চমৎকার লাগলো সুমন ভাই। রূপলাল হাউজের মত পুরান ঢাকার এরকম শত শত চমৎকার সব স্থাপনার বোবা কান্না যেনো কর্তৃপক্ষ দেখতে পায়, শুনতে পায় এবং যথাযথ ব্যবস্থা নেয় সে আশায় বুক বাঁধাই যায়। শুভকামনা।।।
@lamiahuq26463 жыл бұрын
(
@mrsferdousiara64213 жыл бұрын
চমৎকার
@nurulmuttakin89654 жыл бұрын
রুপলাল হাউজ এবং এর ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরকারের উচিত এই সব হেরিটেজ রক্ষা এবং দর্শনার্থীদের জন্য আর্কশনীয় করে রাখা।
@Purplepai304 жыл бұрын
আল্লাহ আপনার ভালো করুক স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখছি যার ফলে আমার মধ্যে বাংলার ইতিহাস ঐতিহ্য ও পুরান স্থাপত্যশৈলীর প্রতি আগ্রহ-উদ্দীপনা বেড়ে যায়
@prabhatichakraborty18273 жыл бұрын
Tomar sab vedio dekhi avibhuto hoi jai amader bari bangladesher dinajpurechhilo tumi jadi akbarjogendro nath chakraborty er baridekhate paro khub bhalo hoi anek dua thaklo india thek bolchi jabab pele bhalo lagto tb
@discovery0544 жыл бұрын
আহা! অন্য দেশের প্রত্নতত্ত্ব আর আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে কত পার্থক্য। ভাবলেই চোখে পানি এসে যায়।
@shantikhan76123 жыл бұрын
L
@muhammadsaifulislamsani42073 жыл бұрын
@@shantikhan7612?
@ismailidris33013 жыл бұрын
বরাবরের মতই প্রাণ কাড়া উপস্থাপনা আর চোখ কাড়া অপূর্ব ভিডিও ! জানা হলো আরও একটি ইতিহাস । অজস্র ধন্যবাদ সুমন ভাই ।
@tahmeedmumtahan34203 жыл бұрын
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপ লাল হাউস এর মতো এমন ঐতিহাসিক স্থাপনার উপর ভিডিও বানানোর জন্য। আমার বড় আব্বা (নানীর বাবা) রূপ লাল হাউসে চাকরি করেছেন বৃটিশ আমলে। আমার নানীরা ৩ বোন সহ পরিবার নিয়ে ৩ বছর রূপ লাল হাউসে থেকেছেন। আমার নানী আমাকে তার ছোট বেলার স্মৃতি বলেছেন। তিনি এখনও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। যখন শুনেছিলাম তখন অনেক ছোট ছিলাম। রূপ লাল হাউসের গুরুত্ব কিছুই জানতাম না। আপনার এই ভিডিও তে জানলাম তিনি কত বড় ঐতিহাসিক স্থাপনার স্মৃতি বুকে জড়িয়ে আছেন।
@mimmumemahi16253 жыл бұрын
এই রুপলাল হাউজের প্রত্যেকটি কোনার সাথে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি। আপনার ভিডিও দেখে শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। একটু ইমোশনাল হয়ে গেছি 🥺🥺।অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই এগিয়ে যান।
@brurgallery31743 жыл бұрын
সিরিয়াসলি? ওখানে কি করতেন?
@roksa1110009 ай бұрын
ফরাসগঞ্জের ঠিক কোন জায়গায়? রোড নম্বর কত?
@mimmumemahi16259 ай бұрын
@@roksa111000 google a search dia dakhta paren. Ami sothik bolta parcina
@mimmumemahi16259 ай бұрын
@@roksa111000 11 no forashganj road Dhaka 1100
@kangaldas80064 жыл бұрын
সুমন ভাই আমি আপনার ভিডিও প্রায়শই দেখি। আমি পশ্চিমবঙ্গের আসানসোলে থাকি। দারুণ আপনি চালিয়ে যান আরও ভালো ভালো ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
@BikramMahato4 жыл бұрын
vai ami puruliar
@opasaha95953 жыл бұрын
আমি যতবার এমন কোন পুরাতন প্রাসাদে যাই, ঠিক এই কথা গুলাই মনে মনে ভাবি। কত মানুষ আর ঐতিহ্য ছিল। এখন নেই।
@mohammedislam10813 жыл бұрын
Manush chirodin thakena Mohan Allah Subhanatala amader Emaner shate mirittu dan koren Ameen ya Rabbal Alameen
@rj71112 жыл бұрын
Kata barar dolar jonno hindu ra sobai Bangladesh chara India ta chola asacha including my family amadar o onak Boro bari chilo grand father er mukha sunachi Muslim 😡😡😡
@pradipkar26854 жыл бұрын
দখলদারিত্ব আর অবহেলা বাঙালির অনেক ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। সরকারি আধিকারিকরা একটু দায়িত্বশীল হলে এরকম অনেক ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর ভবন দেখানোর জন্য।
@jahangirhossain28903 жыл бұрын
সুমন ভাই এই ভবনটির ছবি ও আমার মোবাইল ফোনে আছে। এই ভবনের পিলার মত আমার ঘরের পিলার ও কিছুটা নকশা করেছি। আল্লাহর দোয়াতে।
@champu84203 жыл бұрын
🙂
@samimmorol29374 жыл бұрын
এত সুন্দর রূপ লাল হাউস খুবই ভালো লাগলো,, এটা কে সরকারের অধীনে রাখার দরকার🌹🌹🌹
@emrulahammed25804 жыл бұрын
মুগ্ধ হয়ে দেখলাম এই অনন্য ঐতিহ্যময় অট্টালিকা, রুপলাল হাউস! দেখার সময় এক গভীর ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। সুমন ভাইয়ের এতো সু্ন্দর উপাস্থপনা শুনে অনুভব হচ্ছিল সেই দু'শ বছর আগে চলে এসেছি।
@arifmiah7124 жыл бұрын
আপনার প্রত্যেকটি ভিডিও মনমুগ্দ কর হয়।আপনার মাধ্যমে বাংলার প্রাচীন নিদশন দেখতে পারি।তাই আপনাকে জানাই অসংখ ধন্যবাদ।
@birajnath76494 жыл бұрын
অভূতপূর্ব ও তথ্যবহুল উপস্থাপনা প্রতিবেদনটাকে জীবন্ত রুপ দান করেছে। সময়কে ফাঁকি দিয়ে দর্শককে ধরে রাখার মত একটি প্রতিবেদন যেখানে ভবনটির নীরব কান্না ঐতিহ্য সংরক্ষণের জোর দাবি জানায়। ইতিহাস ও ঐতিহ্য মূল্যায়নে আপনার প্রতিবেদনটি আমার খুব ভাল লেগেছে। আপনার পথচলা সুগম হউক। ভালবাসা নিরন্তর সুমন ভাই।
@SalahuddinSumon4 жыл бұрын
আপনি না থাকলে কিছুই করতে পারতাম না দাদা। আপনার সাথে ঘুরে ঘুরে আরো কিছু কাজ করতে চাই।
@rezwanhussain48044 жыл бұрын
@@SalahuddinSumon Is it possible to create social awareness or movement so that the government spends money to renovate it? This kind of buildings must be protected for our future generation.
@arunavabhattacharyya71084 жыл бұрын
রূপলালবাবুর বংশের কেউ এখনো কেউ বেঁচে আছে ? সুমনবাবু ইতিহাসের এক দারুণ অধ্যায় আমাদের উপহার দিলেন । অসংখ্য ধন্যবাদ ।
@amitray60214 жыл бұрын
Yes achhe.Kolkatay ,Mumbai,Bangalore,Britain r USA te
@adrifrahman76704 жыл бұрын
Amit Ray bhai unara ei jayga dhokhol kore na ei bari toh unader purbo purus der
@amitray60214 жыл бұрын
@@adrifrahman7670 Renamed as Vested Property Act Though renamed as the Vested Property Act in 1974, the law still retains the fundamental ability to deprive a Bangladeshi citizen of property simply by declaration of that person as an enemy of the state. Leaving the country through abandonment is cited as the most common reason for this, and it is frequently the case that Hindu families who have one or several members leaving the country (due to religious atrocities against Hindus, and economic as well as political reasons) have their entire property confiscated due to labeling as enemy
@bigbywolf15774 жыл бұрын
Matro Polasher juddher kahini dekhe aslam, keu bissash korbe na ami kedechi
@akumarofficial99473 жыл бұрын
কোতায় আছে তার বংশধর
@sadakaloajanarkhoje4 жыл бұрын
আপনার একজন গুনমুগ্ধ দর্শক। একাধারে যেমন উপস্থাপনার জবাব নেই, তেমন ই অন্যদিকে দুরন্ত পরিবেশনা। ধন্যবাদ।
@saugatsharminsetu12314 жыл бұрын
Q
@saugatsharminsetu12314 жыл бұрын
11qqqq1
@amanibhamukherjeevlogs52624 жыл бұрын
অপূর্ব সুন্দর রূপলাল হাউস। দেখে আনন্দ পেলাম। তার সঙ্গে সুমনের অপূর্ব উপস্থাপনা।
@kaosarmostafa63544 жыл бұрын
রুপলাল হাউস দেখে আমি মুগ্ধ, একসময় কতই না জমজমাট এবং জাঁকজমকপূর্ণ ছিল এই Rooplal House কিন্তু আজ তার করুণ অবস্থা দেখে মনটা খুবই ভেঙে পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই videoটা আমাদের মাঝে share করার জন্য।
@nishatshakib99324 жыл бұрын
আপনার দুই সঙ্গী কে অনেক ধন্যবাদ ভাইয়া 😍 রুপলাল হাউজ কথা প্রথম দেখলাম ❤❤❤❤
@IndronilBanerjee4 жыл бұрын
খুব ভালো লাগলো আর ভিডিও করে ভালোই করেছেন কারণ কোনো দিন যদি জমি হাঙ্গরদের হাতে চলে যায় তাহলে আর কোনো চিহ্নই পাওয়া যাবেনা
@bismillahcomputer86224 жыл бұрын
আমাদের দেশে এরকম অনেক ঐতিহ্যমন্ডিত স্থাপনা আছে। সরকারের নিকট আবেদন জানাচ্ছি যে এইসব ঐতিহ্য গুলো ধরে রাখুন নিজেদের ইতিহাস ও ভবিষ্যত প্রজন্মের জন্য
@mohammadariful74763 жыл бұрын
এই সব ঐতিহ্য ধরে রাখার সময় নেই আওয়ামিলীগ সরকারের। তার শুধু শেখ মুজিবের স্মৃতি সংরক্ষণ দরকার।
আমার খুব ভালোলাগে পুরনো বাড়ি ।। দেখে চোখ জুড়িয়ে যাই মনে হয় যেন ঠিক সেই সময় এ কতই না সুন্দর ছিলো মনে হয় যেন চলে যাই সেই সময় এ আর উপোভোগ করি সেই সময় গুলো ।। কষ্ট হয় এগুলোর অবস্থা দেখলে ।।।ছুটে চলে যেতে ইচ্ছা হয় ।।
@mdmiskat88494 жыл бұрын
প্রান প্রিয় ভাই অনেক দিন পর একটু ইতিহাস জানানোর জন্য। হৃদয় নিঙড়ানো ধন্যবাদ জানাচ্ছি।
@minhajabedin29484 жыл бұрын
২/১ দিন পর পর একবার দেখি নতুন ভিডিও দিয়েছেন কিনা,,,,ধন্যবাদ অসাধারণ ভিডিও উপহার দেওয়ার জন্য।
@mdrajibulislam13 жыл бұрын
আপনার গুছানো কথা গুলো মনোমুগ্ধ করার মতো ধন্যবাদ আপনাকে
@sajidulislam56734 жыл бұрын
চমৎকার ভিডিও ভাই দুআ রইল আপনার জন্য এগিয়ে যান ইউটিউবে
@debasishbanerji51982 жыл бұрын
সালাউদ্দিন ভাইকে নমস্কার জানাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাঙালির জাতিগত ঐতিহ্যের উত্তরাধিকার আমাদের দুই ধর্মের মানুষের বর্তায়, এবং আমাদের ইতিহাস এক ও অভিন্ন, সেটা ধর্ম দিয়ে আলাদা করার চেষ্টা বাতুলতা। 'বাঙালির ' মূল্য বান সংস্কৃতিকে, ইতিহাসের কবর খুঁড়ে বের করে আনার কাজে আপনি ব্রতী রয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে। ❤🙏
@Mostafijurshuvo4 жыл бұрын
আগে লাইক দিলাম তারপর ভিডিও দেখবো। জানি সুমন ভাই হতাশ করবেন না।
@LovetoTravelsouvik4 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা অনেক অনেক ধন্যবাদ আর সাধুবাদ জানাই, সৌভিক ভিয়েতনাম থেকে 💐🙏💞
@sparvej714 жыл бұрын
অনতিবিলম্বে এই ভবনটি সংস্কার করা হোক এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।
@mostakimmoiez43904 жыл бұрын
সমুন বাবা ভাল আছেন আপনে সানতাহার বরোআখিরা যতিন মনডল এর জমি দরি তুলে ধরবেন আমি মোসতাকিম বর আখিরা সানতাহার বগুরা।
@masudmdmasud40594 жыл бұрын
Vai salam niben.sonoskar korte dile roter jaigate bas dia jototok ase saitao ses hoye jabe
@prakashroy10754 жыл бұрын
Lpp0pp0p
@saibalbhowmick98054 жыл бұрын
Otar r kichhu nei - repair hobe na bhai - dhaka eto nongra keno dada ?
@MasudRana-ql9uj4 жыл бұрын
@@saibalbhowmick9805 এটা ঢাকার সবচাইতে পুরতন এলাকা।যার নাম পুরান ঢাকা। আর ঢাকা সুধু ৪০০ বছর আগেই মোঘলদের আমলে রাজধানী ছিল।ঢাকা অনেক পুরাতন শহর। ঢাকার নতুন অংশ অনেক ভাল।আপনি ইউ টিউবে গুলশান,বনানী,উত্তরা,বারিধারা,ধানমন্ডি এর ভিডিও দেখতে পারেন।
@sakibsayan1424 жыл бұрын
ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আপনার প্রতিবেদন গুলো বরাবরের মতোই অভূতপূর্ব। এক কথায় এই ভিডিও গুলোর কোন জবাব নাই। অসাধারণ সুমন ভাই চোখে লেগে থাকার মতো। ভালো থাকবেন।
@তানজিলাসুইটি4 жыл бұрын
ভাইয়া,, মানুষ ঘুরতে গিয়ে বিভিন্ন যায়গায় ময়লা ফেলে আসে, পরিবেশ যা তে সুন্দর রাখে সে কথা আপনি ভিডিও তে বলবেন প্লিজ, দেশ আমাদের, সুন্দর রাখার দায়িত্ব ও আমাদের ❣️❣️❣️
@mdfaruk-lg9qz3 жыл бұрын
অসাধারন মনমুগ্ধকর ভিডীও
@SA.MADIEA3 жыл бұрын
R8
@mdashrafali87733 жыл бұрын
ধন্যবাদ আপনাকে সুমন ভাই রূপলাল হাউজের ভিডিও উপহার দেওয়ার জন্য কাজের ব্যস্ততায় যাওয়া হয় না আপনার সব গুলো ভিডিও মনমুগ্ধ কর আগামীর আরও সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় চালিয়ে যান
@monotoshsaha49664 жыл бұрын
অসাধারণ দাদা,আপনাকে দেখে অনেক অনুপ্রানিত হই।ভালবাসা অবিরাম❤️❤️❤️
@madhabidas51002 жыл бұрын
আমি ভারতের প ব এর বাঁকুড়া থেকে বসে দেখি, সুমনের সুন্দর সুন্দর ভিডিও।কি সুন্দর বর্ননা দিয়ে সবকিছু গুছিয়ে দেখায়,মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি তে চেয়ে থাকি,খুব বেড়াতে যেতে ইচ্ছে হয়,আমি জানি তা সম্ভব নয়,। তাই সুমনের চোখ দিয়ে আশা মেটাই।ভালো থেকে সুমন।
@stchannel88694 жыл бұрын
ভাই এর সবগুলো ভিডিও ইতিহাস সাক্ষী হয়ে থাকবে-ইনশাআল্লাহ....!!!!
I am from Kolkata. I regularly follow your Vlog. Really great effort. We are originally from present Bangladesh. My father and others shifted to India for education and job. My forefathers were from Mymensing. I really enjoy the subject and effort made by you. May god bless you and keep on making much more interesting video.
@mahbubhasan7513 жыл бұрын
Which part of mymenshing ? I am from mymenshing.
@niharbasu60043 жыл бұрын
Not only interesting but historical also. The style of delivery is attractive as well as interestng. Keep it up mr suman. We are eagerly waiting for your next video .
@papridas9493 Жыл бұрын
😂I stayed in Ruplal House from 1960 to 1962. as my father was an official in Indian Embassy . It was a great experience in my life ad I used to observe boat race and many many other interesting happenings at that time.
@sandipghosh90773 жыл бұрын
সুমনভাই দারুন! আপনি এমনি করেই হারিয়ে যাওয়া ইতিহাসের নিদর্শন গুলো আমাদের সামনে আনুন।
@princesikder97584 жыл бұрын
অপেক্ষায় থাকি সালাউদ্দিন ভাই আপনার ভিডিওর জন্য আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারি, ধন্যবাদ ভাই।
@SalahuddinSumon4 жыл бұрын
Thx bhai❤️
@himikadey16614 жыл бұрын
অপূর্ব এক অট্টালিকা❤️ ঢাকা যাবার ও দেখার ইচ্ছা অনেক দিনের যদি কোনো দিন সুযোগ হয় নিশ্চয়ই গিয়ে দেখে আসবো।। তবে এত দূরে বসে কতো সুন্দর দৃশ্য দেখতে পাই আপনার জন্য ধন্যবাদ ভাই। Love from India ❤️❤️
@mdrana-yl8or4 жыл бұрын
কেমন যেন একটা মোহ কাজ করে শহরটায় আমারই এমন লাগে নাকি যানি না।🙄 আসবেন দিদি এখন ঢাকা যেই দ্রুত হারে পরিকল্পনায় আনার কাজ চলছে রাতে যা দেখে ঘুমাই সকালে নাই। ৫ বছর পর ওই আবেগ টা নাও পেতে পারেন। পূরান বড় বড় বিল্ডিং এর সারি দিয়ে তৈরী আধা,এক কিলো দেড়,দুই ফুটের চিকন রাস্তা গুলো না দেখতে পারলে ঢাকা আর কই দেখলেন।😔আর গলি গুলোতে বিল্ডিং এর ছায়া আর দুপাশেই ঘর পূরনো জানলা। ইসস!! আমার ঢাকা😰😰 কিন্তু ওগুলো আর বেশিদিন থাকবে না।😖
@monzurulhoqueziku4 жыл бұрын
Keep doing great jobs, brother. You will have an archive of the best places of our country in future In Sha Allah.
@SalahuddinSumon4 жыл бұрын
Thx. Keep me in your prayer.
@gamerpigeon6854 жыл бұрын
ভাইয়া আপনি পুরোনো স্মৃতি গুলো মনের গভীর থেকে অনুভব করেন,আই জন্য আপনাকে এত ভালো লাগে..
@taniahasan32093 жыл бұрын
শুধু অতিত ইতিহাস, ঐতিহ্য, এবং সংস্কৃতি নয় তাদের বংশধর যারা আছে তাদের ও প্রত্যেক ভিডিও তে দেখতে চাই
@sankarroy72563 жыл бұрын
খুব ভালো লাগল আপনার এই প্রতিবেদন ।ধন্যবাদ
@akter7134 жыл бұрын
এটা আমার এলাকার কিছু দূরেই,,এটা অনেক সুন্দর আমি মনে করি এই বাড়িটি সরকারে নজর দেওয়া উচিৎ,
@JAYNAL984 жыл бұрын
Apnar potita video mon ke shihorito kore tule....sumon vai apnar jonnu shuvo kamona...
@palashpurkait4644 жыл бұрын
Onek din por tomar video pelam thanks dada.
@harifzaman85994 жыл бұрын
আপনার আরও কিছু ভিডিও আমি দেখেছি,,,, অসাধারণ মৌখিক বর্ণনা সাথে এরকম স্থাপনা সমুহের বিস্তারিত বিষয়াদি তুলে আনার জন্য ধন্যবাদ।।। সত্যি,,,, কত মায়ায় তৈরী করা এই বাড়িটি রুপলাল দাস ব্যবহার করেছেন,,,আর কি অবস্থায় পড়ে আছে।। এ রকম কর্মকাণ্ডের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, ভবিষ্যতে আরও এমন আশা করছি।।
@Mototourist20214 жыл бұрын
অসাধারণ একটা ভিডিও খুব ভালো লেগেছে। আপনার সব ভিডিও আমি দেখি এবং খুব উপভোগ করি। শুভ কামনা রইলো
@muhammadjalil33064 жыл бұрын
Pursue with archeological department to preserve this complex.
@nirmalyaneogi31654 жыл бұрын
সুমন খুব চমৎকার তথ্যজানালধন্যবাদ
@sudiptasarkarcm17364 жыл бұрын
দাদা সময় পেলে একদিন ঢাকা দোহার নবাবগঙ্ঞ এর কলাকোপা গ্রামে যাবেন । ওখানে খেলারামদার বাড়ী আছে । তার অনেক কাহিনি আছে । তা দিয়ে একটা বিডিও বানাবেন । আর ভালো থাকবেন ।
Excellent presentation like all previous videos. Please again make videos on villages, haats etc. All the best.
@SabnamsKitchen4 жыл бұрын
*Oshadharon akta video bhai....Vishon bhalo lagche...Aj ami ektar por ekta apnar video dekhe jachi...*
@SalahuddinSumon4 жыл бұрын
Many many thx
@masuktalukder644 жыл бұрын
Thank you so much.without you we couldn’t see all those beautiful places.Government should save all those beautiful places.thanks again stay safe.wait for your next video.
@mokbulhossain28393 жыл бұрын
রুপলাল হাউজ দেখলাম ভালই লেগেছিল তবে দোকান গোডাউন দেখে মনটা খারাপ হয়ে গেল আর সুমন ভাইয়ের উপস্থাপনা খুবই সুন্দর
@monusquad4 жыл бұрын
ইতিহাস ও ঐতিহ্যের বহু নিদর্শন আছে বরিশালে। আশা করি খুব শীঘ্রই আপনি বরিশাল আসবেন এবং তুলে ধরবেন বরিশালের ইতিহাস ও ঐতিহ্য। বরিশালে আমন্ত্রণ রইল ভাইয়া।
@champu84203 жыл бұрын
😮
@rashekrehan68664 жыл бұрын
দারুন ভিডিও উপহার দেওয়ার জন্য সুমন ভাই ধন্যবাদ
@choco-barbikerbymannanhera38024 жыл бұрын
Sadharon manus ajo janena ai barir kotha..aisob amader boi pustoke daya uchit...jate banglar etihas sohoje jana jay...thanks apnake amader samne aitar gurutto tule dhorar Jonno..chokhe Pani chole ase..jokhon dekhi Amar deser etihas aivabe nosto hoye jasse..😢😢
@sannyasimete5314 жыл бұрын
অতীত এবং বতমানকে মিলীয়ে দেওয়া জন্য ধন্যবাদ।
@dolonmukhopadhyay89944 жыл бұрын
অসাধারণ তথ্যসমৃদ্ধ উপস্থাপনা👏👏 সমৃদ্ধ হয় প্রতিবার...কত অজানা,ঐতিহ্যবাহী স্থান আপনার সৌজন্যে জানা হয়...ভালো থাকুন,সার্থক হোক আপনার অসামান্য প্রয়াস👍👍
@SalahuddinSumon4 жыл бұрын
Thx didi. Valo thakben.
@MegaSiddharth1004 жыл бұрын
বহু অজানা ইতিহাস আপনি খুব সুন্দর করে তুলে ধরেন। ভাল লাগে, আনন্দ পাই। আরও ইতিহাস জানার আগ্রহে অপেক্ষায় রইলাম। অনেক শুভেচ্ছা , ভালো থাকবেন।
@anamika5113 жыл бұрын
প্রত্নতাত্তিক বিভাগ দায়ীত্ত নেয়ার পরেও এই অবস্থা !! শুধু আমাদের দেশেই সম্ভব !! কান্না চলে আসল দেখে
@apumk72654 жыл бұрын
সুমন ভাইয়া আপনার ভিডিওগুলো ভীষণ মুগ্ধ করে আমাকে ধন্যবাদ।
@shafinomar73504 жыл бұрын
Ruplal house first time dekhlam. Age boi e portam 💞💞💞
@mdshoharabhossionsourav16534 жыл бұрын
সুন্দর লেগেছে সুমন ভাই। নতুনের অপেক্ষায় থাকি সব সময়।
@timefornotuel4 жыл бұрын
আপনার ভিডিও যতবারই দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই সাথে ইমোশনাল হয়ে যাই ভাইয়া
@MehediHasan-sz1ei Жыл бұрын
কি সুন্দর বাক্য, রুপলাল হাউজ আর বুড়িগঙা মিলেমিশে সুখদুঃখের আলাপ করে। কাব্যিকতায়ও অাপনি বেস্ট
@saptashwaghosh66154 жыл бұрын
Extraordinary Presentation. Keep it Up. All the Best.
@md.akassardar74313 жыл бұрын
আপনার ভিডিও দেখতে আমার বেশ ভালো লাগে। আপনার প্রায় বেশ কিছু ভিডিও দেখছি Love from Naogaon
@marufalkaisar38464 жыл бұрын
সুমন ভাই, শেষ পর্যন্ত দেখার পর বুকের মধ্যে কেমন যেন খাঁখাঁ করতেছে.... 🌷
খুব ভালো লাগল ভাই। আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি। পুরান ঢাকার অধিকাংশ প্রাচীন স্থাপনাই স্থানীয় ক্ষমতাশালীদের দখলে চলে যায়। আমি লালবাগে থাকি, দেখছি সরকারি প্রাচীন স্থাপনা দখলের প্রক্রিয়া।
@ataburstar5304 жыл бұрын
আপোনাৰ ভিডিঅগোলি অনেক ভালো লাগে।👍👍👍
@momotakar94984 жыл бұрын
ভিডিও টি হৃদয় ছুঁয়ে,,,, গেল,,,,,,,, ❤️❤️❤️
@ashritaroga43654 жыл бұрын
Dada I'm from Tripura ami tomar sob video guli deki এগিয়ে যাও
@SalahuddinSumon4 жыл бұрын
ভালো রইলো দাদা❤️
@ashritaroga43654 жыл бұрын
❤❤❤
@kamruzzamansijan9423 Жыл бұрын
সালাউদ্দিন ভাইয়ের প্রতিটি বিডিওর মিউজিক অসাধারণ ❤ মিউজিকের আওয়াজে আরো গভীরে নিয়ে যায়,,,পুরনো ঐতিহ্যের কথা মনে পরে,,অসাধারণ সালাউদ্দিন সুমন ভাই❤❤
@nazmunnahar93694 жыл бұрын
It’s a historical master piece. I felt this house must go under bangladesh heritage scheme. A restricted place must under go restoration and beautification. I felt its ambience and beauty would improve further if all shops are removed from buriganga river side . Concerned dept of govt officials are requested to take necessary action. It could be a very good tourist destination. Special thanks to media and the journalist for making such a wonderful news.
@kalidasmandal96834 жыл бұрын
উপস্থাপনা খুবই ভালো হয়েছে ।ইতিহাস যেন পুনর্জীবিত হয়ে আমাদের সাথে কিছুক্ষণের জন্য কথা ক'য়ে গেল ।
রুপলাল হাউস দৈনিক দেখা হয়।আজ আপনার বদলৌতে এর ইতিহাস জানতে পারলাম।পুরাকৃত্তি দেখার ও জানার অনেক পিপাসা যা আপনার মাধ্যম মেটে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। ❤️❤️❤️
@iftekharhossainchowdhury89444 жыл бұрын
ঢাকায় বেড়ানোর জায়গা খুবই কম। রূপলাল হাউসকে সংস্কার করে অনায়াসে পর্যটক আকর্ষন করা জায়। এ বিষয়ে আমাদের পর্যটন বিভাগ উদ্দোগ নেবেন কি।
@shafikaueo38984 жыл бұрын
বিরাজকে দেখে খুব ভালো লাগলো। অনার্সে আমার ক্লাসমেট। এতকাছে কতটা বছর কাটালাম কিন্তু দেখা হয়নি কখনোই।
@studentsresource12834 жыл бұрын
5:11 ভাই এই অংশে আপনি একটা সাইনবোর্ড কে ব্লার করে রেখেচেন কেন🙄
@arannaykbd86284 жыл бұрын
প্রিয় ভাই, যার ভিডিও দেখে অনেক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। ভাইয়ের জন্য শুভ কামনা❤️❤️
@mdmanikmia57104 жыл бұрын
এই ভবনটি সংস্কার করা হোক এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।
@pampakundu13054 жыл бұрын
ধন্যবাদ ভাই। ইতিহাস কে সংরক্ষণ করা দরকার। ইতিহাস যে মানুষের শিকড়।
@ataburstar5304 жыл бұрын
আমি আসাম থেকে ভিডিঅটি দেখতেচি।👍👍👍
@strangesanyal30564 жыл бұрын
Bangladesh choley ja
@jr.kiteslover49103 жыл бұрын
অসাধারণ পুরোনো কিছু তথ্য আমাদেরকে উপহার দিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
@afshanjamall46524 жыл бұрын
"Jamall House" ❤ my home. Felt extremely disappointed to see the worn out condition . The house was bought by my grandfather Mohammad Sidick Jamall and his brother Ibrahim Sidick Jamall.
@ashisroy49554 жыл бұрын
আপনারা এই হাউস ছেড়ে চলে এলেন কেন? দেখুন সেদিনের সেই রূপলাল হাউসের আজ কি দুরবস্থা!! বাংলাদেশ সরকার কী কোন কাজের ই নয়?
@faiazmurshed66754 жыл бұрын
Are you the present owner of this house?
@afshanjamall46524 жыл бұрын
@@faiazmurshed6675 yes, one of the owners
@bcp48752 жыл бұрын
@@afshanjamall4652 come n take over your asset and give the light n life of this house by furnishing and re-caring..
@ovbhowmik85324 жыл бұрын
অসাধারণ একটা ভিডিও খুব ভালো লেগেছে, এগিয়ে যান শুভ কামনা রইল।
@jahanaraali82913 жыл бұрын
I am truly amazed by this historical building Wow just wow What a shame the government of Dacca does not want to renew and preserve it
@musiclover14854 жыл бұрын
Wait kori apnar vdo gulor jonno... Becoz apnar video te anek kichu jante pari dekhte pai.. Apnake anek ধন্যবাদ। ato vlo vlo video anr jonno.