কী সাধারণ! এ যেন আমার সুখের জগতে বিচরণ। মধুময় সাগর ভ্রমণ।
@sajibpal23346 жыл бұрын
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বাম পাশের হৃদয়ে গিয়ে লাগে।তাঁর কবিতার অনুভূতি অতুলনীয় ।সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার হাত ধরেই আমার কবিতার জগতে প্রবেশ ।তুমি সুখে থেকো স্বর্গপুরে,
@শব্দমালা-ট৫ল3 жыл бұрын
অপূর্ব দিদি,মন ভরে গেল 🙏
@umamajumdar48716 күн бұрын
ভীষন সুন্দর কবিতা ও পাঠ, ভালো লাগলো ভীষন ভীষন ❤
@SHneel2 жыл бұрын
অসাধারণ.. হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল।
@ekras_shorts6 жыл бұрын
আমি খুবি ছোট একজন শ্রোতা। তবে যতটুকু শুনেছি আর বোঝার চেষ্টা করেছি তা হয়তো আপনার কাছে খুব ই নগন্য। আমার কবি তা খুব ই ভালো লাগে।মোট কথা হয়তো তার প্রেমেই পরে গিয়েছি।তবে আপনার কাছে একটা প্রশ্ন নিজের সাথে কথা বলাটা কি সত্যি পাগলের কার্যকলাপ??? আশা বাদি হয়তো উওর আসবে।আমি এবার মাধ্যমিক দিবো।
@dipankarkundu56932 жыл бұрын
কলম এবং কন্ঠ একে অপরের পরিপূরক।
@artsudeshnaganguly21045 жыл бұрын
Oshadharon....khunje berachhilam kobita gulo....
@Channel-cl8kx3 жыл бұрын
একটি ভালবাসার গল্প ।। সানোয়ার পারভেজ।। মেয়েটি তার ছেলে বন্ধুটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো- অমন হাঁ করে কি দেখছো? ছেলেটি বললো, তোমার চোখ ; সামনে সমুদ্রের মতো ঢেউখেলানো কুল ছাপিয়ে যাওয়া দুটো চোখ। মেয়েটি মুচকি হাসলো, তারপর জিজ্ঞেস করলো- আচ্ছা, তুমি কি আমায় অনেক ভালবাসো? ছেলেটি কিছুক্ষণ নিরবে তাকিয়ে রইলো, তারপর, শান্ত আবেগ স্বরে বললো- সামনে যে উত্তাল বিশাল সমুদ্রটা দেখছো, তোমাকে আমি ঠিক অতটাই ভালবাসি। মেয়েটি নির্বাক হয়ে গেল কয়েক মূহুর্ত! দুজনে পাশাপাশি বসেছিল সাগর সৈকতে ; তাদের পায়ের ওপর আছড়ে পড়ছিল সাগরের ভাঙা ভাঙা ঢেউ। একটা নিঃশ্বাস ছেড়ে মেয়েটি অতৃপ্ত স্বরে খুব আস্তে করে বললো, এতটুকু ভালবাসা? মাত্র এতটুকু? ছেলেটি অবাক চোখে চাইলো মেয়েটির চোখের দিকে। তাদের দুজনের সামনে উন্মত্ত অথচ শান্ত সুন্দর সমুদ্র, যেন নেচে নেচে এলিয়ে পড়ছে ওদের ওপর। সমুদ্রের হুহু বাতাসের ঝাপটা কেবলই নিঃসঙ্গতার প্রতীক বলে মনে হলো মেয়েটির কাছে! ছেলেটির কানের কাছে ঠোঁট ছুঁইয়ে মেয়েটি বললো- সাগরের সীমানা আছে, সে কিছুতেই অসীম নয় ; আমি তোমার অসীম ভালবাসা চাই, আকাশের মতো সীমাহীন। ছেলেটি উচ্ছল চাউনিতে শক্ত করে আঁকড়ে ধরলো মেয়েটির হাত, বললো- হ্যাঁ, আমি তোমাকে আকাশের মতো সীমাহীন সুনিল ভালবাসা দেবো, এবং তা চিরদিনের জন্যে। কিছুক্ষণ পাশাপাশি নিরবে বসে থাকার পর পরস্পরের হাত আঁকড়ে দুজনে হেঁটে গেল, জীবনের পথ ধরে। ১৭/০৬/২০২১
@mrigankomondal5314 жыл бұрын
কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার পুস্পাঞ্জলী আর ব্রততী দেবীকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম৷
@ipsitadhara24036 жыл бұрын
Osadharon laga6a👌👌👌
@koushikbasak6228 жыл бұрын
u r great didi, we all love and respect u......god bless u....
@abhishekmonal93748 жыл бұрын
Koushik Basak
@bhaskardeka9748 жыл бұрын
Abhishek Monal
@saikatdas13288 жыл бұрын
Bhaskar Deka
@ahfveinff84164 жыл бұрын
দারুণ দারুণ দারুণ. Marvelous.
@Papia253 жыл бұрын
কোনো দিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি।খুব ইচ্ছে ছিল গুরু বানাবো।সেটা তো সম্ভব হলো না,তাই শুনে শুনে ই মুগ্ধ হই।আর নিজেকে শিষ্য বলে মনে করি।কিছু টা একলব্য এর মত🖤🖤🖤
@shabnamrahman41134 жыл бұрын
Kobeta amader na bolaa, jomee thakaa kostoo, anondoo, oviman, seraa tan puraa taa kolpona tyy bejee uthaa surr
@shyamalsom91942 жыл бұрын
You dear excellent Poet Sunil long live Thanks to Vratoti
@TitliTitu-r6o8 ай бұрын
"Ao prempotro" kobita ta jotobar e suni totobar e chokhe jol chole asa😢
@ShakeraNasrin6 ай бұрын
সাবলীল উচ্চারণ, উপস্থাপন অনেক ভালোলাগা, অনেক ভালোবাসা।
@chandandutta5888 Жыл бұрын
অসাধারণ মনের মধ্যে দাগ কেটে গেলো ধন্যবাদ।
@surabhipaik786 Жыл бұрын
চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
@dwaipayankabir6 жыл бұрын
সুনীল হারিয়ে যাবেন না। যাবে না। রাতের আকাশে মেঘ থাকলেও সুনীল থাকবেন। মেঘ না থাকলেও সুনীল আমাদের ডাকবেন। সুনীলদা আজও নীল লোহিত হয়ে আমাদের মধ্যে আছেন। গদ্য আর পদ্যের কথকতায়।
@mdrifat83002 жыл бұрын
Foridapavin gan
@jaidipmyfebaritgorai3443 Жыл бұрын
@@mdrifat8300😊😊
@jaidipmyfebaritgorai3443 Жыл бұрын
@@mdrifat8300😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@pallavisplanet Жыл бұрын
প্রিয় কবির প্রিয় কবিতা প্রিয় শিল্পীর কণ্ঠে।🥰
@maqu213 жыл бұрын
" Kobita' you are my kobita.. 🌹.... Opurbo.. thanks.
🌾🌿🌾All this poems cret a everlasting effect in my innerheart🌾🌿🌾I realy love these
@polysingharoy8363 жыл бұрын
Darun bhalo❤️❤️❤️❤️❤️❤️
@sabirulofficial42443 жыл бұрын
আপনার কবিতা আবৃত্তি শুনলে মন ভরে যায়, আমিও দুই এক লাইন লেখার চেষ্টা করি, কবিতা লেখা আজ কাল নেশা হয়ে উঠেছে, জানিনা অন্যের দৃষ্টিতে সেগুলো কবিতা কি না।
@সায়নদাস-ফ৩ম4 жыл бұрын
কবিতার কাছে আরেক কবিতা, আশ্রয়।
@নাঈমমুহাম্মদ-ষ৪শ3 жыл бұрын
কতবার শুনেছি নিজেও জানি না! 💖
@krishnaghosh61482 жыл бұрын
Sunil sagare dubdilam bratati madam ke dhonnobad
@triptichowdhury225 Жыл бұрын
মন ভরে গেল
@prabodhlalroy34906 жыл бұрын
Superb atulanio........
@bijayakoner6100 Жыл бұрын
অপূর্ব
@afiyaananna17095 жыл бұрын
ব্রততী আপনার কণ্ঠে কবিতা, আমার কাছে ঈশ্বরের বরদান! আপনাকে ভীষণ পছন্দ করি আমি। '''আপনার একটা কবিতা ছিলো মেয়ে হলে কি নাম রাখতে''' এই ধরনের বাক্য ছিলো বেশ কয়েকটা কবিতার সাথে ছিলো ওটা। আপনি কি আমাকে ওই কবিতাটার লিংক দিতে পারবেন একটু? হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছিই না। 'মেয়ে হলে কি নাম রাখতে' কবিতাটার নাম আর লেখকের নাম হলেও চলবে। প্লিজ আমাকে যদি এই তথ্যটুকু জানানো হয়, আনন্দিত হবো। ভালো থাকবেন ব্রততী! আপনাকে ভালোবাসি কবিতার মত ♥
@Shunteshunte5 жыл бұрын
কবিতাটির নাম ময়ূরপঙ্খী । search করলে পেয়ে যাবেন ।
@SiromeTube5 жыл бұрын
হু উনার অই আবৃতি গুলো আমার খুব প্রিয়।।।।। আর হুমায়ুন আহমেদের হিমু বই গুলো
@শব্দমালা-ট৫ল3 жыл бұрын
সুবোধ সরকার, ময়ূরপঙ্খী
@akashmajumder80727 жыл бұрын
অসাধারণ
@gourhariojha999110 ай бұрын
আজকের রবীঠাকুর , সুনীল । প্রনাম !
@shampabiswas6387 жыл бұрын
Bratati is superb.
@bdchannel60404 жыл бұрын
Khub sundor
@mahmudulhakimtanvir36938 жыл бұрын
আমি শ্রীকান্তে মজেছি। বাহ!!
@lostlonging41483 жыл бұрын
মনোমুগ্ধকর কণ্ঠস্বর
@SalimBiswasProductions3 жыл бұрын
দারুণ, দারুণ
@sankardas20547 жыл бұрын
Excellent recitation..
@dr.neyamatubhuiyan1474 жыл бұрын
ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা 🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲ ‘দেয়ালেরও প্রাণ আছে;’ কালের কালিমালুপ্ত অকথিত কথার গুপ্ত ধনাগার পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে আমার কানে ভেসে আসে এই ভুতুড়ে বাণি। হত চকিত আমি আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’ আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন: ‘ কান নয়, প্রাণ; দেয়ালেরও প্রাণ আছে।’ আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই প্রাণ না থাকলে কান থেকে লাভ কী! যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না। প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া, ডমরু-দামামা বাজিয়ে; (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।) তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে; আমার তো কান আছে, অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো! তাহলে কি আমারও প্রাণ নেই? যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না; বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট, রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর, ভর দুপুরে কাকের কা-কা, গোলাপ পাঁপড়ির পতন, ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ; কোনো কিছুই তখন তার কানে বাজেনা। আবার ভয়ে ভয়ে সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই; খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ: ‘দেয়ালেরও প্রাণ আছে; তাই দেয়ালেরা কানে শুনতে পায়; তোমার কান আছে; প্রাণ নেই, তাই বৈকল্যে তোমার কান; যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ। কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির, নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী; আমৃত্যু বধির।’ --
@sayantikachatterjee72304 жыл бұрын
@@dr.neyamatubhuiyan147 p
@indranilmukherjee90063 жыл бұрын
কবিতাটা খুব ভাল লাগল 1টা অন্যরকম বোধের জন্ম দেয়
@sujitrkobitasono40212 жыл бұрын
Sunil babur kobita ,apnar konthe khub valo lage
@akibalhasan97855 жыл бұрын
সত্যি অসাধারণ,,,,
@nusratkamal988411 ай бұрын
অনবদ্য !!!
@sdsonjoy78214 жыл бұрын
Ank vlo.lage,,kobita sunte❤❤
@rumaroy72285 жыл бұрын
Asombhob sundor
@shreyashibhattacharjee674611 ай бұрын
আমি আসামের বরাক উপত্যকা থেকে বলছি। এখানে একুশে ফেব্রুয়ারি ছাড়াও উনিশে মে ভাষা শহীদ দিবস পালিত হয় যেটার কথা অনেকেই জানেনা। আমার অনুরোধ রইলো আপনি 19 May শহীদ দিবস নিয়ে একটা ভিডিও করুন। এটাও তো মাতৃভাষার জন্য বাঙালির আত্মবলিদানের গল্প।
@chinmoyeeprasannaghosh68623 жыл бұрын
অপূর্ব সুন্দর।
@manjulislam37742 жыл бұрын
Real good works
@pareshmalakar76034 жыл бұрын
অসাধারণ 💞
@beautysaha44024 жыл бұрын
Ki osomvab mohima Tomar voice e...
@abhijittalapatra82055 жыл бұрын
পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু আমাদের সুনীল থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।
@bikramjitroy79614 жыл бұрын
আহা ❤💚
@bengalipoem110 күн бұрын
Very very nice.
@sanjibkumardas55598 жыл бұрын
Awesome
@aananditaadhikari8603 жыл бұрын
আহা! কি সুন্দর!
@somenmondal75584 жыл бұрын
কবিতা সুনলে মন ভরে যায়
@naziur115 жыл бұрын
কবিতা 😍
@bijalidas8697Ай бұрын
🎉নীরা …ভীষণ গভীর আর পছন্দের ।
@krishnaghosh61482 жыл бұрын
sunil Babu challe gelen upahar nira amader jonno rekhe galen
@purnimajoythakurjoymaajoys42924 жыл бұрын
Asadharan.
@opusdiary47133 жыл бұрын
অসম্ভব সুন্দর আবৃত্তি
@avijitroy25145 жыл бұрын
Osadharon
@sanghatihaldar30434 жыл бұрын
তোমাকে আমার তোমার বয়সের সবকিছু দিতে ইচ্ছে হয় নবীন কিশোর ! অসাধারণ ।