Рет қаралды 709
পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম এখন মানুষের কাছে পরিচিতি পেয়েছে লিচু গ্রাম নামে। গ্রামটির বিভিন্ন রাস্তার দুই পাশ ও বাড়ির আঙ্গিনা লিচু গাছে ছেয়ে গেছে। যেদিকে চোখ যায় সেদিকে শুধু লিচু গাছ আর লিচু গাছ। এই গাছের কারণেই বদলে গেছে মঙ্গলবাড়িয়া গ্রামের নাম।
গ্রামের নাম মঙ্গলবাড়িয়া। লিচুর নামও তাই। গ্রাম জুড়েই এখানে-ওখানে ছড়িয়ে আছে ছোট-বড় লিচু গাছ।
মৌসুম এলেই গাছে গাছে দুলতে থাকা লিচুর বাহারি রঙে | এ গ্রামের চেহারাও যেন রঙিন হয়ে ওঠে। গ্রামটিতে ঢুকতেই চোখে পড়ে সবুজ পাতা ভেদ করে লাল টকটকে লিচু আর লিচু। এমন মন মাতানো দৃশ্য চোখে পড়বে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে।
প্রায় দুশ বছরের প্রসিদ্ধ সুমিষ্ট মঙ্গলবাড়িয়া লিচুর কদর শুধু দেশেই নয়। ভৌগলিক সীমানা ছাড়িয়ে ঐতিহ্যবাহী এ লিচুর সুনাম ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানা স্থানে। প্রতি মৌসুমে কোটি টাকার লিচু বিক্রি হয় এখান থেকে।
স্থানীয়দের দাবি, দুশ বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি একটি লিচুর চারা এনে তার বাড়ির আঙ্গিনায় রোপণ করেন। উন্নত এ লিচুর জাত এভাবে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পাকুন্দিয়া লিচু
আমাদের সাথেই থাকুন . . .
#কৃষিতে বাংলাদেশ
#মাটি ও মানুষের কথা
#Kishite Bangladesh