এইসব ভিডিও দেখলে চমৎকৃত হই এই ভেবে, যে আমাদের দেশ ও ফল চাষে এগিয়ে যাচ্ছে😍😍। দোয়া ও ভালবাসা রইলো এই সব কৃষক ভাইদের জন্য, উনাদের হাত ধরেই এগিয়ে যাক আমাদের এই সোনার বাংলা। পাশাপাশি ধন্যবাদ তালহা জুবায়ের স্যার কে, উনাদের মত ভাল মানুষ আমাদের কৃষির সম্প্রসারনের কাজে জড়িত হয়েছেন😍😍
@jewelsinvestigation39425 жыл бұрын
এতো বড় বড় সরকারের আমলারা কৃষকের পাশে গিয়ে উৎসাহ দিলে কৃষক তো অটো উদ্ভুদ্ধ হবে ই। নিয়মিত ফলো করে আসচি সৌদিআরব থেকে।ধন্যবাদ।
@almamun49885 жыл бұрын
ধন্যবাদ কৃষিবিদ তালহা জুবাইর মাশরূর স্যারকে। উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর, চুয়াডাঙ্গা। অবাক করা বিষয় আপলোড হওয়ার কয়েক মিনিটের মধ্যে অনেকে কমেন্টস ও লাইক দেওয়া শুরু করেছে। এতে বুঝা এই চ্যানেলের জনপ্রিয়তা অনেক এবং কৃষির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।
@mdsharifulislamsharif28515 жыл бұрын
আপনার প্রতিবেদন খুবি সুন্দর ধ্যনবাদ আপনাকে।
@biplabhossin54205 жыл бұрын
স্যার কৃষি বায়স্কোপের সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ।
@mdthmanik63965 жыл бұрын
কমলার এ জাতটি আমাদের দেশের জন্য আশীর্বাদ । ধন্যবাদ জানাচ্ছি নিউটন ভাইকে এ জাতটি আমাদের সামনে নিয়ে আসার জন্য । এখন এটি আশা করি খুব দ্রুত সম্প্রসারিত হবে । উৎপাদন বাড়বে, আর দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হবো ।
@KrishiBioscope5 жыл бұрын
ধন্যবাদ মানিক
@rehanrn77494 жыл бұрын
খুব ভালো লাগল আমাদের দেশের এই কমলা দেখে। স্যার আপনাকে ধন্যবাদ আমি ও কমলা চাষ করবো
@abdurrahim38155 жыл бұрын
আমাদের দেশে যেহেতু এত ভালোমানের কমলা চাষ হচ্ছে ।তাই সরকারের পৃষ্ঠপোষকতা অত্যন্ত প্রয়োজন। যাতে এটি সারাদেশে সম্প্রসারিত হতে পারে।
@sazzadhossain5355 жыл бұрын
MaShaALLAH.... Best wishes for Lebu Mia...
@AbdulHannan-er4ip3 жыл бұрын
অফিসারদের ভিরে পরিবর্তনের নয়ক লেবু ভাই উপেক্ষিত। উনার কাছ থেকে পরিচর্যা বিষয়ে জানার ছিল। আপনাকে ধন্যবাদ।
@himolbarua69014 жыл бұрын
স্যার, ঠাকুরগাঁওয়ে অাসুন এ রকম অনুষ্ঠান করার জন্য। ঠাকুরগাঁওয়ে অাপনাকে স্বাগতম...
@Rasel2112905 жыл бұрын
একটা বিষয় খুব অবাক লাগে সব চমক আমাদের চাষি কৃষকেরা করে থাকে কিন্তু আমাদের যারা agriculture নিয়ে কাজ করে থাকে তারা এতদিন এটা পারে নাই কেন???
@abdurrouf866rouf55 жыл бұрын
Right
@কৃষি-র৫ল4 жыл бұрын
দেশ এগিয়ে যায় বেসরকারি ভাবে আর এগিয়ে যাওয়াটাকে থেমে দেয় সরকারি দপ্তর। সর্বত্র এ কথাটি প্রযোজ্য। কলম বেদে 250-500 টাকা বিক্রি হচ্ছে যাতে আগ্রহীরা কিনতে অক্ষম হয়। কিন্তু এর পরও হর্টিকালচার সেন্টারগুলো কোন উদ্যোগ নেয়নি। উর্ধতন কর্তৃপক্ষ ও তাদের আত্মীয়-স্বজনদের আপ্যায়নেই ব্যস্ত থাকতে হয় কৃষি অফিস ও হর্টিকালচার সেন্টাগুলো।
@mangopeople98474 жыл бұрын
করে নাই পারেনাই এটা ভুল
@ছাদকৃষিছাদকৃষি5 жыл бұрын
সব চাইতে ভালো লাগে আপনার উপস্থাপনা
@md.tareqanam4465 жыл бұрын
What a motivation and moral for the agriculture of Bangladesh.......Though already I have been motivated by My one of the favorite person.......I will definitely go with this......Thank you again brother......You please show us the way.....InshaAllah we will definitely create the new agriculture revolution
@agrivisionbd5 жыл бұрын
অনেক ধন্যবাদ প্রিয় Talha Zubair Masrur (Krishi Bioscope)
@bengaltiger63425 жыл бұрын
সরকারের উচিত এই কৃষক-কে পুরস্কৃত করা -তার এই সাহসী উদ্যোগের জন্য। আশাকরি উচ্চ পর্যায়ে বিষয়টি ভেবে দেখা হবে।
@krishiBondhu5 жыл бұрын
আমি নীলফামারীর একজন নাগরিক হিসেবে গর্বিত
@shafiulalam6734 жыл бұрын
সেম ভাই
@mdgolamazam13635 жыл бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন অসাধারণ ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য ।
@KrishiBioscope5 жыл бұрын
আপনাকেও ধন্যবাদ
@marziaslittleworld97385 жыл бұрын
হ্যালো আসসালামু আলাইকুম স্যার আপনাকে প্রথম ধন্যবাদ জানাই আমাদের দেশেও চেষ্টা করলে অনেক কিছু সম্ভব যেমন ফল আমরা সবসময়ই বিদেশে ফল খাই এখন দেখা গেল আমাদের দেশের বাংলাদেশের মাটিতে অনেক কিছু সম্ভব হয় আজ দেখলাম কমলা কথাগুলো প্রথমে আমি ধন্যবাদ জানাই মালিক লেবু মিয়া ও তার ছেলে মামুন মিয়া ওদের চেষ্টায় অনেক সুন্দর লেবু কমলা লেবু আমাদের দেশে ফলন দেখে নিলাম আমাদের মধ্যে এমন একটি ভিডিও শেয়ার করার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে জেনে নিলাম ভালো থাকবেন নেক্সট হয়তো নতুন কিছু আমরা পাওয়ার আশায় থাকবো আল্লাহাফেজ
@KrishiBioscope5 жыл бұрын
ধন্যবাদ বাংলাদেশি মা মারজিয়া
@prodipkanti52515 жыл бұрын
আমাদের নীলফামারীর গর্ব
@KrishiBioscope5 жыл бұрын
নীলফামারী শ্বশুরবাড়ি
@lukmankhan45445 жыл бұрын
মাশাল্লাহ। অসাধারণ কমলা। ধন্যবাদ সবাইকে।।
@mdshumon42374 жыл бұрын
স্যার খুব ভাল লাগলো। ভিডিও ও সাউণ্ড কোয়ালিটির দিকে যত্নবান হলে পরবর্তীতে আমরা আর খুশি হব।শুভ কামনা স্যারকে।
@mdzabbermia72055 жыл бұрын
Khub vallo laglo onustanti thekhe
@mdwahed21262 жыл бұрын
স্যার আপনাকে বলতে চাই এই কমলাবাগান দিনাজপুর ও ঠাকুরগাঁও তেও আছে এবং কমলা গুলো অসাধারণ।
@jewelsinvestigation39425 жыл бұрын
বিসমিল্লাহ্ বলে খেয়েচিলেন বলে বহুবচর আগে সাবসক্রাইব করেচিলাম।
@jakariaofficial12895 жыл бұрын
মাশা-আল্লাহ
@sabbirahmed14835 жыл бұрын
পাগল কোথাকার
@sharearshuvo67705 жыл бұрын
Y
@ssr51284 жыл бұрын
শ্রদ্ধা আর ভালোবাসার আরেক নাম তালহা জুবাইর স্যার।
@mdohid33235 жыл бұрын
কৃষক ভাইটি অনেক সরল তার কথায় মনে হচ্ছে
@abusayemahmed34495 жыл бұрын
ভাল লাগলো ।
@HanifKhan-pv3xj5 жыл бұрын
জুবার ভাই চুয়াডাংগায় রপিকুলের বাগান & নিল পামারি লেবু মিয়ার বাগান পলন এবং মিস্টোতা কোন টা ভোলো মনে করচেন
@shipasarkar73674 жыл бұрын
ভালো আছেন ভাই। আপনি দেখতে আমার ভাইয়ের মতো।
@horticulturenews98045 жыл бұрын
খুব ভালো লাগলো
@mdwahed21262 жыл бұрын
স্যার আপনাকে বলতে চাই এই কমলা দিনাজপুর ও ঠাকুরগাঁও তেও আছে
@superman-sf1en5 жыл бұрын
darun.... near future Bangladeshi der bedeshi comla import korte hobe na
@faizaiffat40204 жыл бұрын
Unveiledabale. What a success for Bangladesh
@circuitrana4 жыл бұрын
সেই রকম হয়েছে.........!!!
@s.mlutforrahman34495 жыл бұрын
স্যার হাইব্রিড বীজ উৎপাদনের কলাকৌশল এর উপর একটি ভিডিও তৈরি করেন। কৃষকের অনেক উপকার হবে। একদম সহজ পদ্ধতি যেটা সেটার ভিডিও। যেন কৃষক বুঝতে পারে। ধন্যবাদ স্যার।
@KrishiBioscope5 жыл бұрын
কৃষক লেবু মিয়া- 01740637608 ও তার ছেলে মামুন মিয়া র মোবাইল নাম্বার- ০১৭৩৮৫৫২৬৫২ কচুকাটা, নীলফামারী সদর,
@jkagro21705 жыл бұрын
ঝিনাইদাহের ,চাপাতলা গ্ৰামের কমলা এবং এই কমলার মধ্যে কোনটি ভাল ?
@superman-sf1en5 жыл бұрын
পৃথিবীতে অরেঞ্জ / কমলা লেবুর বেলিয়ন ডলার এর মার্কেট। এটা যদি আমরা এক্সপোট করি ।বাংলাদেশ নতুন একটা ব্যান্ড হিসেবে পরিচিত হবে।।
@KrishiBioscope5 жыл бұрын
exactly ....
@MohammadAli-im6fn5 жыл бұрын
আমি একজন কৃষি কর্মকর্তার কাছে শুনলাম এই কমলা প্রথম ৪/৫ বৎসর ভালই ফলন দিবে। তারপর হঠাৎ করে স্ট্রোক করে মারা যাবে। কারন বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি পিএইচ ৭ বা তার বেশী। তাই এই ধরনের মাটিতে কমলা বা মাল্টা’র জন্য ভাল নয়। পঞ্চগড় বা সিলেটের মাটি কমলা বা মাল্টা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। ঐ কর্মকর্তাকে কমলার এই বাগান দেখালাম। সে বললো প্রথম কয়েক বৎসর ফলন ভালই হবে। তারপর গাছ মারা যাবে অথবা ফলন কমে যাবে।
@mdabunasir71184 жыл бұрын
@@MohammadAli-im6fn ভাইয়ের কথা টা কি সঠিক
@asitbaranchakraborty58694 жыл бұрын
জুবাইর সাহেব, আপনার সঞ্চালিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখতে খুবই ভাল লাগে। বিশেষ করে বিদেশী অনেক ফলই যে বাংলাদেশে চাষ করা সম্ভব তা আমারা আপনার অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। আমার একটি জিজ্ঞাসা চায়না কমলা, ম্যান্ডারিন কমলা ও দার্জিলিং -এর কমলা মধ্যে কোনটি বেশি মিষ্টি? আমি ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বসবাস করছি। এখানে কয়েকটি কমলার চারা লাগানোর ইচ্ছা করছি। কমলার জাত সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত অনুগ্রহ করে জানাবেন। অপেক্ষায় থাকব।
@REZAULKARIM-yn3mw4 жыл бұрын
Thanks to Mr. Talha Zubayer for his presence along with his maximum weapons to make the program a great success
@dna_family5 жыл бұрын
Loved watching your videos brother. I also do Gardening videos in London
আমি যোবায়ের আপনি যোবায়েরের ভিডিও দেখে যে চেষ্টা করে যাচ্ছি স্যার। দোয়া করবেন স্যার। হয়তো আল্লাহ চাইলে আপনিও একদিন আমার বাগানে যাবেন ইনশাআল্লাহ।
@KrishiBioscope5 жыл бұрын
চালিয়ে যাও যুবায়ের.........দেখা হবে
@zubyair5 жыл бұрын
@@KrishiBioscope insaallah sir. আপনাদের দোয়া আর আমার দাওয়া।
@MohsinAli-fn7my5 жыл бұрын
@@zubyair Hi
@MDSOHEL-kt4dy4 жыл бұрын
Khub valo laglo kintu ami komla gas ki vabe kinbo
@অমরদীপগাঁতাইত4 жыл бұрын
গাছের গোড়া তাড়াতাড়ি মোটা করার জন্য আর গাছটা তাড়াতাড়ি লম্বা করার জন্য কি কি সার দিতে হবে, কোন সময় সার দিতে হবে, একটা গাছে কতো পরিমান কি কি সার দিতে হবে তা জানালে উপকৃত হই.
@nawshadmahmud38284 жыл бұрын
এটা শরিয়তপুর, মাদারীপুর এলাকায় হবে কিনা একটু বললে উপকৃত হবো। আবহাওয়া, তাপমাত্রা কেমন প্রভাব ফেলে বলবেন।
@tareqtanvir3824 жыл бұрын
স্যার কমলা চারা গুলো পাহাডি অঞ্চলে হবে কোন রকমমাটি প্রোয়োজন হবে পিলিজ একটু বলবে।
@nahidaakter98755 жыл бұрын
Mashallah.... 😍😍😋
@REZAULKARIM-yn3mw4 жыл бұрын
My own father had also been an employee of agricultural department, BARI but I thought these are all waste of money, but after watching this program, I feel sorry of my previous thoughts, Maybe during eighties, optimised efforts had not been put to push forward this revolution, but after creation of this momentum, along with relentless efforts by Shykh Siraj, our country will a global firepower in food cultivation, which nobody would dare to neglect. But my only regret, I couldn't measure its potential in proper time, had I been known, I also could have been a frontliner of this epic movement. But hats off to those who are making it a major success with their tireless efforts and wasting of their sacred perspiration.
@md.rasheduzzaman21255 жыл бұрын
তালহা জুবাইর মাশরূর স্যারকে উপস্থাপনা করার জন্য অনুরোধ জানাচ্ছী।
@selimpbs45404 жыл бұрын
আমার বাগানের বয়স এক মাস,দায়া করে বলবেন জৈবসার কি পরিমান দেবো।লাগানোর আগে গোবর সার দিয়েছি।গত কাল রাসয়নিক সার দিয়েছি।জৈব সারটা কিভাবে কত পরিমানে দেবো জানাবেন দয়া করে।আর মরা ডাল কাটার পর কাটা অংশে কি লাগাবো এবং সেটা কোথাই পাবো।জানাবেন দয়া করে।
@avoidnakib21915 жыл бұрын
1st viewer ami 😊😊😊
@pavelhasan82695 жыл бұрын
Ami k??
@zisudey20173 жыл бұрын
কীভাবে আমি চারা সংগ্রহ করতে পারি, দয়া করে জানাবেন।
@impressboutique21734 жыл бұрын
We are very thankful to Talha Jubayer sir🥰 You are always give us a complete informative report🤓😇 which , others don't do that .😏its valueless 🥴! But you give us all information to contact with that individual farmers 😍😇& its very helpful to all☺️😇we love you Talha Jubayer sir ❤️🥰
@marziabushra62264 жыл бұрын
এটা কি জাতের কমলা? দার্জিলিং কমলা?
@princeshamimprinceshamim16395 жыл бұрын
krishi Bioscope দয়াকরে এই প্রশ্নটার উত্তর দিন চাপাতলা এবং এই কমলাটার কি একই জাত নাকি ভিন্ন এবং একজন কৃষক কোনটাই চাষাবাদে বেশি সমাধৃত হবেন...ধন্যবাদ
@agrovibes7805 жыл бұрын
prince shamim prince shamim নীলফামারীরটা বেস্ট ... চাপাতলা বেটার
@princeshamimprinceshamim16395 жыл бұрын
@@agrovibes780 thanks bro
@md.shamratbokaul94095 жыл бұрын
অসাধারন ভালো লাগলো আমিও কমলা ও মাল্টার বাগান করতে চাই কিনতু ভালো ও সঠিক উন্নত মানের চারা কোথায় পাবো একটু জানালে উপকৃত হবো। আমার জেলা চাঁদপুর। চাঁপুরের মাটি খুবই উর্ভর।
@KrishiBioscope5 жыл бұрын
কমলা নিতে পারেন নীলফামারী, চুয়াডাংগা কিংবা ঝিনাইদহ থেকে...আর মাল্টা নিবেন চুয়াডাঙ্গার মাল্টা বাব্লুর কাছথেকে...
@mdjalalyounus61085 жыл бұрын
@@KrishiBioscope চাপাতলা আর এইটা একই জাত কিনা জানতে চাই
@md.shamratbokaul94095 жыл бұрын
@@KrishiBioscope ধন্যবাদ আপনাকে।
@arifulhaque6315 жыл бұрын
@@KrishiBioscope @কমলার জন্য কোন ধরনের মাটি উপযোগী এবং কি ধরনের আবহাওয়া থাকা চাই তার উপর একটা ভিডিও চাই।
@Manha160-r8j5 жыл бұрын
Excellent team.I would like to salute all
@nirupamhira85115 жыл бұрын
Azad ঝিনাইদহের চাপাতলা গ্ৰামের কমলা এবং এই কমলার মধ্যে কোনটি বেশি ভাল ? 5 days ago 1 2 Md jalal Younus একই মনে হচ্ছে 5 days ago Nirupam Hira প্রশ্নটা আমার ও।শিল্টু ভাই দয়া করে জানাবেন। দুটোই কি একই জাতের? নাকি বেশি ভাল,কম ভাল আছে। লাগলে উত্তম টাই লাগাতে চাই। 4 days ago 1
@mihirmohanta87974 жыл бұрын
Sir I am from India I need persimon plant from modern hoticulture ,how I get please guide me
@pavelhasan82695 жыл бұрын
ধন্যবাদ ভাই
@MdDalim-ed9pm4 жыл бұрын
আমি এই কমলা চাষ করতে চাই।এই চারা কি ভাবে পাবো? জানালে উপকৃত হবো।
@sujonbd42564 жыл бұрын
স্যার, আপনি যখন বাগানে যান এবং ফল ছিঁড়েন তখন আমার ও ছিঁড়তে ইচ্ছে করে।।। আমার একটা বাগান করার ইচ্ছে আছে।।
@AtaurRahman-pv4jh2 жыл бұрын
আমার করসল গাছে ফল হচ্ছে দাঁড়াচ্ছে না কি ওষুধ ব্যবহার করব
@alnuman84144 жыл бұрын
সারা দেশে চাষাবাদ করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য অনুরুধ করছি
@Fahimahmed0014 жыл бұрын
acchaa bhai..komla ki order dia newa jabe...?
@azizulqahhar694 жыл бұрын
chainis komla na darjeeling komla Konta cas korle laboban howa jabe ?
@চন্দ্ররজনী4 жыл бұрын
আচ্ছা ভাই এই জাতীয় কমলা কি নারায়ণগঞ্জ জেলায় হবে?
@shimulchakroborti90524 жыл бұрын
স্যার,আমি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বলছি। আমাদের কিছু সিডলেস লেবু গাছ আছে। কিছু দিন ধরে একটা সমস্যা হচ্ছে গাছের ডাল শুকিয়ে গাছ মারা যাচ্ছে।।এবং কিছু গাছে ফলন কম হচ্ছে। একটু সাজেশন দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।।
@rounakrahman44253 жыл бұрын
Amra 3 bigha jomita malta komla chas korechi veramarai kebol matro chara ropon kora hyeche boios 10 din hosche amon kono krishi officer er sahajjo kamona korchi j amader chara gulor porichorjar bisoye help korte paren....jubair vai apne parle veramara er ashe pashe kono krishi kormokortar number thakle ba j amader porichorja nye shajjo krte prbe tar number ta aktu dile onk help hoto
@samvlog58585 жыл бұрын
ভালো লাগলো কিন্তু এই কমলা নিয়ে অনেক ভিডিও দেখলাম কিন্তু কি মাটি,কি ভাবে লাগাতে হবে, এর পরিচর্যা কিছুই দেখান না ছোট ছোট করে ত বলাই যায় কি মাটি কিভাবে লাগাতে হয়...
@prodhanagro70214 жыл бұрын
তালহা ভাই . . আমি মামুন ভাইয়ের নার্সারি থেকে সাদকি কমলার চারা কিনি . . কিন্তু উনি কিছু চারা লেবু গাছে-কলম করেছেন . . সেটা মামুন ভাই ঠিক করেননি . . এইভাবে ঠকানো উচিত হয়নি . . আপনার প্রতিবেদন দেখার-পর উৎসাহ সহকারে . . কিন্তু . .
@kazimahbub-e-khoda19005 жыл бұрын
খুব ভালো
@zakirghossain30964 жыл бұрын
মাশাআললাহ ।
@zahidulislam88714 жыл бұрын
আমাদের নীলফামারীতে এই রকম বাগান আছে জানতাম না। আমার নিজেরও তিন বিঘা একটা মান্টা বাগান ও বাতাবি লেবু আছে নীলফামারীর চিলাহাটি স্থলবন্দরের পাশেই। সেটা সম্প্রসারণের কাজ চলতেছে। এ বছরেই কমলা চাষের পরিকল্পনা আছে। উনার সাথে কিভাবে যোগাযোগ করবো?
@armamunnursery4 жыл бұрын
চারা নিতে যোগাযোগ মোঃ লেবু মিয়া ছেলে মামুন-০১৭৩৮৫৫২৬৫২
@greengarden26554 жыл бұрын
এই কমলা কি বাংলা দেশের সব জায় জেলায় হবে নাকি কমলা টক হবে?
@shahadat73774 жыл бұрын
অসাধারণ ❤️❤️
@mdtouhid33724 жыл бұрын
পাহাড়ে কি হবে?দয়া করে জানান আমি একজন উদ্দোক্তা
@bkjchakma38805 жыл бұрын
এটা কি সমতল ভূমিতে হয়েছে..? বৃষ্টিপ্রায় জায়গায় করা সম্ভব? উত্তরের অপেক্ষায় রইলাম দাদা 🙏.
@KrishiBioscope5 жыл бұрын
সমতলে হয়েছে। বৃষ্টি হোক কিন্তু পানি জমে না এমন জায়গায় করতে হবে।
@bkjchakma38805 жыл бұрын
@@KrishiBioscope thank you ❤🙏.
@tareqhasan-CE4 жыл бұрын
কি জাতের কমলা এইটা?
@md.abulkalamazad52385 жыл бұрын
ঝিনাইদহের চাপাতলা গ্ৰামের কমলা এবং এই কমলার মধ্যে কোনটি বেশি ভাল ?
@mdjalalyounus61085 жыл бұрын
একই মনে হচ্ছে
@nirupamhira85115 жыл бұрын
প্রশ্নটা আমার ও।শিল্টু ভাই দয়া করে জানাবেন। দুটোই কি একই জাতের? নাকি বেশি ভাল,কম ভাল আছে। লাগলে উত্তম টাই লাগাতে চাই।
@MDSOHEL-kt4dy5 жыл бұрын
Sir ami komlar gac ki vabe kinbo ami to otot dure jete parbona
@NahidAgro5 жыл бұрын
দারুণ
@habibullahrashid39885 жыл бұрын
কেমন আছেন
@atikurrahmananam61072 жыл бұрын
Masaallah
@SristyBC5 жыл бұрын
এসব কমলা কোথায় পাওয়া যায়? বাজারের সব কমলাই তো টকের টক
@mastimusic68514 жыл бұрын
আমার একটা চারা লাগবে ভাই । কুরিয়ার করে কি পাঠাতে পারবেন
@dkdgujidj17624 жыл бұрын
লেবু মিয়ার মোবাইল নাম্বার টা দেওয়া যাবে ?
@faisalhosen64584 жыл бұрын
Nice video.
@shyamabhattacharjee77814 жыл бұрын
অপুর্ব 👌
@AsifIqbal-kt5wu3 жыл бұрын
শুধুমাত্র একটা গাছ দেখছি। সাদকি কমলার ৬০ টি মাতৃগাছ আছে এটার সত্যতা কতটুকু?
@nilsimana5674 жыл бұрын
এটা কি বারোমাসি???
@salmangofur55115 жыл бұрын
স্যার আমি দুই বছর আগে একটা মাল্টা চারা রোপণ করেছি। এতে প্রতিবারই প্রচুর ফুল আসে। কিন্তু ফুল থাকা অবস্থায় অনেক ফুল পরে যায় আবার গুটি হওয়ার পরেও ফল পড়ে যায়। একটাও থাকে না। এবার অনেক ফুল আসছে। এখন কি করতে পারি? জানালে খুব উপকৃত হবো স্যার।
@HiSifat-qi6tp8 ай бұрын
কি জাতের কমলার গাছ এই টা সার ??
@kamrulhassan29765 жыл бұрын
Wonderfull !
@amazingsports89234 жыл бұрын
Mone hocche govt official der kono program, anyway 1tu detail chash poddoti o sur, kitnashok , chotraknashok ittadi niye bepok discussion joruri.