শেষে অধীন যখন মোহিনী র সামনে এসে দাঁড়ায় তাকে অতিক্রম করে ভেতরে চলে যায় অথচ মোহিনী দরজার পাল্লা ধরে ঠাঁই দাড়িয়ে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। এমনটা কেন বলতে পারেন? লেখক শেষে এর মাধ্যমে কি বার্তা দিয়েছেন? অনেক ভেবে ও এর উওর পায়নি। অনুরোধ রইল আপনার মতামত শেয়ার করার জন্য।
@FindingBookReview9 ай бұрын
আপনি কথাটা ঠিকই বলেছেন.. অবিনের দিক থেকে প্রথম থেকেই অনেক প্রচেষ্টা ছিল কিন্তু মোহিনী বারবার জোর করেই দূরে সরে থাকতে চেয়েছিল.. নিজের খোলসের বাইরে বেরোতে চায়নি সংস্কারের ভয়ে... প্রেম বলে স্বীকার ও করতে চায়নি ...শেষের অংশটা যদিও ওদের প্রেমের বার্তাই বয়ে আনে... আসলে তথাকথিত প্রেমিক প্রেমিকার সম্পর্ক ওদের ছিল না বলেই আমি কথাটা বলেছি..