ছোট বেলায় ফিরে গেলাম, আবার যদি সেইদিন গুলি ফিরে পেতাম! যাঁরা এখনও এই অষ্টকগান বাঁচিয়ে রেখেছেন তাঁদের কোটি কোটি নমস্কার।
@pabitrasrecitation5483 жыл бұрын
সত্যি খুব ভালো লাগলো। ছোটোবেলার এইসব থেকে বিনোদন এর আনন্দ পাওয়া
@bidyutbiswas65483 жыл бұрын
ছোট বেলার কথা মনে পড়ে গেল সারা দিন ঘুরতাম এরকম গানের দলের সঙ্গে
@rabindranathbiswas88203 жыл бұрын
ছোট বেলার স্মৃতি মনে পরল, পারায় যখন অষ্টক গানের দল ঢুকত তখন তাদের পিছু পিছু দিনভর ঘুরে বেড়াতাম।
@mbrkaka Жыл бұрын
খুবই সুন্দর গান
@ardhendumondal38233 жыл бұрын
Amar Bari Radha Nagar. Birpur chhoto bela ei samay Amder sakale school hoto. Ar school chhutir. Par. Ei Aata daler Sathe ghure ghure. Kato samay kat to. Khub mane pare. Thanks all 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@swapantarafder76293 жыл бұрын
এই গান শুনলে আমরা সবাই অতীতের স্মৃতি রোমন্থন করি। কত ভালো ছিল সেইদিনগুলি ।
@timirranjanroy42293 жыл бұрын
Sathi kub valo laglo
@additoprem1806 Жыл бұрын
হর হর মহাদেব
@debakumardatta95293 жыл бұрын
Really nice.Old is gold.
@mbrkaka Жыл бұрын
দ্বিতীয় পর্ব দেখান
@jitendrakumarmajumder17923 жыл бұрын
চমৎকার হয়েছে।
@r.k.m.construction73334 жыл бұрын
Kno den pore charak dance dheklam kub vlo laglo 🤗🤗🤗😘😘
@kpbiswas32383 жыл бұрын
আমার ছোটবেলার কথা মনে পরে গেল
@rakhisarkar72533 жыл бұрын
সুন্দর 👌👌👌❤️
@subhadipsen92044 жыл бұрын
ফোনে হারানো সংস্কৃতির ভিডিও চলবে আর তা হৃদয় স্পর্শ করবে না, তাতে চোখে জল আসবে না তা কখনো হয়। অসাধারণ একটা ভিডিও যদিও কথা গুলো তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনাদের কাছে একটা অনুরোধ আছে, অষ্টক গানের ইতিহাস, সুচনা এবং এই গানের বিস্তারিত জানতে চাই দয়াকরে জানাবেন।
@haradhons62123 жыл бұрын
আমিও
@sumonchowdhury51893 жыл бұрын
বাংলায় ষড়ঋতুর পরিক্রমায় বসন্তের শেষ ভাগে ও গ্রিস্মের পূর্ব-ভাগে অনুষ্ঠিত হয় গ্রামীণ জনপদের অন্যতম প্রধান লোকজ-উৎসব “চৈত্র-সংক্রান্তী”। এসময়ই মূলতঃ বাংলার লোকজ উৎসবের অন্যতম প্রধান ধারা “গাজন”-এর শাখা “নীলের / শিবের গাজন” অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে, বিশেষতঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জমে উঠে এক-ধরনের লোকজ মেলার যা চৈত্রের শেষ-তিন দিন বিভিন্ন ধরনের গান ও আচার-অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে সমাপ্ত করা হয়। আর এ-সময় এ অঞ্চলের কৃষিজীবী মানুষ তাদের চলমান ঐতিহ্য অনুসারে পরিবেশন করে থাকে অষ্টক গীত / নৃত্যের। বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের পূর্বাংশের বিভিন্ন অঞ্চলের লোকজ সংস্কৃতির অন্যতম একটি প্রধান উপাদান হলো এই অষ্টক গীত / নৃত্যের পরিবেশনা; যা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান অবতার ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রেয়সী শ্রীরাধিকা দেবীর প্রণয়-লীলার পটভূমিতে রচিত। এটি এ-অঞ্চলের অধিবাসীদের অন্যতম প্রধান লোকজ উৎসব “চৈত্র-সংক্রান্তী”-এর সাথেই মূলতঃ সম্পর্কিত তবে এটি শিবের স্থলে রাধা-কৃষ্ণের প্রেম-লীলা বিষয়ক আখ্যান ও লোকপুরাণ অবলম্বনে পরিবেশিত হয়ে থাকে। এর পরিবেশনাতে গ্রামের ছোট ছোট ছেলে-ছোকরারা শ্রীকৃষ্ণ, শ্রীরাধিকা দেবী ও রাধার শখী গোপীদের সাজ সেজে দুই দলে বিভক্ত হয়ে গান ও নাচ সহযোগে সাধারণতঃ রাধা-কৃষ্ণের “নৌকা-বিলাস” পালা অভিনয় করে থাকে। “চৈত্র-সংক্রান্তী” উৎসবের কয়েকদিন পূর্ব হতে গ্রামের বিভিন্ন বাড়ির সামনে একদল শিল্পী গানের মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে অর্থ সংগ্রহ করে; যেখানেও আমরা অন্যান্য বিভিন্ন ধরনের গীত / নৃত্যের পরিবেশনার মধ্যে কখনো কখনো অষ্টক গীত / নৃত্য-এর পরিবেশনা দেখতে পাই। আর এক্ষেত্রে বিষয়-বস্তু হিসেবে থাকে শিব, রাধা-কৃষ্ণ, নিমাই সন্ন্যাসী, গৌরী, বক্ষ্রা, বিষ্ণু, চন্ডিদাস-রজকিনী, বেহুলা-লখিন্দর এই অষ্ট-প্রসঙ্গ।
@Blokl46843 жыл бұрын
আমিতো ভালো নায় ভালো লইয়া থাইকো হাহাহা
@mbrkaka Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@mbrkaka Жыл бұрын
এদের ঠিকানা দেয়া যাবে কুয়েত থেকে কিছু বক্সের দিতাম
@mbrkaka Жыл бұрын
কুয়েতে থাকি দেখছি গান
@chandrolok Жыл бұрын
ূদোররিপলকআয়াল্মআশ
@sanjoykumar89182 жыл бұрын
এই দল কী বাইরে বায়না নেয়, দয়া করে যদি জানাতেন। চন্দ্রোলকের দৃষ্টি আকর্ষন করছি।