Install Buzy With Info App: Android - bit.ly/pwamcvhdf IOS - buzywithinfo.com/ ( coming soon) Website - buzywithinfo.com/
@arindammandal19872 ай бұрын
Mention her contact plz
@swapnamajumderofficial3 ай бұрын
অনুত্তমা তুমি নিজেই একটা ভালোবাসা❤❤ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু এবং সুস্থতা ❤তুমি বহু মানুষকে অন্তর থেকে বাঁচিয়েছ,জাগিয়েছ।তুমি অদ্বিতীয়া 💝
@srijanibose52993 ай бұрын
Sotti taiii...❤❤❤😮😮😊😊
@sreemitachanda36163 ай бұрын
Ekdom thik bolechen ....
@chiranjitsarkar76783 ай бұрын
ওনার প্রতিটা কথা শোনার পর আমরা সমর্থন করছি। কারন শুনছি আর প্রত্যাকে সময়ের সঙ্গে সংগে আমরা যে বাস্তব অভিজ্ঞতা গুলো অর্জন করেছি,সে গুলোর সঙ্গে মিল খুজে পাচ্ছি।তাই মন ভরে সমর্থন করছি।আসলে ওই সব বিষয়ে কম বেশি ধারণা প্রতিটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরই আছে,শুধু সঠিক শব্দভান্ডার এবং উপযুক্ত প্রকাশ ক্ষমতার অভাবে তা এত সুন্দরভাবে ব্যক্ত করতে পারি না।এর বেশি কিছু নয়।তাই ওনার সব কথাগুলো সম্পূর্ণ ওনার ব্যক্তিজীবনের অভিজ্ঞতাভিত্তিক।তাই সহজেই মানুষের উদ্দেশ্যে যতটা ভালো করে বলতে পারছে, ব্যক্তি জীবনে তিনি কতটা টা নিয়িন্ত্রন করে চলতে পারে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। ব
@colourfullifestyle2228 күн бұрын
Enar sthe jogajog krbo kivbe
@sreemitachanda361628 күн бұрын
@@colourfullifestyle22 ...MEDICA r sathe uni associated
@supriamajhi12253 ай бұрын
আমি আগে অনুরোধ করেছিলাম অনুত্তমা ম্যাম কে এখানে নিয়ে আসার জন্য.. খুব ভালো লাগলো ম্যামকে দেখে এবং ওনার মূল্যবান বক্তব্য শুনে ❤❤ খুব ভালো থাকবেন ম্যাম
@nanigopalmandal64563 ай бұрын
আসল দেবতা আমরা এই শিক্ষিকা দের ই বলবো। এটা কোন এক ঘন্টার আলোচনা নয় , জীবন কে নতুন শক্তি দেবার অদ্ভুত চালিকাশক্তি।আমার অন্তরের অন্তরস্থল থেকে এই শিক্ষিকার প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা।সমাজে যা কিছু শুভ সূচনা হয়,তা আপনাদেরই হাত ধরে। "বিন্দু দিয়ে সিন্ধু" তৈরির প্রেরণা আপনার কথা। বর্তমান কে নতুন করে সাজিয়ে নেওয়ার অসীম শক্তি জোগায় আপনার দেখানো পথ। খুব ভালো থাকবেন ম্যাডাম। অরিজিৎ দাদা আপনি ম্যাডাম কে আবার নিয়ে আসুন, আপনার এই চ্যানেল প্রতিটা শ্রোতাদের কে তাঁর জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে দেয়। প্রণাম নিও দাদা
@wintherace1082 ай бұрын
vai tumi ki banglai hons?..eto sundor kore likhecho..😊😊
@nanigopalmandal64562 ай бұрын
না,আমি ভূগোল বিষয় নিয়ে স্নাতক হয়েছি।
@sumimariom12742 ай бұрын
মুগ্ধ হয়ে শুধু শুনলাম, কি অসাধারন সব উদাহরন, শব্দ চয়ন সব মিলিয়ে এক অন্য মাত্রার আলোচনা শুনলাম... অনেককিছু জানা হলো। ধন্যবাদ আপনাদের দুজনকে, ভালো থাকবেন।
@swatibhattacharya40073 ай бұрын
অসাধারণ এই সংলাপের মধ্যে কোন ছবি বা ভিডিওর প্রয়োজন নেই বরং তা মনযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। এত যথোপযুক্ত শব্দ প্রযুক্ত হয় অনুত্তমা ম্যাডামের বক্তব্যে , সেটির অর্থ পরিস্ফুট করার জন্য আর অন্য কিছুরই প্রয়োজন পড়ে না.... এতটাই প্রাঞ্জল এবং স্বয়ংসম্পূর্ণ ।
@uditabiswas38043 ай бұрын
exactly...these videos are very disturbing and distracting
@kalyanichakraborty17983 ай бұрын
সত্যির থেকে বড়ো শক্তি যেহেতু কিছু নেই..... তাই চলে যাবার দরকার হলে, তার কারণ প্রকাশ করলে, বিপরীতে কিছু টা আঘাত পেলেও, সত্যের জন্যই, শ্রদ্ধা কাজ করবে। কষ্টকে গ্রহণ করার মধ্যে তো শ্রদ্ধার জায়গা থেকে যায়। উদ্বিগ্নতা কাটিয়ে, নিরাময়তার জন্য উত্তর হীনতার দড়ি টানাটানিতে হেরে গেলেও, যেহেতু ছেড়ে যাওয়া যায়না..... তখন আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের জীবনটাতেই আটকে রেখে পথ চলতে চেষ্টা করা দরকার বোধহয়।
@tiashachakrabartivlogs3 ай бұрын
48:26 " তোর ব্যাপারটা কি বলতো তুই দুঃখ পেতে ভালোবাসিস!"এইটাও শুনতে হয়েছে.... কিন্তু এখন আমি অনেকটা ভালো আছি।🧿❤️
@priyankapyne943 ай бұрын
এত গুরুত্বপূর্ণ একটা কনভারসেশন এ ভালোবাসা নাকি শরীরের খেলা, এটা কিরকম থাম্বনেল! খুব হালকা করে দেওয়া হলো না বিষয় টাকে? স্ট্রেঞ্জ!আবার love breakup and dipression, এটাও শুধুমাত্র বিষয় নয় এই পডকাস্ট এর। তার থেকে অনেক অনেক গভীর এবং গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করেছেন ম্যাডাম। সো, থাম্বনেল এবং টাইটেল খুবই বেমানান লাগছে। বিষয় টি নিয়ে ভাবতে বলছি হোস্ট কে।
@CarlaZea-g1r2 ай бұрын
Same thought.
@nabanitadey17563 ай бұрын
Her ability to articulate complex ideas is a gift ❤
@tomachowdhury65642 ай бұрын
Best akta podcast..ওনার কথাগুলো শুধু হা করে শুনে গেছি।সত্যির চেয়ে বড় কোনো শক্তি নাই।❤️❤️
@wintherace1082 ай бұрын
একদম তাই..তবে আমি দেখেছি মাংস ভয় পেয়ে মিথ্যা কথা বলে আর নিজেকে হারিয়ে ফেলে।..
@ভ্রমণপ্রেমি3 ай бұрын
জীবনকে সঠিক দৃষ্টিভঙ্গি তে দেখার, পথের সন্ধান দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ 🙏🙏🙏 1:01:42
@sangita_78011 күн бұрын
এতো সুন্দর করে কেও কোনোদিন বোঝাতেই পারবে না অসাধারণ প্রণাম তোমায় মাম অনেক মানুষ বাঁচবে তোমার কথা শুনে Thanku তোমায় অরিজিৎ দাদা
@PriyaMondal-tx6uh16 күн бұрын
ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সত্যি বলতে প্রেম একাধিক মানুষের ওপর হতে পারে কিন্তু আমার মনে হয় ভালোবাসা একটা মানুষের প্রতি হয়❤ আর সেটা বারবার আসে না খুব বেশি হলে এক থেকে দুবার আসে তিন-চারবার আসে না আর আত্মহত্যা কোন কিছুর সমাধান না ধন্যবাদ❤🎉
@biyoyoncert2 ай бұрын
বরাবর অনুত্তমা দির কথা শুনে মন ভালো করার অভ্যাস হয়ে আসছে। সমস্যা গুলো খুব কাছ থেকে অনুভব করা। কথা গুলো শুনতে শুনতে হারিয়ে গেলাম কোথায়। চোখ বাধ ভাঙলো। পারিবারিক সমস্যা সত্যি এক অদ্ভুত সমস্যা। পুরো ভিডিও দেখে একটা কমেন্ট রেখে গেলাম। সব রাত জাগারা ভালো থাক
@jogmayananda1123 ай бұрын
মহাভারতের কুন্তী দ্রৌপদী সত্যবতী সুভদ্রা চিত্রাঙ্গদা আরো নারী চরিত্র এই জটিল মানসিকতা র সাক্ষী। একদিকে সীতা সাবিত্রী দময়ন্তী অনসূয়া যখন পতিব্রতা র ধ্বজা উড়াচ্ছে অন্যদিকে গান্ধারী এত ব্যক্তিত্ব নিয়ে ও সমস্যার সমাধান করতে পারেন না। তাই মহাভারতের মধ্যে বিশাল বুদ্ধি ব্যাসদেব গীতা ঢুকিয়েছেন।যা সর্বকালের মানুষের সব সমস্যা থেকে অব্যাহতি দেয়। মা অনুততমার কথাগুলো আমাকে গীতার কথা মনে করায়। খুব সুন্দর
@TanuRoy-he6gk3 ай бұрын
ম্যাম আপনার কন্ঠ স্বরের প্রেমে পড়ে গিয়েছি অনেক অনেক ধন্যবাদ অরিজিৎ স্যারকে ম্যাম কে এই পডকাস্টে এনে আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য
@shreyaroy46912 ай бұрын
Ami didi ke shunchi ishque fm theke aj theke 8 bachhar ager theke
@AnupSingha-mz7pe3 ай бұрын
আমার মা আমাকে খুব উৎসাহ দেয় এই জন্যই আমি আজ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি।
@PujaGhosh-bh3jf2 ай бұрын
🙏👍🙏👍🙏👍🙏👍🙏💞
@PujaGhosh-bh3jf2 ай бұрын
আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই নিজেকে ভালো বেসে আগে ক্যারিয়ার গড়তে হবে 🙏 ভালো বাসো নিজেকে ❤ অন্য কে নয় ভালো বাসা বলতে কিছুই নেই শুধু আবেগ আর মোহ এটা শেষ তো সব কিছু শেষ আর তোমার শিক্ষার যোগ্যতা নিজের প্রতিষ্ঠিত হওয়া এটা কখনো শেষ হবে না আরো তোমাকে ভালো রাখবেন আশাকরি বুঝতে পারছো 🙏💞👍
@wintherace1082 ай бұрын
apni khub lucky j emni ekjon maa paiechen
@wintherace1082 ай бұрын
@@PujaGhosh-bh3jf khub sotti kotha bolechen...nijeke valobaste hobe ar ekhanei ami lack korechi....nijeke valobasini ami..loke ki vabbe, maa baba ki vabbe esob vebe ami njk onk kosto diechi...r nijer jeta akdom best version seta ami chute parini..akhn dom bondho hoie ase amar njk dekhle....ami ekjon chele hoie ei koha gulo bollam....
@তনু-থ৩শ3 ай бұрын
মাত্র এক ঘন্টায় এত কিছু শেখা যায়!!🙏🙏
@baishakhishil47582 ай бұрын
Anuttama দি কে যতো দেখি সত্যিই মুগ্ধ হয়ে যায় এতো সুন্দর সহজ উপায়ে সব কিছু ক্লিয়ার করে দিতে পারে.. এরকম এ আরও একটি গুরুত্বপূর্ণ পডকাস্ট খুব শীঘ্রই আসবে আশা করছি.❤
@Souravsahavlogs282 ай бұрын
খুব সুন্দর ভাবে কথা গুলো বুঝিয়েছেন 😊❤️
@tulikachakraborty34113 ай бұрын
অনেক ধন্যবাদ ম্যাম কে আনার জন্য দাদা। আবার আমরা যদি ম্যাম কে অন্য কোন বিষয়ে পাই তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ 🙏
@SDTR033 ай бұрын
So gracefully explained. She is an inspiration. The host is doing an equally wonderful job
@nishaghosh13086 күн бұрын
Madam ke abr kakhono aste bolben Eai alochona ti sotti asadharon...uni bolchilen ami mantramugddho hoye sunchilam,one hour er program mone holo15-20 min just apnake o onek dhonnobad
@sparna48223 ай бұрын
Thank you arijit দা। অনুত্তমা দিকে আনার অনুরোধ রাখার জন্য। media তে ওনাকে শোনার অভিজ্ঞতা ই অন্যরকম। ব্যাক্তিগত সাক্ষাৎ কেও ছাপিয়ে যায়❤
@catmasti39623 ай бұрын
anuttama dir kotha jokhoni suni tokhoni moner vetorer kolahol sthir hoye jai. ekta peaceful feeling ase. anuttama dir onek kotha jibone apply kore ami khub bhalo fol o peyechi. arekbar onake pete chai eirokom kono podcast e. onek onek dhonyobaad onake ei podcast e anar jonno
@Creativetista3 ай бұрын
জীবনে অনেক প্রশ্নের উত্তর পেলাম ❤️❤️ যেগুলো বোঝানোর মতো কেউ ছিলনা ❤️ ধন্যবাদ ম্যাডাম 🎉
@srutikoley4445Ай бұрын
আমদের জীবনের সাথে অনেক ঘটনাই জোড়া থাকে সত্যি টা অনেক সময় ট্রমাএ পরিণত হয়।সত্যি এই কথা গুলো শুনে অনেক কিছু শিখতে পারলাম ।thank you অনুপমা ম্যাম।।
@nishadas95863 ай бұрын
অসাধারণ একটি পডকাস্ট ,, যা শুনে মনে হলো আমি এই তথ্য জানার অপেক্ষায় ছিলাম ❤
@sonaliexclusive370429 күн бұрын
ম্যাডামের কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ ম্যাডাম❤
@arpitaghosh7943 ай бұрын
এই সব বিষয় নিয়ে আলোচনা আমাদের জীবনের সমস্যা নিয়ে ভাবতে শেখায় এবং সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করে ধন্যবাদ এই সুন্দর উপসনা র জন্য | 🙏🏻
@trinathghosh68372 ай бұрын
অনেক কিছু জানা হল, এই শেখা ভবিষ্যতে কাজে লাগবে। খুব ভালো অনুষ্ঠান 🥰 এমন আরও হোক। আশা রাখি।
@SaumitaMajumder3 ай бұрын
Ei podcast dekhar por nijer maa baba k ankk thnks bolchi mon theke bcz tara eto sundor relationship maintain korechen j bia byper ta k ekhno eto valo lage biswas o ache, arekta jinis amr o ek somoy toxic relationship chilo ankk mental abuse hoechi, tar sathe to career nie chaap chilo but thankful to universe and ofcourse my parents j etota strong vabe amy toiri korechen j sob jhor ekai handle korechi, tar side effect hisabe rag ta amr ektu beshi uthto, kintu finally sob kharap somoy katie ekhn govt job korchi, healthy relationship e roechi, ❤🙏 Touchwood... hanuman ji thankyou ❤ Maa baba love u both ❤❤
@arindamsarkar53773 ай бұрын
সত্যিই অসাধারণ। Podcast টি জীবনের গাঢ় সত্যকে তুলে ধরেছে।।
@InspirationHub-l9z2 ай бұрын
অনেক শান্তি পেলাম ধন্যবাদ আপনাদেরকে💗 🙏🏻
@Sokhersoroni3 ай бұрын
প্রত্যেক বয়সের শ্রোতাদের এটুকুই বলার এই পডকাস্ট টা প্লীজ দেখুন প্লীজ। জীবন নিয়ে কতো অভিযোগ উবে যাবে🫶🏻
@pallabiganguly642 ай бұрын
Onekdin por Anuttama k sunte pelum❤.Thank you Arijit.💐 "Sange Anuttama" program ta sesh hoar por Anuttama k miss kori.
@subarnanoor76683 ай бұрын
অসাধারণ এপিসোড। আরজিৎ স্যার এবং ম্যাম কে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার জন্য।
@suparnakhatun85202 ай бұрын
আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ 🙏🙏
@karabinanda77683 ай бұрын
ধন্যবাদ অরিজিৎ 🙏🏻 যুগোপযোগী এবং শিক্ষনীয় পডকাস্ট 😊
@arijitghosh95513 ай бұрын
ধন্যবাদ অনুত্তমা ম্যাম কে আনার জন্য। খুব সুন্দর একটি পডকাস্ট। পুরোটা মুগ্ধ হয়ে শুনলাম।
@mahmudabegum99062 ай бұрын
অপূর্ব আলোচনা। অনেক depth ছিল এই আলোচনায়।
@MonMajhi5L3 ай бұрын
সত্যিই অসাধারন কোথাও যেনো নিজেকে খুঁজে পেলাম
@bineeta_12 ай бұрын
Trauma kills us slowly ❤
@ritamukherjee46293 ай бұрын
কী ভীষণ ভালো প্রগ্রাম ! ভীষণ ভীষণ ভালো
@abol-tabolsukanyarsathe3 ай бұрын
একটা অনবদ্য পডকাস্ট। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকেই। আশাকরি, আগামীদিনে আবার অনুত্তমাকে নিয়ে আরেকটি পডকাস্ট হবে। ❤
@bristimondal77412 ай бұрын
Best podcast I have ever seen...
@MonidipaDey-sx7oj3 ай бұрын
I am Just listening with pleasant mind... I am now realising 😊
@mahmudabegum99062 ай бұрын
প্রিয় অনুত্তমা যতোই আপনার কথা শুনি ততোই আপনার প্রেমে পড়ে যাচ্ছি। ভালবাসা অনেক আপনার জন্য....
@dipanwitadas72902 ай бұрын
খুব খুব ভালো লাগলো। আর ম্যাম কে অসংখ্য ধণ্যবাদ 🙏🏼☺️
@kimseosoo3 ай бұрын
মনে হচ্ছিল একথাগুলো আমারই জন্য,শুধু তন্ময় হয়ে শুনছিলাম।
@Daisy-mw4qw28 күн бұрын
এমন আলোচনা শুনতে চাই। খুব ভালো লাগছে.
@biswajitdasbairagya86132 ай бұрын
অসাধারণ একটা পডকাস্ট। ভীষণ সমৃদ্ধ হলাম। আশা করছি নিজের জীবনে এবং অন্যদেরকে এটা দিয়ে অনেক সাহায্য করতে পারব। আমি নিজেও একজন কাউন্সিলর। অনুত্তমা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ অরিজিৎ বাবুকে। এই ধরনের আরো পডকাস্ট এর আশায় রইলাম।
@riyasiddha44402 ай бұрын
Onek Kichu Sikhlam ❤ Thank You!
@avijitsen34803 ай бұрын
এখনও অব্দি দেখা সবচেয়ে সার্থক পডকাস্ট। ❤❤❤❤❤
@rahulpandit-eh3je2 ай бұрын
Mam you really cleared my confusions.I am now going through some anxiety phases and counselling session and psychiatric treatment.But your thinking gives me clarity and calmness.Thank you mam.Respect to you always.Such a gem of a person you are.
@Unique_arts_pro2 ай бұрын
Thank you so much Anuttama ma'am.. And also thanks a lot Arijit sir. Avabei amader sundor sundor podcast upohar diye jan.😊
@sahilsarkar70563 ай бұрын
Maam k abar dekhar icche roilo podcast e❤
@priyankamalik69203 ай бұрын
অসাধারণ অসাধারণ ajker podcast❤
@pampaghoshmandal3 ай бұрын
খুব সুন্দর ❤️♥️ ভীষন উপকৃত হলাম ❤❤ অসংখ্য ধন্যবাদ ❤❤
@spradhan457014 күн бұрын
Aei podcast ..a.. mam khub sundor aalochna korlen oneke upokrito hoben .. thank you mam and sir ...
@SarmisthaDas-j9r3 ай бұрын
Thanku both of you 🙏
@raktimaauddy88102 ай бұрын
খুব সুন্দর একটা পর্ব, খুব ভালো লাগল, আশা রাখবো অনুওমাদির আরও একটি সুন্দর কথোপকথন আমারা পাবো। ধন্যবাদ ❤❤
@mdhasanmahmudkhanjuned16283 ай бұрын
Don't talk or look at any other boys/girls, once you got married. If you don't control your eyes, you can't control your heart. 💔
@loveyourself-n6y2 ай бұрын
কারো সাথে কমিট হওয়ার পর সোশ্যাল মিডিয়া ডিলেট করে দেওয়া উচিত
@Suman-ul3id2 ай бұрын
Sotti dada onk boro go... Onk... Ex thakle oke dhaktam aktu... Matha gorom kore oke hariye felechi..jak sotti darun video🥰
@MonishaChatterjee-wt3dp3 ай бұрын
কি ভীষণ যে ভালো লাগলো পডকাস্টটা! অনেক ধন্যবাদ দিদিকে।সাথে তোমাকেও অরিজিৎ দা
@ankitaaaaa19993 ай бұрын
খুব সুন্দর একটা উপস্থাপনা। অনেক কিছু জানলাম।
@saikatmondal81942 ай бұрын
ভীষন ভালো লাগলো। ❤❤
@shyamaldhara39893 ай бұрын
Very nice mam . আপনার কথা বলা .... অসাধারণ 👌👌👌👌
@bikramroy62053 ай бұрын
সত্যি অসাধারণ ।
@aditidey563818 күн бұрын
Uni khub vlo bolen onake niye aro prograne hok. Khub valo bojhan r khub valo bolen. Darun lage onar kotha gulo. Khub relatble.
@pinkighosh90602 ай бұрын
অসাধারণ ❤
@pannabegum58193 ай бұрын
Thank you so much ❤❤❤
@creation95653 ай бұрын
আবারো নতুন করে নিজেকে খুজে পেলাম, আপনার কথা গুলো অসাধারণ ❤🌼 thankyou mam
@dhritidas12382 ай бұрын
স্বামী বা স্ত্রী কেউ যদি পরকীয়া করে থাকে, অপরজন যদি সবকিছুই জানতে পারে আর সেখানে যদি শারীরিকভাবে মেলামেশা এগিয়ে থাকে, তাহলে অপরজন নিজেকে সামলাবেন কিভাবে? আর সেই অপরজনের যদি কোন রকম খামতি না থেকে থাকে তাহলে কেন এই পরকীয়ায় আসক্ত হয় ?এই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করতেন ....
@piyalichakraborty4893 ай бұрын
খুব ভালো লাগলো আজকের পডকাস্ট টি।।। অনেক কিছু জানতে, শিখতে পারলাম।। ধন্যবাদ এমন একটি পডকাস্ট করার জন্য।।।
@muniraismatara22253 ай бұрын
একটা কথা বলি আমার।।। আমার last 10 din হলো break up হইছে।। বলতে গেলে একটু মন খারাপ e ache।। But sotti বলছি আমার যখন মনে হচ্ছিলো j আমি আর contineu করতে পারবো না ঠিক উল্টো দিকে সেও ভাবছিল j contineu করতে পারবে না।।। আমি অনেকবার বলার চেষ্টা করেছি sathe ওই o করেছিল আমরা বুঝতে পারতাম তার পরেও সেই এক হয়ে যেতাম।।।। তারপর 19 august যেই আমি মনে জোর নিয়ে বলব ভাবলাম সেই সময় সে বলে দিলো একদম স্পষ্ট ভাষায়।।।।।।।।।। খুব খারাপ লাগছে but মেনে নিলাম।।।। আমাদের প্রায় 3 year er Prem but amra class mate ছিলাম।।।।। অনেকদিন থেকেই জানতাম।।।। সত্যি ।।।।। Now we are happy ।।। আমাদের নিজেদের লাইফ a।।। সেই আমার first love chilo And last also Ekhon ami ar prem করব না direct biye Amr age 21 আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। Allhumdulilah
@aparnasarkar7915Ай бұрын
খুব ভালো একটি podcast. খুব ভালো লাগলো।
@laxmiroy15323 ай бұрын
Ami ar age apner onak podcast dakhechi but ayi podcast ta jano aktu noy onak tayi onno rokom laglo karon akhane puro amr life er sathe ghote jaoya kichu solution khuje peyechi . thank you thank you so much amader ato sundor akta podcast deoyer jonno 🙏😊🥰
@ankitadey32673 ай бұрын
Onek dhonnyobaad ei episode er jnnyo..... REally thank u, thank u so much from the core of my heart!!
@mahuyachatterjee70593 ай бұрын
Excellent explanation 🙏🙏❤❤
@madhurimasahu40953 ай бұрын
Thanks for this podcast. Ei sob kota somossa niyei ami royechi kon besi... Ei alochona ta nijer vitorkar moner chitro ta boddo sposto kore tule dhorte parlo .... ❤
@somapyne115628 күн бұрын
Really you are outstanding didi....apnake madam balbo na....apni amar khub kacher manus...khub bhalo thakun didi....❤❤❤❤
@ananyadhar90643 ай бұрын
Thanks a ton for this video❤
@sahilsarkar70563 ай бұрын
Maam apnar kotha shunlei mon bhalo hoye jaaye❤
@susmitasarkar14882 ай бұрын
খুব ভালো লাগলো 😊
@tuhinasen86233 ай бұрын
অনুত্তমা সর্বদাই আমার কাছে সর্বোত্তমা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ আরো চাই তোমায় এইখানে ❤
@pallabighosh51043 ай бұрын
It really helps and soothes me a lot....thank u so much ❤
@AparaDasArpi3 ай бұрын
আমার সাথে অনেক কিছু মিলে গেলো! 😊 যাক কিছু সমাধান তো পেলাম! 😅
@Comedy_wala_Sourav2 ай бұрын
অনুত্তমা দি আমার খুব প্রিয় বড় একা লাগে কি করে বলবো এবং মন ভালো নেই এই দুটো পর্ব আমি বারবার শুনি। আমার মনের ডাক্তার।
@soumyajitsen923 ай бұрын
Osadharon. Osonkhkho dhonnobad ei podcast ti arrange korar jonno.
@moumitabiswas60943 ай бұрын
এক কথায় অসাধারণ ❤❤
@naimulhasan8028 күн бұрын
19:35 এটা খুব বাস্তব কথা।
@suchandrabasu46942 ай бұрын
Asadharon...anek kichu janlam...thanks a lot mam❤❤
@emmagreen77802 ай бұрын
Wiuld like to see Anuttama Banerjee again
@tanmoysarkar87253 ай бұрын
Respected Madam hat's off to you for your words selection.
@riyaDebnath-k4u3 ай бұрын
Thank you sudhu matro Ma'am k anbar jonno 🙏🏻❤️
@suchismitamondal9093Ай бұрын
Darun mam ke niye r akta episode kora hok ..darun ❤❤
@itzzarnabbera59913 ай бұрын
কি অসাধারণ বিশ্লেষণ প্রতিটি জিনিসের। দারুন লাগলো প্রতিটি কথা ❤️। দি খুব ভালো থেকো তুমি ❤
@sreemitachanda36163 ай бұрын
Samridhho holam.,.Thank you Madam & Thank you Arijit da