গুরু লালনের প্রতিটা গানেই মনুষত্বের ব্যাখা রয়েছে যারা তাঁর গান শুনে এই মনুষত্বকে কিছুটা হলেও বুঝতে পারেন তারাই তাঁর গান শুনে মজা পাবেন। মুন্না→কুষ্টিয়া।
@mamunrahman53446 жыл бұрын
Hmm
@mehadulmunna38156 жыл бұрын
জয়গুরু
@animeshanimesh73134 жыл бұрын
Q
@animeshanimesh73134 жыл бұрын
P
@snraziv32157 жыл бұрын
প্রিয় শিল্পীকণ্ঠে প্রিয় গান, এক কথায় অসাধারণ!! এলবামের সবাই আমার পছন্দের ব্যক্তি।।
@pinkpasa2634 Жыл бұрын
20:44 "এই পৃথিবী যেমন আছে" গানটি কবিয়াল বিজয় সরকারের রচিত ও সুর করা।
@basudebmajumdar1907 жыл бұрын
বিশ্বমানবের এ গান । তাই এর আবেদন বিশ্ব জুড়ে । এই বিশ্ব মানবের কবিকে আমার প্রণাম ।
@tanmayroy1238 жыл бұрын
A faithful adherence to traditional Baul gharana of Bengal..................rich, melodious...............soft and soothing..............creates an imagery of all that is simple and truthful.................a sublime feeling indeed..............thanks a lot to the singers for their soulful renderings............... long live the Bauls from Bengal
@prodipbabu65474 жыл бұрын
ধন্যবাদ 🙏
@MasudRana-cb8ni Жыл бұрын
@@prodipbabu6547 আমার সাথে। দেশের ঝ দো দদদদো
@adnanhussain1472 Жыл бұрын
😅¹¹1!
@dr.afsarmiah73133 жыл бұрын
যদিও সবাই বলেছেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে কিন্তু আমার দরশনে আসে চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি্ দয়াকরে বিবেচনা করে দেখবেন। ধন্যবাদ।
@RkRana-xq9ni3 ай бұрын
এই পৃথিবী যেমন আছে,,, আমার জানা মতে বিজয় সরকারের গান,,
@shohagbabu73556 жыл бұрын
লালন যেনো সবার প্রানের শিল্পী, যেনো তার গান শুনে দম ফেটে যাই।
@ahmedrubel17106 жыл бұрын
লালন যে গুরু তাঁর শব্দ চয়ন, গানের কথার মর্মার্থ, গুঢ়ার্থ প্রভৃতি বিবেচনা করলেই বোঝা যায়। জয় গুরু লালন।
@bikashsingha51833 жыл бұрын
তুমি কোন গানে কী বুঝলে আমাই একটু বুঝিয়ে বলবে?
@____-ww5me5 жыл бұрын
আহা!! কী এক মধুর আবেশে প্রাণ জুড়িয়ে যায়,যতবার এ গানগুলো শুনি।
@tuhinbarman84257 жыл бұрын
Awesome Collection.. thanks for uploading..
@Rezaulkarimaniruddhreza7 ай бұрын
অসাধারণ গান গুলো প্রাণ জুড়ালো- লালন তোমাকে হাজার সালাম
@khairulangsha49715 жыл бұрын
লালন ফকিরের গানগুলো মনকে নিয়ে যায় ভাবের দেশে। কিছু পদের অর্থ অবশ্য করতে পারি না,জানি না কতটুকু ভাব গভিরে গেলে পাব তার অর্থ। তিনি জগতের জাতি-ধর্ম-বর্ণ বিভেদের উর্দ্বে স্থান দিয়েছেন মানবতাকে। নির্ণয় করেছন সৃষ্টি ও স্রষ্টার নিবির সম্পর্ক, স্মরনে যে থাকেন নিকটে বিস্মরণে থাকেন দুরে। পার্থিব জীবন মূল্য হীন অসীমে যার অনন্ত স্থান।আপলোড করার জন্য ধন্যবাদ।
@mdlotifurrahman99165 жыл бұрын
কি বলবো আর অসাধারণ গান লালনগীতি এর চেয়ে ভাল আর হয়না, ধন্যবাদ।
@ronypaul48226 жыл бұрын
♥♥♦বন্ধুত্ব♥♥♦ আমাদের ছোট দেশটাকে না কতই ভালবাসি। হুদয়ে জমা আছে কত শৈশব, কিশোরের কাহিনী, আছে কত পুরানো স্মৃতি, আছে ছোট বেলার কত সঙ্গী সাথি। ছিলাম যখন ছোট মন বড়ই ব্যাকুল ছিল হবো কবে বড়? যখন হলাম বড় মন তো চাই ফিরে যেতে ছোট বেলার সেই গল্প কাহিনীতে। বড় হয়ে জীবনের কত বন্ধু বান্ধব এসে যাই, ছোট বেলাই এক সাথে পাঠশালাই যাওয়া বন্ধুদের কি কখনো ভুলা যাই? লেখা পড়াই ভাল খারাপ যে যেমনই ছিল, বন্ধুত্বের আড্ডাই সবাই মনের দিকে একই ছিল। ক্লাশের পড়াই ফাকি দেওয়ার বুদ্ধিগুলো যার যেমন বুদ্ধি ছিল সে তেমনই করতো, কেউ বা টয়লেটে বসে, কেউ বা লিখাতে আবার কেউ মার খেয়ে সময় পারি দিত। তিন ক্লাশ চলতো ভালই চার ক্লাশের সময় পেরুতো ঘরির কাটা দেখে, আবার কারো বা পেট মুচুরী দিয়ে কিছুটা একে বেকে। ঘরির কাটা যখন একটা চল্লিশে তখন সবার মন পুড়ি, সিঙ্গারা, বন,সমাচারের ভরপুর শুভাসে। ক্লাশ রুমে আমরা সাতজন যখন ছিলাম টিফিনের দ্বায়িতে, চোখের পলকে অনেকে নিয়ে নিত লুকিয়ে, দিন শেষ পকেট থেকে টাকা যেত কষিয়ে। দুইটা বিশে টিফিন শেষে তরুন স্যার ক্লাশ নিতে আসতো এলিয়ে ধুলিয়ে, মিষ্টিি কথা দিয়ে শুরু করে কাউকে আবার কিলিয়ে ক্লাশ নিয়ে চলে যাই মনটাকে ভুলিয়ে। তারপর আবার আসে ক্লাশ নিতে ঙ্গ্যানের ভান্ডার সাথে নিয়ে ঙ্গ্যান বাবু, ঙ্গ্যান দিয়ে বিঙ্গ্যানে সবাই হলে অঙ্গ্যান। ক্লাশ চলে আটটা তখন পেটে বাজে পটকা। চারটা চল্লিশে ছুটি হলে তখন সবাই সবার বন্ধুদের নিয়ে বাড়িতে যাই হেলে দোলে। বড় হয়ে এখন কেউ বা র্র্যাভ, পুলিশ হয়ে আইন নিয়ে ঘুরে সাথে, কেউ বা ডাক্তার, ইন্জিনিয়ার হয়ে ফ্যাট ঘরে, কেউ বা দল নেতা হয়ে জনতার সাথে, কেউ বা চাকুরীর অভাবে রাস্তাই ঘুরে বেকারীর বেশে, তারপর ও যে যেখানে আছিস সবার জীবন পার হোক হেসে হেসে।
@mdsafikul5877 Жыл бұрын
Thanks, you're right, and you're great,
@palashhadi41996 жыл бұрын
এ সব গান অমর হয়ে থাকবে সারা জীবন ।
@baramkhana40436 жыл бұрын
মিলন হবে কত দিনে আমার মনের মানুষ এর সনে। গানটি মন ছুঁয়ে গেছে। বারবার শুনতে ইচ্ছে করে।
@bikashsingha51833 жыл бұрын
কেন তোমার বার বার শুনতে ইচ্ছা করছে তুমি বা কি বুঝেছো?
@tapankumar41166 жыл бұрын
লালনগীতি এমন এক ধরনের গান,যা অনেকেই এর অর্থ বুঝতে পারে না।
@nisafatema63706 жыл бұрын
কুমার বিশ্বজিত্ যেভাবে লালনগীতি গাইলেন আসলে কি লালনগীতি এভাবে গাওয়া হয় কিংবা গাওয়া উচিত ওনাকে আবার গানের আসরে বিচারকের ভুমিকায় থাকতে হয় এটাই আসল সংগীত যেটা ফরিদা পারভীন গেয়ে থাকেন ।
@basantoroy92265 жыл бұрын
এ গান গুলো অমর,এক বার শুনলে বার বার শুনতে ইচ্ছে করে....................
@mrmosaruf76315 жыл бұрын
খুব ভালো গান
@fittripura75375 жыл бұрын
Khub sundor bholar moton noa
@haqueomarfaruq41388 жыл бұрын
আধ্যাতিক একটি অসাধারন লালনগীতি। "এই পৃথিবীর প্রত্যকটা ঘরে ঘরে জন্ম হউক সত্যের পথ প্রদশ'ন কারি সুফি সাধক। "ওমর ফারুক।
@alamshaha39947 жыл бұрын
haque omarfaruq
@biplabdas98297 жыл бұрын
haque omarfaruq তো ম রা ভুলে গেছ মং লি কাদের নাম
@liton99257 жыл бұрын
মিলন হবে কত দিনে কনক চাঁপার কন্ঠে গানটি ভালোই লাগলো