আমি পশ্চিম বাংলার মানুষ, আগে কোনদিন বাংলাদেশের নাটক/শর্টফিল্ম দেখিনি। গত কয়েক দিন ধরে দেখছি, আমি মুগ্ধ, অভিনয়, গ্রন্থনা, নির্দেশনা, সর্বোপরি গ্রামবাংলার লোক গানের মত জীবনের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে নাটকের গল্পো নির্বাচন। তার মধ্যে আর্থ সামাজিক দৃষ্টি কোন থেকে সংলাপ এর সঠিক প্রয়োগ। আর অভিনয় এবং সংলাপ প্রক্ষেপণ অসাধারন। জীবনের প্রকাশ তোমাদের নাটকে অনেক প্রাণবন্ত। আরো সমৃদ্ধ হোক বাংলা সংস্কৃতি তোমাদের হাতে, এই কামনায়.............
@pulpy44093 жыл бұрын
বৃন্দাবন দাশ এর রচনার সব নাটক দেখতে পারেন , অসাধারণ সব নাটক তার রচনায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
@ranachowdhury81853 жыл бұрын
হাড়কিপটে ও সাকিন শাড়ি শুঁড়ি নাটক ২ দেখবেন, অন্য রকম অভিনয় করেছে সবাই। খুব ভালো লাগবে
@mdsorowerhossain80513 жыл бұрын
আমার এই ছোট্ট দেশের সুস্থ ধারার সংস্কৃতিকে এতটা সম্মান দেওয়ার জন্য তোমাকেও সাধুবাদ জানাই, বাংলাদেশ সাতক্ষীরা থেকে....
@ujjalroychowdhury74253 жыл бұрын
আমাদের দেশের নাটক আসলেই অনেক সুন্দর।
@islamerallo12713 жыл бұрын
Thanks vai Bangladesh k proshongsha korar jonno
@Sk1694khan3 жыл бұрын
সাকিন সারিসুরি নাটক কে কে দেখেছেন??
@QuickHistoryBitesMurad3 жыл бұрын
Khob vlo natok
@shariful96213 жыл бұрын
arokom natok hoi na
@sukhenexampreparation..78663 жыл бұрын
Ai rkm natok ar hbe na.
@MilonKhan-pp9xb3 жыл бұрын
ভাই আমি তিন বার দেখছি,,, তাও মন ভরে না আরো মন চায় দেখি
@md.sujauddin8853 жыл бұрын
সর্বশ্রেষ্ঠ নাটক সাকিন সারিসুরি
@hasibulhasanmamun11883 жыл бұрын
ভাষার বিকৃতি, উদ্ভট কাহিনী আর কাতুকুতু দিয়ে জোর করে মানুষ হাসানোই শুধু নাটক নয়। বর্তমানে প্রচলিত নাটকের নামে যে অখাদ্যগুলো মানুষকে খাওয়ানো হয় এর বাইরেও যে সুন্দর সাবলীল শিক্ষণীয় কিছু নাটক আছে বৃন্দাবন দাস স্যারের এই সৃষ্টিগুলো তার প্রকৃষ্ট উদাহরণ। অনবদ্য অভিনয়, অসাধারণ বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ সব মিলিয়ে নাটকটিকে একটি কমপ্লিট প্যাকেজ বলা যায়।
২০২৩ এ এসে এই নাটকটা দেখছি।এই নাটকটা কম করে ১৫/১৮ বছর আগে বানানো।এত পুরোনো গ্রাম বাংলার পরিবেশ এখন নেই বললেই চলে।আর অভিনয় যেনো মনে হচ্ছে একদম সত্যি প্রতিচ্ছবি দেখছি সামনে।প্রতিটি চরিত্র যেনো প্রানবন্ত। আজকারকার নাটকে ভালোবাসা আর নিউডিটি ছাড়া কোন টপিক নেই।দেখতেই ক্রিঞ্জি লাগে।আর এইসব নাটক দেখতেই মন ভরে আসে। একটা ব্যাপার কেও খেয়াল করেছেন? ১ কেজি আটা, ১ কেজি চিনি আর ২৫০ গ্রাম চা পাতার নাম টোটাল ১৯০ টাকা। আহা সেই বাংলাদেশে।ভীষণ ফিরে যেতে মন চায় এমন দিনগুলোতে।কি সোনালী সময় কেটেছে সেই সময়কালে
@mdosamababu7456 Жыл бұрын
বৃন্দাবন দাস এর নাটকের শেষ মানেই কান্না।তিনি যে এত সুন্দর নাটক কি ভাবে লিখেন।অসম্ভব ।অনেক অনেক ভালো বাসা রইলো দাদা।❤❤❤
@fayjulshamim68703 жыл бұрын
বাংলার ঘরে ঘরে যদি এমন দুই ভাইয়ের বউ মিলে মিশে থাকতো তাহলে কোন দিন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না সংসার ভেঙ্গে যেতো না,,
@chandanabiswas96633 жыл бұрын
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি .....বৃন্দাবন দাস দাদার রচিত নাটক গুলি অসাধারণ ..চণ্চলদা খুশী দি এঁদের অভিনয় ... ভাষায় প্রকাশ করা অসম্ভব ......সত্যি বলতে কি বাংলাদেশের প্রত্যেক শিল্পীই অসাধারণ .....ভীষণ ভীষণ ভলো লাগলো ৷ আপনারা সব্বাই খুব ভালো থাকুন ৷💐
@shoayebmahmud56223 жыл бұрын
বাংলা ভাষাভাষীদের কাছে সবচেয়ে প্রিয় বাংলাদেশী নাটক। আর যদি হয় লাভলু,বৃন্দাবন ও হুমায়ন আহমেদের তাহলে কথা নেই।
@chetonabaaz72983 жыл бұрын
Kolkatar banglish bhashabhashi bangla natoker khoj peyechay aie lockdown ay eta borabori bangladesher chilo,kolkatader jonno shiliguri train vromon,feni nodir pani betoron ittadi koreo tara amader upohar dilo abrar fahader lash....
@iNoxux3 жыл бұрын
tu dis ok maman c'est bon. Je te le dis à chaque fois. c'est bon
@razaulhoque42753 жыл бұрын
@@chetonabaaz7298 এলো
@razaulhoque42753 жыл бұрын
@@chetonabaaz7298 ে
@udayali48373 жыл бұрын
Right 💟🇮🇳
@mdjamal-hl5pv3 жыл бұрын
বৃন্দাবন দাসের রচনায়। শাহনাজ খুশি আর চঞ্চল চৌধুরী অভিনীত মানে শিক্ষনীয় কিছু গ্রামগঞ্জের বাস্তব গল্প। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ। বাহরাইন থেকে বলছি
@arifjanarifjan58553 жыл бұрын
আপনার সাথে যোগাযোগ করা যাবে
@mrsriya80082 жыл бұрын
পাবনার ভাষায় নাটক অসাধারণ সুন্দর। বৃন্দাবন দাস 'শাহনাজ খুশি 'চঞ্চল 'হুমাইরা হিমু এদের অভিনয় দেখলে মনেই হয় না নাটক দেখতাছি মনে হয় বাস্তব জিবনটা চোখের সামনে। এত বড় মাপের অভিনেতা অভিনেত্রী আছে বোলেই বিনোদনের দিক থেকে বাংলাদেশ এগিয়ে।
@sumonacooking40043 жыл бұрын
সন্তান না হওয়ার যে কষ্ট যার সন্তান নেই সেই বোঝে
@ArifArif-5503 жыл бұрын
এরকম সুন্দর নাটক অার বাংলার মানুষ দেখে না ! কতো সুন্দর কাহিনি ৷ বাস্তব জীবনের মতো ৷ অার এখন সময়ের নাটক ফ্যামিলি নিয়ে দেখা যায় না ৷ নাটক এ এখন শুধু প্রেম ভালবাস চলে ৷
@shiboprosadganguly42853 жыл бұрын
এটিএন বাংলার উপস্থাপনায় 'কোয়াক' নাটক টি দেখে মুগ্ধ হলাম । সকল কুশীলব কে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং এই রকম একটি নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
@voicewithme46303 жыл бұрын
কারা সিনেমার চাইতে ও বেশি বাংলা নাটক দেখেন?
@g.msayed83073 жыл бұрын
Via ami asi
@AnwarHossain-jr5sd3 жыл бұрын
আমি
@subhasishdas79833 жыл бұрын
আমি এপার বাংলার মানুষ। নাটকটি দেখে বহুদিন পর চোখে জল এলো।এত সুন্দর এত আন্তরিক অভিনয়,নিঃসন্তান পিতামাতার শুধু নয় একটি পরিবারের যে বেদনা মূর্ত হয়ে উঠেছে নাটকে তা মনকে আবিষ্ট করে রাখে অনেকক্ষণ। প্রত্যেক অভিনেতা অভিনেতৃ তাদের সেরা অভিনয়টুকু উজাড় করে দিয়েছেন। সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
@121l3 жыл бұрын
ঠিক বলেছেন
@mahabubmridha94462 жыл бұрын
আমার দেশের নাটক দেখে, আমি অভিভূত হই সবসময়। শাহনাহজ খুশি আপা অসাধারণ অনবদ্য, তার অভিনয় অনেক উঁচু লেভেলের। তার সাথে আছে চঞ্চল চৌধুরী, বৃন্দবন দাসের রচনা এক কথায় অসাধারণ।
@MdMijan-bp6oc3 жыл бұрын
নাটক খুব সুন্দর হইছে , অনেক শিক্ষা মুলক ছিল, চন্চল ভাই, বৃন্দাবন দাস,শাহনাজ খুসি,সবার অভিনয় অসাধারণ হইছে,
@rajibmia11243 жыл бұрын
কসম এই প্রথম কোনো দুই ভাবির এতো মিল দেখলাম,,,,🥰🥰🥰
@nurhossain5072 жыл бұрын
অসাধারণ নাটক... এই নাটকে কমপক্ষে দশ মিলিয়ন ভিউস হবেই হবে..,❤️💯🇧🇩👌💯💯🇧🇩
@thelocalboysk13513 жыл бұрын
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া কোচবিহার জেলার বাসিন্দা।চঞ্চল বাবু এবং বৃন্দাবন বাবুর ফ্যান। খুব ভালো লাগে বাংলাদেশের এই ছোট বই গুলো দেখতে আর খুব ইচ্ছে করে বাংলাদেশের সুজোলা সুফলা গ্রাম বাংলা অর্থাৎ কবি জোশিমুদ্দিনের লেখা পল্লী বাংলা দেখার । আর সত্যি ভালো লাগে মানুষের মুখে শোনা বাংলাদেশের অতিতীয়থা যা সত্যি শেখার একটা বিষয়। বাংলাদেশের নাটকের আরও অনেক উন্নতি হোক আমরা বৃন্দাবন বাবুর রচনা করা মনোমুগ্ধকর আরও অনেক নাটক দেখার ইচ্ছে রইলো । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@Md.Alamin-cd5jm4 ай бұрын
দাদা আপনাদের দেশটা দেখার খুব ইচ্ছুক।
@Md.Alamin-cd5jm4 ай бұрын
আমার অনেক দিনের আশা ভারতে যাবো।
@TheMedTechVisionary3 жыл бұрын
আমি পশ্চিমবাংলা থেকে বলছি 😊 বাংলাদেশের এই নাটকগুলো 🎬 এককথায় অসাধারণ 👏✊👍 ও অনন্য ❤❤❤💐💐💐 বিশেষ করে গ্রামবাংলার প্রেক্ষাপটে রচিত এই নাটকগুলো অতুলনীয় 👍✌🤟👌🙏
@princekanu76433 жыл бұрын
বৃন্দাবন দাসের, হাড় কিপটে সাকিন সারিসুরি ,এই দুটো নাটক দেখবেন মন ভরে যাবে। কখনো ভুলবে না নাটকগুলো অসাধারণ অভিনয় এবং কথা বাংলাদেশ নাটক আরো দেখতে মন চাইবে
@ashikurrahman15203 жыл бұрын
উরে যায় বকপক্ষী নাটক টি দেখার আমন্ত্রণ রইলো।
@sukhendas19832 жыл бұрын
সবার অভিনয় দারুন বড়ো ভাবির অভিনয় অসাধারণ 👍
@songlover32543 жыл бұрын
কি নাটক রে ভাই! আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার যোগ্য।
@mrrandom96403 жыл бұрын
বৃন্দাবন দার নাটকগুলো দেখলেই চোখে পানি এসে যায়। হুমায়ুন আহমেদ স্যার এর পর ওনার নাটকগুলো বেশি ভাল লাগে।লাভ ইউ বৃন্দাবন দাস ❤️❤️❤️
@shishirsarkar92403 жыл бұрын
মনটা ভরে গেলো আন্দাদে চোখে জল এসে গেলো অসাধারণ
@habiluddin58843 жыл бұрын
অসাধারন গল্প, সংলাপ, দেশের গ্রাম-বাংলার বাস্তব কাহিনী ফুটে ওঠেছে। খুব গর্ব লাগে আমাদের একজন বিন্দাবন দা এবং চঞ্চল দা আছে, শ্রদ্ধা তাদের জন্য। এগিয়ে যাক বাংলা সংস্কৃতি, এগিয়ে যাক বাংলা নাটক।
@arfinmokim60642 жыл бұрын
নাটক দেখে হাসছি এবং আবেগে অনেক চোখের পানিও ঝোরছে 😍 এইসব নাটক যদি আমাদের দেশের মা বোন গুলো দেখতো তাহলে আর স্টার জলসা আর জি বাংলা দেখতো না
এতো সুন্দর নাটক এখনো বাংলাদেশেই সম্ভব, হ্যাঁ, আমি একজন গর্বিত ভারতবাসী হিসেবেই সত্যিটা বলেছি। নাটকটি দেখে সর্বোপরি আমি অভিভুত,আপ্লুত
@ronykunfu3 жыл бұрын
amader Bangladesh Natok valo South indian Movie onek valo
@ashikurrahman15203 жыл бұрын
উরে যায় বকপক্ষী নাটক টি দেখার আমন্ত্রণ রইলো।
@শাকিলআহমদ-ম৩ছ Жыл бұрын
❤❤❤
@delhk2443 Жыл бұрын
এককালে কলকাতায় বড় বউ , ছোট বউ ' মেজদির মত ছবিও আমাদের দেশের মানুষের খুব ভাল লাগত। কালের পরিক্রমা! শর্ট কার্টে জনপ্রিয়তা লাভ আর টাকার প্রয়োজনটা তাদের বেশি এখন। তাই সমাজের ভাবনা তাদের মাথা থেকে উঠে গেছে!
@prasantasen78103 жыл бұрын
বৃন্দাবন দা আপনার ব্যাবসা চঞ্চল দার চিকিৎসা আপনার দের সবার অভিনয় অসাধারন ভাল থাকবেন শিলিগুড়ি ভারত
@bappadityabiswas39023 жыл бұрын
বৃন্দাবন দাসের গ্রাম বাংলার নাটক মানেই অসাধারণ নাটক ।
নাটকটা আমার কাছে খুব সুন্দর লাগছে বড় ভাই কখনো ছোট ভাইয়ের খারাপ চায় না সুখী পরিবার সামাজিক নাটক
@realchannel51003 жыл бұрын
বৃন্দাবন দাশ এর নাটক অনেক বাস্তবতার সাথে মিল থাকে তাই খুব ভাল লাগে। ‘সার্ভিস হোল্ডার’ নাটক দেখার পরে বাংলাদেশ এর নাটক এর একজন ফ্যান হয়েগেছি।
@princekanu76433 жыл бұрын
সুযোগ পেলে বৃন্দাবন দাসের সাকিন সারিসুরি এবং হারকিপটে এই দুটো নাটক দেখে নিবেন
@yeaminmim73313 жыл бұрын
মনে হচ্ছে অভিনয় না বাস্তব হচ্ছে সবকিছু। এরাই হলো শিল্পী। লাভ উ অল❤️❤️❤️
@gautamsaha7583 жыл бұрын
অতি মজাদার শিক্ষণীয় নাটক ।
@abburrazzak6273 жыл бұрын
কথা বলার ছিল
@abburrazzak6273 жыл бұрын
বলবেন কি
@mdshovon52343 жыл бұрын
শাহনাজ খুশি আর শাহনাজ খুশির দাইলি বা জা যেটাই বলি না কেন এদের দু'জনার অভিনয় সবচাইতে ভালো লেগেছে বর্তমান সমাজে এমন দৃশ্য খুবই কমই দেখা যায় মাশাল্লাহ সবাই খুব সুন্দর অভিনয় করেছে
@milonbarman3 жыл бұрын
আমি পশ্চিমবঙ্গের লোক। দুই বাংলার গ্রামীন, সামাজিক নাটকের মতো কাহিনী ও নাট্য উপস্থাপনা বিশ্বের অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমি ভীষণ উপভোগ করি এই নাটকগুলি। ধন্যবাদ সবাইকে।
@Latif-Pramanik Жыл бұрын
Dui banglar nah Bangladesh er hobe mone hoy
@asadothvuth74833 жыл бұрын
বড় ভাবির অভিনয়টা সুন্দর হয়েছে
@sazidahmedmandal520610 ай бұрын
এই নাটকের সঙ্গে জড়িত সবার প্রশংসা করার মত ভাষা নেই, অসাধারণ, আমি গর্বিত আমি বাঙালি, Bengali is the most Sweetest language of the World
@PriyaPriya-fg2ew2 жыл бұрын
Ki sundor EKTA natok!!!!!!!
@mdfarukhislam7953 жыл бұрын
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়ে অন্য কে দাওয়াত দিয়া
@kuntalyourtube3 жыл бұрын
@@minionssadia4796 bal chere chudir bhai youtube e comment marate ase chutiya
@kuntalyourtube3 жыл бұрын
apnake na bhai jini youtube e namaz porchen take
@ArifurRahman-ke3my3 жыл бұрын
@@kuntalyourtube তাতে তোর কি রে বেটা তোর ভালো লাগে না তো দুরে থাক তুরে কে বলেছে এখানে নাক গলাতে চুপ থাক
@MDYEASIN202063 жыл бұрын
বৃন্দাবন দাশ গ্রামীণ নাটকের দৃশ্যগুলো তুলে ধরে।সবগুলো নাটক অসাধারণ।
@thrilling92793 жыл бұрын
সারিসুরির হানু ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@musayebhasanrayhan41167 ай бұрын
🐘🐘🐘
@arunghosal57323 жыл бұрын
চঞ্চল চৌধুরী কোয়াক ও সবাই দারুন কোনো তুলনা নাই শিলিগুড়ি পশ্চিম বঙ্গ ভারত থেকে
অসাধারন একটি নাটক। বৃন্দাবন দাসের লেখা মানে গ্রামীণ বাস্তব চিত্রকে নাটকের মাধ্যমে দেখানো। কিংবদন্তি নাট্যকার বাংলাদেশের।
@mostofapgcb48313 жыл бұрын
গল্পকথা, উপন্যাস এবং নাটক, টেলিছবি বা চলচিত্রের গল্পকথা যখন একজন লেখক রচনা লিখেথাকেন, তখন তিনি প্রতিটি বর্ণমালা'র রন্দ্রে রন্দ্রে সুচ দিয়ে নকশীকাঁথা সেলাইয়ের মতোকরে প্রবেশ করেথাকেন। #কোয়াক_নামিয়_এই_নাটকটি যদিও আজ অনেকদিপরে দেখলাম, কিন্তু প্রথমথেকেই বেশ মনোযোগদিয়ে দেখার কারনে প্রতিটি চরিত্রের গল্পকথা আমার অনুভূতিতে এমনিভাবেই প্রবেশ করেছিল যে, হাসির স্থানে নিজের অজান্তেই হেসছি। আবার অভিনেতা অভিনেত্রীদের আবেগময় চরিত্রে অভিনয়ের সময়েও নিজের অজান্তেই চোখদুটি ছলছল করে উঠেছে। এখনও বাংলাদেশে ভালোমানের গল্পকার রয়েছে, ঠিক তেমনিভাবে রয়েছে ভালোমনের অভিনেতা এবং অভিনেত্রী। 💖💖💖💖💖💖💖💖✌️💖💖💖💖💖
@sobujmirza65893 жыл бұрын
ভালো লাগলো, এই সব গ্রাম বাংলার নাটক এখন আর পাওয়া যায় না।এই সোনালী অতীত গুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম।
খুব কেঁদে ছি, দেখার পরে, আমিও আমার বউয়ের সাথে খারাপ আচরণ করতাম বাচ্চা হয় না বলে, এখন আপনাদের দোআয় আল্লাহর রহমতে আমার এক ছেলে এক মেয়ে হয়েছে, আমি সবার কাছে বিনতি করে বলি কারো যুদি এই রকম সমস্যা হয়ে থাকে প্লিজ বৌউ কে গালাগালি করবপন না,কারন আপনার যেমন খারাপ বা কষ্ট লাগে আপনার বৌউ তারো একি রকম কষ্ট লাগে,,, ❤️❤️👌👌
@armanprottoy48443 жыл бұрын
♥️
@sanjaysarker71413 жыл бұрын
সত্যি অসাধারণ সৃষ্টি, ভাল লাগলো।
@skalamin35383 жыл бұрын
সবই আল্লাহ পাকের ইচ্ছে
@goutomsamadder86513 жыл бұрын
শানাজ খুশি বৃন্দাবন দাস এবং চঞ্চল চৌধুরী এরা অনেক বড়ো লেভেলের অভিনেতা
@jiyaullaskar3283 жыл бұрын
Dada monoj Pramanik....
@jiyaullaskar3283 жыл бұрын
Dada biddah Sinha mim to a6e.....
@abutaherkhan23912 жыл бұрын
Bu.
@abutaherkhan23912 жыл бұрын
@@jiyaullaskar328 8 L.
@MARahim-ft3zz3 жыл бұрын
এক কথায় অসাধারণ। চোখে এসে গেলো।
@reduanrony28633 жыл бұрын
এমন একটি নাটক আমাদের উপহার দিলেন অসংখ্য ধন্যবাদ সবাই কে এবং নাটক নির্মাতা কে 😍
@কুরআনপ্রচারপ্রচার3 жыл бұрын
ছেলে -মেয়ে যে আল্লাহর অনেক বড নেয়ামত, জিনিসটা ফুটে উঠলো।
@sujonij83163 жыл бұрын
অসাধারণ গল্পের অসাধারণ নাটক।
@mddipumolla97473 жыл бұрын
খুব ভালো লাগে যখন নিজের প্রানের জেলা পাবনা কথা নাটক এর মধ্যে শুনি... #ভালোবাসি_পাবনা❤️❤️❤️
@azijulhaqe33293 жыл бұрын
pagla garot
@jobayerhosen12302 жыл бұрын
বাংলাদেশের নাটকের জগতের সেরা অভিনেত্রী শাহানাজ খুশি
@hasanniloy59843 жыл бұрын
বৃন্দাবন দাশ অসাধারণ ❣️❣️
@md.alomgirhossain58193 жыл бұрын
অনেক দিন চঞ্চল স্যারের নাটক দেখি না,স্যারের অভিনয় অন্য রকম
@rozinaa14503 жыл бұрын
অসাধারণ অভিনয় করেছেন সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে সবাইকেই অনেক সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে
@mdsharifulislam37573 жыл бұрын
চঞ্চল চৌধুরীর নাটক দেখতে খুব চমৎকার নাটক গ্রাম বাংলার ঐতিহ্য ধরনের নাটক দেখার ইচ্ছা করে বারবার
@mdbadhonmdbadhon36613 жыл бұрын
Amro gramer oitiho valo lage
@bangladeshkaiom75263 жыл бұрын
খুশি খুশি কত খুশি সবার মনে খুশিরে, খুশি এবার মা হবে সবার মনে খুশিরে
@rajibofficial_info Жыл бұрын
খুবই অসাধারণ একটি নাটক, নাটক টি দেখার পরে দু চোখের জল ধরে রাখতে পারিনি।। এত সুন্দর অভিনয় আর এত সুন্দর স্টোরি বাংলাদেশি নাটক ছাড়া কখনোই সম্ভব না।।
@mohinulroni54283 жыл бұрын
ম্যান ইজ মটাল "মানুষ মাত্রই ভুল করে" 😁😁😁
@abdulalim-nc9je3 жыл бұрын
😁😁
@taherkhan84983 жыл бұрын
সব লিজেন্ড একসাথে।অসাধারণ নাটক ❤️
@sumaiyaakter-y9d3 жыл бұрын
man is mortal😁মানুষ মাত্রই ভুল করে😁😁
@guitarmamun70532 жыл бұрын
সত্যিই অনেক সুন্দর গল্পটা
@শ্রীভূমিপঞ্চমপোদ্দার Жыл бұрын
সেরা..... সেরা নাটক ❤💙💚 কলকাতা থেকে প্রতিদিন আপনার নাটকে নজর
@mdhabiburrahman6633 жыл бұрын
এতো ভালো ভালো নাটক গুলো থাকতে বিভিন্ন দেশের নাটক মানুষ দেখে কোন রুচিতে আমি বুঝতে পারি না।
@shibaprasadchattaraj25833 жыл бұрын
সত্যি খুবই সুন্দর মনস্তাত্ত্বিক ছবি দেখালেন। খুবই মরম স্পরশি। ধন্যবাদ ভারত থেকে।
@josimuddin4883 жыл бұрын
সামাজিক সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য যত কলাকুশলী আছে সবাইকে শুভেচ্ছা
@mdBillal-ql4nx3 жыл бұрын
💘
@chandanlahiri76483 жыл бұрын
সব কিছু খুব ভালো লাগলো। নাটকে দেখানো ঘটনাস্থল যদি সত্যিই পাবনার চাটমোহর হয় তবে ৫৫-৫৬ বছর আগের চাটমোহরের সাথে আজকের এই চাটমোহরের পার্থক্য নাই বললেই চলে। আমি পশ্চিম বাংলার লোক। কোনদিন পূর্বপুরুষের দেশ বাঙলাদেশ দেখিনি।প্রচুর গল্প শুনেছি। তবে আমি আমার প্রয়াত শ্বশুর মশাইয়ের কাছে চাট মোহরের অনেক গল্প শুনেছি। তিনি সেখানকার হাইস্কুলের শিক্ষক ছিলেন। তিনি ১৯৬৪ সালে তাঁর সহকর্মী মুসলিম শিক্ষক দের পরামর্শে সপরিবারে চাটমোহর ত্যাগ করে চিরদিনের জন্য কলকাতার পাশে হাওড়াতে চলে আসেন। কিন্তু তিনি আমৃত্যু চাটমোহর ও তার বাসস্থান পাবনার হরিপুরকে এক মূহুর্তের জন্যও ভুলতে পারেননি।
@PROTIBADI-KHANTO3 жыл бұрын
শত হলেও জন্মস্থান
@freelife2346 Жыл бұрын
aha re
@suvojitgacha58772 жыл бұрын
অসাধারণ কাহিনী, অসাধারণ তার পরিবেশনা.... সত্যিই মুগ্ধ বাংলাদেশ।। 🙏👌👏👏👏
@NirmalDas-j6k8 ай бұрын
জয় শ্রীকৃষ্ণ একমাত্র সনাতন ধর্ম ই শান্তির ধর্ম ভগবান নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন হরে কৃষ্ণ
@user-rafik5793 жыл бұрын
মনটা ভরে গেল দারুন নাটক এখন আর এরকম নাটক হয় না।
@monirhossian49903 жыл бұрын
আমি অনেক সিনেমা টেলিফিল্ম দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশের নাটক পৃথিবীর সবচেয়ে সুন্দর
@vaberdotora81373 жыл бұрын
Salute Brindaban Das one of the best writer also an actor
@sijanmiya41113 жыл бұрын
ব উশরই
@sadaydebnath1285 Жыл бұрын
... Very nice...! Excellent...! So nice story...! ... From Kolkata West Bengal India🇮🇳🇮🇳🇮🇳...
@BD-nr6fi2 жыл бұрын
প্রশংসা করার মতন ভাষা নাই,,এটাই আমাদের বাংলা নাটক,, এটাই প্রকৃত গ্রামবাংলার প্রতিচ্ছবি❤️ চোখে পানি চলে আসছে,,
@JahidKhan-re9yv3 жыл бұрын
যাদের আবেগ বেশি তারা নাটকের শেষ অংশটুকু না দেখায় ভালো।।চোখে পানি আসতে পারে।।
@kolponamoyipori19273 жыл бұрын
😭😭😭😭
@udayali48373 жыл бұрын
Atai abeg💙🇮🇳
@lifelineSRE3 жыл бұрын
হয় গো ভাই
@kamolkrishnoray46192 жыл бұрын
নাটকটার শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না,,আর এতো সুন্দর একটা মেসেজ দিল,,, এক কথায় অসাধারণ নাটকটা।/২০২৩,,,,🌹2023🌹
@MdBabla-mm6xr Жыл бұрын
গ্রাম বাংলার নাটক, এমনি হয়া উচিত,হারিয়ে গেছে কালের বিবর্তনের,, অনেক সুন্দর সুন্দর,,গ্রাম্য নাটক বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিক
@ruizashan99193 жыл бұрын
"Man is motal"manush matroy vhul😂 lv frm India❤️
@ukbd30543 жыл бұрын
🤣🤣
@HridoyHasanEmu2 жыл бұрын
😇এই হলো বাংলা নাটক😇
@skmusicvideo41353 жыл бұрын
বাংলাদেশের নাটক শ্রেষ্ঠ নাটক, হুমায়ুন আহমেদ, লাভলু ভাই, আদিবাসী মিজান, মোহন খান, আল হাজেন এদের নাটক একবার যে দেখবে সে আর মুভি দেখবে না।
@yasinmridha93902 жыл бұрын
এক কথায় অসাধারন নাটক,❤️❤️❤️
@Rifathossain3593 жыл бұрын
মার,মার দেখি 1,2,3 মার😆😆 সেই লেভেলের ডাইলোগ😂😂
@pasa66193 жыл бұрын
নাটককের প্রথম দিকে ভাবছিলাম মনে হয় কমেডিয়ান নাটক, কিন্তু না অনেক কিছু শেখার আছে লাস্টের ওই দুই মিনিটে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ নাটক।
@lovelyrahim89302 жыл бұрын
আসলে নাটকটা অনেক সুন্দর যেমন কাহিনি সবার অভিনয় অসাধারণ
@mdshaponkhan70982 жыл бұрын
আমিও লাস্টে চোখের পানি ধরে রাখতে পারিনি।
@indranildutta87862 жыл бұрын
আমি আপনার সাথে একমত। বিশ্বাস করুন অনেক চেষ্টা করেছিলাম কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, শেষ টা চোখে জল ই এনে দিলো।
@ধানশালিকেরদেশে3 жыл бұрын
বাংলা নাটকে জাস্ট সুপার হিট এই মানুষ গুলো।।
@mahinahmed85273 жыл бұрын
বাংলা "নাটক" আর তার গল্প যেন সপ্নের দেশে বাস্তবতার প্রতিচ্ছবি!
@sagorkhan2553 жыл бұрын
শেষ টা অসাধারণ চোখে পানি আসছে
@ratankumer8343 жыл бұрын
বৃন্দাবন দাসের নাটক অসাধারন, বাস্তবতায় রূপ দিতে পারে । বৃন্দাবন দাদা খুশি আপা ভালো থাকবেন সারা জীবন দোয়া রইল
@pralayshankardash89663 жыл бұрын
Just amazing,, with love from kolkata
@mohsinalamaz98363 жыл бұрын
নাটক টা অনেক ভাল লেগেছে 🥰 ধন্যবাদ পরিচালক ও অভিনেতা অভিনয় করেছেন
@thegloryshop64603 жыл бұрын
What aaaa finising...chokher pani atkate pari nire bhai..brindabondas n all artist hats of u...ekhonkar diner bechlor point o family crisis name er oslil ovodro natoker artist der onek kichu sikhar ache...