বাগেরহাট জেলা নামকরণের ইতিহাস।৬৪জেলা নামকরণের ইতিহাস পর্ব-২৫।Bagerhat Naming historyআমাদের বাগেরহাট।

  Рет қаралды 2,409

HISTORY & TRADITIONS

HISTORY & TRADITIONS

Күн бұрын

জেলাটির নামকরণ নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়:-
 অনেকের মতে, প্রাচীণ কালে বর্তমান বাগেরহাট ছিলো সুন্দরবনের অংশ। একারণে, এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, আর সেজন্যই হয়তো কোন রসিক ব্যক্তি এই স্থানকে ‘বাঘের হাট’ বলে নাম দিয়ে ছিলেন। বাঘের সেই হাটের অপভ্রংশ রূপই হল বতর্মান বাগেরহাট।
 আবার অনেকে মনে করেন, বাগেরহাট নামকরণের সব থেকে যুক্তিসংগত মতটি হল- জেলাটির নামকরণ হয় ‘বাগ’ ও ‘হাট’ থেকে। ফার্সি ভাষায়‘বাগ’ শব্দের অর্থ বাগান বা বাগিচা। সতীশ চন্দ্র মিত্রের যশোহর-খুলনার ইতিহাস বই থেকে জানা যায়, হযরত খান জাহানের অন্যতম স্থাপনা (বড় আজিনা) ‘বড় আজনে’ সংলগ্ন বর্তমান বাগেরহাট শহর এলাকায়, খান জাহানের বাগ বা বাগান ছিলো। যা খুবই প্রসিদ্ধ ছিল। সেই বিখ্যাত বাগ এলাকায় হাট বসত। আর এই বাগ ও হাট থেকে বাগেরহাট নামকরণ হয়েছে বলে মনে করা হয়।
 জনশ্রুতি আছে-শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের, হাড়িখালী থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত, যে লম্বা বাঁক অবস্থিত, এই বাঁকের পাশে শহরের বর্তমান পুরাতন বাজার এলাকায়, একটি হাট বসতো। নদীর বাঁকের সেই হাট থেকেই স্থানটির নাম হলো বাঁকেরহাট। আর কালক্রমে এই বাঁকেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট নামে। অনেকে মনে করেন এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য মত।
 অনেকের মতে, মুঘল আমলে বাখরগঞ্জের প্রতিষ্ঠাতা তথা বরিশালের শাসক ‘আগা বাকেরে’র নামানুসারে এই স্থানের বা হাটের নামকরণ করা হয়েছিল বাকেরহাট। কালক্রমে তা বাগেরহাট-এ পরিণত হয়।
 আবার অনেকেই এই মত পোষন করেন-পাঠান জায়গীরদার বাকির খাঁর নাম থেকে, বাগেরহাট নামের জন্ম। তবে এসব ক্ষেত্রে উপযুক্ত যুক্তির সংকটও রয়েছে। এসব সূত্রগুলোর কোনটি সঠিক, সে বিষয়ে পরিপূর্ণ গবেষণা হয়েছে বলে জানা যায় না। ফলে বাগেরহাট নামকরণ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েই গেছে।
 W.W, Hunter-এর রচিত Statistical Account of Bengal, Vol. II, District of Nadiya & Jessor, 1875' গ্রন্থানুসারে জানা যায়, এখানে প্রতি রবিবার ও বুধবার হাট বসতো। সেসময় এই হাটকে গঞ্জ বলা হতো। কাড়াপাড়া জমিদার বংশের মাধব নামক এক ব্যক্তির নামানুসারে এর নামকরণ করা হয়েছিল মাধবগঞ্জ। এই বর্ণনা থেকে বাগেরহাট নামকরণের কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনুমান করা যায়, এর আদি নাম মাধবগঞ্জ ছিল।
 ১৮৬৩ সালে বাগেরহাট মহকুমা হিসেবে, যশোর জেলার অন্তর্ভুক্ত হয়। এবং ১৮৮২ সালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহকুমা নিয়ে, খুলনা জেলা গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি, বাগেরহাট মহকুমা জেলায় উন্নীত হয়।
#History & Traditions# Traditions# History# Traditions & History# 64 District naming history of Bangladesh# Beauty of Bagerhat# Bagerhat district naming history# আমাদের বাগেরহাট#প্রিয় বাগেরহাট#বাগেরহাটের ইতিহাস#বাগেরহাটের নামকরণ# বাগেরহাট#Bagerhat

Пікірлер: 4
@dolaakter8536
@dolaakter8536 8 ай бұрын
Nice information about bagerhat.
@md.ebrahim-ahmed
@md.ebrahim-ahmed 6 ай бұрын
Fine boss
@mdhossen2440
@mdhossen2440 8 ай бұрын
Nice
@FatemaAkter-hp3ol
@FatemaAkter-hp3ol 6 ай бұрын
খানজাহান আলীর পবিত্র ভূমি
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН