দাদা, আমি বালুরঘাট থেকে লিখছি। আপনাদের সাথে Jang ফলস্ এ দেখা হয়েছিল। আমরাও আপনার পিছু পিছু তাওয়াং গিয়েছিলাম। মনে পড়ছে? আপনি যে কার্ডটা দিয়েছিলেন, সেটা তাড়াহুড়োতে যে কোথায় রেখেছি, মনে পড়ছে না। তাই যোগাযোগ করতে পারিনি। কিছু মনে করবেন না। আপনারা কবে ফিরলেন? আর কোথায় কোথায় গিয়েছিলেন?
@SiliguriCanvas7 ай бұрын
আমাদেরও ঠিক একই অবস্থা , Homestay র adress শুনতে গিয়ে দেখলাম আপনারা নেই.. এত বাজে ওয়েদার ছিল যে নেমে কথাও বলতে পারলাম না, ফোন নাম্বারটাও নেওয়া হয় নি.. আমরা 22th May ফিরে এসেছি... আপনারা কবে ফিরলেন ?
@SiliguriCanvas7 ай бұрын
আমার নম্বর 8918270320 সময় করে ফোন করেন কথা বলা যাবে