বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইম লাইটে রেখে দিলাম।
@info19852 жыл бұрын
Thanks
@md.mominulislam4508 Жыл бұрын
Very interesting on land related application
@info1985 Жыл бұрын
Thanks
@mozaharulislam24142 жыл бұрын
ভালো তথ্য পেলাম
@info19852 жыл бұрын
Thanks
@rijvirahmanjony3 күн бұрын
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনি আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন অনেক কমেন্ট সেকশনের কমেন্ট ও কমেন্টের উত্তর দেখে আমার খুবই ভালো লাগলো আর আপনার উপস্থাপনা ও সুন্দর করে বুঝানোর বিষয়টি আরো ভালো লাগলো এজন্য আমি একটি বিষয়ে জানতে চাচ্ছি আমার বাবা দুটি বিয়ে করেছেন আমি তার প্রথম স্ত্রীর প্রথম পক্ষের একমাত্র কন্যা সন্তান দ্বিতীয় বিয়ের পর আমার বাবার দ্বিতীয় পক্ষের একটি কন্যা সন্তান ও আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমার বাবা আমাকে না জানিয়ে আমার বাবার সমস্ত সম্পত্তি তার দ্বিতীয় পক্ষের ছেলে সন্তান ও মেয়ে সন্তানের কাছে সাফ কাওলা ও রেজিস্ট্রি করে দেন এখন আমি মামলা করলে কি আমি আমার প্রাপ্য হক আদায় করতে পারবো কিনা বিষয়টি আমাকে জানাবেন প্লিজ
@info19853 күн бұрын
@@rijvirahmanjony সাফ কওলা করে দিলে প্রায় অসম্ভব।
@mdrishadarafat352 ай бұрын
আমার দাদার চাচা প্রথমে আমার দাদা,দাদার ভাই ছেলে ও আমার বাবার নামে সমান ভাবে অছিয়ত করেছে। কিন্তু কয়েক বছর পর মৃত্যুর আগে আবার নতুন অছিয়ত করে আমার দাদাকে বেশি দেয় এবং তাদের কম দেয়। এখন কোন অছিয়ত বহাল থাকবে?
@info19852 ай бұрын
@@mdrishadarafat35 ওছিয়ত দলিল সব সময় শেষেরটা কার্যকর হয়, আর অন্যান্য দলিল প্রথমটা
@MDAkashAliMDAkashAli-o6p3 ай бұрын
২০ বছর আগের অছিয়ত দলিল বাতিল করা যাবে কি না???
@info19853 ай бұрын
@@MDAkashAliMDAkashAli-o6p দাতারা মৃত্যুর আগে যে কোন সময় পারবে
@shamsulalom28162 жыл бұрын
Nice video for future gift
@info19852 жыл бұрын
Thanks
@fahmida59992 ай бұрын
Sir amra 2 bon vai ney amar baba jodi ochiyot nama kore jai onar shompotti pore ki amar chachar sale shegula kono vabe dabi korte parbe ba problem korte parbe,r amar baba jodi Kokhono chai tahole ki ochiyot nama batil korte parbe
@info19852 ай бұрын
দুই তৃতীয়াংশের বাইরের অংশের জন্য দাবী করতে পারবেন এবং আপনার বাবা যে কোন সময় বাতিল করতে পারবেন ওছিয়ত নামা।ধন্যবাদ
@infotech-tx2ic Жыл бұрын
ভালো লাগলো
@info1985 Жыл бұрын
Thanks
@Suhasini-rn2cf2 ай бұрын
স্যার, উইলদাতা তার ৫ পু্ত্র কন্যার নামে সম্পত্তি উইল করেছেন এবং এক পুত্র উইলদাতার মৃত্যুর পূর্বেই মারা গেছেন এবং কিছু দিন পরে উইলদাতা ও মারা গেছেন।এ অবস্থায় উইলটি কি বাতিল হয়ে যাবে? অথবা উইলটি কিভাবে কার্যকর হবে?
@info19852 ай бұрын
@@Suhasini-rn2cf তার অন্য কোন ওয়ারিশ না থাকলে পুরোটাই কার্যকর হবে আর ওয়ারিশ থাকলে তিন ভাগের দুইভাগ কার্যকর হবে যদি ওয়ারিশরা রাজি না থাকে। তারপর বাকী অংশ আবার পুরো ওয়ারিশ দের মধ্যে ভাগ হবে
@mdamir4812 Жыл бұрын
আসসালাইমুআলাইক।আশা করি ভাল আছেন। আমার জানার বিষয় হল আমার বাবার ৫ শতাংশ জমি আছে। আমার বাবা চাচ্ছে যে মুসলিম পারিবারিক আইন অনুযাই সকল উয়ারিসদেরকে কে কতটুকু জমির অংশ পাবে এবং কে কোন দিকের অংশ পাবে,প্রতি উয়ারিস জমি দৈর্ঘে প্রস্থে কতটুকু পাবে অথাৎ প্রতেক ওয়ারিস এর জমির নকশা কেমন হবে ওসিয়ত নামার মাধ্যবে সবাইকে লিখিত ভাবে জনাতে চাচ্ছে। যেন ভবিষ্যতে কে কোন অংশ নিবে কে সামনে নিবে কে পিছে নিবে বা কে চার কোনা নিবে ,কে লম্বা ভাবে জমি নিবে এই সকল সমস্যা যেন না হয়। এটা কি ওসিয়তনামার মাধ্যমে সম্ভব।
@info1985 Жыл бұрын
জ্বি সম্ভব। এগুলোর জন্যই সাধারণত মানুষ ওছিয়ত করে থাকে
@Sadia_Kabir.24Ай бұрын
আস সালামু আলাইকুম আমার দাদু সুস্থ মস্তিষ্কে ১২ বছর আগে আমার আব্বু ( তার একমাত্র ছেলে) ও তার দুই নাতি ( তখন নাবালক ছিল) কে তার মোট সম্পত্তি তিন ভাগে ভাগ করে তিনজনকে অছিয়ত করে দেন। তার দুই নাতনি কে কোনো কিছু দেননি। এই অছিয়ত কি নাতনি রা বাতিলের আবেদন করতে পারবে এবং তারা কি সম্পত্তির ভাগ পাবে? আইন কি বলে?
@info1985Ай бұрын
@@Sadia_Kabir.24 parbe
@Amin-sl7ny2 жыл бұрын
Good information
@info19852 жыл бұрын
Thanks
@info19852 жыл бұрын
Thanks
@tahminakhatun5732 жыл бұрын
ওছিয়তনামা দলিলের মাধ্যমে সহজেই ঝুকিমুক্ত দা সম্ভব
@info19852 жыл бұрын
Thanks
@mdriaj620 Жыл бұрын
দয়া করে জানাবেন স্যার ওসিয়ত এ যে এক্সিকিউটি র সেই এক্সিকিউটর কি ওই জমি বিক্রি করতে পারে দাতা মৃত্যুর পর
@info1985 Жыл бұрын
পারবেন দলিলের শর্ত এর মধ্যে থাকলে
@mdriaj620 Жыл бұрын
@@info1985 কোন শর্ত নেই লেখা আছে আমার লোকান্তর এরপর আমার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তির আমার সন্তান আব্দুস সাত্তারকে এক্সিকিউটর নিযুক্ত করিলাম এইগুলো লেখা আছে দয়া করে উত্তরটা জানাবেন স্যার
@mdbabukhan8812 Жыл бұрын
অসিয়তকৃত জমি অসিয়তকৃত ব্যাক্তির নামে কি ভাবে হবে স্যার?
@rashidulmd7455 Жыл бұрын
আমার দাদার এক ছেলে চার মেয়ে বড় মেয়ে দাদা অসিয়ত করার আগেই মারা গেছে তবে ওর ছেলে মেয়ে আছে। এখন দাদা অসিয়ত করে গেছেন 1997 সালে ছেলেকে দিয়েছেন 125শতক বাকী অংশ তিন মেয়েকে রেজিষ্ট্রি অসিয়ত করে দিয়েছেন। মৃত মেয়ের ওয়ারিশদের কাছ থেকে আমরা সংশোধন করে নিয়েছি এখন প্রশ্ন হলো এই ওসিয়ত দলিল কতটা কার্যকর হবে।
@info1985 Жыл бұрын
অসিয়তকৃত সম্পত্তি যদি এক তৃতীয়াংশ এর বেশি হয় সেক্ষেত্রে বেশি অংশ আবার সব ওয়ারিশ দের মধ্যে বন্টিত হবে এবং আপনার মৃত ফুফুর মেয়েরা ও পাবে।
@rashidulmd7455 Жыл бұрын
আমার দাদার মোট সম্পত্তি হল 236 শতক উনি অসিয়ত করেছেন 203 শতক এবং মৃত ফুপুর ওয়ারিশদের কাছ থেকে যতটুকু ভাগে পায় সবটাই রেজিষ্ট্রি করে নিয়েছি।
@mdriaj620 Жыл бұрын
স্যার দয়া করে জানাবেন ওসিয়াত করার পর ওই সম্পত্তি থেকে কিছু জমি দাতা এওয়াজ বদল করে মারা গেছে এখন ওই ওসিয়ত কি বিলুপ্তির মধ্যে পড়ে
@info1985 Жыл бұрын
জীবিত অবস্থায় শেষের দলিল কার্যকর হবে।
@as-yn4iz5 ай бұрын
1969 সালের পূর্বে বাবার সামনে পুত্র মারা গেলে পুত্রের ছেলে মেয়ে দাদার সম্পত্তি পাবে কি?
@info19855 ай бұрын
@@as-yn4iz অবশ্যই
@olivia.9417 Жыл бұрын
আমার দাদার ৬ ছেলে ২ মেয়ে। উনি অনকে বয়ষ্ক মানুষ। সেন্স নেই। আমার দাদিকে নিয়ে ৫ ছেলে এবং এক মেয়ের নামে হেবা করে দিয়ে দিছেন। নামজারি হয়ে গেছে। দাদা এখনো জীবিত আছেন। উনি বলেন কাওকেই দেন নাই। দাদিও বলেন কাওকে কাগজ করে দেন নাই। কিন্তু কাগজ করা হয়ে গেছে। এখন কি করা উচিত? কিভাবে কাগজ বাতিল করা যাবে? দাদার সেন্স নেই। উনি কখনো বলবে না যে উনি কাওকে কাগজ করে দিয়ে দিছেন। দাদার ৫ সন্তান কে যে কাগজ করে দিছেন একজন কে বঞ্চিত করে। সেই ৫ জন চাইতেছে উনাকেও সম্পত্তির বাট দিতে। কিন্তু তারা ৪ জন বিদেশে থাকে। কিভাবে তারা সম্পত্তি ফিরিয়ে দিবে বিদেশে থেকে? বা কি করতে হবে?
@info1985 Жыл бұрын
বিদেশে থেকে দলিল করার সুযোগ কম, দেশে এসে করতে হবে। সম্ভব না হলে দুতাবাসের মাধ্যমে পাওয়ার অব এটর্নি করে দিলে তারা দলিল করে দিতে পারবেন সেক্ষেত্রে এটি জটিল প্রক্রিয়া।
@hm_z8pm12 күн бұрын
মনে করেন ১০০ শতক জমি তিন ভাই একজনকে ৪০ শতক ২য় জনকে ৪০ শতক ৩য়জনকে ২০ শতক।ওসিয়ত নামাটি রেজিস্ট্রী করা করে গেছে দাতা।এখন ৩য় ব্যাকতি জমি কম পাওয়ার জন্য ওসিয়ত বাতিলের মামলা করলে মামলা ফলাফল বা সুবিচার পাবেন কিনা দয়া করে জানাবেন
@MDShidurRahman-s3oАй бұрын
অসিয়ত দেওয়ার পর অবশিষ্ট জমি বিক্রি করতে পারবেন
@zahidhasanjoy3836 Жыл бұрын
আমার দাদী তার ছোট ছেলে কে 2001 সালে 4 একর জমি অভিয়ত করে জীবন সত্ত দলিল করে দিছে, এবং আমার দাদী আবার 2003 সালে দলিল করা 4 একর জমির মধ্যে একটা জমি বিক্রি করে দিছে, এখন কি এই ওসিয়ত নামা দলিল টি টিকবে, এটা কি আর কার্যকর হবে । আর যে জমি টা ক্রয় করলো তার জমি টা কি টিকবে ।
@info1985 Жыл бұрын
অছিয়তনামা দলিল এর ক্ষেত্রে সব সময়ই পরের দলিল টিকবে আর অন্যান্য সব ক্ষেত্রে আগের দলিল টিকবে, তাই আপনার বর্ননা অনুযায়ী পরের দলিল টিকবে অর্থাৎ দাতার জীবদ্দশায় অছিয়তনামা দলিল কার্যকর হয় না
@zahidhasanjoy3836 Жыл бұрын
@@info1985 ধন্যবাদ
@raselhosen1344 Жыл бұрын
দাদা,১/১খতিয়ান বা ক তপসিল এর জমি, মালিক ফিরে পেতে মামলাও করেছেন।তবে মালিক অসুস্ত+ মামলা পরিচালনা করার জন্য টাকাও নাই,,এখন কি এই মামলা পরিচালনা করার পাওয়ার দিতে পারবে অন্য কাউরে?
@info1985 Жыл бұрын
অবশ্যই পারবে
@mdsujon6576 Жыл бұрын
স্যার আমার বাবাকে বাদ দিয়ে পুরা সম্পদ অসিয়ত দলিল করছে।আমার বাবা ৩-১ হিসাব বাদ দিয়ে। বাকি হিসাবে দখলে আছে, তারা বলতেছে আদালতে নাকি মামলা করবে। আমাদের উচ্ছেদ করবে।তারা আদালতে গেলে আমাদের কোন কিছু করতে পারবে কি না।আমরা খারিজ দরখাস্ত দিয়া বন্ধ রাখছি। প্লিজ একটা সসলিউশন দিয়েন স্যার জানা থাকলে।
@info1985 Жыл бұрын
তিন ভাগের এক ভাগ অছিয়ত কার্যকর হবে ( যদি হেবা বা দান পত্র না হয়ে অছিয়তনামা হয়)।
@bdfoodeatingking01 Жыл бұрын
স্যার ১৯৭৬ শালে আমার দাদা আমার বড় ভাইকে উইল করে ৯৪ শতক আবার ১৯৮৩ সালে সেই জমি থেকে বারশতক অন্যের নামে লিখে দেয় সে ওসিয়ত নামা কি টিকবে প্লিজ স্যার দয়া করে একটু জানাবেন
@info1985 Жыл бұрын
অছিয়তনামা হলে পরের বারো শতক টিকবে
@WadudWadud-y8k Жыл бұрын
Assalamuyalyekum, আমি আপনার সাথে কথা বলতে৷ চাই।
@ShahidulIslam-p7n7 ай бұрын
স্যার ১৯৬৮ থেকে ১৯৭১ পর্যন্ত যে সকল দলিল হয়েছে সে গুলো কি বাতিল হয়ে গেছে? দয়া করে জানাবেন।
@info19857 ай бұрын
না, কেন বাতিল হবে?
@rubelrana2397 Жыл бұрын
প্লিজ রিপ্লে দিবেন, আমার দাদার পাঁচ ছেলে পাঁচ মেয়ে, তার টোটাল সম্পত্তি বসত বাড়ী সহ ৭০ শতাংশ। এখনও আমার দাদা জীবিত। সে তার ৪ ছেলেকে সুধু বসতবাড়ির ২১শতাংশ উইল করে দিয়েছে বাকী ১ছেলে ও পাঁচ মেয়ে কে ফাঁকি দিয়েছে। এখন সুধু বাকি এক ছেলে এই উইল না মানলে, কি হবে? ১. পুরো উইল বাতিল হবে? ২. উইল এর ২১ শতাংশ সম্পত্তির ১/৩ টিকবে বাকি সম্পত্তি টিকবে না। ৩. সুধু এক ছেলের দ্বী-মত হলেও উইল বাতিল হবে না। কোনটি ঘটবে জানাবেন প্লিজ।
@info1985 Жыл бұрын
পুরো সম্পত্তির এক তৃতীয়াংশ টিকবে। আপনার দাদা যেহেতু জীবিত আছেন এখনই আপসে সমাধান করে নেওয়া বুদ্ধিমানের কাজ। অছিয়ত কার্যকর হয় মারা যাওয়ার পর।
@MDTahid-kc7wg6 ай бұрын
Amr ma baherer loker kace jaiga bikkri kora ta ami ki vave ahtkate pari
@info19856 ай бұрын
দরবার করেন, ওনাকে বোঝান, তারপর দলীল হয়ে গেলে প্রীতি এমপশান করতে পারেন
@user-nipumoni-2086 Жыл бұрын
আমার নানা আমার আম্মাকে অছিয়তনামা করে ৪ শতক জায়গার মধ্যে ২ শতক অছিয়ত করে গেছে আর আমার মামা কে ১ শতক আর আমার আন্টিকে ১শতক এইভাবে মারা যাওয়ার আগে নানা অছিয়তনামা করে যায়,,কিন্তু এখন আমার মামা আমাদের জায়গা বিক্রি করতে দিতেছে না
@info1985 Жыл бұрын
আপনার নানার জায়গা কি শুধু এই চার শতকই?
@mdsujon6576 Жыл бұрын
স্যার, আমার দাদা মারা যাবার আগেই, আমার বাবাকে আর পুপুকে না দিয়ে, দুইজন মিলে পুরা সম্পদ কাকা আর পুপু মিলে দাদার থেকে অসিয়তনামা দলিল করে নিয়ে যায়। আমরা কি মামা করলে পাবো, ১-৩ দেয় নাই পুরা দিছে।প্লিজ বলবেন কিন্তু।
@info1985 Жыл бұрын
অছিয়তনামা করলে পাবেন কিন্তু দানপত্র করলে পাবেন না।
@ashikuddin1323 Жыл бұрын
আস্সালামু আলাইকুম অসিয়তনামা দলিলটি মুসলিম আইন অনুযায়ী 1/3 দেওয়া হইয়াছে এবং দাতা নিজে সাবরেজিস্টার অফিস থেকে রেজিস্টারী করে দিছেন,এখন এইটাতে কি প্রবেডের প্রয়োজন আছে? প্লিজ জানাবেন
@info1985 Жыл бұрын
ধন্যবাদ। মুসলিম আইনে দরকার নাই
@younusmolla89223 ай бұрын
আসসালামূ আলাইকুম, সার আমার বাবা তার তিন ছেলে, মেয়ে নাই, তিনি তার সম্পত্তি দুই ছেলে আমার মা এবং বড় ভাইয়ের ছেলেকে অছিয়তনামা রেজিস্ট্রি করে দেন। আমরা দুই ভাইকে বঞ্চিত করেন। পরবর্তীতে আমার একভাইকে আমার মা জমি লিখে দেন। কিন্তু বড় ভাইকে ঠকিয়ে তার অংশের টা তার ছেলের নামে অছিয়ত করা, বড় ভাইয়ের আরও সন্তান আছে। বর্তমান আইন অনুযায়ী অছিয়ত নামা বাতিল হবে নাকি? অছিয়তকারী মারা গেছেন সার দয়া করে রিপ্লাই দিবেন
@info19853 ай бұрын
@@younusmolla8922 ek ghonta por bistarito janabo insha'Allah
@info19853 ай бұрын
@@younusmolla8922 এক তৃতীয়াংশের বেশি হলে টিকবে না বাকী অংশ যদি অন্যান্য ওয়ারিশরা রাজি না থাকে
@shahidullah64292 жыл бұрын
Nice
@info1985 Жыл бұрын
Thanks
@info1985 Жыл бұрын
Thanks
@mdriaj6202 жыл бұрын
এখন আমরা ওই ওসিয়াত কিভাবে বাতিল করব একটু জানাবেন প্লিজ স্যার
@info19852 жыл бұрын
তিন ভাগের এক ভাগের বেশি পাবেন না উনি । আপনার নানার সমন্ত দেনা পরিশোধের পর তিন ভাগের এক ভাগ সম্পত্তি উনি পাবেন । প্রথমত উনি যদি খারিজ করে থাকেন তাহলে মিস কেস করতে হবে , না করে থাকলে তো সমস্যা নাই। প্রথমে দেখতে হবে দলিলটি কি অছিয়তনামা ? না দান পত্র ? দানপত্র হলে কিছু করার নাই ।
@masudulhassan40802 жыл бұрын
আমার বাবা আমাকেএবংআমার মাকে একটি ৫ শতাংশের জমি মৃত্যুর আগে অসিয়ত করে যান। আমার মা হচ্ছে ক আর আমি হচ্ছি খ। আমার মা ক এবংআমি খ দুই জনকে অসিয়ত করেন । পরে ক এর অবতমানে খ কে অসিয়ত করেন যা আমার বাবার মৃত্যর পর কাযকর হবে। অবশ্য। আমার ৩ বোন ও আছে এখন আমি জমিটি পাব কিনা ?
@saifuddineahia89402 жыл бұрын
good
@info19852 жыл бұрын
Thanks
@info19852 жыл бұрын
Thanks
@zarinatiah3776 Жыл бұрын
আমরা দুইবোন, ভাই নাই। আমার মায়ের একটা বাড়ি আছে।মা আমাদের পুরো বাড়াটা ওসিয়ত দলিল রেজিস্ট্রি করে গেছেন। আমার নানার বাড়িতে সম্পতি মামারা আমার মাকে দেয়নাই।তার উপরন্ত আমাদের বাড়ির অংশ দাবী করছে। এঅবস্থায় আমাদের করনীয় কী ?
@info1985 Жыл бұрын
অছিয়ত দলিলের ক্ষেত্রে ওয়ারিশরা না মানলে কিছু অংশ দাবী করতে পারবে
আমার দাদা আামার কাকা কে অছিয়ত নামা দিতে এখন দাদা মারা গেছে আমরা ওয়ারিশ কি এইটা বাতিল করতে পারব কিনা
@info1985 Жыл бұрын
উনি এক তৃতীয়াংশ এর বেশি পাবেন না যদি দলিল যথাযথ ভাবে হয়ে থাকে
@mdraselislam7466 Жыл бұрын
@@info1985 sir apnar Whastaps er nb ta den
@hiramoni3537 Жыл бұрын
একটা অসিয়ত নামায় কি সবাইকে অসিয়ত করে দিলে বাতিল হবে
@info1985 Жыл бұрын
সবাইকে অছিয়ত করলে অছিয়তের দরকার নাই। তবে টিকবে
@nasmawadi74292 жыл бұрын
অছিয়ত নামা মামলায় যদি হেরে যাই তাহলে কি আমি আপিল বিভাগের আপিল করতে পারবো?
@info19852 жыл бұрын
সকল আইনে আপিলের সুযোগ আছে
@sukhpakhi2748 Жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার আমি আপনার৷ সাথে কথা বলতে চাই,,,, একটক জামি ২০১৩ সালে ওসিয়ত করা হয়,,,,আবার যেনি ওসিয়ত করেছে তেনিই ওই জমিটি ২০২২ সালে বিক্রি করে দেন,,,এখন যাদের নামে ওসিয়ত ছিল তারা মালিকানা দাবি করতেছে,সমাধান কিভাবে হবে,,, একটু জানাবেন স্যার,,,
@info1985 Жыл бұрын
ওছিয়তকারীর দ্বারা সৃষ্ট সর্বশেষ দলিল কার্যকর হবে, কাজেই পাবে না।
@SajidaPervin11 ай бұрын
স্যার আমার একটা মেয়ে এখন আমি আমার মেয়ের নামে উয়িল করতে চাচ্ছি কিন্তু আমি জীবন দশায় যদি কোন কারনে দরকার পড়ে তখন বিক্রি করতে পারবো
@info198511 ай бұрын
পারবেন। উইল কার্যকর হয় মারা যাওয়ার পর
@rashidulmd7455 Жыл бұрын
আমার দাদা 1994 সালে তার খতিয়ানের 208 শতক জমি আমার বাবাকে 158 শতক তিন ফুপুকে 12.5×3=37.5 ও দাদীকে 12.5 শতক জমি রেজিষ্ট্রি অসিয়ত করে 1997 সালে মারা যায়। এই অসিয়ত প্রবেট করা হয়নি। 2003 সালে আমার বাবা মারা যান এবং 2022 সালে এক ফুপুর ঐই অসিয়ত থেকে জমি রেজিষ্ট্রি করে নিয়েছি এখন কি ঐই ফুপু অসিয়ত বাতিল করতে পারবে। আমরা মুসলমান
@info1985 Жыл бұрын
সমস্যা নাই। মুসলিম আইনে দরকার নাই।
@md.khairulanam22172 жыл бұрын
অছিয়তনামা দলিলের বিষয় অনেক কিছু জানলাম
@info19852 жыл бұрын
ধন্যবাদ
@mdsahebali87432 жыл бұрын
Valo
@info1985 Жыл бұрын
Thanks
@skshopon4799 Жыл бұрын
সে প্রথম দিকে তার মেয়ে দের লিখে দেন তার পর সে দলিল থেকে ৬শতক জমি বিক্রয় করেন তারপর তার ছেলেদের নামে লিখে দেয় তারা তখন অন্য কারো কাছে জমিটি বিক্রি করে সেই জমিতে কি টিকবে
@info1985 Жыл бұрын
আপনার বিষয় টি পরিস্কার বোঝা গেল না। আপনি আমার মেসেঞ্জারে সকাল দশটায় কল দিতে পারেন তাহলো ক্লিয়ার করে দেওয়া যাবে। ডেস্ক্রিপশন বাক্স এ ফেবু লিংক আছে
@mizanurahmed10907 ай бұрын
DLR reference please
@Mizanurrahman-wq6he Жыл бұрын
আমার ছোট ভাই তার মোট সন্পতির সবটুকু তার বড় বউকে অছিয়ত করে দিয়ে যান, অথচ তার ছোট বউ আছে ছেলে মেয়ে , তারাকি সন্পতি পাবে না
@info1985 Жыл бұрын
তিন ভাগের এক ভাগ এর বেশি পাবে না অর্থাৎ তিন দুই অংশ অন্যান্য অংশীদার পাবেন
@alaminmondol48082 жыл бұрын
What is probate of deed?
@info1985 Жыл бұрын
Thanks
@info1985 Жыл бұрын
Probate is a kind od declaration of court in connection with heba deed of other than muslim or Hindu
@huayoung Жыл бұрын
ভাই আমার একটা প্রশ্ন ছিলো প্লিজ উওর দিবেন বাবা যদি তার ছয় ছেলের নামে অসিয়ত নামা করে মারা যান মেয়ে দেরকে বাদ দিয়ে শুধু ছেলেদের নামে অসিয়ত করেন তাহলে মেয়েরা কেছ করলে কি অসিয়ত নামা ভেঙে যাবে জানাবেন প্লিজ
@info1985 Жыл бұрын
এক তৃতীয়াংশ ছেলেদের টিকবে বাদ বাকী জমি সবার মধ্যে ওয়ারিশ হিসেবে পাবে
@mdsujon6576 Жыл бұрын
আচ্ছালামুয়ালাইকুম স্যার অনেক দিন পর আপনাকে আবার বিরক্ত করলাম । অসিয়ত নামা দলিল যদি পুরা সম্পদ অসিয়ত করার পর। বাকি ওয়ারিশ বাদ দিয়ে করার কারনে তার যদি দখলে থাকে, ঝামেলার পেচ থেকে গেলে।৩-১ হিসাব করে দখলে থাকলে। কিন্তু যদি মামলা মোকাদ্দমায় না গিয়ে ভবিষ্যতে কোন সমস্যা হবে কিনা। কারণ আমাদের সমাজে কিছু পন্ডিত বলে দলিল ১৫ বছর এর উপর হয়ে গেলে নাকি শক্ত হয়ে যায়।
@info1985 Жыл бұрын
ঘরোয়া ভাবে হলেও কিছু কাগজ করে নিয়ে তার পর খারিজ করে নেওয়া উচিত, তা না হলে বাটোয়ারা মামলা করে সমাধান করে আলাদা আলাদা খারিজ করে নেওয়াই সর্বোত্তম। ধন্যবাদ
@mdmunsorssh3739 Жыл бұрын
আমার নানু আমার মাকে অসিয়ত করে সব জমি দিয়ে দিছে এখন কি নানু মারা গেলে সব জমি কি মা পাবে?? নাকি ওয়ারিশরাও পাবে??আর অসিয়ত নামাকে কি এখন দানপত্র করা যাবে???প্লিজ বলবেন
@info1985 Жыл бұрын
আবার যদি পুরো সম্পত্তি দানপত্র করে দেন তাহলে পুরো পাবেন, তা না হলে ওনার মৃত্যুর পরে তিন ভাগের একভাগ পাবেন
@mdmunsorssh3739 Жыл бұрын
আমার মা পালিত মানে যিনি লালন পালন করছেন তার ভায়ের মেয়ে হন আমার মা।মার ফুফু মাকে পালিত সন্তান হিসেবে লালন পালন করছেন এখন কি দানপত্র করে দেওয়া সম্ভব???? আর দানপত্র করা গেলে পরবর্তীকালে কেউ বাতিল করতে পারবে???
@mdjoynal9748 Жыл бұрын
১/৩ অংশ মানি ৩ভাগের ১ভাগ পাবে নাকি?
@info1985 Жыл бұрын
Yes
@mdjoynal9748 Жыл бұрын
যাদের নামে অছিয়তনামা আছে, তাদের নামে হেবা করা যাবে এখন?
@mdparvajislamjebor442 Жыл бұрын
আমার চাচা,,কোন সন্তান নাই,, আমাদের দুই ভাইকে নিজের সন্তানের মতো দেখাশোনা করে,,, আমার চাচা আমাদের দুই ভাইকে অসিয়ত দলিল করেছেন,,, আমাদের অন্যান চাচার সন্তানরা কি জমি পরে ফেরত নিতে পারবে,,প্লিজ জানাবেন,,
@info1985 Жыл бұрын
দাবি করলে তিন ভাগের এক ভাগ আপনারা পাবেন। তার পরে যেটুকু থাকবে আপনারা সবাই ওয়ারিশ অনুযায়ী পাবেন যদি এটি দান পত্র না হয়
@mdparvajislamjebor442 Жыл бұрын
@@info1985 দলিল এ লেখা আছে,, আমার অন্যান ওয়ারিশা কোন দাবি করতে পারবে না,,তা হলে
@SkAk-f8u Жыл бұрын
স্যার আপনার সাথে কথা বলা যাবে
@info1985 Жыл бұрын
Description box e Facebook link Ase . Messenger e kall dite paren. Before call please subscribe my channel and follow my Facebook.
@mdriaj6202 жыл бұрын
স্যার আমার নানা আমার মামা কে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি অচিয়াত করে মারা গেছেন
@info1985 Жыл бұрын
Thanks
@shohidulislam-cd4iz Жыл бұрын
গুড
@info1985 Жыл бұрын
Thanks
@Milonbarishal Жыл бұрын
ওসিয়াত নামা দলিল কি নকল বের করা যায়
@info1985 Жыл бұрын
রেজিষ্ট্রেশন করা থাকলে পারবেন অবশ্যই
@WadudWadud-y8k Жыл бұрын
আসলামুআলাইকুম আমার দাদা অছিয়তনামা করেন ১৯৯৬ সালে আর আমার বাবা মারা যান ২০০৯ সালে, দাদা মারা যান ২০১৪ সাল এই অছিয়তনামা কি টিকবে।
@info1985 Жыл бұрын
ওছিয়তগ্রহীতা আগে মারা গেলে টিকবেনা
@WadudWadud-y8k Жыл бұрын
এখন আমাদের করোনিও কি।
@mdjoynal9748 Жыл бұрын
অসিয়ত বাতিল করা যায়
@info1985 Жыл бұрын
অবশ্যই সিলিং এর বেশি হলে
@mdjoynal9748 Жыл бұрын
@@info1985 সিলিং মানি
@nasalam9907 Жыл бұрын
আমার ৭ বোন আমি ১ ভাই সবার ছোট। আমার বাবার মোট সম্পদ আছে ১২৫ শতক। বাবা আমাকে ১৪আর মাকে১ মোট ১৫ শতক বসত বাড়ি জায়গা অছিয়তনামা দলিল করেছে ২০০৩ সালে। বাবা মারা গেছে ২০২১ সালে। বাকি ১১০ শতক জায়গা সবই বড় রাস্তার পাশে। সমস্যা হচ্ছে অছিয়তনামা দলিলে সিএস, এস এ, চৌহদ্দি সব ঠিক আছে, ভায়া দলিলের চেই নাম্বার ঠিক আছে। অনেক আগের দলিল rs দাগ ভূল হয়েছে, ৭ বোন এখান থেকে দাবি করতে পারবে। বাড়ি আমার দখলে। পারিবারিক ভাবে সবাইকে জানাই তখন তারা বলে ১১০ শতক জায়গা (আমাকে +মাক) ছেড়ে দিতে হবে (আমি আর মা কোন জায়গা পাবো না ১১০ শতক থেকে)। তবেই তোমার দলিল সংশোধন করতে সাহায্য করবে। আমি তাতেও রাজি হইছি। কিন্ত এখন এক এক সময় এক এক কথা বলে। আমি কি করতে পারি। একটু দয়া করে জানাবেন স্যার। সব গুলো অনেক লুভি বোন।
@info1985 Жыл бұрын
আর এস দাগ ভুল বলতে কি আপনাদের ই অন্য কোন দাগের সম্পত্তি ? না কি অন্যের সম্পত্তি ? আর এস দাগ যদি ভুল হওয়ার প্রমান দলিলে থাকে তাহলে কোর্ট এর মাধ্যমে সংশোধন করতে পারবেন । এখন দেখেন সামাজিকভাবে যে রায় দিয়েছেন সেটাই লাভজনক না কোর্ট এর মাধ্যমে সংশোধন করা লাভজনক? ভেবে সিদ্ধান্ত নিতে পারেন । সাধারনত বসতবাড়ির জায়গা ভাই রা পেয়ে বা ভোগ দখল করে থাকনে ।