বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধে অন্যতম পরোক্ষ সমর্থন ও অনুপ্রেরণাকারী কবি হিসেবে কাজ করেছে দারুন ভাবে। বিশেষ করে তাঁর কারার ঐ লৌহ কপাট গান আমরা ভারতে ১৯৭১ সালে শিবিরে শিবিরে গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা যুগিয়েছিলাম। ধন্যবাদ চ্যানেল আই এবং ইম্প্রেস অথরিটিকে । আরো ধন্যবাদ জানাই মাঝে মধ্যে বিজয় ও স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে নিমন্ত্রণ করার জন্য।
@gangsub683 жыл бұрын
এ যেন স্বর্গ থেকে নেমে আসা সুরের মূর্ছনা। অসাধারন কণ্ঠ্যের সুরের জাদু। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনার সুর যেন আরও আরও অনেক বছর ধরে আমাদের মন্ত্র মুগ্ধ করে রাখে। ইংরেজীতে একেই বলে mesmerizing melody - পশ্চিম বাংলা থেকে এক গুণমুগ্ধ।
@asokedasgupta87494 жыл бұрын
বাংলাদেশের কণ্ঠশিল্পীদের কণ্ঠে নজরুলসংগীত এক অন্য মাত্রা পায়।আমি বাংলাদেশের শিল্পীদের নজরুলসংগীত খুবই পচ্ছন্দ করি।
@arabindamandal70286 ай бұрын
অতি মিষ্টি কণ্ঠে মনোমুগ্ধকর নজরুল গীতি পরিবেশন। শিল্পীর জন্য ও মহান কবি কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা নিবেদন করছি।।❤❤
@SudiptaRaha-zy8qu4 ай бұрын
অসাধারণ একটি উপস্থাপনা। কানাডায় বসে শুনছি আর ভাবছি, আমাদের উচিত এই সম্পদ বাঁচিয়ে রাখা।
@totaltextile53863 жыл бұрын
এই গজলটি কাজী নজরুল ইসলামের এক অনবদ্য সৃষ্টি।এর কথা, সুর ও থীম সম্পর্কে বলার ভাষা আমার জানা নেই।অনেক শিল্পীর কন্ঠে গজলটি শোনার সৌভাগ্য হয়েছে।গায়কিতে পার্থক্য থাকলেও মুল সুর এ কিংবা কথা পার্থক্য পাইনি।আপনি আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন।এই গজলে অনাখাংকিত ভাবে কয়েক জায়গায় "রে" শব্দ সংযোজনে শ্রুতিকটু মনে হয়েছে।বাকিটা মাশাআল্লাহ।
ভালবেসেছি ভেসে আসছি বাসব ভেসে যাবো চিরদিন কাজী নজরুল ইসলামের গান, উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ভালো লাগল।
@tofailahmed54723 жыл бұрын
ভাল স্বামী স্ত্রী বন্ধু প্রেমিক প্রেমিকার জন্য নজরুল গীতি পড়তে গাইতে হবে প্রেম ভালবাসার রুপ রস গন্ধ নাকে এসে পড়েছে।
@khokonpordeshi5394 жыл бұрын
অামি জাতিয় কবির ভক্ত, অামি সব সময় কাজী নজরুলের গান শুনি,কাজী নজরুলের সকল সৃষ্টি অামার প্রিয়,,
@arupsarkar73445 жыл бұрын
India should build a huge momentum for Kazi Saheb. I live in US and I am Indian; I feel Bangladesh is my home. Amar Matri Bhumi.
@mofakkerulislam97494 жыл бұрын
Of course, you're our blood.
@tusharmukherjee3734 жыл бұрын
Yes my parents migrated from Jessore BD. I Always want to visit. God willing one day. Yes I am in USA. But my heart is in Bangladesh forever.
@devdasghosh52155 жыл бұрын
"মোর প্রিয়া হবে এসে রাণী ' গানটিতে কি সুন্দর ভাষা প্রয়োগ করেছেন মহাকবি কাজী নজরুল ইসলাম ৷ বারবার শুনেও তৃষ্ণা মেটে না ৷
@joshimuddin57864 жыл бұрын
ঠিক
@anjanbarman63414 жыл бұрын
9
@anjanbarman63414 жыл бұрын
Eternàl
@SmritiRekha4 жыл бұрын
Ami amar channle o shonar jonno onurodh korchi
@devdasghosh52154 жыл бұрын
@@SmritiRekha লিঙ্ক পেলে সুবিধে হয়,
@abubakkersiddek18896 жыл бұрын
৪২তম মৃত্যু দিবসে গভীর শ্রদ্ধা জানাচ্ছি কাবির প্রতি। দোয়া করি চির শান্তিতে থাকুক তাঁর আত্মা।
@zislam7003 Жыл бұрын
নজরুল পৃথিবীর সবচেয়ে ধনী তাঁর রচনায়
@hossainsk57023 жыл бұрын
আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম,,, ,আমার কবি শুধু বিদ্রোহী কবি ই ছিলেন না উনি যৌবনের পূজারি ছিলেন ,,,, কবিকে আমার অজস্র শ্রদ্ধা রইল ,,,
@abusultanpatowary6 ай бұрын
নজরুল মানেই অসাধারণ, অমর সৃষ্টি। রোমান্টিকতা।অসাধারণ রোমান্টিকতা। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক লিখনি। নজরুলের কালজয়ী এ গান পৃথিবীর ইতিহাসে সর্বযুগে সর্বকালে শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করবে নিঃসন্দেহে।
@shiponsorkar43023 жыл бұрын
চমৎকার উপস্থাপন। একরাশ শুভেচ্ছা
@basudevpal47824 жыл бұрын
আমার একজন প্রিয় শিল্পী। বেশ ভালো পরিবেশন। কবি তো all time great.
ফিরদৌস পিসির নজরুল সঙ্গীত শুনতে শুনতে আমি বড়ো হয়েছি। এখনো মণ খারাপ হলে একান্তে বসে বসে গান শুনি।
@jyotisankarchatterjee65186 жыл бұрын
ONE OF THE BEST EXPONENTS OF NAZRULGEETI,FROM BANGLADESH,WHO IS WELL LIKED AND RESPECTED IN OUR WEST BENGAL TOO.
@sahinjaman26996 жыл бұрын
সাম্যের কবি,প্রেমের কবি, দারীদ্র্যর কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমার হৃদয়ের কবি, এই কবির দেশে জন্মে নিজেকে গর্ব বোধ করি। প্রেস ডলফিন, লালবাগ, মুর্শিদাবাদ।
@banimitra37896 жыл бұрын
Sahin Jaman আজ সৃষ্টি সুখের উল্লাসে
@SmritiRekha4 жыл бұрын
Moor priya hobe gan ti amar channel theke shonar jonno request korchi
@supriyamaji86207 жыл бұрын
নিশীপবন নিশীপবন ফুলের দেশে যাও ফুলের দেশে ঘুমায় কন্যা তাহারে জাগাও।মন কে ভারাক্রান্ত হয়ে গেল । খুব ভালো লাগলো অসাধারণ ।
@sabitabanerjee84326 жыл бұрын
ু
@ruhulhowlader7166 жыл бұрын
Supriya Maji ....
@ashokekumarjana55506 жыл бұрын
গাণটি মনে করিয়ে দিল মহাকবি কালিদাস এর মেঘদূত এর কথা
@saberasultana77044 жыл бұрын
লিরিক্স
@saberasultana77044 жыл бұрын
নিশি পবন নিশি পবন লিরিক্স
@mikailbabu18756 жыл бұрын
আমার কাছে আমার চির যৌবনের গুরু আমর দুরন্ত ছুটে চলার গুরু আমার ভাললাগার গুরু আমার ভালবাসার গুরু নজরুলই হোক সকালের শুরু
@zahangirboksh37896 жыл бұрын
Thanks to both of you for this lovely presentation. The introduction, song collection and description was perfect. I have no words how to express the maturity and professional attainment in Nazrul geeti has Ferdaus ara achieved. Looking forward to more, more and more in future.
@mumtazansary93565 жыл бұрын
কবি ও তার গান অমর রহে
@mumtazansary93565 жыл бұрын
কবি ও তার গান অমর রহে!
@swapanpaul2781 Жыл бұрын
😅😊
@nomansalahuddin52906 жыл бұрын
আমাদের স্বাধীনতার সৃতি শাহীন আপা। আপনাকে আমার আজীবনের সশ্রদ্ধ স্রদ্ধা।
@samjidakhatun22733 ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ এমন মাত্রায় নজরুল সংগীত গাওয়া অনবদ্য ফেরদৌস আরার কণ্ঠে জাদু রয়েছে ; তাঁকে কুর্নিশ, এমন গায়কী প্রতিভা মহান আল্লাহ তায়ালার অসামান্য দান।
@sahinjaman26996 жыл бұрын
শতবার জন্ম নিলেও এই কবির সমতুল্য কবি আমরা আর পাব না হায়!
@abukhosmohammad29696 жыл бұрын
, ঈলৈভ্
@tanvirahmedsiddiquee1274 жыл бұрын
Possible. If only Bengal nation move alone and Bangla academy becomes politics free.
@SmritiRekha4 жыл бұрын
Right.Amar channele Firoja r kichu gan geyechi Sunle valo lagbe mone hoy.
@iqbalakramjoy50825 жыл бұрын
কাজী নজরুল ইসলাম বাংলা দেশ ও বাংলা ভাষার জাতীয় কবি। বাংলা সংগীতের বিধাতাপুরুষ কাজী নজরুল ইসলাম।
@RezaulKarim-gc6wg3 жыл бұрын
K ppm ppm ppm Group
@RezaulKarim-gc6wg3 жыл бұрын
Ppp oppo ppm ppm past past past past decade ppp
@MANUSH.TELEVISION4 жыл бұрын
কী চমৎকার। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।
@drmdshahinulhaquekhan75865 жыл бұрын
ফেরদৌস আরা আপুর কণ্ঠে নজরুলগীতি আমি অনেক শুনি। আগে আমি প্রতিদিন শুনতাম। এখন সময় কম পাই তাই কম শুনা হয়। ্ভাল থাকবেন আপু।
@cassandra-v4y5 жыл бұрын
তখনকার কবিরা ছিলেন প্রকৃত পুরুষ, তাঁরা জানতেন তাঁরা তাঁদের প্রিয়াকে কিভাবে দেখতে চান ও কী চান। এখনকার পুরুষের সব অর্ধ-পুরুষ। নিজের মনের ভাব প্রকাশ করতে তাদের বিভিন্ন মানুষের অনুমিতর প্রয়োজন হয়। এভাবে তো কবিতাও হয় না, গানও হয় না, শিল্পও হয় না।
@kamalhossain15614 жыл бұрын
ai ki bolile prio? sob ki amon hoi.....
@niranjankumaradhikari65594 жыл бұрын
Apurba
@md.moinuddinshaikh97804 жыл бұрын
নবীন প্রবীণ নয়,সব কালেই সব সময়েই ভালো মন্দ,আধা পূর্ণ পুরুষ আছে ,ছিল এবং থাকবে।তাই বলে সমগ্র পুরুষকে একই মাপকাঠিতে মাপা কী উচিত?আপনার আব্বাও তো একজন পুরুষ,তার সম্পর্কে নেতিবাচক ধারণা কী কোনও পূর্ণ মানুষের শোচ হতে পারে?
@HabiburRahman-mv2ty4 жыл бұрын
আসলে জোর করে কবি হওয়া যায় না।এখনকার কবিরা জোর করে কবি।
@MdJashim-up2mi6 жыл бұрын
আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান কবির সকল গানই ভালবাসি
@SmritiRekha4 жыл бұрын
Amar channele ami o geyechi.Somoy kore shonar jonno onurodh janacchi.
@huma9785 жыл бұрын
আমার দেশের এমন কবি পেয়েও আমরা বাংলা বিভাজন রুখতে পারিনি ।এ আমাদের লজ্জা। উনি ত মুসলমান ছিলেন না উনি ছিলেন ভারতীয় প্রকৃত বাঙালী। উনি নবি সাহেবের শিক্ষায় শিক্ষিত ছিলেন না। ওনার মত আর দু চারটে যদি মুসলমান থাকতো তাহলে বাংলা ভাগ হতোনা। হায় আললা!! ওদের মানুষ করো, মুসলমান করে রেখ না
@tapaskumardas18934 жыл бұрын
Anabady konthoswar.Madam Firdous Arale G Banglate invite kore Najrul er hammer Akta episode sanchalan karar anurodh korbo
@giashuddin4075 жыл бұрын
জোছনা আর চন্দন মিশালে তা দেখতে কেমন হবে কল্পনা করাও একটা স্বাপ্নিক ভাবনা।
@sanatanpal69414 ай бұрын
খুব ভালো লাগলো, তোমাদের মা সারদা শান্তিতে রাখবেন। পশ্চিম বঙ্গের বাঁকুড়ার এক গ্রাম থেকে দেখলাম, শুনলাম, আবার গাইবে।
@HarishRudra-v3o29 күн бұрын
চমৎকার উপস্থাপনের জন্য রইলো শুভেচ্ছা ।ভালো থাকবেন ।
@adwaitajana23822 жыл бұрын
অসাধারণ শব্দ চয়ন। সেলুট।
@drshtalukder29264 жыл бұрын
Thanks singer Ferdousara for signing the Nazrul sangeet by your excellent nice impressive voice.
@SmritiRekha4 жыл бұрын
Please enjoy this from my channel,sang by me.
@najimuddinsarkar68343 жыл бұрын
@@SmritiRekha q
@sankaradhikari95325 жыл бұрын
অসাধারণ। আপনার গলায় গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল। এই গানটা শুনতে চাই।
@arabindabhattacharya84286 жыл бұрын
অপূর্ব সুন্দর দিদি আপনার এই গান গুলো। চিরদিন মনে রাখার মতো।
@jalalahmed72365 жыл бұрын
kzbin.info/www/bejne/rKfZaHiFoMuGiZY
@tridibmukherjee60004 жыл бұрын
প্রিয় কবির গানে মন ভরে গেল । অসাধারণ কথা আর শুর কোটি কোটি প্রনাম কবি কে ।
@SmritiRekha4 жыл бұрын
Amar channel theke o ei gan shunun pleaase
@smdkhagency13895 жыл бұрын
কি যে মধু মাখা আছে গানগুলোতে,শুধু শুনতেই ইচ্ছে করে।
@abhijitkumarsarkar38503 жыл бұрын
বাহ্!
@mr.abutaher90236 жыл бұрын
Excellent. No substitute. May live long APU.
@SSS_Channel7 жыл бұрын
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অনেক শ্রদ্ধা ভালবাসা
@zahangirkhan26764 жыл бұрын
অনেক ধন্যবাদ ফেরদৌস আরা মন ভরে গেল।
@shafiqurazad19384 жыл бұрын
অনেক অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো আপনাদের এ সুন্দর আয়োজন এর জন্য।
@PratapMondal-zf3qg Жыл бұрын
One of the best tribute ❤️ 07.04.23 2:34am
@noorek27804 жыл бұрын
সত্যি খূব ভাল লাগছে। ধন্যবাদ ফেরদোসৌ।আপা।
@SmritiRekha4 жыл бұрын
Amar channele ami try korechi gaite.shunben please
@HabiburRahman-mv2ty4 жыл бұрын
চির দুঃখী কবি গানে গানে ছিলেন সম্পদশালী।
@RahimuddinSarkar-of3rw23 күн бұрын
কবি মানব জীবনের সঠিক মুহুর্ত তুলে ধরেছেন।
@josephhossain29894 жыл бұрын
'বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিস নে আজি দোল' ; এই গানটা ফেরদৌস আরা গেয়েছেন , কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় যে ভাবে গেয়েছেন তা অতুলনীয় ।
@ashokdatta89223 жыл бұрын
অনবদ্য উপস্থাপনা 👌🏻👏🏼
@arupsarkar73445 жыл бұрын
I am an Indian American but my forefathers were from Manikjung, will people of Bangladesh let me live in my homeland for a few years before I die?
@karimrezaulmirosmangani44855 жыл бұрын
Thanks for realizing the bonding with home land.
@vishwarupabhattacharjee90424 жыл бұрын
@@karimrezaulmirosmangani4485 It's not a realization.... It's more than anything that words can express... Displacement from one 's homeland is a silent sorrow.... which our grandparents' generation had to undergo.
@md.shafiqulhasan21524 жыл бұрын
You are most welcome.
@biswajitbiswajit45764 жыл бұрын
এই শিল্পীর কিছু গান আছে যা দিনে একবার না শুনলে যেনো দিনটা ভালো লাগে না l
@SmritiRekha4 жыл бұрын
Please listen this song from my chennel singing by me
Wonderful presentation........ !!! Really Great & unforgettable. Your fabulous sweet voices always appreciable. My deepest respect nd love from INDIA...... May God blesses you all with happiness & ur soulful brilliant singing.
@shankardos34314 жыл бұрын
Kaji najrul islam aversatile talent he was true patriot of bharatmata ajewel of bengal he was genious i pay my respct from my core of heart for him there was no difference for cast&creed we must take lesson from his life praying to almighty to rest his soul in peace om shanti om om om om om om om
@farokhossain19062 жыл бұрын
Coke studio bangla তে গানটি শোনার পর এইখানে শুনলাম। আপনিও কি coke studio bangla তে শুনে কে কে শুনতে আসছেন? হাত তুলুন
@md.rabiulalam83737 жыл бұрын
Old is gold. Excellent collection, specially my favourite singer Ferdous Ara is owesome
@musharrafkhan25966 жыл бұрын
♥♥♥♥♥♥♥♥♥
@musharrafkhan25966 жыл бұрын
বাগিচায় হাহ কথ সুন্দর গান ♥♥♥
@mdismail-gs7kn6 жыл бұрын
আমার প্রানের কবি নজরুল।
@chittaranjansarkar40814 жыл бұрын
Wonder of feelings, made by great poet K Najrul. Thanks
@sarojbiswas54335 жыл бұрын
Ferdose Ara didir gan Ami monpran dea suntan abong nazrul gitee Amar preogan thanks
@shyamalnandi68325 жыл бұрын
মন ভালো রাখার, এর থেকে ভালো আর কি আছে? যারা বলে গান বাজনা হারাম তাদের কাছ থেকে, ম্যাডাম সাবধানে থাকবেন.
@mmotin84265 жыл бұрын
সমস্ত শিল্পীকে আমার আন্তরিক অভিনন্দন
@madhuri_kundu7 жыл бұрын
Osadharon. ......thank you😊
@iradas93303 жыл бұрын
Awesome creation of great poet..
@mayenuddinmunshiagroandfoo63984 жыл бұрын
তোমার মত কবি আর বাংলায় জন্ম হবে না, কাজি নজরুল ইসলাম তুমি সারা বিশ্ব নাড়িয়ে দিলে।
@subhasprodhan43676 жыл бұрын
ইহাতে করমের প্রশংসা করা হইল, যে কর্মের ফল এত প্রশংসনীয় সে নিজেও অবশ্যই প্রশংনীয় ----ইহাই মর্মাথ, ((((((((((হংস ***))))))))))))দিদি খুব ভালো থাকুন এই কামনা রইল আরা দিদি গো 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌻🌳
@kousikbhattacharya18826 жыл бұрын
Apnar Sob nojrul geeti gulo eksathe ekta album e rakhle khub valo hobe
@anitadatta13035 жыл бұрын
Outstanding voice and befitting presentation make it a memorable performance !
@jalalahmed72365 жыл бұрын
kzbin.info/www/bejne/rKfZaHiFoMuGiZY
@pranabroy44665 жыл бұрын
Asadharon
@SmritiRekha4 жыл бұрын
ঠিক।আমিও নজরুলগীতি গাই।
@udayadityasmathematicsclas44224 жыл бұрын
অপূর্ব।
@khairsamadi21224 жыл бұрын
একটি গানের মাঝখানে বিজ্ঞাপন এবং সেটা প্রায় চার মিনিটের।এটা কেমন হলো? বড়ই কষ্ট লাগলো।...বিজ্ঞাপন দিতে হবে। কিন্তু তারও একটা শৃঙ্খলা প্রত্যাশা করি।...আপনাদের দিকেইতো আমরা তাকিয়ে থাকি বড় আশা নিয়ে।
@mdadnan4277 жыл бұрын
Excellent collection,full video album of beautiful singer Ferdous Ara,appreciate such nice video albums more of Ferdous Ara and Abida sultana.Thanks for such a nice collection.
@ImpressAudio7 жыл бұрын
shaheen samad and ferdous ara
@mdadnan4277 жыл бұрын
no i mean if you have any video album regarding abida sultana also...thanks