قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ ۙ বল, আমি ভােরের মালিকের আশ্রয় গ্রহণ করছি (আল ফালাক - ১) জয় রাব্বূ্ল কাকে বললেন ? মাওলা ইবা কে ? রব রুপি গুরুর কাছে জান্নাত আছে ! হুম, 'রুপি' বাদ দিলে থাকে শুধূ্ 'রব' তার কাছে তাহলে কি আছে ? জান্নাত চাওয়ার কি আর কোন রবরূপি মানূ্ষ নাই ? এই রবরূপি গুরু নিজেই জান্নাত যাবে কিনা এটা তাকে গোপনে জিগ্যেস করিয়েন, কি বলে শুনিয়েন। রবরূপি যদি বলেন তো পৃথিবীর সমস্ত মানূ্ষই রবরূপি। আপনি আমি সবাই !
@sarowerhossain36653 жыл бұрын
@@akhiruzzaman7780 জানার কোন শেষ নাই " জানার চেষ্টা বৃথা তাই।
@zakirhossain14722 жыл бұрын
কথা গুলোর মাঝে মিউজিকটায় আমাকে অন্যমনস্ক করেছে। দয়া করে কোন মিুজিক না রাখলেই ভাল।
@Porom_Sotto2 жыл бұрын
দুখিত
@mdabdulkader29743 жыл бұрын
আমার বাচ্চার বয়স ১১ মাস। তার হাতের আঙুল ও পায়ের আঙুলও ঠট নীল হয়ে যায়। তার হাটের সমস্যা। এখন কি করলে ভাল হবে একটা সমাধান দিন।
@Porom_Sotto2 жыл бұрын
☑️
@mdsaddamhossain70913 жыл бұрын
হাদিসের রেফারেন্স দিতে পারবেন?
@Porom_Sotto2 жыл бұрын
✌
@akhiruzzaman77803 жыл бұрын
وَاِنۡ مِّنۡکُمۡ اِلَّا وَارِدُہَا ۚ کَانَ عَلٰی رَبِّکَ حَتۡمًا مَّقۡضِیًّا ۚ তােমাদের মধ্যে এমন কেউ নেই, যে তা ( অর্থাৎ জাহান্নাম ) অতিক্রম করবে না। এটা তােমার প্রতিপালকের পক্ষে এক চূড়ান্ত সিদ্ধান্ত। (মারইয়াম - ৭১) ثُمَّ نُنَجِّی الَّذِیۡنَ اتَّقَوۡا وَّنَذَرُ الظّٰلِمِیۡنَ فِیۡہَا جِثِیًّا অতঃপর যারা। তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি নিষ্কৃতি দেব আর জালিমদেরকে তাতে ( জাহান্নামে ) মুখ থুবড়ানাে অবস্থায় ফেলে রাখব। (মারইয়াম - ৭২)