Рет қаралды 25,504
প্রি-অর্ডার ফর্ম লিঙ্কঃ
goo.gl/forms/f...
Questions with How Long
How Long দিয়ে প্রশ্ন করতে ৮ টি নিয়ম জানুন এবং সকল বিভ্রান্তি দূর করুন এবং বিভিন্ন উপায়ে বিভিন্ন পরিস্থিতিতে প্রশ্ন করা শিখুন এবং নির্ভুলভাবে হাজার হাজার বাক্য বাস্তবে কথাবার্তায় ও লিখায় প্রয়োগ করুন।
ক্লিপটি ভাল লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে facebook, twitter, linked in, email ইত্যাদিতে শেয়ার করুন। কোনকিছু জানতে চাইলে নীচের কমেন্ট সেকশনে মন্তব্য লিখুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি Subscribe করুন।
এ ভিডিও ক্লিপটি যাদের উপকারে আসবেঃ
১. যারা ইংরেজিতে খুবই দুর্বল ও আস্থা কম,
২. মোটামুটি ইংরেজি জানা সত্ত্বেও বেসিকে অনেক সমস্যা,
৩. বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে প্রতারিত হয়েছেন,
৪. ইংরেজি মাধ্যমে পড়াশুনা করতে যাচ্ছেন এবং
৫. বিদেশ যাবার প্রস্তুতি নিচ্ছেন।
ইংরেজি চ্যানেল লিঙ্ক: / arifseducationtv
ফেসবুক পেজঃ / c.arifcom
ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইয়োরোপের বিভিন্ন দেশ থেকে পেতে নীচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ
১. অনলাইনে গিয়ে ব্রাউজারে Amazon এবং আপনার দেশের নাম টাইপ করুন। উদাহরণস্বরূপ, আপনি ভারতে থাকলে Amazon India/জাপানে থাকলে Amazon Japan/ ইংল্যান্ডে থাকলে Amazon England টাইপ করলেই স্বস্ব দেশের Amazon পেজে চলে যাবেন।
২. তারপর সার্চ বক্সে "Arif Khadem" অথবা "Common Closed & WH Questions in Practice" টাইপ করুন।
৩. বইয়ের কাভার পেজ বা টাইটেল লিঙ্ক "Common Closed & WH Questions in Practice" এর উপর ক্লিক করুন।
৪. আপনি সরাসরি প্রি-অর্ডার সেকশনে চলে যাবেন। সেখানে পেজের সর্ব ডানে "Pre-order with 1-Click" লিঙ্কে ক্লিক করুন। (অথবা বইটি লিস্টে অ্যাড করতে আপনাকে লগ ইন করতে বলবে।)
৫. আপনাকে অন্য পেজে Creat your Amazon account ক্লিক করতে বলবে। অর্থাৎ Amazonএ আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। যেভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলে থাকেন।
৬. আপনাকে "How would you like to pay?" অর্থাৎ আপনি কীভাবে পে করতে চান? জিজ্ঞাসা করা হবে। আপনি সেখানে "Add a credit or debit card" এ ক্লিক করে কার্ড ডিটেলস দিবেন এবং আপনার প্রি-অর্ডার সাবমিট করবেন।