৮০’র দশকের স্মার্ট ও ব্যক্তিত্ববান অভিনেত্রী। সকলেরই প্রিয় তিনি, অশেষ ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে একটি সুন্দর সাক্ষাৎকার প্রচার করার জন্য।
@minarakhatun83709 ай бұрын
অসাধারণ ব্যক্তিত্ব। অসাধারণ অসাধারণ অসাধারণ।স্যালুট জানাই আপনাকে।। মানুষকে ক্ষমা করার মতো উদারতা কজনের ভাগ্যে জোটে। আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের মা ও ছেলেকে অনেক অনেক ভালো রাখুন। সুস্থ রাখুন। আপনার নাটক গুলো আমাকে খুব ভালো লাগতো।
@akterbokulkotha17porbodekh848 ай бұрын
Dua Bhalobasha 🤲🤲🤲❤️❤️❤️🥰
@prithibisundarps9 ай бұрын
কতটা অমায়িক হলে এত সুন্দর ও ক্ষমাশীল কথা বলতে পারে। আল্লাহ আপনার সহায় হোক।
@JakirHosen-w2n9 ай бұрын
একেবারে অভিভূত! বলার ভাষা হারিয়ে ফেলেছি উনার কথা শুনে। এভাবেই বেঁচে থাকুক সংগ্রামী মানুষের গাঁথা গুলো।
@MorziaBegum-m4q9 ай бұрын
অসাধারণ🎉 লতার শিক্ষনীয় কথা গুলো শুনে মুগ্ধ হলাম! অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি লতা আপা কে।
@niazchowdhury12919 ай бұрын
চমৎকার।ভাল লাগল একজন জীবন সংগ্রামি সাহসী নারীর সাক্ষাৎকার দেখে।দোওয়া থাকল লতা আপার জন্য।🎉
@lutfulhaider61279 ай бұрын
কথাগুলো ভীষণ অনুপ্রেরণার। একজন শিক্ষিত রুচিশীল মানুষের অভিব্যক্তি কতোটা সুন্দর হতে পারে , দেখলাম , জানলাম।
@nusratjahanbadhon5278 ай бұрын
ম্যাম খুব সুন্দর একটা কথা বলেছেন "মেয়েদের জীবন খুব দুঃখের"।❤️❤️
@samssanimation81567 ай бұрын
No. As long as they don't get old.
@ashrafulalam56579 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ !! ধৈর্য শীলদের জন্য রয়েছে সফলতা ও পুরষ্কার এই অভিনেত্রী র সাক্ষাৎকারে এটাই প্রতীয়মান হয়েছে --- আল্লাহ পাক সহায় হোন ।।
@tasnuvashoma73579 ай бұрын
ওনার কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে। ম্যামের বেশ কিছু কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ এনটিভি। ভাল থাকবেন লুৎফুন্নাহার লতা ম্যাম। লন্ডন থেকে দেখছি।
@masudfokir27369 ай бұрын
লুৎফর নাহার লতার কথা মাঝে মাঝে মনে পড়তো যে তিনি কোথায় হারিয়ে গেলেন? আজকে দেখলাম, কথা শুনলাম ভালই লাগলো। উনি একজন ভালো অভিনেত্রী ছিলেন । মহান আল্লাহ তায়লা ওনার মঙ্গল করুন।
@ALIMURTAZA-t4w9 ай бұрын
লুৎফুন্নাহার লতার কথা মনে হয় ভুলেই গিয়েছিলাম হঠাৎ ইউটিউবে এন টিভির সাক্ষাৎকার দেখেই মনে পরে গেল, তাঁর অভিনয় বাচনভঙ্গি সুন্দর মিল তাল ছিলো, কিন্তু কেন কিসের জন্য সে আমাদেরকে ছেড়ে সু দূর আমেরিকায় পারি দিয়েছে জানি না, আমার কাছে শুধু মনে হচ্ছে আমার দেশের মেধাবীরা প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে ।
@mast.faridakhatun4207 ай бұрын
Rahit
@ishratjahan78476 ай бұрын
Miss Mily . . .
@godulilagno36619 ай бұрын
কথাগুলো খুবেই অসাধারণ ছিলো।বড় মনের মানুষ।
@nurulanwar46679 ай бұрын
অভিমানের আড়ালে বিনয়, চমৎকার বলেছেন।
@hasantarak73289 ай бұрын
আমার ছোটবেলার অভিনেত্রী বিটিভির। তাকে দেখে খুবই ভালো লাগলো। এবং সে খুব দয়ালু এবং খুব ভালো মনের একটা মানুষ মনে হলো।আমি তার দীর্ঘায়ু কামনা করছি।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shamsunnahar52549 ай бұрын
আপনার অসাধারণত্ব মন ছুয়ে যায়।আপনাকে দেখে ভালো লাগলো। অনেক অনেক শ্রদ্ধা রইল।
@sheulikhan95996 ай бұрын
আমি সত্যি মুগ্ধ। আসলেই আমরা যদি কোন কিছু বিচার না করে ক্ষমা করা শিখতাম। তাহলে আমাদের চারপাশ অনেক পরিচ্ছন্ন দেখাতো। আমার প্রিয় অভিনেত্রীকে অজস্র সালাম ও শুভেচ্ছা।
@monybegum46826 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😊
@dibanawrin78579 ай бұрын
খুব ভালো লাগলো এমন একজন মহীয়সী নারীর জীবন কাহিনী শুনে! একেই বলে শিল্পীর মহানুভবতা! আল্লাহ পাক আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন!💙♥️💚💜
@titasart8579 ай бұрын
সত্যি অসাধারণ ❤
@forkanahmedkhan53659 ай бұрын
অনেক সুন্দর করে লতাপাকে সম্মান জানালেন।
@AbdurRazzak-cg6yt9 ай бұрын
খাঁটি মানুষ হিসেবে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব।ধন্যবাদ লতা আপা আপনাকে।
@johurafida66239 ай бұрын
আমার সেই ছোটবেলা থেকেই একজন পছন্দের মানুষ দোয়া করি সব সময় উনি যেন ভালো থাকেন
@hasansagor33699 ай бұрын
আপনারা মতো আমিও।
@hasansagor33699 ай бұрын
আমি এই গুনি অভিনেত্রী মনে মনে খুঁজতাম। কোথায় হারিয়ে গেলেন উনি ? ধন্যবাদ এন টিভি কে। আমাদের প্রিয় একজন অভিনেত্রীর না জানা কথা গুলো জানতে পারলাম। আমরা যারা আপনাকে চিনি আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি এবং অনেক মিস করি। যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এই দোয়া ও শুভকামনা রইল।❤❤❤
@jashimuddinbhuiyan72189 ай бұрын
অনেক দিন পর দেখলাম, শুনলাম। ভারাক্রান্ত হলো মন, তবু ভাল লাগল এই শুনে, আপন মহিমায়, পুণ দাড়িয়ে গেছেন। সনমান জনক জীবেন নিয়ে চলছেন। এভাবেই থাকুন, ভাল থাকুন। কামনা করি।
@NayanChakraborty3309 ай бұрын
এই সাক্ষাৎকারটি অনেক অনেক ভালো লাগলো। মুগ্ধ হয়ে গেলাম। আমি ভারতে থেকেও এই রকম মহান মহিলার জন্য গর্ব অনুভব করি।মন প্রাণ ভরে আনন্দ পেলাম।
@khurshedalam76749 ай бұрын
আমাদের প্রিয় অভিনেত্রী আমাদের সময়ের । তাদের কারণে বিটিভি উজ্জ্বল ছিল । দীর্ঘায়ু কামনা করছি ।
@rizriz6429 ай бұрын
এমন করে ভক্ত অনুরাগীরা কখনো তাঁকে চিনতে পারে নাই, অথচ জীবন তাঁকে কি কঠিন বিপর্যয়ের মুখোমুখিই না করেছে! অথচ কোন অভিযোগ কারো জন্যেই নেই তাঁর। কতখানি মানবিক মূল্যবোধ তিনি লালন করেন! যার জন্যে জীবনটাই তছনছ হলো, তাঁকে কেবল ক্ষমাই নয়, কতখানি সম্মান প্রদর্শন করলেন,ভাবা যায়? একজন মানুষের জীবনবোধ ও ঔদার্য কতটা গগনচুম্বী হতে হয়, ক্ষমা ও মানবিকতার মাপকাঠি কতখানি উঁচু হতে পারে এটি সম্ভবত: সকল দর্শক শ্রোতাদের ধারনার অতীত ছিল। আপনি এমন করেই অসাধারণ হয়ে থাকুন আপনার গুণমুগ্ধ ভক্ত অনুরাগীদের মাঝে। প্রিয় অভিনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি।
@abdulmaleque70729 ай бұрын
Zahid vi Kemon asen
@akhtarhossain58439 ай бұрын
মানুষ অনেক সময় না বুঝেই ভুল করে থাকে। হয়তো এই ভুল তার বিধিলিপিতেই থাকে। বাংলাদেশের নাটকে উনার ক্যারিয়ার যখন মধ্য গগনে তখনই উনি আমেরিকায় চলে যান। (তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। একবার শুনেছিলাম তিনি আমেরিকাতে ভালো নেই। কিন্তু এতটা খারাপ অবস্থায় ছিলেন এই খবরটা পাওয়া যায়নি।) আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি যদি তখন আমেরিকায় না যেতেন, হয়তো বাংলা নাটকে তার ইতিহাস অন্যরকম হতো।
Now I can remember the drama Bohubrihi in 1988. Fantastic acting by Asaduzzam Nur, Afzal, Abul Hayat, Ali Zaker, Lutfurnahar Lata etc.
@golamsarwar18649 ай бұрын
আমাদের একসময়ের প্রিয়/ খ্যতিমান অভিনেত্রী। উনার অভিনীত নাটক টিভিতে দেখার জন্য আমরা সপ্তাহজুড়ে অপেক্ষা করতাম। উনার কথাগুলো খুবই ভালো লাগলো এবং সংগ্রামী জীবনের কষ্টের কথা শুনে সত্যিই উনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো।উনি একজন ভালো মনের মানুষ। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
@moslemakhanam31955 ай бұрын
আলহামদুলিল্লাহ। অসাধারণ আমার প্রিয় শিল্পী। উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। মহান আল্লাহ তায়ালা ক্ষমা পছন্দ করেন। উনার এই উদারতা আমাকে মুগ্ধ করেছে। এখান থেকে আমাদের অনেক শিখার আছে। মহান আল্লাহ তায়ালা উনাকে হেফাজতে রাখুন।
@akterdipo98419 ай бұрын
অনেক খুজেছি তোমায় আমার প্রিয় অভিনেত্রী । ছোটবেলায় তোমাকে পেয়েছি । ডলি জুহুর লতা মেমী সুবর্ণা এবং আরো অনেক সুন্দর সেই সময়ের অভিনয় শিল্পীকে ভালবাসা । অনেক সুন্দর তোমার কথা বলার ভংগীর ভালবাসায় পরিপূর্ণ ছিলাম শিশু বয়স থেকে এবং চেষ্টা করেছি তোমার ও তোমাদের মত করে কথা বলতে । এলোমেলো জীবনের মধ্যে দিয়ে আমি চলেছি কিন্তু তোমায় খুঁজেছি । ভাল থেকো আপু ।
@shaheenakhter2379 ай бұрын
খুব সুন্দর লাগছে লতা আপু। অসাধারণ আপনার কথাগুলো।
@attitudeanimejr9 ай бұрын
লতা আপা একজন ভালো অভিনেত্রী। নব্বই দশকে বিটিভে যে কজন ভালো শিল্পী ছিল তাদের মধ্যে তিনি একজন।
অনেক ভালো লাগছে অনেক দিন পরে দেখলাম খুঁজেছি অনেক কোথায় হারিয়ে গেলেন। ভালোবাসি বেসেছিও।আজ খুঁজার অবসান হলো আল্লাহর ইচ্ছায়। আল্লাহ ভালো রাখুন সবসময়। আর আপনার কথাগুলো এত ভালো লাগলো মুগ্ধ হয়ে শুনলাম।
@riasatazeem2 ай бұрын
ছোটবেলার অন্যতম জনপ্রিয় নাট্য শিল্পী। শুভকামনা সবসময়। 🌿🌺❤️
@shofiulhasan68869 ай бұрын
অসাধারণ অভিনেত্রী এবং অসাধারণ একজন মানুষ আপনি।।। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।।। ❤️💚❤️
@nasrinsultana85159 ай бұрын
আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনার মনোবল দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
@lizaparvin6119 ай бұрын
বহুব্রীহি নাটক টা অনেক ভালো লেগেছিলো💖
@artysuny49339 ай бұрын
মন ছুঁয়ে গেলো কথাগুলো। খুব প্রিয় একজন অভিনেত্রী ছিলেন। এই কথা গুলো শুনে তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেলো।
@Shahida27-v9i9 ай бұрын
ম্যাম আপনাকে স্যালুট জানাই আপনি একজন পবিত্র মনের মানুষ,
@mdalauddin-qn1cj9 ай бұрын
আমার একজন প্রিয় অভিনেত্রী। ভালো থাকবেন,অবিরাম।
@m.ruhulamin68609 ай бұрын
অভিনেত্রী লতা আপাকে অনেক অনেক মিস করেছি, আমিও এক সময়ে রেডিওতে চাকুরী করেছি, আপাকে চিনি। আমার একজন প্রিয় অভিনেত্রী, আসাদুজ্জামান নুর সাহের সাথে জুটি গড়ে অভিনয় ছিল খুবই প্রানবন্ত। আপাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
@bandorbanbihar56639 ай бұрын
অসাধারণ।একসময় তার প্রচন্ড ভক্ত ছিলাম।আজ নেটের বদৌলতে তাঁকে দেখে এবং কথা শুনে অভিভৃত হলাম।
@IamFatMan6459 ай бұрын
আমাদের প্রিয় অভিনেত্রী এবং একজন গর্বিত মা ।
@monirulislam4016 ай бұрын
অসাধারন ইন্টারভিউ । লতাকে খুব ভাল লাগল।
@kamaluddin52879 ай бұрын
লতা আমার যৌবনের একজন খুবই পছন্দের অভিনেত্রী।তার সাবলীল অভিনয় মুগ্ধ করতো।এ আসরে কী চমৎকার ভাবে তার জীবনের কথা গুলো বললেন সত্যিই অপুর্ব।একবারও তার প্রাক্তনকে নিয়ে একটা খারাপ কথাও বলেননি,বরং একজন মুক্তিযোদ্ধা হিসবো গর্ববোধ করেছেন।এতেই বুঝা যায় উনি অনেক বড় মাপের মানুষ। আপনার জন্য শুভকামনা নিরন্তর।
@sanjida.1229 ай бұрын
মাশাল্লাহ! দারুন ব্যক্তিত্ব,দারুন একজন মানুষ।অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে।স্যালুট আপা আপনাকে,ধন্যবাদ n tv কে।
@rahelanur15959 ай бұрын
স্কুল লাইফের পছন্দের একজন অভিনেত্রী ছিলেন তিনি লতা ছোট ছিলাম তখন খুব ভালো অভিনয় করতেন এখনো মনে পড়ে এই,সব দিন রাএির সিরিজ নাটকের কি ছু কিছু অংশ ৮৫ /৮৬ সাল তখন। সত্যি সেই ছোট বেলার দিন কত মধুর মজার ছিল।
@sahinrayhan16419 ай бұрын
লুৎফর নাহার লতা ম্যাডাম আপনি আমার প্রিয় একজন শিল্পী।ভালো লাগলো আপনার কথাগুলি। ভালো থাকুন এই দোয়া করি।
@HasanRaihan9 ай бұрын
খুব ভালো লাগল লতাকে। আমাদের সময়ের প্রিয় অভিনেত্রী।
@rahmanmojibur95549 ай бұрын
ছোট্ট বেলার প্রিয় একজন অভিনেত্রী। কথা গুলো সত্যিই চমৎকার। কতটা বড় মনের মানুষ হলে এতোটা উদার কথা বলতে পারে!
আমার পছন্দের একজন মানুষ লুতফুর নাহার লতা।উনার কথা বলার উচ্চারণ এতো সুন্দর। অনেক ভালো লাগলো
@Khutinati9919 ай бұрын
In 1995 or 96 she was traveling with her baby boy and l was a cabin crew (Biman) seeing her on board I felt really happy.Gave a gift beg for her babyboy. Still remember both were seating middle of first row ❤.Now that boy has become a lawyer and she has the same sweet voice.❤🎉
@user-kl9ed4sx2y9 ай бұрын
Great memory, where are you now, good people.
@arjuda99717 ай бұрын
লু্তফুন্নাহার লতা আমার খুব ই প্রিয় একজন শিল্পী। তার অভিনীত কাল স্রোত নাটকটি আজও আমার মনে হয়। আর আজকে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল তার প্রতিটি কথা বলার মধ্যে যে নারীত্বের মহানুভবতা দেখালেন তা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে৷ শিক্ষা র অনেক বেশি কিছু আছে প্রতিটি নারীর। ধন্য তার জীবন।
@shibanibhowmik87189 ай бұрын
ছাত্রী জীবনে শিল্পী লুৎফুন নাহার লতার বহু নাটক দেখেছি। আমার প্রিয় একজন অভিনেত্রী। বহুদিন পর উনাকে দেখলাম উনার জীবন সংগ্রাম, সাকসেস শুনলাম খুব ভালো লাগলো। ভলো থাকুন লতা। শুভকামনা রইলো। ❤️
@ashismukharjee13049 ай бұрын
অসাধারণ খুব কঠিন শব্দ কে সরল করে বললেন।
@nusratluxmi49529 ай бұрын
Wow!!!!অনেক অনেক অনেক সুন্দর Speech"অনেক পিউর...কথা গুলা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক ভালো একজন অভিনেত্রী উনার অভিনয় খুব সুন্দর সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুন।
@SufiaRahman-zy2in4 ай бұрын
অনেক অনেক ভালো বাসি আপনার অভিনয় যখন দেখতাম তখন থেকে ই আজ আপনার সংগ্রাম এর কথা শুনে আরও শ্রদ্ধা ভালো বাসা বেরে গেল ভালো থাকবেন ভালো র সাথে থাকবেন।
@masudurrahmanofficial83459 ай бұрын
ভীষণ মুগ্ধ হলাম। লতা ম্যাম কে আবারও অভিনয়ে দেখতে চাই, দেখতেই চাই- চাইই চাই।
@saimahossain38739 ай бұрын
lata apa amader sathe gan koren, Bangladesh performing arts of Bangladesh New York e.
@rinimononi94069 ай бұрын
এই অভিনেত্রী কে আমার ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর আচরণ কথা বলার ধরন সবমিলিয়ে চমৎকার একজন মানুষ
@azharulkamal-i5x9 ай бұрын
অনেক ব্যক্তিত্ববান একজন, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তার নাটক দেখেে মুগ্ধ হয়েছি।
@lailasazid76049 ай бұрын
দারুন লাগলো কথা গুলো।একেবারে আমার মনের মত করে কথা গুলো বলা!!! আল্লাহ লুতফুন নাহার লতা কে ভালো রাখুন।
@supriasaha7219 ай бұрын
এই সব দিনরাত্রি নাটকের অভিনয়ের কথা ভোলার না। অনেক প্রিয় একজন অভিনেত্রি। অনেক দিন পর দেখলাম। ❤
@arjumandchowdhury15159 ай бұрын
এতো এতো এতো চমৎকার উপস্থাপন। জাস্ট অভিভূত! এবং সেখান থেকে শেখার অনেক কিছু আছে।
@MohammodUllah-wp3bo9 ай бұрын
She is our Lutfunnahar Lata.Excited on seeing her after many years. Long live Lata, may Almighty bless you.
@mahbubayasmin46739 ай бұрын
অসাধারণ, আপনাদের আলাপচারিতা। লুতফুল নাহার লতার সব কথা খুবই সুন্দর।
@Srm0717d9 ай бұрын
অনেকদিন পরে লুৎফর রহমান লতা কে দেখে এবং কথা শুনে খুব ভালো লাগছে। শুভেচ্ছা।
@zebuncdd82129 ай бұрын
লুৎফুন্নাহার লতা, আমাদের মিস মিলি। অনেক অনেক মিস করি আপনিসহ আপনার সময়কার প্রায় সব শিল্পীকেই। আবার আপনাকে কখনো দেখবো সেটা যেমন ভাবিনি তেমনি এতো অমায়িক আপনি তাও ভাবিনি। খুব ভালো থাকুন আপনার সন্তানকে নিয়ে সেই দোয়া রইলো। ❤
@rahimaakterrima65089 ай бұрын
উনার অবর্তমানে খুবই মিস করতাম উনাকে। অনেক ভালো লাগতো উনার অভিনয়। যাহোক এতদিন পরে দেখে খুবই ভালো লাগলো। চেহারা আগের মতো না হলেও কন্ঠটা খুবই পরিচিত ও আপন❤
@apusbanglacartoon6 ай бұрын
আমার প্রিয় একজন অভিনেত্রী। বহুব্রীহি, এসব দিন রাত্রি নাটক গুলোতে কি চমৎকার অভিনয় তার।
@mdkhaledul26989 ай бұрын
অসাধারণ একজন অভিনেত্রী। খুব ভালো লাগল । কথা গুলো একদম ঠিক । ধন্যবাদ
@farhanahaquekoly94249 ай бұрын
স্মার্ট, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, অসাধারণ এক কথায়...
@MD_Shahadat_Hossain9 ай бұрын
সত্যিকার মানুষ বলে মনে হলো। অনেক দিন ভেবেছিলাম আপনি কোথায়? খুব ভালো লাগলো দেখতে পেয়ে। অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।
@Drip_Nehul18 күн бұрын
এতো সুন্দর করে কথা বলেন কি করে?অসাধারণ লাগলো।
@suparnamukherjee8539 ай бұрын
ভারত থেকে অনুষ্ঠানটি দেখলাম .. খুব ভালো লাগলো ... ওনার জীবনের সাথে আমার জীবনের ৯০% মিল পেলাম ... ওনার কথাগুলি আমাকে অনেক সমৃদ্ধ করলো ... মনে অনেক সাহস পেলাম ... খুব ভালো থাকবেন ম্যাম ... অনেক শুভকামনা রইলো
@shuvokhan60609 ай бұрын
I was madly in love with her,extremely talented,great personality and she had extraordinary good looks,the way she speaks was most compelling
@molla1able9 ай бұрын
এন টিভিকে অশেষ ধন্যবাদ, আমার দৃষ্টিতে অত্যন্ত গুনি ও হাড়িয়ে যাওয়া শিল্পীকে তুলে ধরার জন্য, আল্লাহ তাঁর রহমত দান করুন৷।
@ShahjahanChowdhury-e8e9 ай бұрын
তিনি খুবই ভাল মানের ভদ্র অভিনেত্রী ছিলেন, অনুষ্ঠানটিতে ওনাকে দেখে খুব ভাল লাগল!
@rafizmahmad61358 ай бұрын
প্রকৃত মানুষ এরকম ই হয়।কত সহজে তিনি ক্ষমা করে দেন।এত বিনয়, শ্রদ্ধা, এবং মানুষ কে মানুষ হিসেবে মূল্যায়ন করা এটা শুধু তার মত মানুষের পক্ষেই সম্ভব। তার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করি। অনেক কিছু শিখলাম তার কথা থেকে। অনেক শুভেচ্ছা, দোয়া রইল।
@shamsunnahar98389 ай бұрын
The women is really respected and broad minded Salute as a Mom
@sharmeenahmed15769 ай бұрын
আমি একজন নিউইয়র্ক বাসি। দির্ঘদিন ধরে লতা আপাকে দেখছি, কি অসাধারন তার অভিব্যাক্তি। খুব ভাল লাগলো আপা তোমার উদার সাক্ষাতকার টি। ভালবাসা রইলো।
@ashrafislam73569 ай бұрын
দর্শকবৃন্দ হৃদয় নিঙড়ানো ভালোবাসা দিয়ে। তিলে তিলে একজন অভিনেতা /অভিনেত্রীর উত্তরণে সহায়তা করেন। তারকা হওয়ার সুখ্যাতির পর তাহারা সবাই দেশের সাংস্কৃতিক অঙ্গন পদাঘাত করে কেন আমেরিকায় উড়াল দেন।😢😢
@ashkhan35819 ай бұрын
খুব পছন্দের একজন ۔۔উনার কথাগুলো শুনে সত্যি উনার প্রতি ভালোবাসা ও সম্মান আরো অনেক গুন্ বেড়ে গেলো ۔❤
@obaidurrahmin8139 ай бұрын
আপনাদের মতো শিল্পীদের কাছে আগেও শেখার ছিল, এখনো শেখার আছে।
@shamimunnessa69839 ай бұрын
খুবই ভালো লেগেছে। সত্যের পথে থাকুন। আল্লাহর রহমত অবশ্য ই সাথে থাকবে।❤
@mistymylittleprincesskitty65979 ай бұрын
লতা আপু অনেক নিরহংকারী ও ভাল মানুষ, উনার সাথে দেখা হয়েছিল জ্যাকসনহাইটসে ঈদের চাঁদ রাতে , ছবি তুলতে চাই বলতেই এগিয়ে আসলেন , আপুর অভিনয় দেখে বড় হয়েছি, ভালো থেকো আপু হাসি খুশি থেকো সব সময়
@selimfazlurrahman36909 ай бұрын
আপনাকে বহুবছর আগে একটা মিটিং-এ দেখেছিলাম সামনাসামনি। আর আজ দেখলাম এই অনুষ্ঠানে, ইউটিউবের কল্যাণে। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। ভালো থাকুন লুৎফুন্নাহার লতা, ভালো থাকুন সারাজীবন, সারাক্ষণ।
@RafiqulIslam-ns6mm9 ай бұрын
It's a real human being. I salute her. We are proud to have such an actress.
@samiyamlamisavlog12699 ай бұрын
এক সময়ের বেপক জন প্রিয় অভি নেএি বিশেষ করে আমার খুব খুব প্রিয়,
@smshafiqurrahman69909 ай бұрын
লতা আপা, বহুদিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আমি আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই। আপনার জন্য দোয়া রইল।
@nazmacooking33159 ай бұрын
আমরা ৮০ সালে ছোট ছিলাম ওনার নাটক দেখেছি ভালো লাগলো কথা গুলো শুনে অসাধারণ 💛💛
লুৎফর রহমান লতা অনেক গুণী মানুষ অনেক গুনী মানুষ অনেক গ্যনি মানুষ, তার কথার মাধুর্যে মিশে আছে, সত্যিকারের শিল্প, ভিশন বিনয়ী একজন মানুষ, উনার দেখা একটা নাটক খুব মনে পড়ে প্রতিশ্রুতি, আর এই নাটকে একটা গান ছিল মন শুধু মন ছুঁয়েছে।❤❤❤
@JalalUddin-fn8yj9 ай бұрын
আমাদের সময়ের সেরা অভিনেএী
@anwarulsohel66849 ай бұрын
শুধুই কি সেরা অভিনেত্রী! এরা আমাদের অহংকার, আমাদের গর্ব। আর এখন সবাই ফালতু।
@tunukarmaker52549 ай бұрын
অনেক পছন্দের অভিনেত্রী। অনেক ব্যক্তিত্ব সম্পন্ন নারী। অনেক শুভকামনা ও ভালোবাসা নিরন্তর