গীর আলম।
সাবেক জাতীয় ক্রিকেটার উপদেষ্টা মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ জুয়েল হোসেন মনা সাবেক জাতীয় ক্রিকেটার যুগ্ম সম্পাদক মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ।
ডা: রাকিবুল ইসলাম শ্যামল সাবেক ক্রিকেটার, প্রধান সমন্বয়ক A&O U-12 Cricket Tournament বয়স নির্ধারণী কমিটি।
জিয়াউল হক জিয়া জেলা কোচ, বাছাই কমিটির আহবায়ক।
নারায়ণ চন্দ্র সাহা তপু সাধারণ সম্পাদক, মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার ক্রিকেটার্স অফ না.গঞ্জ এর সভাপতি সাবেক জাতীয় ক্রিকেটার জনাব শাহরিয়ার হোসেন বিদুৎ।
সঞ্চালনায় ছিলেন মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ এর কার্যনির্বাহী সদস্য মো: সেলিম রেজা।
নারায়ণগঞ্জ ক্রীড়া কমপ্লেক্স এ এই খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মাস্টার্স সভাপতি বয়সভিক্তিক মেধাবী ও প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের উপরে গুরুত্ব আরোপ করেন।
এবং নিয়মিত সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
সত্যের সন্ধানে স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ ডট কম। দৈনিক তালাশ বিডি উক্ত পোর্টালের একটি ইউটিউব চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতায় এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদেরকে জানান।