ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি সিনেমা কালজয়ী। 'অমৃতকুম্ভের সন্ধানে' ছবিতে মহুয়া রায় চৌধুরীর সঙ্গে ওনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভানু বন্দ্যোপাধ্যায় কত বিরাট মাপের অভিনেতা ছিলেন তার মূল্যায়ন হয়নি। যখনই মন খারাপ হয় 'সাড়ে ৭৪' দেখি নয়তো 'পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট' দেখি। মনটা ফুরফুরে হয়ে যায়।
@sanjoythapa44632 ай бұрын
আমার জীবনে দেখা বাংলা সিনেমার সবচেয়ে মূল্যবান জনপ্রিয় এবং নমোসো অভিনীতা। দ্বিতীয়টি আর নেই।
@AnupamSarkar12 ай бұрын
অনেকদিন পর নিজেদের অসাধারণ একটা ইন্টারভিউ দেখলাম... তোমাদের ভালোবাসা এবং গুরুত্বপূর্ণ মূল্যায়ন ভিডিওটিকে অনন্য করে তুলেছে... তোমার উপস্থাপনার সাবলীলতা উল্লেখযোগ্য ভূমিকা রাখে... 🙂🙏
@asifahmed78492 ай бұрын
কাল রাতেই আবার '৮০তে আসিও না' দেখলাম। আর আজ দেখছি আমার প্রিয় অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ। অনেক সমৃদ্ধ হলাম।
@sudipbasu97022 ай бұрын
"ভানু বন্দ্যোপাধ্যায়ের" মতো একজন অসাধারণ অভিনেতার, অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই.... "আশিতে আসিয়োনা" ছায়াছবিতে শুরুর দিকে, ভানু বন্দ্যোপাধ্যায়ের Serious অভিনয় ভোলার মতো নয়, পরক্ষণেই আবার কৌতুক, এটাই "তাঁর" দক্ষ শিল্পপ্রতিভা..... তবে, আমার খুব ছোটবেলায়, আমার পাড়ায় একটা অনুষ্ঠানে, ভানু বন্দ্যোপাধ্যায়-কে সামনাসামনি দেখার ও একটা ছোট্ট কৌতুকাভিনয় দেখার সৌভাগ্য হয়েছিলো..... এই "উজ্জ্বল নক্ষত্রের" চরণে সশ্রদ্ধ প্রণাম রইলো....... 💐🙏🥰🙏💐
@DebopamDey2 ай бұрын
ভানু বাবু বিখ্যাত বিজ্ঞানীর ছাত্র ছিলেন। বিপ্লবী ছিলেন। অভিনয়ের ব্যাপারটা তো সবাই জানি। ভীষণ প্রিয় অভিনেতা। গাড়ি যখন কেনেন তখন জহর বাবুর আনন্দ দেখার মত ছিল। যেনো নিজেই কিনেছেন। জহর বাবু যখন মারা যান দু একজন ছাড়া হাসপাতালে তেমন কেউ আসেন নি। সম্ভবত জহর বাবু যেদিন মারা যান, সেদিন ভানুবাবু রেডিও তে ছিলেন। উস্কোখুস্কো চুল, কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিলেন। তখন একমাত্র কমেডিয়ান যিনি গাড়ি কিনেছিলেন।
@lata4343Ай бұрын
ভানু বন্দোপাধ্যায় ঠিক বিজ্ঞানের ছাত্র নন। সামাজিক বিজ্ঞানের ছাত্র। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র।
@kishorekumarsengupata3687Ай бұрын
অনেক দিন আগের কথা বলছি -- ঠিক মনে নেই - হয় তো 1971-1972'র কথা । আমি স্কুল পালিয়ে আলিপুরদুয়ারের অমর টকিজে গিয়েছি একটি ফাটাফাটি হিন্দি সিনেমা দেখতে, হঠাত শুনলাম পাশেই RSP অফিসে ভানু বন্দোপাধ্যায় এসেছেন। সিনেমার টিকিট কাটা হয়ে গেছে। গোল্লায় যাক্ সিনেমা ! পাশেই RSP অফিস। গিয়ে দূর থেকে জানালা দিয়ে দেখলাম ভানু বাবু তখনকার স্বাস্থ্য মন্ত্রী ননী ভট্টাচার্যের সাথে কথা বলছেন। ভানু বাবুকেই দেখলাম। সিনেমা দেখা আর হলো না ।ওনাকেই দেখলাম। এখন আমার বয়স 68 years . তবুও ওই ঘটনাটি আজও ভুলতে পারিনি, তাই আপনাদের সাথে আজ share করলাম। কেমন লাগল জানাবেন।
@addastationofficialАй бұрын
খুব ভাল লাগলো। সত্যি সেসব দিন স্বর্ণযুগ। কাল ভানু বন্দ্যোপাধ্যায় এর ছেলের ইন্টারভিউ আসছে অবশ্যই দেখবেন
@swapankumarchakrabarty9559Ай бұрын
আমারো সেই একি ঘটনা, ভানু বাবুর মতন মানুষ নিয়ে রিসার্চ হচ্ছে খুব ভালো ঘটনা, আরো মানুষ আছেন তখনকার দিনের বিভিন্ন পেশার তাদের নিয়েও সাধারণের আগ্রহে এমন অনুষ্ঠান হতে পারে। ধন্যবাদ আড্ডা জোন।
@shirinakter2040Ай бұрын
সুনে খুব ভালো লাগলো আমাদের বাংলাদেশের ভানু বন্দ্যোপাধ্যায়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র খুব অবাক হলাম খুব গর্বীত আমরা, বাংলাদেশ থেকে দেখেছি
@addastationofficialАй бұрын
ধন্যবাদ আপনাকে। ভানু বাবুর ছেলের ভিডিও আপলোড হয়েছে। ওটাও দেখে জানাবেন কেমন লাগল
@pradipray12512 ай бұрын
মেয়ের মুখের সাথে বাবার মুখের মিল আছে।
@DebopamDey2 ай бұрын
প্রথম দিন দেখেই কিন্তু তোমার চ্যানেলের প্রেমে পড়লাম। সেই সাদা কালো যুগের সিনেমার বিভিন্ন গল্প শুনতে ভীষণ ভালো লাগে। তোমার screen presence ভীষণ সুন্দর, সাবলীল এবং খুব pleasant personality ❤🎉 এভাবে আরো সুন্দর কাজ উপহার দাও। এঁদের সম্পর্কে বেশ কিছু মজাদার এবং সিরিয়াস গল্প আছে আমার কাছে। চটপট মেল করে দাও আমাকে আমার ডেসক্রিপশন দেখে। 🎉❤
@addastationofficial2 ай бұрын
একদম একদম 👍👍👍👍
@abirlalkhan7644Ай бұрын
এইসব স্মৃতিচারণ সারা দিন রাত ধরে শুনলেও, ভালো লাগে একটুও না কমে ক্রমশ শোনার ইচ্ছে জাগে........
@addastationofficialАй бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আরও একটা ভিডিও উঠেছে ভানুবাবুর ছেলের। ওটাও দেখার অনুরোধ রইল
@soumojitlahalaha1638Ай бұрын
আমি জানতামনা ভানু বন্দ্যোপাধ্যায় দীনেশ গুপ্তের অনুচর ছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায় ওপর শ্রদ্ধা অনেক বেড়ে গেলো🙏 সকল বিপ্লবীদের শ্রদ্ধা জানাই❤🙏 জয় হিন্দ 🇮🇳 জয় ভারত🇮🇳
@biswanathchakraborty64442 ай бұрын
ভালো ইন্টারভিউ। সম্প্রতিককালে আমার দেখা সেরা ইন্টারভিউ। যিনি নিয়েছেন তার দক্ষতার প্রশংসা করছি।
@addastationofficial2 ай бұрын
আপনাকেও ধন্যবাদ। আমরা চেষ্টা করছি একটু অন্যধরনের contenet নিয়ে আসার। সঙ্গে থাকবেন
@ArunChanda-k1vАй бұрын
ভীষন ভীষন 😊ভালো লাগলো অভিনন্দন শুভেচ্ছা
@SupriyoDasOnGoogleАй бұрын
Her eyes !!!! So much reminds me of Bhanu Bandopadhyay !! God bless !
@subratadutta42812 ай бұрын
বাঙাল ঘরের হয়ে,আর এক বাঙাল মহান অভিনেতা/কৌতুকাভিনেতা-ভানু বন্দোপাধ্যায়কে নিয়ে এই অনুষ্ঠানটি খুব ভালো লাগলো।
@addastationofficial2 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। ভানু বন্দ্যোপাধ্যায় কে নিয়ে আরও ভিডিও আসছে। সঙ্গে থাকবেন 🙏🙏❤️
@khokonbaruabangladeshpolic3108Ай бұрын
যতো দুর মনে পরে প্রথম যখন বাবা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুকের অডিও ক্যাসেট ক্রয় করে বাড়িতে আনে ১৯৮৮/৮৯ হবে তখন প্রথম কৌতুক শুনে ছিলাম অডিও প্লেয়ারে। সে সময় ছোটই ছিলাম কিন্তু কৌতুক বুঝার মতো বয়স হয়ে ছিল বৈকি। তবে জানতাম না উনি সিনেমায় অভিনয় করতেন। অনেক পরে জেনেছি ভানু সাহেব এখজন গুনি ও জাত অভিনেতা।। সে সময়ের তার অভিনিত কোন ছবিই দেখাও হয় নি নাম ও শোনা হয় নি। আজ এতো বছর পরে নেট দুনিয়ার কল্যানে কিছু ছবি দেখিছি জেনেছি। ধন্যবাদ নতুন করে সিনেমা তৈরি করার জন্য ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম করনে।।।
@jayantachatterjee2024Ай бұрын
ভীষণ সুন্দর একটা প্রতিবেদন ও ইন্টারভিউ ❤
@addastationofficialАй бұрын
অসংখ্য ধন্যবাদ ❤️ আরও এইরকম কন্টেন্ট আসছে। সঙ্গে থাকবেন
@animeshmukherjee68172 ай бұрын
সত্যিই ভালু বন্দ্যোপাধ্যায় জীবন্ত আছে আমাদের হৃদয়ে
@addastationofficial2 ай бұрын
❤️❤️❤️ একদম তাই
@rinasaha53172 ай бұрын
Kathagulo sunchi r abak hoye jacchi. Uni ki birat maper manush abineta chilen Onake amar pronam janai 👏 ♥
@addastationofficial2 ай бұрын
❤️❤️❤️❤️
@uncutruby2038Ай бұрын
অভিনয়ে আসার আসল কারণ পদাঘাত ! না না এটা হতে পারে না .... অভিনয় এর প্রতিভা ওনার ভেতরে ছিল তো নিশ্চয়ই..... ঐ পদাঘাত সেই প্রদীপের শিখাকে উস্কে দিয়েছিল মাত্র। খুব ভাল লাগল বাসবী বন্দোপাধ্যায় এবং ভক্ত ভানু অনুপম সরকারকে। 😊💛❤️💛🙏
@soumenchakraborty9352 ай бұрын
ভালো লাগলো ধন্যবাদ
@SCHOLARJOBUPDATES2 ай бұрын
Basabi madam r aro onek Interview dakhar ichchhe roilo ❤
@addastationofficial2 ай бұрын
একদম আসবে। সঙ্গে থাকবেন ❤️
@asiskumargoswami38922 ай бұрын
উনি একজন লিজেন্ড, মানুষ হিসেবে খুব ভালো, এখনো ওনার কৌতুক ইউটিউবে প্রায়ই শুনি।
Background music er kono projan ache ki? Kathata mukhya Bhalo kore bojha jay na
@PranabBanerjee-i9uАй бұрын
😊😅😢
@FarzadZulfiqar2 ай бұрын
Correction, Bikrampur isnt in Dhaka,
@asmanazneen1335Ай бұрын
বিক্রমপুর ঢাকা জেলার মধ্যেই ছিল।
@arpitachatterjee37262 ай бұрын
#vanu
@adityabratamoitra97972 ай бұрын
কমিক টার নাম এমন দিন আসবে
@pinakibanerjee19082 ай бұрын
বাসবী দেবী খুবই সহজভাবে কথোপকথন করেছেন।কিন্তু অনুপম বাবু যেন অতিরঞ্জিত করে কথা বলেছেন।
@addastationofficial2 ай бұрын
আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। অন্যান্য কনটেন্ট দেখার এবং মতামত দেওয়ার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন 🙏🙏🙏❤️
@dibyendu13732 ай бұрын
আপনাকে এত জ্ঞান দিতে কেউ বলেননি । সব জায়গায় টকসিক মানসিকতা লোকজন।
@shaswatalahiri5312Ай бұрын
*ব্রিটিশ ইণ্ডিয়া*র ঢাকা শহরে ভানুবাবু'র জন্ম। বাংলাদেশ বলে কোনোকিছুর তখন জন্ম হয়নি।
@D.P.2 ай бұрын
৮০তে আসিও না?!!!!!
@chandanaghosh4610Ай бұрын
তুমি কাইসা কাইসা মোìইরা যাও আমি দশ হাতের কম নামুম না
@khalidshehzada1965Ай бұрын
ভানু বাবু কুট্রি ভাষায় কথা বলতেন না। তিন বৃহত্তর নারায়ণগঞ্জ এর লোকাল ভাষায় কথা বলতেন। সে সময় পৃর্ব বাংলায় রাজধানী বলতে পারেন নারায়নগঞ্জ কে। ভানু বাবু আমাদের মানুষ আমাদের ভালোবাসা।
@TechnicalPalash2 ай бұрын
আমরা এই জেনারেশনেও ভানু স্যারের সিনেমা ইউটিউবে দেখি। তাই সিনেমাহলে না এলেও বাংলাদেশের রুচিশীল মানুষেরা ভানু স্যারকে চিনে জানে।