একবিংশ শতাব্দীর অন্যতম সেরা গান হবে এটা। আপনারা মিলিয়ে নিয়েন। যারা শতবছর পড় আমার এই কমেন্ট পড়বেন।
@anikovi523 Жыл бұрын
Thik bolsen
@shahrin_sarkar_anik689810 ай бұрын
😅
@arnob_chakra0719 сағат бұрын
মনুষ্যত্বই বলছে গীতা কোরান-ও❤
@nilanjanghosh992 жыл бұрын
নিজের জীবনের গল্পটা এভাবে ইউটিউব মাঝরাতে উপহার দেবে ভাবি নাই ...ভালো থেকে তানজিলা নীরা আখতার আমার হৃদিতা সুখী হস অনেক আর তুই বলেছিলিস হৃদ জীবন একটাই রে আর সেই এক জীবনে এত অসুস্থতা উপহার দিয়ে গেলি একা রেখে...কখনো ইউটিউব এ ভুল করে ফেলিস শুনে এই গান টা এসে কমেন্টটা জেনো নাহ পরে চোখে তোর ওই চোখে আমি জল সহ্য করি নি কোনোদিনও কাদিস নাহ তোর এই হৃদ এর জন্য...
@koninikabaidya5 ай бұрын
জানিনা! কি করলে এমন গান আসে, কি ভাবে দুঃখ গুলো গান হয়ে বেরিয়ে আসছে। এই গান নিয়ে লেখার যোগ্যতা নেই! শুধু বলবো, সব ভালোবাসা ভালোবাসায় মেখে থাকুক। শান্তি আসুক, ভালোবাসা আসুক।
@iqbalevan98152 жыл бұрын
এইমাত্র আমি মনোরসরণী ব্যান্ডের আত্মজীবনী গানটা শুনতে শুনতে গুগলে লিরিক খুঁজতেছি যেখানে আপনার গানের লিরিক আসছে হঠাৎ সেই কৌতূহল করে আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলাম তারপর আপনার আত্মজীবনী গানটা শুনতেছি বেশ! এইটা শুনে আজকে ফ্যান হয়ে গেলাম।আপনি এত সুন্দর লিরিক আর কন্ঠে গান করেন এতদিন খুঁজে পায়নি কেন আফসোস!
@ShafiObaidullah3 жыл бұрын
এই গানটা পৃথিবী জয় করুক 💗
@nadimrahman80892 жыл бұрын
করে নাই
@abiryeasar3573 жыл бұрын
মায়েদের চোখে জলটা ভারি এক ছিটাতেই মুখটা ভিজে যায়, কখনো বলা হয়নি মাকে চলোনা হাটিঁ একটু খালি পায়। ভালবাসা নিও অর্ঘ্য
@nirupkumarbarmon61403 жыл бұрын
সুরের জাদুকরের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আর ভক্তি! দাদা, তোমার এক বড় ভক্ত আমি। এই "আত্মজীবনী" গানটা শুনলে কেন জানি মনে হয় আমার "আত্মজীবনী"নিয়ে গানটা লিখা। গানের প্রত্যেকটা লাইন আর সুরের মধ্যে লুকিয়ে থাকা এক পর্বত সমান দুঃখকে আমি ভালোভাবেই অনুভব করতে পারছি।🙃
@sazzadalnahian2788 Жыл бұрын
❤❤❤❤ সেরা লিরিক্স আমি 2 বছর বাদে এই গান কেন পেলাম? আগে কেনো পেলাম না? সুর আর শব্দের প্রেমে পড়ে যাচ্ছি আমি ভাই ❤️
@kajolparveez40972 жыл бұрын
মায়েদের চোখের জলে পুরে শরীরে আগুন ধরে। পুরো একটা জীবনের গল্প এই গানে। কপালে লিখে দেওয়া দরকার ছিলো, তুমি তার জন্য শুধু। তাহলে পৃথিবীতে কোন ব্যর্থ প্রেমিক থাকতো না। কেউ আর "ভ্যালেরিনা" বলে চিৎকার দিতো না।
@nilanjanghosh992 жыл бұрын
আহারে জীবন এই গান যত কম মানুষ শুনবে ততই মঙ্গল নইলে বোধ করি এই গানও ভিড়ের ঠেলায় হয়ে উঠবে মাঝারি 🤍 এই গানটা একটা নাহ কত মানুষের জীবনের হারিয়ে যাওয়া কথা তাও এই বাস্তবটা এই গান দিয়ে জীবন সঙ্গীত মনে করে পার করার চেষ্টা কেবল ভালো থাকুক তারা যারা রাতারাতি নিজের রং পাল্টায় হঠাৎই দু বছর পর মনে করে সবটাই স্বপ্ন ছিল এ জীবনের মতন কিছুই নাকি সম্ভব হয় নাহ🕊️
@LuciferGamingRealm2 жыл бұрын
আত্মজিবনী শুনে inspired হয়ে ছি অনেক বার তবে ভালোলাগা ও সন্তুষ্টি পেলাম প্রথমবার | বেঁচেথাক এই আত্মজিবনী টা সবটা জুরে |
@kumarpallabsworld31732 жыл бұрын
Subscribe করলাম। যাতে অনুপ্রাণিত হয়ে আরও নীলা আর এই গানের মত ভাল ভাল গান উপহার দিতে থাকেন।অপেক্ষায় থাকব...
@basarrng5240 Жыл бұрын
জীবন থেকে স্রেফ কিছুটা দিন চলে যাচ্ছে। অনেকদূর এগিয়ে যাবে দেখতে পাচ্ছি ।
@hdhridoy20913 жыл бұрын
এতো সুন্দর একটা গান। অগণিত শুনে যাচ্ছি, যতবার শুনি তত বার সমাজের বৈচিত্র্যময় চিত্র ভেসে ওঠে চোখে। 🖤🖤 যারা এখানে এসে প্রথম গানটি শুনবে তারা আপসোস করবে আগে কেনো এই গান খুঁজে পেলাম না। ভালোবাসা রইলো Argha Dev দাদা💕💕💕
@shubhrodevmohonto Жыл бұрын
প্রিয় 'ইন্দ্রিয়া' ধর্মের ভেদাভেদ কবে শুরু হয় কেউ জানে না! তবুওতো সবাই জানে সৃষ্টিকর্তা আছে, শুধু তা রুপ পাল্টে একেক ধর্মে একেক রকম। ওই প্রার্থনার ধরনটাই শুধু আলাদা। শুধু ধর্মের কারনে পূর্ণতা পায়নি আমাদের সম্পর্কটা। যদিও এখন আর যোগাযোগ নেই আমাদের, তবুও ভালোবাসা আছে,থাকবে,থেকে যাবে। আমি এখনও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। 💔🥀
@_kishorroy9 ай бұрын
আমি এর চেয়ে ডিপ্রেসিভ বাঙলা গান এর আগে কখনও শুনিনি। গায়ক এই গানে যে পরিমাণ ডিপ্রেশন তুলে ধরেছে তা কাটাতে অন্তত ৩ জন্ম প্রয়োজন।
@khan_rakib2 жыл бұрын
যতবারই শুনি এটা আপনমনেই ভাবি প্রতিবার, কি অদ্ভুত একটা লিরিক আর কম্পোজিশন।
@kidscarton1-r9c Жыл бұрын
কিছুদিন আগে মায়ের অপারেশন হয়েছে,এগারোটা দিন একদম মায়ের সাথে ছিলাম। তখন দেখেছি মায়েদের চোখের জলটা কতটা ভারী! গানটা এতোটাই প্রাসঙ্গিক বর্তমান সমাজে তা বলে বুঝানো সম্ভব না, উপলব্ধি করে বুঝে নিতে হবে। কাবেরী,গরীব প্রেমিক নীলার মতোই (হয়তো সব চাইতে ভালো) সেরা এই গানটা। অর্ঘ্য ভাই ভালবাসা নিবেন, ভালবাসা ভাই
@chinemawala-9956 Жыл бұрын
মায়ের সাথে খালি পায়ে হাটিনি, পাহাড় দেখিনি, সমুদ্র দেখিনি। মাকে বলা হয়নি ভালবাসি।
@payelibiswas81162 жыл бұрын
ভালো গান সবাই শোনে না, ভালো গান সকলের জন্যে না । অসম্ভব সুন্দর ❤️
@abad3401 Жыл бұрын
মায়েদের চোখে জলটা ভারী, এক ছিটাতেই মুখটা ভিজে যায় কখনো বলা হয়নি মা'কে, চলোনা হাঁটি একটু খালি পায়.... আহা কথা🌸
@masruvatanjimdola41562 жыл бұрын
সুন্দর , সুন্দর , সুন্দর, অসাধারণ। নিজের অজান্তেই চোখের অশ্রু যুদ্ধ করছে!
@jakkyrax19952 жыл бұрын
উত্তরবঙ্গের জেলা 'গাইবান্ধা' থেকে।তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো অর্ঘ্য দা। ভালোবাসা নিও।💚 তোমার গানের লিরিক্স আমাকে অনুপ্রাণিত করে। আর আমাদের করা কমেন্টে তুমিও অনুপ্রাণিত হয়ে আমাদের অনেক অনেক গান উপহার দাও🤗
@sumaiyaritu51492 жыл бұрын
"মনুষ্যত্বই হতে পারে এক সমাধান" 🖤 এত সুন্দর কেন গানটা?🌻
@tanmoysarker64592 жыл бұрын
ভাই রে ভাই কি লিখছেন এইটা , আর কিই বা গাইলেন ... মাথাই নষ্ট !! এত অসাধারণ লেখা ও সুর , অন্তর টা শীতল হয়ে গেছে ।বুক ভরা ভালোবাসা নিবেন ভাই 🖤🖤
@abirchowdhury8390 Жыл бұрын
এতদিন শুনছিলাম কমেন্ট করি নাই। আজ ঘর থেকে চলে আসছি উদাও হবো বলে। কমেন্ট করে গেলাম 'বছর কয়েক পর শুনতে আসলে কমেন্ট টা চোখে পড়লে; আজকের এই দিনের কথা মনে পড়ে যাবে।❤️
@bappysayed5232 жыл бұрын
নিশ্চয় এই গানটা, মানুষের পৃথিবীতে প্রকৃত মানুষের মন জয় করবে....... শুভ কামনা.......... ❤️
@sabrinashoshi2172 жыл бұрын
এত সুন্দর গান হয়! শীতল হয়ে গেলাম মুগ্ধতায়।
@rejuanislam1296 Жыл бұрын
Bhai became a fan after seeing your live performance in MMC
@msrimonkhan45772 жыл бұрын
পৃথিবীর প্রত্যেক টা মনুষ্যত্ব ছুয়ে যাক এই গান।🌸
@soiyodkamal10402 жыл бұрын
গানটা সত্যিই আত্মজীবনী। অসম্ভব সুন্দর লিরিকটির জন্য ধন্যবাদ
@joykarmokerofficial66082 жыл бұрын
কিছু কিছু জিনিস শুধু একা কারো জীবন এ ঘটে নাহ, জীবন বড়ই অদ্ভুত, কখন কার সাথে কি ঘটবে কেউই জানে না,নিজেকে অনেক সময় করুণ লাগে, নিজের প্রতি নিজেরই মায়া হয়, কি ভাবলাম আর কি হলো;(
@rizwanurrahad63862 жыл бұрын
অর্ঘ্য দা আরো গান চাই তোমার। তোমার গান আমার নিজের কথা বলে।💚
@কৃষ্ণচূড়া-ঞ১ঞ2 жыл бұрын
আত্মজীবনী সংঘের জাতীয় সঙ্গীত এইটা 🖤
@nktirtho78964 жыл бұрын
ফেইসবুক থেকে সরাসরি চলে এলাম চমৎকার এই গানটা😍
@HeitzAqil0044 Жыл бұрын
গানপালাই পারফরম্যান্সটা এক কথাই মনোমুগ্ধকর ছিল!
@kheya5342 жыл бұрын
অনেক অনেক ভালোবাসা রইলো শান্তিনিকেতন থেকে। 😍
@pinakpramanya99142 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেলো। ভালোবাসা রইল। ❤️❤️
@joyc.b.7067 Жыл бұрын
সরাসরি এই গানটি শোনা হয়েছে গতকাল ১৩ই সেপ্টেম্বর চট্টগ্রামে ❤️
@sheshagnimukhopadhyay33602 жыл бұрын
Argha please make a Spotify and do the whole world a favour. You deserve to be listened, you deserve to be listened by the whole world.
@rfmridha133 жыл бұрын
জানি তবুও তোমরা পোড়াবে আমায় মরলে পরে দাফন করবে ওকে,শুরু হয়েছিল যেখান থেকে শেষ হয়ে যাবো ঠিক সেখানেতে। - hits hard as life ,social acceptability did
বাংলাদেশ থেকে, বাংলা আমার অহংকার , আহা বাংলা গান প্রান জুরিয়ে গেলো,,,,
@Soumita.774 ай бұрын
ব্যাস আজকে দুপুরেই আপনার এই(আত্মজীবনী) গানটা পেলাম.. দুপুর থেকে বিকেল অবধি কত সহস্রবার যে শুনেছি তার কোনো হিসেব নেই ভাইয়া.. একেএকে আপনার সব কটা গান শুনে ফেললাম.. এত মায়া কেমনে আনেন বলেন তো.!! ভালো থাকবেন, আর আমাদের সবসময় এমন গান উপহার দিয়ে যেয়েন.. অনেক ভালবাসা এই নগণ্যের তরফ থেকে 🤍
@mdbabulhossain5867Ай бұрын
তো আপনার ভাষ্যমতে আপনি দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক সহস্রবার এই গান শুনেছেন। ধরি, আপনি দুপুর ১ টা থেকে বিকাল ৫ তা পর্যন্ত শুনেছেন। তাহলে ৪ ঘন্টা। এই গান এর সময়ের দৈর্ঘ্য ৭ মিনিট ১২ সেকেন্ড। আপনি তাহলে মোট ৩৩ বার শুনতে পারবেন। আপনার কথাটি মিথ্যা।
@photographicunknownworld51082 жыл бұрын
মারাত্মক ... ❤️❤️ভাষা নেই ❤️
@tahmidnafis39673 жыл бұрын
❤️❤️❤️❤️ অদ্ভুত দাদা
@article7982Ай бұрын
আজ ওর বিয়ে! আর আজই আমি গানটা প্রথম শুনলাম এক বন্ধুর ফোনে। আমাদের মাঝে ছিল এক বিস্তর ফারাক, ও ছিল মুসলমান মেয়ে আর আমি হিন্দু, কিন্তু আমিও তো পুরো দিল দিয়ে ওকে ভালোবেসেছিলাম। ঈশ্বর কেনো আমার সাথে এমন করলো😭
@SouravDhali-fr1cjАй бұрын
ঈশ্বর ডেকে বলি, তোমার বাতাসে আমাকেও শ্বাস নিতে দিও।❤❤❤
@sumonalam7939 Жыл бұрын
অনেক সুন্দর আপনার গান গুলো। ভালোবাসা।
@themeloman72 жыл бұрын
আহ কি মধুর কি চমৎকার!!! আপনি এরকম হৃদয়ের অন্তস্তল থেকে গেয়ে যাবেন প্লিজ🙏 কজন দেখলো এইসবে ফোকাস করছেন না জানি আর না করাই ভালো।
@shobujray26502 жыл бұрын
অসাধারণ 🥰
@ImRanALhasaN3 ай бұрын
তবে মানুষের কেন ধর্ম এতো? মনুষ্যত্বই বলছে গীত-কোরানও।❤️
@bithikarmakar82442 жыл бұрын
তুমি সত্যিই খুব সুন্দর গাও হৃদয়ের গভীরে গিয়ে ছুঁয়ে যায় কথা গুলো। I am sure that you have a deep soul and also unique thoughts These will take you far the path of you success and i have a question by any chance are you thinking for changing the society And if that's true, then best of luck and also have a well journey and also best wishes to me 😊।This time we found a unique talent May your initiative be successful
@Mdshamim-xo5sv2 жыл бұрын
মনে হয় জীবন থেকে নেওয়া 🖤🖤
@anani3e Жыл бұрын
ভালোবাসার শুরুটা ২০২২সালের ১৬ফেব্রুয়ারি থেকে। যেদিন থেকে তাকে ভালোবেসেছি, ঠিক তার কিছুদিন পর থেকেই মনে হলো গানটা আমার জন্যেই লিখা। তাকে ইনবক্সে এই গানের একটা লাইন খুবই দেওয়া হতো, কিন্তু সে খালি লাভ রিয়েক্ট দিয়ে এপ্রেসিয়েশন করতো। তারপর যখন ২৫অক্টোবর ২০২৩ এ সবকিছুর ইতি ঘটলো তখন আর নিজেকে সামলে রাখতে পারলাম না। হয়তো নিয়তি কিছু গল্পের মোর এভাবেই পাল্টে দেয়। যেই মেয়েটা ১বছর আগে আমার জন্যে পাগল ছিলো আজ সে ২দিন যাবৎ বরাবরই ইগনোরেন্সে রাখছে। (এ শহর আমাকে সব দিল। তোমার শিউলি ফুলের গাছটা দিল, ফুলগুলোর জন্য মায়া দিল, তোমার স্মৃতি দিল, তোমার জন্য এ শহরের সমান ভালোবাসা দিল। শুধু তোমাকেই দিল না। remember you asked me once ‘What if we don’t end up together?’ - you’re the first person to ask me if it hurts. But see, I’ve to let you go. However, you’ll be always with me, in my mind forever. I love to remind you more than the way I loved you. my never ending love for you adriel.
@arfinarif27982 ай бұрын
এই গানটা সেই প্রথম থেকে শুনছি!
@HasanMahmoud4 жыл бұрын
দাদা আপনাকে অনেক ধন্যবাদ গানটা আপলোড করার জন্য। it’s my favourite song💙
@sgutsha94894 жыл бұрын
Shundor bondhu.... Keep blooming ❤❤
@durjoybarmon-nq3wt Жыл бұрын
ভাই aesthetic। দিনে অসংখ্য বার শুনি
@dipankarbala14192 жыл бұрын
etto osthir ganta,,,,,,,,,ahhhhhhhaa!! shanti😔
@mohsinrimon94462 жыл бұрын
গান টা আমি প্রায়ই (আত্মজীবনী) সার্চ দিয়েই শুনি😌
@anubhabroy488411 ай бұрын
Bhai Khomota Nei Karor Eshob Kotha Bolbe, Tui Bhogoban Egiye ja... Joy Guru
@joytu78173 жыл бұрын
আমার খুব প্রিয় গানগুলার একটা❤️
@shimulwalton64092 жыл бұрын
ভাই সেই চলুক
@Picabo_22 жыл бұрын
Mind blowing ♥️
@Moshfiqur2 жыл бұрын
শুধু এইটুকু বলবো গানটা হয়তো আমার গল্পই বলছে নিজের জীবনটা আবার অপলদ্ধি করেছি
@debrajdeb11093 жыл бұрын
মানুষ করে পাঠিয়েছো ঠিকই দাওনি কেন কপালে ধর্মের সিল, তাই হিন্দুর ছেলে বাসলাম ভালো মুসলিম মেয়েটিকে দিয়ে পুরো দিল.....💫
@ayeshasiddiqua222 жыл бұрын
This is a masterpiece...Very true words...
@wa_himel3 жыл бұрын
সুন্দর🌻
@juelmojumder2261 Жыл бұрын
গানটা আমাদের হোক।
@mohammadjamil2987 Жыл бұрын
'আমাকে চিরকালই তুমি হিংসা ই করে গেছো'
@infiyatayon2 жыл бұрын
নতুন এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে
@legendsofficial3702 Жыл бұрын
Lyrics are too great man, unexplainable just!
@rahmatulmohid58072 жыл бұрын
This song is something else. Not like a normal song. It seems like one but It has its own attracting power. I don't know why I so much love this song but this song is just amazing.
@priyomahbub62752 жыл бұрын
কিছু মানুষের মৃত্যু হয় পঁচিশে আর দাফন হয় পঁচাত্তরে
@shourabbiswas2723 Жыл бұрын
১,১৪ সময় গানটা শুনশি,,,,🖤🤟
@aparupkaranik68862 жыл бұрын
What an amazing piece of art! Lucky to find this song. Made my day. Lots of wishes for you, man! Stay blessed 🙌
@touhidtalukder2117 ай бұрын
মা❤
@oura.m96784 жыл бұрын
দাদা, অনেক সুন্দর , কথাগুলো আরও বেশি সুন্দর ,
@md.raihankabir52873 жыл бұрын
দাদা আরো নতুন নতুন গান আনুন... ভালো লাগছে গান দুইটা...❤️❤️❤️
@farhantanvir12332 жыл бұрын
Remembering your voice in the cultural programs of CPSCR. One thing was constant in all those programs, it's you, dada.... Miss your performances dada
@bokhtiarahmedpartho79292 жыл бұрын
Soothing to ears. And the lyics! man! Nailed it. Go on.
@mdriazuddin7253 жыл бұрын
Ki gaan re vai.....gaan naki moner somosto betha niye lekha kono kabbo....respect man🤘🤘