বিশ্ব মানবতার বিদ্বগ্ধ কবি কাজী নজরুল ইসলামের কিছু কালজয়ী স্মরণীয় বাংলা গানের সমাহার! বাংলা গানের স্বর্ণযুগের বিশিষ্ট শিল্পী এবং নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের অনবদ্য গায়কী সত্যিই অসাধারণ! বিশ্ব মানবতার বিদ্বগ্ধ কবি কাজী নজরুল ইসলাম এবং কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
@rubaisaha7229 Жыл бұрын
খুব উপভোগ করলাম এই গানগুলি । কয়েকটি গান খুব অল্পশ্রুত (আমার কাছে হতে পারে) । ফিরোজা বেগম জি-র গানের তুলনা হয় না । যিনি সংগ্রহ করেছেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই । আপনাদের প্রচেষ্টায় বাংলা গান আবার স্বমহিমায় ফিরে আসছে । ধন্যবাদ।
@tarunghatak2679 Жыл бұрын
তাঁর গান শুনতে শুনতে আমার ভাষা হারিয়ে যায়।মনের গহনে প্রবেশ করে সুর, কথা আর কত যে ভাব! কবির প্রতি প্রণাম জানাই শতবার।কবির কথায় এমন প্লাবন নিয়ে আসেন শিল্পী।
@nrisinghamukherji34802 ай бұрын
কাজি নজরুল ইসলাম এর লেখনী,কমল দাশগুপ্তর সুর আর ফিরোজা বেগমের কন্ঠ ।এক কথায় অনবদ্য ।
@Relax-gl7pp9 ай бұрын
I have nothing to say about Nazrul geeti & Songs of dearest singer Firoza Begom.excellent& melodious.❤❤️💪
@nimaichandraghose2433 Жыл бұрын
আর এমন শিল্পী হবে মনে হয না ।অসাধারণ সংগ্রহ। ভারত সুন্দরবন থেকে ।
@PoetAminulIslam-g4o11 ай бұрын
যেমন কাজী নজরুল ইসলামের গান তেমনি ফিরোজা বেগমের পরিবেশনা। এরই নাম সোনায় সোহাগা বা মণিকাঞ্চন যোগ। আর হবে না এমনটি।
@ashischakraborty335 Жыл бұрын
Aaha ki apurbo Sur, ki apurbo expression, ki darodi gola. Mon vore gelo.
@rabindranathbhattacharyya801813 күн бұрын
চিরকালের ভাল লাগার গান। খুব ভাল লাগল।
@kanaihalder68004 ай бұрын
এই গানে যে আশা ও তার ভালো বাসা যেনো দুজন দুজনাকে জনমের মতো দুজন দুজনাকে খুঁজে পায় অসাধারণ গান আর আপনার গাওয়ার তুলনা হয় না দিদি
@AjitBiswas-u3c2 ай бұрын
এইসব পুরোনো দিনের গান গুলি আজও মনে হয যতই শুনি ততই শুনতে ইচ্ছে হয অসাধারণ ভারত থেকে অজিত বিশ্বাস
@MohammedNoman-eq9xh6 ай бұрын
১ম গানটি নিয়ে বলছি .... মুসলমান ধর্মের হয়েও গানটিকে ভালোবাসি কারন এ গানে ... আমিও আমার প্রিয় শ্যাম'কে খুজি!❤
@bholanathmahato8644 ай бұрын
আগে সৃষ্টি,পরে দিলে সুর তারপর তুমি ছড়িয়ে দিলে দূর - বহুদূর ❤❤❤
@birendrakumarbhunia6583 Жыл бұрын
সত্যিই খুব সুন্দর; কী দরদী কণ্ঠের গান! আহা, যত শুনি ততবার মনে হয় আর একবার শুনি। আমার তরফে যতটা শ্রদ্ধা জানানো হয় তাও কম বলে মনে করি।
@leviickerman7 ай бұрын
কাজী নজরুল ইসলাম এর গানের জন্য ফিরোজ বেগম অতুলনীয়।যতই শুনি ততই ভালো লাগে।আল্লাহ বেহেশত নসিব করুন।
@AsrafulIslam-n4z9 ай бұрын
কবির বিরহ গাথা অসাধারণ গানগুলি শিল্পীর সব টুকু সুর ঢেলে উজার করে গেয়েছেন। যতই শুনি ততই ভাল লাগছে। এক অথায় অনিন্দ্য সুন্দর অন্যবদ্য। অনিন্দ্য শুভ কামনা রইলো।
@shambhuchakraborty.88652 ай бұрын
🎉🎉এই সব মহান শিল্পীকে শ্রদ্ধ্যা ও ভালোবাসা জানাই। 🎉🎉অমর কন্ঠ শিল্পী ফিরোজা বেগম,, আমার প্রেরণা। খুব ভালো লাগে, অতীতের গান শুনতে। জয়গুরু।। ❤❤❤
@prodyotsaha76579 ай бұрын
ঈশ্বরের সৃষ্টি এই মেলবন্ধন। চিরকালের সাড়াজাগানো, কোনদিন ভুলবার নয়। যতই শুনি মন ভরে যায়।
@surtalarchive Жыл бұрын
দুরদান্ত সংগ্রহ, মন ভরে গেলো, ধন্যবাদ ।
@Prabir-gh5oc9 ай бұрын
সঙ্গীত জগতের এক মহা নক্ষত্র,, সুর যেন পবিত্র মক্কা থেকে ভেসে আসছে, এক অপূর্ব অনুভূতির সঙ্গে মিলেমিশে আবারও একাকার হয়ে গেলাম,, ছোটবেলা বিবিত ভারতি চ্যানেলে তাঁর গান শুনেছি,, আজ আবার সেই স্মৃতিতে ডুব দিলাম কিছুক্ষণের জন্য, শিল্পীকে অন্তরের শ্রদ্ধা জানাই। সুন্দরবন দক্ষিণ 24পরগনা।
@haradhandalai6342 Жыл бұрын
এই মহাসাগর সম সুর সাগরে মন্তব্য করা আমার মত অর্বাচিনের পক্ষে অসমচিন ; তবুও বলি এ আমি কি শুনে যাচ্ছি ;আমি সুরের মুর্ছনায় ভেসে যাচ্ছি শুধু ভেসে যাচ্ছি ; আমি ধন্য হচ্ছি ,ধন্য হলাম। আমি পবিত্র হচ্ছি।
@kalpanabanerjee7195 Жыл бұрын
আমার যাবার সময় হলো দাও বিদায় এই গানটা আমার শুনতে খুব ভালো লাগে, অনেক দিন পর আবার শুনতে পেলাম খুব আনন্দ হলো।
@lilisarkar509611 ай бұрын
প্রেমের গানে নজরুল সত্যিই অনন্য। হৃদয় নিংড়ে ভালোবাসা দেওয়া সে কি অনুভূতি যারা দেয় নি তারা জানবে না।
@mdmozaffarmollah37519 ай бұрын
গীতিকার ও গায়িকা কে শতকোটি প্রণাম।
@sonaray154810 ай бұрын
Asadharon ❤❤❤❤❤❤❤❤protiti gaan hridoy chhunye gelo🙏🙏🙏
@sisirkumarkarmakar65195 ай бұрын
গীতিকার -এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় l সুরকার তো অনবদ্যই l গায়িকার গলায় বিশেষ আবেদন গান গুলি কে অন্য মাত্রায় উন্নীত করেছে। নজরুল গীতিতে আমার প্রিয় শিল্পী ফিরোজা বেগমকে প্রনাম জানাই।
@prithwisbera16011 ай бұрын
অনবদ্য কথা, সুর ও কন্ঠ বার্ননা করার ভাষা নাই। অপূর্ব সমাবেশ চির কাল নুতন থাকবে।
@tarunghatak267911 ай бұрын
আমরা বাঙালি তাঁদের স্মরণ করে ধন্য হই।আমাদের নজরুল আমাদের ফিরোজা।
@BimalDolui-xx3rk10 ай бұрын
Bimal. Dolui laho pronam
@BimalDolui-xx3rk10 ай бұрын
😢
@debasishmukherjee650511 ай бұрын
হে কবি তোমাকে জানাই আমার প্রণাম।এবং ফিরোজা বেগম কে জানাই আমার প্রণাম ও স্রদ্দা।
@SayanRoy-lq7jw Жыл бұрын
এ যেন গান নয় জীবন্ত কথা 💖
@biswapatisikder7041 Жыл бұрын
আধুনিক প্রজন্মের জন্য গানগুলো শোনানোর প্রয়োজন।
@simachakraborti8985 Жыл бұрын
কথা-সুর-গান অনবদ্য। অসাধারণ লাগল। সশ্রদ্ধ প্রণাম।
@damodarmukhopadhyay93017 ай бұрын
অপূর্ব নজরুল ও ফিরোজা বেগম
@subasu4789 ай бұрын
I have tremendous love and respect about Nazrul Giti. I bow to respect to Firoza Begam
@somdebmondal348610 ай бұрын
অপূর্ব খুব সুন্দর কণ্ঠ আগামী দিন এমন গানের শিল্পী আরকী পাব❤
@shambhuchakraborty.88652 ай бұрын
❤❤কাজী নজরুল ইসলাম লিখেছেন,, 🎉শুভজিত সরকারের সুরে,, ❤ফিরোজা বেগমের কন্ঠের যাদুতে সব সঙ্গীত 🎉❤মানানসই।।নমস্কার। জয়গুরু। 🎉🎉
@malinim19653 ай бұрын
Many a time I wondered... ...from which galaxi this angelic singer drop from!
@sambhubhattacharjee5785 Жыл бұрын
যতই বলি, অনেক কম হবে। অবিস্মরণীয়।
@AchiraMondal-xk8xg7 ай бұрын
তুলনা তীত। এমন গান আর হবে না।
@samarpitamukherjee69865 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ Ami chotobelay gramafoan e ai sob sundor gan sunechi.akhon sei smriti romonthon korchi.
@khalilahmed67413 ай бұрын
I heard this song in my school life and college life and university life and when was in USA
"ভুল হয়ে গেছে বিলকুল আর সবকিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নিকো শুধু নজরুল "
@khalilahmed67413 ай бұрын
Very good
@gobindapal4696Ай бұрын
খুব ভালো লাগলো া
@lithuranimondal1863 Жыл бұрын
অসাধারন সংগ্রহ, খুব ভাল লাগছে
@gouriroy990910 ай бұрын
Apurbo. Mon vore gelo .❤❤❤❤❤❤
@utpalkumarsingh41146 ай бұрын
No words to coment. সত্ত্বা ত্রিবেণী সঙমে অবগাহন করতে করতে স্বর্গীয় আনন্দ উপভোগ করছি। প্রনাম ত্রয়ী।
@shampabhattachjee2452 Жыл бұрын
অতীব সুন্দর
@mdakber8001 Жыл бұрын
আমার দৃষ্টিতে যুগের শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত এর শিল্পী ফিরোজা বেগম, অনেক অনেক ধন্যবাদ ঢাকা টঙ্গী হতে।
@santimoypramanik9823 Жыл бұрын
আমি চাই আপনার পুনর্জনম। ঈশ্বর আমার এ প্রার্থনা পূরণ করুন। 🙏🙏🙏🙏
@nusratkamal9884 Жыл бұрын
অনবদ্য !!! অসাধারণ !!!
@mofizvara3010 ай бұрын
নজরুলের প্রতিটি গানই মন ছুঁয়ে যায়। এই গান গুলো যুগ যুগ বেঁচে থাকবে।
@asitkumarpaul1110 Жыл бұрын
Osadharon Video Post. Congratulations.
@GLOAMMoustafa3 ай бұрын
Mind blowing.i am speechless.
@mostofa22745 ай бұрын
হায় নিলুফার! ভাবিনি কখনো তুমি হবে অন্য গগনের তাঁরা....কত যুগ ধরে আমি আজও কেঁদে কেঁদে হই দিশেহারা....বসন্তের কোকিলের মতো ডেকেও ; তুমি দিলে না সারা......😢😢
@dr.mahbub-ulhaque7297 Жыл бұрын
বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নজরুল গীতিগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়।তা যদি হয় ফিরোজা বেগম ও মো: সোহরাব হোসেনের কন্ঠে।
@five11concept4 ай бұрын
কবি নজরুল এর গান আমার জীবন, প্রানের একটা অংশ।
@sanghamitradhara83303 ай бұрын
Awesome 🙏
@ilasaha4494 ай бұрын
অনবদ্য অসাধারণ বলিলেও, কিছু ই বলা হয় না। এসব গান চিরায়ত, তুলনা হীন। ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
It is good collection no doubt, but I like to get the songs "CHITODIN KAHARO SAMAN NAHI JAI" and "PRATMAR MAJHE PRATI MAA BIRAJE" in another collection. Thannk You.
@sandipaine1217 Жыл бұрын
Osonkhyo dhonyobad!
@victordey6692 Жыл бұрын
কথা , সুর আর কন্ঠ যেন তিন সাগরের সঙ্গম ।
@PrabirSaha-hd4ik Жыл бұрын
Nice Comment. 🙏
@true25fpsgamer6110 ай бұрын
@@PrabirSaha-hd4ik Q&AqqaqQQ&A bio
@SudarsanSarkar-l6v4 ай бұрын
My.mind.is.fullfilled.hearing.these.songs....
@zislam7003 Жыл бұрын
নজরুল আছে এবং থাকবে বাঙ্গালীর অন্তরে
@siddeshswarmondal4038 Жыл бұрын
ফিরোজা বেগমের নজরুল গীতি আমার খুব ভালো লাগে। কিশোর বয়স থেকে তার গান শুনছি।মত শুনছি তত্ই মুগ্ধ হয়ে উঠছি। বাঙালি র অন্তরে অমর হয়ে থাকবেন।
@sarmisthadas4019 ай бұрын
Excellent
@sudiproy48356 ай бұрын
অনবদ্য অসাধারণ
@abdulmatinchowdhury3974 Жыл бұрын
Excellent, অপূর্ব খুবই সুন্দর সুন্দর
@tandraghosh31010 ай бұрын
আহা আহা কি সুন্দর গান
@krishnasau35959 ай бұрын
Very very very sweet
@KallyanHalder Жыл бұрын
হে কবি তোমায় অকুণ্ঠ প্রণাম।
@sushilhazra870511 ай бұрын
Very very nice
@amitasatpati38738 ай бұрын
Outstanding songs......
@joyeetaroy7119 Жыл бұрын
Opurbo laglo❤
@mdilias47 Жыл бұрын
হে কবি তোমাকে বুক ভরা শ্রদ্ধা ও সালাম আর ফিরোজা বেগম কে আমার ভালোবাসা।