Рет қаралды 277
যারা অভিষেক বচ্চনের সদ্যমুক্ত ( সুজিত সরকার পরিচালিত) -I want to talk -সিনেমাটি দেখেছে, তারা আলরেডি জেনে গেছেন-কে অর্জুন সেন। যার জীবন নিয়ে সিনেমা। অভিষেক বচ্চন অর্জুন সেনের নাম-ভূমিকায়। এবং এটা অভিষেক বচ্চনের জীবনের সম্ভবত সেরা অভিনয়।
কিন্ত অর্জুন সেন আসলে কে? তিনি আজ আমার পডকাস্টে গেস্ট। তার মুখেই আমরা শুনব তার ম্যাজিক্যাল জীবনের কথা। আমি অর্জুনকে চিনি প্রায় দশ বছর।
অর্জুন IIT KGP এর প্রাত্তনী- সেখানে জিমখানার ভিপি অর্থাৎ মুখ্যছাত্র নেতা নির্বাচিত হয়েছিলেন। আমেরিকাতে এসে অর্জুন মার্কেটিং ব্রান্ডিং গুরু হিসাবে খ্যাতিপান। আমেরিকার অনেক অনামী রেস্টুরেন্ট চেইনগুলিকে তিনি ন্যাশানাল ব্রান্ডে পরিনত করেছিলেন। কিন্ত জীবন সব সময় সদয় থাকে না-তার জীবনে নেমে এসেছে একের পর গভীর বিপর্যয়- ক্যান্সারে বিপর্যস্ত হয়ে প্রায় ২০ টি সার্জারি করাতে হয়েছে। ডাক্তার বারবার মৃত্যদিন লিখে দিয়েছে। কিন্ত অর্জুন যমরাজের কাছ থেকে হেঁসে -একটু দাঁড়ান বলে আবার জীবনে ফিরে এসেছে!
তিনি বলছেন তার না হার মানা সেই জীবনের কথা। কোলকাতা খরগপুরের কথা। মার্কেটিং এর মূল মন্ত্র। কিভাবে রেস্টুরেন্ট ব্যবসাতে লোকে সফল হয়।
আর তার সাথে অভিষেক বচ্চন এবং সুজিত সরকারের সাথে কাজ করার অনন্য অভিজ্ঞতা। অভিষেক কিভাবে তার চরিত্রের গভীরে ঢুকেছেন- সেটা নিয়েও আড্ডা।