অবশেষে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু করা দীর্ঘ ৭ বছরের সম্পর্ক গতকাল ২০২১ সালের ডিসেম্বরের ৫ তারিখ সকালে আমার প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ ঘটলো। কিন্তু বিচ্ছেদটা আমার কাছে আনন্দ, সম্মান এবং শ্রদ্ধার। দুইজনে একসাথে থেকে মনমালিন্য হওয়ার চেয়ে দুজন আলাদা থেকে একে অপরকে সম্মান করে বেঁচে থাকতে পারাটাই, আমার কাছে মনে হয় ভালোবাসা। গতকাল সকালে যখন তাকে আমি বুকে জড়িয়ে ধরলাম, তখন কোনো প্রকার ভালোবাসার অনুভুতি পেলাম না। ব্যাপারটা আমার কাছে তখনই একটু ঘোলাটে লাগছিল। ভালোভাবে বুঝতে পারিনি। তার কিছুক্ষণ পরই তার মোবাইলের ম্যাসেজগুলো পড়ে বুঝতে পারলাম যে, গত ৫/৬ মাসে সে Ahyan Kawser নামের আরেকটা সুদর্শন ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে। তো, তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে Ahyan Kawser কে? সে বললো তার বান্ধবী লিজার বয়ফ্রেন্ড! আমি তখন আর আর কিছুই জিজ্ঞেস করলাম না তাকে। কিছুক্ষণ পর সে নিজে থেকেই বললো এইটা কিন্তু আমার একাউন্ট না। তখন আমি বললাম, আমি কি জিজ্ঞেস করছি কিছু? চুপ থাকেন, যখন প্রশ্ন করবো তখন উত্তর দিয়েন। তার কিছুক্ষণ পরে জোহরের আজান দিল।তখন তার মোবাইল টা তার কাছে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম.…. প্রথমে খুবই খারাপ লাগতে শুরু হলো, পরে চিন্তা করে দেখলাম যে সবারই ব্যাক্তি স্বাধীনতা আছে এবং থাকা উচিতও। তাই তাকে কোনো প্রকার চাপ দিলাম না। বরং, তাকে বললাম যে, এটা স্বাভাবিক ব্যাপার, সমস্যা নেই, আমি একটুও রাগ করিনি তোমার ওপর, এত্তো প্যারা নেওয়ার কিছু নাই। তুমি আমার চেয়েও ভালো কাউকে খুঁজে নিয়েছো তার জন্য শুভকামনা রইলো। তুমি হয়তোবা আমার ভাগ্যে নাই। সত্যিকার অর্থে, তার নতুন সম্পর্কে আমি কোনো সমস্যা সৃষ্টি করতে চাইনি। তবে, তার একটা বদ অভ্যাস ছিল। সেটা হচ্ছে, আমি তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করলে সে সত্য কথা বলতো না। আর গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর ২১ এর সন্ধায় তাকে বললাম, যা হবার হয়ে গিয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তুমি তোমার বর্তমান প্রেমিক এর সাথে এমন করবা না প্লিজ... যাই হোক দোয়া করি সে ভালো থাকুক। এতোকিছুর পরেও তোমাকেই ভালোবাসি প্রিয় (শারমিন) ❤ • ওরে নন্দিনী ও জীবন সঙ্গিনী, তোমার আমার ঘর হইলো না আর... • শেকড় পোতা পথের বায়ে, জগৎ বাঁধা তোমার পায়ে। সাগর তোমার পাহাড় তোমার, আমার মাথায় পড়ে বাজ। সারা দেহে কাঁটা লইয়া, পিরিতি নয় আমার কাজ! • এই অবেলায় তোমারই আকাশে, নীরব আপসে ভেসে যায়। সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়। • আজ কবিতা অন্য কারো, দু'হাতে সে তার সুখকে উড়ায়। আমি আর আমার ফেরারি মন, মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই। • কেউ কোথাও ভালো নেই যেন সেই, কতকাল আর হাতে হাত অবেলায়। কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখাইনি তোমায়। • অভিযোগ নয়তো নয়, প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়। নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে, অযাচিত সংশয়। • কখনো অভিমান, অবাধ্য পিছুটান, জানি না কী কষ্টে এই অবেলায়। তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়। • ঘুণে খাওয়া মেঘে, কালো হয়ে যায় এ হৃদয় যখন, একা একা শুধু, অকারণেই ঝরে বৃষ্টি এমন। আজও তাই, অবাক রঙে এঁকে যাই। সাদা কালো রঙ মাখা, ফানুসের মুহূর্ত রাঙাই। • বেশি ভালোবাসলে মানুষ, দুঃখ দেয় তার প্রতিদান। এই দুনিয়ার কিছু মানুষ, স্বার্থপর বেঈমান। • ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে। আজও তাই অবাক জোছনায়, পোড়া চোখ তবুও সাজাই। • ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি, পুরনো সেই সে আকাশ। স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে, পরিচিত দীর্ঘশ্বাস। • এই সন্ধ্যায় দু'চোখ সাগরে, বুকের পাঁজরে ভেসে যায়। অবাক জোছনায় লুকিয়ে রেখেছি, ভেজা চোখ দেখাইনি তোমায়। • এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি। হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়, একটু কি হারোনি তুমি! • বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে, থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে। মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে, মানুষ আমি যেনো তলিয়ে গেছি আমারই ভুলে। • তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ দুঃখ দিতে, চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা। তুমি ভেবেছিলে, পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই। চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায়, এখনো আমি একা। Sharmin I love you. ❤ Date: 19/12/2021 Time: 03ঃ47 P.M. - মেহেদী হাসান (আমি নিজে)
@riponkhan76512 жыл бұрын
বাংলার বিগ বস
@AllrounderMunna9243 жыл бұрын
ভাই সুন্দর একটি গান ভালো লাগলো 🥰ভাই আমার ভালোবাসা নিবেন 😘আমি আসাম থেকে😍