শুরুর সালাম থেকে নিয়ে শেষের দোয়া চাওয়া পর্যন্ত প্রতিটি কথাই হৃদয় ছুঁয়ে গেছে।
@habibrahaman25382 ай бұрын
Many many Thanks
@kamalmiah74512 ай бұрын
আমি France থাকি আমার বাসার পাসে ডক্টর ইউনুস স্যারের নামে একটা রোড,মানে রাছতার হইছে
@rubelmiah88912 ай бұрын
সুদের বেপারী জাত ভাই
@NazrulIslamMohammed-o3z2 ай бұрын
@@rubelmiah8891 আপনি কতজন কে কর্জে হাছানা দিয়েছেন ?
@AyonOnTheGo2 ай бұрын
@@rubelmiah8891 ব্যাংক ব্যবস্থা সারা বিশ্বেই রয়েছে এবং আরব গল্প দেশ গুলিতে ও রয়েছে,,তো কাউকে নিয়ে না অযাচক মন্তব্য করবেন না,, ধন্যবাদ
@rifatrad5702 ай бұрын
আমি আমার ৩২ বছর বয়সে এই প্রথম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সম্পূর্ণভাবে শুনলাম আমি মুগ্ধ হয়ে শুনেছি এবং দেখেছি, এরকম একজন রাষ্ট্রনায়কের কথা শুনে মনে হল আমি বাঙালি হিসেবে গর্বিত, জানিনা ভাগ্যে দ্বিতীয়বার আর কারো বক্তব্য শোনা হবে কিনা, উনার মত যদি আমরা একজন রাষ্ট্রনায়ক পেতাম আমাদের সাধারণ মানুষের যত চাওয়া পাওয়া আছে মনে হয় সবকিছু ঠিক হয়ে যেত, আমাদের দেশটাও কোনদিন বাস্তবে মধ্যম আয়ের দেশ থেকেও ইউরোপিয়ান দেশগুলির মত হয়ে যেত, স্যালুট জানাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার কে দীর্ঘজীবী হন এবং দেশের জন্য কাজ করে যান আমরা সাধারন মানুষ আপনার পাশে আছি। ❤🇧🇩
@MizanKhan-to3pf2 ай бұрын
জিবনে প্রথম এমন রাস্ট্র প্রধান কাছ থেকে এতো সুন্দর বক্তব্য সুনলাম ❤ আলহামদুলিল্লাহ
@mdgaffar57252 ай бұрын
দুষ্ট লোকের মিষ্টী কথা কখনও ভুলিতে পারেন?রুহিঙ্গারা বাংলা দেশের বিষ ফোঁড়া! তাদের কে বাংলাদেশে স্হায়ী স্হান দেওয়া উছিৎ নয়।তারা মায়ারমারের স্হায়ী নাগরিক আরাকানের বাসিন্দা হয়। না হয় ২য় ইস্রা রাইলে পরিনত হবে চিন্তা করে বুঝেন দেশে সমস্যা হবে।
@TaiybaMazumder2 ай бұрын
মাশাআল্লাহ জীবনের প্রথম রাষ্ট্রনায়কের একটা বক্তব্য শুনে কলিজা মন দুটোই ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যেন উনার সকল কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে আমিন,
@mdazharelahi20092 ай бұрын
অঝোর ধারায় কান্না করছি। কী বলবো ভাষা খুজে পাচ্ছিনা। এতো সুন্দর বাচনভঙ্গী, এত কোমলতা, এত রসালো, হৃদয় নিংরানো কথা, এতো সহজ উপস্থাপন করা, সত্যিই শৈল্পিক বিষয়.... হাজার সালাম স্যার, কী কী করতে পারবেন তা জানি না, তবে মনটা আজকে ভরে গেলো, চোখের পানি থামছেই না......
@ShamimaShammi-ce1ww2 ай бұрын
সত্যি এত সুন্দর করে গুছিয়ে কথা বলা যায় 🥹🥹তাও আবার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তা ভেবে ই চোখ ছলছল করছে 🥹🥹 মনে হচ্ছে দেশটা কে এই নতুন প্রজন্ম একজন যোগ্য ব্যক্তির হাতে ই তুলে দিয়েছে।🫡 স্যালুট স্যার আপনাকে পরানটা ভরে গেল 🥹🇧🇩ভালোবাসি তোমায় দেশ 🇧🇩মা🇧🇩
@Md.MostofaKamal-c2k2 ай бұрын
0:27
@poripurnoshanti35792 ай бұрын
আলহামদুলিল্লাহ। স্যারের বক্তব্যে কতটা সীমাহীন আন্তরিকতা , হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশিত হচ্ছে । সত্যিই অতুলনীয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
@mdshahabuddin67422 ай бұрын
শিক্ষিত লোকের বক্তব্য যে এত সুন্দর ঠান্ডা মন ভরে গেল
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@Sihab-ue2ip2 ай бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡@@indiandilip01
@mdmofijulalam43642 ай бұрын
@@indiandilip01মেন্টাল
@armanaj18142 ай бұрын
@@indiandilip01তর মদি বাপের তে বাল কেইসে। তর মদি বাপে খালি হিন্দু মসলিম সারা আর কিসু পাইনা। তর বাংলাদেশ নিয়া ভাবা লাগবনা।
@shezonkhan38322 ай бұрын
ধন্যবাদ ডঃ ইউনুস সাহেব আপনার মাধ্যমেই বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায় । ইনশাআল্লাহ
@Mdjoymahamud50212 ай бұрын
মনে হচ্ছে স্যারের কথাগুলো আরেকটু শুনি এত বড় বক্তব্য তুলে ধরলেন কত সুন্দর এবং নিখুঁতভাবে কোন পেপার কিংবা লিখিত বক্তব্য ব্যতীত কথাগুলো মনে হচ্ছে হৃদয় থেকে তুলে ধরতেছেন। প্রত্যেকটি বিষয়ে টুকটাক টাচ করে গেছেন ওনি, তার পাশাপাশি যারা দুই স্বাধীনের জন্য রক্ত দিয়েছে তাদেরকে উনি ভূলে যাননি। যারা অসুস্থ হয়ে হসপিটাল রয়েছে তাদেরকে ভুলে যাননি এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেউ ব ভুলে যাননি । আমরা এরকম একজন নায়ক চাইছিলাম রাষ্ট্রের জন্য । যে কিনা রাষ্ট্রের জন্য অনেক অনেক অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে দোয়া রইল স্যার আপনার জন্য আপনার জন্য, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যেন আপনাকে আল্লাহতালা রহমতে আপনাকে হেফাজত করেন এবং সুস্থ রাখেন।
@ahnafnajibal54542 ай бұрын
এটা লিখিত। সামনে আছে ভাই। অনেক সুন্দর একটা বক্তব্য
@MdAsraful-xd5qj2 ай бұрын
মাননীয় প্রধান উপদেষ্ঠা ডা. মো. ইউনুস,, আপনার বক্তব্য শুনার পর অসংখ্য মানুষের হৃদয় থেকে অসংখ্য অভিনন্দন❤, আমাদের দেশের এই করুন পরিস্থতিতে আপনার মতো একজন মানুষের নেতৃত্ব এদেশে দীর্গ স্থায়ী হওয়াটা খুবই প্রয়োজন,, এদেশের ১৮কোটি জনতা আপনার সাথে আছে ইনশাআল্লাহ,, কারো কথায় কান না দিয়ে এগিয়ে যান,, মহান আল্লাহপাক আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ,, পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি।। আমিন।।
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
ভাই কোন পরিস্থিতিতে কোন বক্তব্য দেওয়া লাগে এটা কি আপনার জানা আছে। এটাকি রাজনৈতিক মঞ্চ? যে খেলা হবে, খেলা হবে চিল্লাইয়া আপনি আসোর জমাইতে বলছেন।
@BDEducation24hr2 ай бұрын
৮৪ বছর বয়সে এসেও এত সুন্দর, সাবলীল ভাষণ,সত্যিই মুগ্ধ হলাম।❤❤❤
@munsurali41842 ай бұрын
😊❤😢
@MdRahmot-rh2pc2 ай бұрын
Thank you ❤❤❤ জীবনে প্রথম এমন সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে শুনলাম।sir এর প্রতিটি কথা যেন বাস্তবায়ন হয় এই আশা প্রত্যাশা করি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন, আমীন।
@humayunkabir34272 ай бұрын
খুবই গুরুত্বপূর্ণ ভাষন। দোয়া করি আল্লাহ স্যারকে সুস্হতা ও হায়াতে হিজিরি দান করুন।
@shirinsultana55492 ай бұрын
আজকে সত্যিই একজন রাষ্ট্র প্রধানের বক্তব্য শুনলাম। যেখানে আছে আশা, নির্দেশনা, ভালবাসা, ভরসা, সর্বোপরি একটা সুন্দর শাবলীল বক্তব্য। আলহামদুলিল্লাহ।
@chondonroy7625Ай бұрын
😊
@AbdulAlim-m8eАй бұрын
@chondonroy7625😮❤
@mdsunny7683Ай бұрын
😮
@rakon23022 ай бұрын
এক অতুলনীয় ভাষণ, শুনে মন প্রাণ জুড়িয়ে গেল, মনে হচ্ছে আবার প্রাণ ফিরিয়ে পেয়েছি দোয়া করি এগিয়ে যান আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো
@FarukchinaShoes2 ай бұрын
আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আপনি স্যারের সমস্ত ওয়াদা বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দিয়ে দিন।
@mdjunayed65002 ай бұрын
ওনার বক্তব্য শুনে বুঝা যাই ওনি কত বড় মাপের শিক্ষিত ও সম্মানের ব্যক্তি।আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। ❤❤
@dinislam75332 ай бұрын
১৮ বছর পর একজন রাষ্ট্রনায়কের বক্তব্য শুনলাম,যা অসাধারণ ও সময়োপযোগী। আল্লাহ ড: ইউনুস সাহেবকে নেক হায়াত দান করুন।
@Q.S__vlog2 ай бұрын
আমিন
@NasrinArachowdhury-r5u2 ай бұрын
বর্তমান উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এর এখন বলা কথা গুলো যেন ভবিষ্যতে বাস্তবায়ন হয় এই আশাই থাকি। (আমিন)🥰
@akash-w5l2 ай бұрын
জীবনে প্রথম এমন রাষ্ট্র প্রধান কাছ থেকে এত সুন্দর বক্তব্য শুনলাম ❤
@mohiuddinahamed18102 ай бұрын
কলকাতা থেকে বলছি,সুন্দর,বাস্তব সম্মত,মূল্যবান বক্তৃতা,ধন্যবাদ।
@Emim92-t1o2 ай бұрын
ধন্যবাদ
@অস্থিরভিডিও-চ৪জ2 ай бұрын
Thank you 👍
@SARWARAHMED-p2b2 ай бұрын
আলহামদুলিল্লাহ,,, খুব মুগ্ধ হয়ে দেখছিলাম আর শুনছিলাম,, আমি আমার জীবনে প্রথম কারো ভাষণ মনোযোগ দিয়ে দেখলাম,,কোন পেপার ছাড়াই তার মন থেকে সবার কথা বললেন,এই ভাষণ শোনার পরে মনে হয় না দেশে আর কোন সরকার প্রয়োজন আছে কোন নির্বাচনের প্রয়োজন আছে,, আমরা সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দেখতে চাই আর অন্য কাউকে নয়।উনার মত সরকার প্রধান এদেশে প্রয়োজন।
@MxMission2 ай бұрын
আরে ভোদায়,,সামনে পর্দায় লেখা দেখে দেখে ভাষন দিচ্ছে,😂😂😅
@sriyad_hossan26892 ай бұрын
খুশি হলাম...আপনারা আওয়ামীলীগ সমর্থন কারী বিরোধীদের বক্তব্য গুলো শুনলে চোখের কালো পিতা খুলে আওয়ামীলীগকে ঘৃণা করা শুরু করবে....ইনশা-আল্লাহ
@mtracademy2 ай бұрын
@@MxMission Tui to vudai.pagla samne pordai lekha thakleo to unar nije age theke bole rakhse.naki onno karo kotha uni bolse.bolod kothakar.nijer kotha age to sajai rakhbe
@sriyad_hossan26892 ай бұрын
@@MxMissionআওয়ামীলীগ হিরো আলমেরও বিরোধীতা করে...আওয়ামীলীগ সরকার জনগণের মনোনীত সরকার ছিলো না কোনোদিন 😂😂😂
@abdullahh6932 ай бұрын
@@MxMissionজারজ লীগের জারজ সন্তানরা কী বলবি আর😂
@Younus98-iy3xn2 ай бұрын
কি লিখব,,,,, এত অসাধারণ বক্তব্য এত মাধুর্য,, চিন্তার এত গভীরতা,,,, ভাষার কোমলতা,,,,, অফ,,,, অবিশ্বাস্য,,, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল
@mdmojaherislam4213Ай бұрын
মাসাহআল্লাহ, ওনার ভাষা ও ভক্তব্যের মধ্যে কোনো খুদ ও পরনিন্দা নেই, অনেক সুন্দর ভক্তব্য দিয়েচেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন♥
@AdvocateAbdulMatin2 ай бұрын
দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চমৎকার গঠন মূলক, গুরুত্বপূর্ণ, বাস্তবধর্মী, জ্ঞানগর্ভ, শিক্ষণীয়, নিরপেক্ষ, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চমৎকার বক্তব্য সত্যি অতুলনীয়, একজন সত্যিকারের রাষ্ট্র নায়কের বক্তব্য এমনি হওয়া উচিত,জীবনে প্রথম এমন বক্তব্য শুনলাম,ড.মুহম্মদ ইউনুস স্যার কে স্যালুট জানাই, বাংলাদেশ দীর্ঘজীবী হউক,
@JakirHussan-d8m2 ай бұрын
আমিন
@rjmamun17452 ай бұрын
কথাগুলো শুনে অনেক ভালো লাগলো দোয়া রইলো আপনার প্রতি।
@Belalhossain-jk4zf2 ай бұрын
আমিন
@mdshohaghoshen49902 ай бұрын
আমি অল্প শিক্ষিত মানুষ,,কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না। শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আনন্দে চোখে জল এসে গেল,, এ যেন প্রত্যেকটা মানুষের মনের কথা বলেছেন,,পুরো ভাষণে কোথায়ও কমতি নেই, হৃদয় নিংড়ানো ভাষণ ।। আমি মনে করি এই ভাষণের মধ্য দিয়ে এবং তা বাস্তবায়নে জাতি আপনাকে চিরকাল মনে রাখবে ।।
@mdarrafirafi19142 ай бұрын
ঠিক বলেছেন
@mdarrafirafi19142 ай бұрын
আমার খুবই ভালো লেগেছে কোথাও কোন পরনিন্দা হয়নি ভাষণ এর মধ্যে
@NurMohammad-ns7wb2 ай бұрын
ঠিক বলেছেন
@shakilbahi32372 ай бұрын
আমার এই ছোট্ট জীবনে এত সুন্দর ভাষণ আমি কখনো শুনিনি। আল্লাহ যেন ডক্টর ইউনুস নেক হায়াত দান ❤❤❤
@diphossain91782 ай бұрын
আমিন আমিন সুম্মা আমিন
@millyyeasmin79042 ай бұрын
Ameen
@AyonOnTheGo2 ай бұрын
আমীন সুম্মা আমীন
@jameesyed50852 ай бұрын
মন্ত্রমুগ্ধ হয়ে জনাবের কথাগুলা শুনে গেলাম এক নিস্বাসে। একমুহূর্তের জন্য স্কিপ করতে মন চায়নি। এত সুন্দর করে গুছিয়ে মার্জিত ভাবে সাহসী বাস্তবধর্মী যে রূপরেখার বর্ননা দিলে তা সত্যি অতুলনীয়। মহান আল্লাহ তার নেক মাকসাত কে পুরন করে দিক। তার হাত দিয়ে আমাদের দেশকে রোল মডেল হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ ❤️🤲
@majharulislamjewel80222 ай бұрын
জীবনের প্রথম জাতির উদ্দেশ্য দেওয়া ভাষন শোনলাম। ডক্টর ইউনুস স্যার কে আল্লাহ দীর্ঘায়ু দান করুন।
@Mayamaya052 ай бұрын
মাশাআল্লাহ জীবনের প্রথম রাষ্ট্রনায়কের একটা বক্তব্য শুনে কলিজা মন দুটোই ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যেন উনার সকল কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে আমিন,,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ আই লাভ ইউ ডঃ ইউনুস স্যার
@MdZakir-k5l2 ай бұрын
আপনার প্রতি দোয়া রইলো দে-শ এগিয়ে যাবে ইনশাআল্লাহ
@EliashRahmanAbir-xq4cw2 ай бұрын
দোয়া করবেন ও ধৈর্য ধারণ করবেন।
@MdAliHossein-b4h2 ай бұрын
আমিন
@MdVai-jy2cn2 ай бұрын
ইনশাআল্লাহ আমরা এক বাংলাদেশ গড়বো ডক্টর ইউনুস স্যারকে অনেক ভালো বাসা শুভেচ্ছা ❤
@jabertechnologyBD2 ай бұрын
মাশাল্লাহ অনেক সুন্দর বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়ে গেলো।❤❤❤❤
@mowazzimhosen76112 ай бұрын
জীবনে প্রথম নিজ দেশের রাষ্ট্র প্রধানের বক্তব্য মনোযোগ সহকারে শুনলাম। ভালোবাসা অবিরাম প্রিয় ডঃ ইউনূস স্যার।
@JahangirAlam-zy8cv2 ай бұрын
, জীবনে প্রথম নিজ দেশের রাষ্ট্র প্রধানের বক্তব্য এতো মনোযুগ সহকারে শুনলাম। ভালোবাসা অবিরাম প্রিয় ডক্টর মোঃ ইউনুস।
@bdblog51872 ай бұрын
Ami oh❤❤
@mobilecom-ie1dr2 ай бұрын
আমিও
@MdkamrulHasankhan-yn9wb2 ай бұрын
৬ বছরের আগে ভোট নয়
@-MunniAkter2 ай бұрын
আমিও
@jabed59212 ай бұрын
যেমন সুন্দর বক্তব্য তেমন সুন্দর উদ্যোগ ধন্যবাদ প্রধান উপদেষ্টা মহোদয় কে।
@IrinAkter-tb5pk2 ай бұрын
আলহামদুলিল্লাহ। একটা মানুষ এতো সুন্দর করে কথা বলে... আল্লাহ আপনি স্যার কে নেক হায়াত দান করেন 🤲
@sohelahmed3292 ай бұрын
❤
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@rafiquddin49112 ай бұрын
@@indiandilip01বেশি বেশি চুলকায় আপনার
@mdmofijulalam43642 ай бұрын
@@indiandilip01মেন্টাল
@অস্থিরভিডিও-চ৪জ2 ай бұрын
Allhamdulillah
@TaniaakterTaniaakter-t2q2 ай бұрын
এই প্রথম কারো বক্তব্য মন দিয়ে শুনলাম কোন লম্বা কাগজের শিট ছাড়াই কত সুন্দর সাবলীল ভাষায় সমস্ত কিছু তার বক্তব্য তুলে ধরেছেন স্যালুট স্যার আপনাকে আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক আর বাংলাদেশ আপনার হাত ধরে এগিয়ে যাক অনেক দূর এটাই কামনা
@sabbirahmed-gt5ux2 ай бұрын
মনের কথা বলেছেন আপু ।❤
@prodipRoy-lc5ul2 ай бұрын
সামনেে লেখা ছিলো, ভালো করে দেখুন।
@titukaisartitukaisar46382 ай бұрын
ভাই আমি আপনার লাইন টা বলতে ছাইচিলাম আপনি বললেন।আসলে কতা গুলো হৃদয় চুয়ে গেছে।
@swuitpotato2 ай бұрын
amin
@europeantraveler76542 ай бұрын
@@prodipRoy-lc5ul ঐটা মাইক্রোফোন হাহাহা!
@subornasormi28012 ай бұрын
আমি কি বলবো কিছুই খুজে পাচ্ছি না আমার জিবনে এত মন দিয়ে কারো বক্তব্য শুনিনাই এক কথায় অসাধারণ
@raihankhan86342 ай бұрын
আজকের ভাষনে আমরা জনগন এতই খুশি হবো যে আপনি যা বলেছেন আমাদের ও চাওয়া এটাই।স্যার আপনাকে সেলুট।
@TanasRahman2 ай бұрын
Long life Dr younus ser
@md.khaledmosharef5247Ай бұрын
😅😅 5:32 6:03,,,
@mdjonaid84632 ай бұрын
গত ৩০ বছরেও এমন বক্তব্য শুনিনি এতো সুন্দর, এত বাস্তব, এতো সাহসী গোছালো, এত উত্তম চিন্তা, এত উত্তম কথা। এক কথায় অতুলনীয় ভাষণ। অবশ্যই দোয়া করি আল্লাহর দরবারে আপনার জন্য।❤❤❤❤❤❤❤
@abdussamad2432 ай бұрын
সহমত পোষণ করছি
@shepon19782 ай бұрын
❤❤❤❤❤
@mdamir.4452 ай бұрын
Apnar boyos koto
@faridlaskar30582 ай бұрын
আলহামদুলিল্লাহ শুকরান চমৎকার বক্তব্য এই প্রথম রাষ্ট্র প্রধানের মুখ থেকে শুনলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত ও হায়াতে তৌয়বা দান করুন
@abdullahal-noor50772 ай бұрын
আমার ৬০ বছর বয়স এরমধ্যে একজন রাষ্ট্রপ্রধানের এমন মনমুগ্ধকর আবেগ জড়িত সাবলীল গঠনমূলক বক্তব্য আর শুনি নাই। স্যার, আপনাকে ধন্যবাদ।
@quantumdelux2 ай бұрын
মাসাআল্লাহ, এতো সুন্দর ও সাবলীল ভাষায় জাতির উদ্দেশে ভাষণ শোনা আমার জীবনে প্রথম।❤ ডঃ ইউনুস❤ স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুক।
@Belalhossain-jk4zf2 ай бұрын
Amin
@জেনেনিনঅজানা2 ай бұрын
এই তো নেতা, যার বক্তব্য দেশের উন্নয়নের কথা, স্বপ্ন আছে। স্যালুট স্যার।
@shahidulislam29282 ай бұрын
মহান আল্লাহ পাক সর্বদাই আপনার সাথে থাকুন। ❤
@habibadnan62862 ай бұрын
আমি একজন বাংলাদেশ পুলিশের কলঙ্কিত অধ্যায়ের সদস্য, আমি আপনার এই সংকটময় সময়ে সর্বদা পাশে থাকবো,এবং আপনার দেখানো সুনির্দিষ্ট পথে নিজেকে নতুন রুপে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, আপনি নির্ভয়ে এগিয়ে যান আমরা আপনার আজকের কথায় অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি, এবং নতুন করে দেশ গড়তে আমরা আপনার সমর্থনে অঙ্গীকারবদ্ধ,
@mdkashembd32702 ай бұрын
পুলিশ এর কাছে একটাই চাওয়া,পুলিশ চলবে পুলিশ এর বিধানে, অন্য কারো কথায় না, শুধকামনা দোয়া,রইলো আপনাদের জন্য
@sheikhsagor22362 ай бұрын
dhonnobad , asha kori aagami din gulite apni shotto o ney er poth a cholben.
@khorshidalam97092 ай бұрын
আলহামদুল্লিহা
@johirulislam88452 ай бұрын
School college vetan free kora hok
@johirulislam88452 ай бұрын
School college vetan free kora hok
@KaiumkhanKaium-g6v2 ай бұрын
আমার ৪০ বছর বয়সে এই প্রথম কোন উপদেষ্টার এত সুন্দর বক্তব্য শুনলাম,, যা আমার অনেক ভালো লেগেছে,, আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে উদার্থ আহবান জানাবো যে, আপনারা উনাকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিন,, আমাদের রাষ্ট্রো একদিন ঠিকই সোনার বাংলা হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, আমি দোয়া করি ডাক্তার ইউনুছ সারকে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আমিন
@selfishworld1392 ай бұрын
❤❤
@Rinkukhan-le8ik2 ай бұрын
আমার মনের কথা আপনার মুখে,,,
@mdmahabubrahaman91912 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@mdtasinmia22412 ай бұрын
আমিন
@sheule-su5nn2 ай бұрын
Right Sir k salam janay
@jahangiralamabrar25642 ай бұрын
সত্যি ওনার কথা শুনতে খুবই ভালো লাগে।ভাবতেই পারিনি এত ভাল একটা মানুষকে আল্লাহ আমাদের জন্য চরম একটা নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন।তাই মহান আল্লাহর কাছে তার জন্য দীর্ঘ নেক হায়াত কামনা করছি আমিন।
@abdulkadir-22352 ай бұрын
আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেছি। এমন সুন্দর বক্তব্য আমার জন্মের পরেও শুনি নাই। সেলুট জানাই ডঃ মুহাম্মদ ইউনুস স্যার কে ❤❤❤
@jakariahossain44382 ай бұрын
আমিও
@jakariahossain44382 ай бұрын
অসাধারণ
@ashiqurrahman85232 ай бұрын
আমার ও একি অবস্থা ভাই। তার বক্তব্যে আমি মুগ্ধ
@jannatulfardaushFaiza2 ай бұрын
same to u❤❤masallah
@aktarhossain52692 ай бұрын
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন সুন্দর গঠনমুলক বক্তব্য আর শুনিনি ধন্যবাদ ডক্টর ইউনুছ স্যারকে
@sajibkhondokar94002 ай бұрын
আমি আমার এই ছোট জীবনে পাঁচ মিনিট কখনো কারো বক্তব্য শুনি নাই, আজ প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই ২৫ থেকে ৩০ মিনিটের বক্তব্য পরপর দুইবার শুনলাম, এত সুন্দর ভাবে সাজানো গোছানো কথাগুলো শুনে মনটা ভরে গেল। প্রতিটি কথায় স্যার মন থেকে বলছে এটা আমি মনেও প্রাণে বিশ্বাস করি। একজন ভালো মনের মানুষ ছাড়া এইরকম নির্ভুল বক্তব্য কখনোই কোনভাবে দেয়া সম্ভব না তাও আবার একটি দেশের জাতির উদ্দেশ্যে 😮 আসলেই উনি প্রকৃতপক্ষে নোবেল পাওয়ার যোগ্য ছিলেন, আমরা অনেকেই ওনাকে ভুল বুঝেছিলাম কিন্তু, আজ সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেল। আলহামদুলিল্লাহ' দেরিতে হলেও আমরা একজন যোগ্য সু বিচক্ষণ ও ভালো মনের মানুষ পেয়েছি। ইনশাআল্লাহ' আমরা স্যারকে যতোটুকু পারি সহযোগিতা করব। স্যারের জন্য আমাদের সহযোগিতা সর্বক্ষণ থাকবে। আমরাও আশা করছি স্যারের কাছে স্যার আমাদের দেশের মানুষের সকল দাবী দাওয়া পূরণ করবে। সর্বশেষে স্যারের নেক হায়াত ও সুদীর্ঘ আয়ু সু স্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহপাক স্যারকে সবসময় সর্বদা সর্বক্ষণ ভালো রাখুন আমিন'❤️🇧🇩🤍🫂
@MdAliHossein-b4h2 ай бұрын
আমিন
@প্রতিদিনেরনিউজ-ঙ৬ভ2 ай бұрын
আপনার এই জিবন যদি ছোট হয় তাহলে বড় জিবন আর কবে হবে😃😃😃😃
@swuitpotato2 ай бұрын
amin
@swuitpotato2 ай бұрын
summa amin
@AyonOnTheGo2 ай бұрын
সুম্মা আমীন 🤲🏻❤
@marzianoor84472 ай бұрын
জীবনে প্রথম জাতীয় ভাষণ শুনলাম।এর আগে কখনো আগ্রহ লাগতো না জাতীয় ভাষণের প্রতি।কেনো জানি এবার খুব শুনতে ইচ্ছে হলো।আলহামদুলিল্লাহ।কোনো ধরনের বিরক্তবোধ আসে নি❤❤❤❤❤❤
@BristyMoni-zq8hu2 ай бұрын
যেখানো বাংলা নাটক 45/50মিনিটের ভিডিও টেনে 20মিনিট শেষ করি,,আজ সেখানো ডাঃইউনুস স্যারের ভিডি পুরা 25মিনিট না টেনে দেখালাম,মাশাল্লাহ্ কি সুন্দর ভাষণ,মনটা জুরাই গেলো,ধন্য এমন একটা রাষ্ট্র নায়ক পেয়ে,আল্লাহ ডঃইউনুস কে প্রতিটা কথার যেনো তৌফিক দান করে আমিন. 🤲🤲🤲
@adnanffgaming59052 ай бұрын
Thik
@thechange97372 ай бұрын
আমিন
@AyonOnTheGo2 ай бұрын
আমীন সুম্মা আমীন ❤🤲🏻
@omarfarukhelali1912 ай бұрын
এত সুন্দর ও সাবলীল ভাষায় জাতির উদ্দেশে ভাষণ শোনা আমার জীবনে প্রথম। এত সুন্দর, এত বাস্তবধর্মী এত সাহসী, এত উত্তম চিন্তা, উত্তম কথা। এক কথায় অতুলনীয় ও অসামান্য। দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করুন।
@AbdurRouf-sb9jz2 ай бұрын
😊
@AbdurRouf-sb9jz2 ай бұрын
😊
@mdhumayun-lv2qb2 ай бұрын
হাছা কথা
@cse4thm5852 ай бұрын
আমীন
@MuktaMoni-jm22 ай бұрын
Thik bolesen
@afrinsultana17902 ай бұрын
আপনার মতো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে অনেক আগেই দরকার ছিলো।আমি বিশ্বাস করতে পারছি না আমাদের দেশে এমন মেধাবী একজন মানুষ আছে❤️❤️❤️❤️❤️
@Goriv-x4p2 ай бұрын
মাশাআল্লাহ জীবনের প্রথম রাষ্ট্রনায়কের একটা বক্তব্য শুনে কলিজা মন দুটোই ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যেন উনার সকল কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে আমিন,,,,, আই লাভ ইউ ডঃ ইউনুস স্যার
@mdmahabubalam23022 ай бұрын
মনমুগ্ধকর কথা বলেছেন স্যার আপনি আগামী দিনে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য করেই আপনি আপনার কাজ চালিয়ে যান।
@Monirsathi12 ай бұрын
কি বলব আজকে ভাষা নাই আমার এই জীবনে সর্ব প্রথম স্যার আপনার মতো একজন ভালো মনের মানুষ পেয়েছি আজ আমরাই গর্বিত বিশ্বের কাছে ধন্যবাদ স্যার দোয়া করি আল্লাহ আপনার হায়াৎ ধান করুন আমিন। ইনশাআল্লাহ সামনে এগিয়ে যান আমরা প্রবাসী আছি পাশেই ইনশাআল্লাহ।
বাংলাদেশের দুর্যোগকালে আনসার বাহিনীর মধ্যে যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে তাদেরকে আনসার বাহিনী থেকে বহিষ্কার করা হোক।
@theengineersandconsultantl80272 ай бұрын
Insa Allah
@theengineersandconsultantl80272 ай бұрын
Apnk allah nek hayat dan koruk. Sathe manuser chaoya apnar maddome jeno puron hoi
@Rabani80902 ай бұрын
এক স্বৈরাচার চাঁদাবাজ জুলুমবাজ দের কাছ থেকে আমরা সাধারণ মানুষ মুক্ত হয়েছি কিন্তু বিএনপির চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে অনতিবিলম্বে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই সরকারকে বলবো এসব চাঁদাবাজদের কঠিন শাস্তি দিন যত দ্রুত সম্ভব মিলিটারি অ্যাকশন নিন দয়া করে মানুষ কে একটু শান্তিতে থাকতে দিন।
@rimarima39102 ай бұрын
সহমত
@KhanMd-e5k2 ай бұрын
সত্যি আমার ২৫ বছর বয়সে এত সুন্দর বক্তব্য শুনিনি। যা ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে শুনে মুগ্ধ হলাম । 😢
@saraoont2 ай бұрын
ড. মুহাম্মদ ইউনুস এর আজকের ভাষণটি সত্যিই অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ছিল। তার প্রতিটি কথা আমাদের দেশের উন্নতি ও মানুষের কল্যাণের প্রতি তার গভীর বিশ্বাসের প্রমাণ দেয়। এমন একজন বিচক্ষণ নেতার কাছ থেকে এই ধরনের উপদেশ আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই ভাষণটি খুবই পছন্দ করেছি এবং এটি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ধন্যবাদ ড. ইউনুস, আপনার অবদান আমাদের জাতির জন্য অমূল্য।
@jilanimonsi64842 ай бұрын
❤❤
@Jahangir-n-g8e2 ай бұрын
জীবনে এই প্রথম কারোর বক্তব্য এতো মনোযোগ দিয়ে শুনলাম, আমারা আপনাকে আরো 4 বছর নেতৃত্বে দেখতে চাই।
@MdMokterAli-r1y2 ай бұрын
আমি আমার জীবনে প্রথম এত সুন্দর বক্তব্য শুনলাম যে আমার হৃদয়টা ভরে গেল প্রতিটা কোথায় ছিল বাস্তব জীবনের সাথে মিল রেখে বলা কথা এ যেন এক অপরূপ কথার ঝুড়ি আমি স্যারের কাছে একটু অনুরোধ রাখবো চাকরির ক্ষেত্রে বাংলাদেশের যে বৈষম্য এটা কখনোই মেনে নেওয়া যায় না একজন অফিসারের বেতন এক লক্ষ আর একজন সৈনিকের বেতন মাত্র বিশ হাজার টাকা আমি স্যারের প্রতি আহবান জানাবো সকল বৈষম্য দূর করে সকল চাকরিজীবীদের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা যেন আর কোনদিন কোন মানুষ চাকরিতে কেজুয়াল বা বেতনের বৈষম্য না থাকে এটা আপনার কাছে আমার একান্তই চাওয়া আল্লাহ আপনার মঙ্গল কামনা করুন আমিন
@unknowntraveller23812 ай бұрын
যোগ্যতার মূল্য দিতে নিষেধ করছেন?
@ShirinSultana-l6o2 ай бұрын
মহান আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। দিন এরমধ্যে সামিল করুন।
@Md.Alauddin-w2i2 ай бұрын
এত সুন্দর, বাস্তব অতুলনীয় গোছালো উত্তম ভাষণ দেওয়ার মধ্যেই প্রমান হলেন আমাদের গৌরব নোবেল পুরষ্কার প্রাপ্ত ডঃ ইউনুস। সালাম ১০০০০০০০০০০০০০ সালাম। স্বাধীন বাংলাদেশ। আল্লাহ কবুল করুন।
@@aferofficialchannel346স্বাধীন কি আমি বুঝি তোদের মত কুলাঙ্গারের চেহারা না দেখা এটাই কে স্বাধীন বলে
@sakildon782 ай бұрын
@@aferofficialchannel346 tui buja suni
@rizensolutions2 ай бұрын
কোন সরকার প্রধান বা নেতার বক্তব্য এতোটা মনোযোগ দিয়ে দেখি নাই যেটা আজ দেখলাম। মন থেকেই হয়ে গেছে এটা। সম্মান আসলে অর্জন করে নিতে হয়, জোর করে হয় না। ♥
@morshedalam-rm1fk2 ай бұрын
Amio❤
@TaslimaBegum-iy7hp2 ай бұрын
মাশাআল্লাহ লেখা ছাড়া একটার পর একটা এতো সুন্দর করে বললেন অবাক হয়ে গেছি। শুধু শুনতেই মন চায়, স্যালুড আপনাকে।
@GodsChild542 ай бұрын
একদম ঠিক
@MeherunNessa-ft8bf2 ай бұрын
😮
@MeherunNessa-ft8bf2 ай бұрын
😮g😅😮hg
@Tomar-Golpe19932 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের কে এমন একজন উপদেষ্টা দিয়েছেন। জিনি শুধু মানুষের মনের দুঃখ বুঝে।
@mdEmon-v9n2 ай бұрын
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনের প্রথম এরকম সুন্দর বাংলাদেশ নিজের চোখেই দেখলাম দুই হাজার চব্বিশে এসে আবারো বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন দেশটাই থাকে যেন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করুক আমিন
@KakuliMahmud2 ай бұрын
আলহামদুলিল্লাহ আজ আমি গর্বিত বাংলাদেশের নাগরিক হিসেবে এরকম বক্তব্যই রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আশা করেছিলাম যা এত বছর করেছিলাম ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস স্যার কে ❤❤
@zakariarana69852 ай бұрын
আমার ছোট জীবন এ এই প্রথম এতো সুন্দর ভাষণ শুনলাম। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা এতো সাজানো গোছানো বক্তব্য রাখলো আমি মুগ্ধ ও বিমহীতো। আমার বিশ্বাস যারাই ভাষনটি শুনেছেন আমার মত তাঁদের মনে দাগ কেটে গেছে। আল্লাহ তুমি রাষ্ট্র প্রধান এর প্রতিটি কথার প্রতিফলন ঘটিয়ে দিও। রাষ্ট্র প্রধান সাধারণ জনগন কে যে দিকনির্দেশনা দিয়েছেন আশা সকলে সেই মত চলবেন। আপনারা আপাতত নির্বাচন নিয়ে বর্তমান সরকার কে কোনো চাপ দিয়েন না। তাদেরকে কাজ করতে দেন। সময় মত যে কাজটি যখন করা দরকার তা এই সরকার করবে ইনশাআল্লাহ। অযথা অন্দোলন করে দেশের গুরুত্ব পূর্ণ কাজে বাঁধা সৃষ্টি করবেন না অনুরোধ রইলো। কারও কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ থাকলে লিখিত আকারে সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের নিকট পাঠিয়ে দিন।ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বর্তমান সরকার এর সকল সদস্য আমাদের বন্ধু। তারা আমাদের সকলের ভালোর জন্য দায়িত্ব নিয়েছেন। ১৬বছর অন্যায় অত্যাচার সহ্য করেছেন তখন তো কিছুই বলতে পারেন নি। আজকে যেহেতু বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন তাই এই সময় টুকু নষ্ট না করে দেশের কল্যাণ এ ব্যয় করুন।আসুন দল মত জাতি ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি দেশের উন্নয়ন এ নিজেকে নিয়োজিত করি। অন্যায় এর প্রশ্রয় না দিয়ে সকলে মিলে অন্যায় কে রুখে দেই। আর একটি কথা আমরা কারও সম্পর্কে না জেনে না বুঝে কোনো রূপ দোষারোপ করা থেকে নিজেদের কে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো একটি সুন্দর শান্তি সমৃদ্ধি ময় বাংলাদেশ বিনির্মাণ এ আল্লাহ যেনো আমাদের সকলকে সৎ, সাহসী, বুদ্ধিমান ও শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন আমিন।
@RJAriyanvlog2 ай бұрын
এতো সুন্দর, এত বাস্তব, এতো সাহসী গোছালো,এত উত্তম চিন্তা, এত উত্তম কথা। এক কথায় অতুলনীয় ভাষণ। অবশ্যই দোয়া করি আলাহ্ র নিকট আপনার জন্য ❤❤❤
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@golpokuthirofficial2 ай бұрын
@@indiandilip01 vai ki sattrolig naki?
@afranahmed32452 ай бұрын
আওয়ামী লীগের দালাল @@indiandilip01
@abadullahomor34852 ай бұрын
@@indiandilip01তুই আওয়ামীলীগ এটা বুজা যায় তোর কথায়
@juyelmohammed61462 ай бұрын
@@golpokuthirofficialVai Amer mone hoytese eta afsos lig.
@RezaulKarim-s3r2 ай бұрын
আমার ২৬ বছর বয়সে এই প্রথম এত সুন্দর বক্তব্য শুনলাম বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছ থেকে
@raselhossan11562 ай бұрын
আমার 35 বছর বয়সে এত সুন্দর কথা শুনলাম।
@A.S.MAbrarHasin2 ай бұрын
😊
@A.S.MAbrarHasin2 ай бұрын
😊😊
@RajibDebnath-j9j2 ай бұрын
Cheat.......men
@abdulquddus94312 ай бұрын
এতো সুন্দর ও সাবলীল ভাষায় বক্তব্য বাংলাদেশের খুব কম রাষ্ট্র নায়কের মুখেই শুনেছি।ধন্যবাদ ডঃ ইউনুস সাহেব কে। আপনার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাক এটাই আমাদের কাম্য। আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘজীবী করেন। ।
@mdsakibsorkar23962 ай бұрын
এই প্রথম আমার মনমত একটা বক্তব্য দিয়েছেন ডঃ ইউনুস স্যার এরকমই দরকার প্রধানমন্ত্রী বক্তব্য যা দীর্ঘ ২০ বছরের দেখিনাই ডক্টর ইউনুস সার আরো ২০ বছরের প্রধান উপদেষ্টা দায়িত্ব হিসেবে থাকুক ডক্টর ইউনুস স্যার ধন্যবাদ
@MDAbuSalam-xf5xw2 ай бұрын
আলহামদুলিল্লাহ ♥️। মহান আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আমিন।
@MdSaimun-u6z2 ай бұрын
❤❤❤❤
@craft-p8j2 ай бұрын
আমি অভিভূত,আমি পুলকিত সম্মানিত প্রধান উপদেষ্টা ড ইউনুস স্যারের বক্তব্য শুনে !!!এরকম একজন অভিজ্ঞ উপদেষ্টাই বাংলাদেশের জন্য যথেষ্ট |সত্যিকার অর্থেই বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ✊🏻✊🏻✊🏻✊🏻
@Goriv-x4p2 ай бұрын
আপনার মতো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে অনেক আগেই দরকার ছিলো।আমি বিশ্বাস করতে পারছি না আমাদের দেশে এমন মেধাবী একজন মানুষ আছে️️️️️
@habibasultana59612 ай бұрын
স্যালুট ড: মুহাম্মদ ইউনুস। আমরা সত্যি ভাগ্যবান অন্তত শেষ বেলায় হলেও আমরা আপনাকে পেয়েছি।
@Mostafizurrahman-wx1vq2 ай бұрын
জাতির উদ্দেশে দেয়া ভাষণে এতো সুন্দর একটা আলোচনা বিগত কয়েক বছরের মধ্যে যত প্রধানমন্ত্রী গন ছিলেন তারা কেউ দিতে পারেনি।তাই সকল আপামর জনসাধারণের কাছে আমার অনুরোধ আপনারা দেশ যাতে ভালো ভাবে চলে, সবাই মিলে মিশে একাকার হয়ে কাজ করতে সহায়ক ভূমিকা পালন করেন। অহেতুক অকারণে দেশের ভেতরে ঢুকে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না।দেশ হোক বাংলার মেহনতি মানুষের শান্তির আবাসস্থল। আল্লাহ আমাদের দেশের পরিস্থিতি যেন সবসময় ভালো থাকে তুমি চাইলে সব ই সম্ভব হবে। ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক বাংলার জমিন । আমিন
@AbulKalamAzad-gh6wj2 ай бұрын
স্যার আপনি জনগণের পক্ষে যে সুন্দর কথা বলেছেন,কথাগুলো শুনে মনটা ভরে গেল,আশা করি বাংলাদেশের মানুষ আপনার কাছে যা চেয়েছে আপনি দিতে পারবেন।স্যালুট আপনাকে।
@rkrashedulOfficial64702 ай бұрын
আমার ২৮ বছর বয়সে এই প্রথম প্রধান উপদেষ্টার এতো সুন্দর বক্তব্য শুনলাম যা আমার অনেক ভালো লেগেছে, আপনি আপনার লক্ষর দিকে এগিয়ে যান , আপনার জন্য দোয়া ও শুভকামনা,,
@mdaktaruzzaman17862 ай бұрын
Thik vai ami 45 years
@ত্রিশালমিডিয়া-ষ১ধ2 ай бұрын
29
@rkrashedulOfficial64702 ай бұрын
@@mdaktaruzzaman1786 hmm vai
@HasirulIslam-me5if2 ай бұрын
🎉❤❤🎉
@mdsazu54712 ай бұрын
এ যেন চির স্মরনীয় এক ঐতিহাসিক ভাষণ। আামরা গর্ভিত এমন একজন স্বচ্ছ মানবকে পেয়ে। স্বচ্ছ বক্তব্য পেয়ে।ধন্যবাদ এই মহা ণায়ককে।
@AbdurRazzak-pk9ib2 ай бұрын
স্যারকে অসংখ্য ধন্যবাদ যিনি শুরুতে এবং মহান আল্লাহর নাম স্মরণ করেছে
@নাহিদ-ইসলামofficial2 ай бұрын
আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর একজন রাষ্ট্রনায়কের গঠনমূলক কালজয়ী বক্তব্য শুনলাম। আমাদের দেশ অবশ্যই দুর্নীতিমুক্ত হবে ইনশাল্লাহ ❤️
@AbirAlvi-d6k2 ай бұрын
সুদ খাওয়া কি হারাম?
@rudrosarkar-y1t2 ай бұрын
সরকার ভালো হলেই দুর্নীতিমুক্ত হবে না। দুর্নীতিমুক্ত করতে আমাদের সাধারণ মানুষের ভালো হওয়া প্রয়োজন।
@shihabfarazii59562 ай бұрын
@@AbirAlvi-d6kTui nijei to sudhkhor
@MDFahim-utfm2 ай бұрын
Dornite moktoh Hobe na na na Hobe na 😀😀😀😎😎
@MDFahim-utfm2 ай бұрын
@@AbirAlvi-d6ksod kauah haram kina more deko Allah bolbe haram naki😀😀
@Iam.Tanjim2 ай бұрын
একজন শিক্ষিত শাসক যে কতটা অসাধারণ তা আজ তার বক্তব্য না শুননে বুঝতাম। ইউনুস স্যারের গায়ে আচ লাগলে সে হাত ভেংগে দিবো ইন শা আল্লাহ।
@MdJahedahemmed2 ай бұрын
ভাই আমি আপনার সাথে সমত
@aratinrahman15972 ай бұрын
মাশাআল্লাহ! ড. মোহাম্মদ ইউনুস স্যারের জাতীর উদ্দ্যেশ্যে দেওয়া ভাষনের প্রতিটি পাক্ষেপ, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের মাধ্যমে জনগনের মনের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এসবের বাস্তবায়ন আশা করছি।
@MohammadMokterHossain2 ай бұрын
এত সুন্দর ও সাবলীল ভাষায় জাতির উদ্দেশে ভাষণ শোনা আমার জীবনে প্রথম। এত সুন্দর, এত বাস্তবধর্মী এত সাহসী, এত উত্তম চিন্তা, উত্তম কথা। এক কথায় অতুলনীয় ও অসামান্য। দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করুন। May Allah accept your and our good wishes.
@Gamex.442 ай бұрын
আমি আমার জিবনে এমন একটা রাষ্ট্রপ্রধান পেয়ে জীবনকে ধন্য মনে করেছে আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করুক স্যালুট প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস স্যার ❤❤❤
@kaisermiabappy55062 ай бұрын
মাশাল্লাহ অনেক সুন্দর বক্তব্য
@gmsalahuddin28432 ай бұрын
আপনার বক্তব্য শোনে আমি আনন্দিত।
@SRSaifulIslam-b7b2 ай бұрын
আলহামদুলিল্লাহ ডঃ মুহাম্মদ ইউনূস স্যারের যে কথা হৃদয় জুড়ালো আমার বয়সে এমন সুন্দর কথা শুনিনি অভিনন্দন❤❤❤❤❤❤
@mdrazib9062 ай бұрын
কিছু বলার মতো ভাষা এবং যোগ্যতা আমার নাই। শুধু এতটুকু বলবো আপনার উপমা শুধু আপনি। আল্লাহ যেন আপনার মুখে উচ্চারিত প্রতিটি কথা কে বাস্তবায়ন করার তৌফিক দান করে এবং সমস্ত প্রকার অপশক্তি থেকে আপনি সহ দেশ প্রেমিক যারা আছেন তাদের কে আল্লাহ হেফাজত রাখেন।
@inazrul5252 ай бұрын
সম্মান ও অসম্মান “আল্লাহর” হাতে ..উনিই উদাহরণ.. চিটাঙ্গে হিসেবে গর্বিত
@imranhasan3142 ай бұрын
আপনার বক্তব্য শুন্য মুদ্ধ হলাম!এবং ঠিক এই মুহুর্তে পানির মতো স্বচ্ছ আলো মুগ্ধ কে মন থেকে বিনম্র শ্রদ্ধা জানালাম।
@sktushar49302 ай бұрын
এক দফা এক দাবি ডঃ মুহাম্মদ ইউনুস স্যারকে দেশ দিবি। কে কে একমত?
@HmSuruj-ol3gk2 ай бұрын
মাশাআল্লাহ, ডঃ ইউনুসকে আল্লাহ সবকিছুই পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমীন আমীন আমীন 🤲
@putulrani78412 ай бұрын
আমীন
@selimreza28902 ай бұрын
আলহামদুলিল্লাহ, অসাধারণ। এমন রাষ্ট্রনায়কই আমরা চেয়েছি।
@mohitislam15652 ай бұрын
রহমত সরুপ এই যেন বাংলায় আগমন ঘটেছে,,,, অনেকেই বলছে সুদী,,,আর আমি বলি আল্লাহর ওলী,,মাশাল্লাহ সুবাহানাল্লাহ
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@indiandilip012 ай бұрын
@@mohitislam1565 টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@LalMiya-s2z2 ай бұрын
6:09
@artcraftkxl83032 ай бұрын
সব ঠিক করে যান। আপনি জাতির দাদু
@anikroy33872 ай бұрын
জীবনে প্রথম রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এতো সুন্দর, গোছানো বক্তব্য শুনলাম
@motiarrohman94422 ай бұрын
এতো সুন্দর বক্তব্য বাংলাদেশ সরকারের কাছ থেকে এর আগে সুনি নাই ধন্যবাদ ডক্টর ইউনুস স্যার কে
@Happytv-ds9rf2 ай бұрын
জাতীর উদ্দেশ্য এত সুন্দর, স্পষ্টভাষি,ঠান্ডা মাথায়, সাবলীল ভাষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য, আপনাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
@abdullahra924-r8f2 ай бұрын
ডক্টর ইউনুস স্যারের, অত্যন্ত মূল্যবান আলোচনা এবং বর্তমান প্রেক্ষাপটে সঠিক সিদ্ধান্ত। যতই স্যারের কথাগুলো শুনছি ততোই স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাচ্ছে। ❤️❤️❤️
@villageileasvlogs23032 ай бұрын
বাহ চমৎকার বক্তব্য। আমাদের প্রজন্ম এমন বক্তব্য কখনো শুনেছেন কিনা সন্দেহ।এর থেকে প্রাঞ্জল ভাষা আর হয় না। প্রতিটা বিষয় সুন্দর ভাবে মনোরঞ্জন করে উপাস্থাপন করেছেন। সত্যি মুগ্ধ হয়েছি। ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের ভালো করবেন। দেশকে সমৃদ্ধ করবেন।সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্রধান উপদেষ্টা ড ইউনিস এর জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। আসসালামুয়ালাইকুম
@SalehAhmed-v1b2 ай бұрын
আজ জীবনের প্রথম 25 মিনিটের বক্তব্য শুনলাম❤ এবং প্রত্যেকটা কথা হৃদয় ছোঁয়া উনাকে টিকিটে রাখার আমাদের দেশের সকলের কর্তব্য । আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক❤❤❤
@muktasokina90272 ай бұрын
আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় স্যার, আমি নিজেও সকল এর সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে যাচ্ছি বন্যাকবলিত মানুষের জন্য, আমার নিজের বাড়ীও পানির মধ্যে আছে, তবুও থেমে নেই আমি,আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, সকলের পাশে আছি। আপনি পারবেন আমাদের এই সোনার বাংলাদেশ নতুন ভাবে তৈরি করতে। ইনশা আল্লাহ শেই বিশ্বাস আছে আপনার এবং ছাত্রদের প্রতি। দোয়া রইলো
@SiSaiful-q6h2 ай бұрын
এমন রাষ্ট্র নায়কই আামরা চেয়েছিলাম,,যার কথা জনগণ মন দিয়ে শুনবে।মাশাআল্লাহ।।।
@rafiqurrahman70772 ай бұрын
বিগত ৫০ বছরে এমন ভাষণ আমি কেনো এদেশের কোনো মানুষই শোনেননি। স্যার কে শতকোটি সালাম এবং দোয়া। আমরা শান্তিকামী মানুষ তরুন ছাত্রসমাজের ত্যাগে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য সব সময় আপনার (ডঃ মোঃ ইউনুস স্যারের) সরকারের সংগে থাকবো, সহযোগিতা এবং মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। ইনশাআল্লাহ দেশের সব মানুষকে সংগে নিয়ে আপনি সফল হবেন। আমিন।
@mhrahman80082 ай бұрын
Apner age koto akhon? Please don’t mind.
@mahabubrahman58452 ай бұрын
সহমত পোষণ করলাম
@alihossain-z1m2 ай бұрын
@@mhrahman8008 গাধা কোথাকার ইতিহাস জানতে কী এই জবানায় এখন বয়স লাগে?
@AnamulHaque-lu4ne2 ай бұрын
আমার 45 বছর বয়সে এই প্রথম সরকার প্রধানের কাছে থেকে অর্থবহ বক্তব্য শুনলাম।শুভকামনা প্রধান উপদেষ্টা,শুভকামনা বাংলাদেশ।
@indiandilip012 ай бұрын
টেলিভিশন একজন নিউজ রিডার যে ভাবে প্রম্টরে লেখা নিউস পড়েযায় , ঠিক সেরকম পড়েগেলো। উনি বলে একজন নোবেল জয়ী। তা ওনাকে ভালো কোনো রাইটার এর লেখা বক্তব্যঃ কেন বলেযাবে। ১০ দিনের মধ্যে জানাযাবে ওনার বক্তব্যর আন্তরিকভাবে কতটা বাস্তব।
@farhanamou10662 ай бұрын
@@indiandilip01দুইটা সিংগাড়া,এক বোতল কোক আর এক প্যাকেট বিরিয়ানির দলের লোক, আফসোস 😅😅
@rajib0212 ай бұрын
Well Said… I feel the same
@tsrizvisheikh41752 ай бұрын
Apni porush sorkar koiber paisen a porjonto?? Je a rokom kotha sunben jonab. Islami sorkar ashley aro sundor kisu dekhben insallah
@BepulRoy-yn7qg2 ай бұрын
শুভ কামন
@alalhosen251Ай бұрын
অসাধারণ কথা গুলো বলছেন তিনি, এরকমই সরকার আমাদের প্রয়োজন,, আর এনিই আমাদের সোনার বাংলাদেশ গড়তে পারেন। আর পুরুষ মানুষ পুরুষ মানুষের মতোই কথা।❤❤