দাদা তুমি 8 লিটার একটা স্পেয়ার বোতল কিনে ছিলে। সেটা তুমি আমাদের শেয়ার করেছিলে। সেটা কটা গাছে দেয়া যায় ।
@rittikroyvlogs55058 ай бұрын
আর আমার টবে পেয়ারা গাছে ফুল এসেছিল ফলেও দাঁড়িয়ে ছিল সব ঝরে পড়ে গেছে। আর কি আসার চান্স আছে। কি করতে হবে একটু বলবে। অনেক ইউটিউব চ্যানেলে বলেছিলাম কোন রিপ্লাই আসেনি। তুমি যদি একটু হেল্প করতে ভালো হতো।
@DRGarden8 ай бұрын
গরমের জন্য ঝরে গেছে । বৃষ্টি হলে আবার ফুল চলে আসবে । এপসম সল্ট আর সুপার সোনাটা স্প্রে করতে পারো ।