Ayodhya Ram Mandir | Complete tour guide |

  Рет қаралды 1,259

Travel with Prasenjit

Travel with Prasenjit

Күн бұрын

Welcome viewers @travelwithprasenjit01
• Ayodhya Ram Mandir | C...
অযোধ্যায় রাম মন্দির। নবনির্মিত মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। এই ইতিহাস আজ প্রায় সবার জানা। এখনো পর্যন্ত অনেকেই ভগবানের দর্শন লাভ করতে পারেননি।
অযোধ্যার মূল দর্শনীয় স্থান হল শ্রীরাম জন্মভূমি মন্দির অর্থাৎ নবনির্মিত রাম মন্দির। এর পাশাপাশি রয়েছে জানকি মন্দির, দশরথ মহল, কনক ভবন, শ্রী হনুমান গড়ি মন্দির ইত্যাদি।
এছাড়া হনুমান গড়ি মন্দির থেকে ২ কিমি দূরে রয়েছে মনি পর্বত।
আবার হনুমান গড়ি মন্দির থেকে ১০ কিমি দূরে রয়েছে গুপ্তার ঘাটের রাম মন্দির।
এছাড়া সরয়ু নদীর পাড় বরাবর জানকি ঘাট, লক্ষণঘাট, লক্ষণকিল্লা, রাম কি পাউড়ি ইত্যাদি দর্শনীয় স্থান। এছাড়া সরয়ু ঘাটের সন্ধ্যা আরতিও খুব আকর্ষণীয়।
কিভাবে যাবেন ? সেটাই প্রথমে আপনাদের জানিয়ে দিই। হাওড়া ও কলকাতার চিৎপুর রেলওয়ে প্লাটফর্ম থেকে অযোধ্যা যাওয়ার প্রতিদিন ট্রেনে রয়েছে। হাওড়া থেকে প্রতিদিন সন্ধ্যা ৮.২৫ এ দুন এক্সপ্রেস ছেড়ে পরের দিন দুপুর ১.৫৩ তে ট্রেনটি অযোধ্যায় পৌঁছায় এবং কলকাতার চিতপুর রেল স্টেশন থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেসটি প্রতিদিন বেলা ১১ঃ৪৫ মিনিটে ছাড়ে, সেটি পরের দিন সকাল ৬.২১ শে অযোধ্যা স্টেশনে পৌঁছায়।
দ্বিতীয় ট্রেনটি অর্থাৎ জম্বু তাওয়াই এক্সপ্রেস টা ধরলেই আমার মনে হয় ভালো হবে। কারণ পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনেই অযোধ্যার সব কটি ভ্রমণ স্পট ভ্রমণ করা সম্ভব।
এখন প্রচন্ড ভিড় হচ্ছে। প্রতিদিন ৭ - ১০ লক্ষ করে পূণ্যার্থী অযোধ্যায় ভগবানের দর্শন লাভ করতে যাচ্ছেন। স্বল্প মূল্যের সমস্ত ধর্মশালা, আশ্রম পরিপূর্ণ। রাত্রিতে থাকার জন্য রুম পাওয়া খুবই মুশকিল।
তবে ২০০০ টাকার অধিক মূল্যে হোটেল পেয়ে যেতে পারেন। তাছাড়া সরকারি ডরমেটরি রুম ফাঁকা থাকলে পেয়ে যাবেন। এর মূল্য মাথাপিছু ৪৫০ টাকা, দুপুর ১২টা থেকে পরের দিন বেলা ১১ টা পর্যন্ত।
তাই একদিনেই অযোধ্যা ভ্রমণ শেষ করে নেয়াটাই ভালো।
অযোধ্যা থেকে যথাক্রমে হাওড়া ও কলকাতা ফেরার জন্য প্রতিদিন দুটো ট্রেন রয়েছে। অযোধ্যা থেকে হাওড়া ফেরার জন্য অযোধ্যা স্টেশনে রাত্রি ১১ঃ৩৫ এ একটি ট্রেন রয়েছে। ট্রেনটি পরের দিন সকাল ৭টায় হাওড়ায় ফিরে আসে। আরেকটি ট্রেন অযোধ্যাতে রাত্রি ৮টা ৫৩ তে ছেড়ে ট্রেনটি কলকাতায় ফিরে আছে পরের দিন বিকাল ৩.৪০শে। ট্রেন দুটি প্রতিদিন চলে।
To stay
Sahu Dharamsala : 05278233452 , Room rent start 300.
Shri Sitaram Seva Ashram (FREE) : 7007610671 / 9696085769 / 7905055813
Gujrati Dharamsala : 8881533000 / 8849392784
Hotel Lakshmi : 9838185122 .
Ram Mandir in Ayodhya. Establishment of Lord's life in the newly built temple. Almost everyone knows this history today. Till now many have not been able to get the vision of God.
The main attraction of Ayodhya is Sriram Janmabhoomi Mandir i.e. newly built Ram Temple. Along with this there are Janaki Mandir, Dasaratha Mahal, Kanak Bhavan, Sri Hanuman Gari Mandir etc.
Besides, Moni Parbat is 2 km away from Hanuman Gari temple.
Again, 10 km away from Hanuman Gari temple is Ram temple at Guptar Ghat.
Apart from this, along the banks of Sarayu river, Janki Ghat, Laxmanghat, Laxmankilla, Ram Ki Pauri etc. are places to visit. Besides, the evening aarti at Sarayu Ghat is also very interesting.
How to go Let me tell you that first. There are daily trains to Ayodhya from Chitpur railway platform in Howrah and Kolkata. The Doon Express leaves Howrah daily at 8.25 pm and reaches Ayodhya at 1.53 pm the next day, and the Jambu Tawai Express leaves Chitpur railway station in Kolkata at 11.45 pm daily, which reaches Ayodhya station at 6.21 am the next day.
I think it would be better to take the second train i.e. Jumbu Tawai Express. Because it is possible to visit all the tourist spots of Ayodhya in one day from morning to evening the next day.
It is very crowded now. Every day 7-10 lakh pilgrims are going to Ayodhya to get darshan of God. All low cost Dharamshalas, Ashrams are full. It is very difficult to get a room for overnight stay.
But you can get a hotel for more than 2000 rupees. Moreover, you will get the government dormitory room if it is vacant. Its price is Tk 450 per head, from 12 noon to 11 am the next day.
So it is better to complete Ayodhya trip in one day.
There are two daily trains from Ayodhya to Howrah and Kolkata respectively. There is a train from Ayodhya station at 11:35 pm to return to Howrah from Ayodhya. The train returns to Howrah the next day at 7 am. Another train leaves Ayodhya at 8:53 PM and returns to Kolkata at 3:40 PM the next day. Two trains run daily.

Пікірлер
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН