বাইজ্জোনারে শ্যামের বাঁশি - ধামাইল কন্যা দিতি দাস dithi das dhamail song 2023

  Рет қаралды 160,730

Music Story BD

Music Story BD

Жыл бұрын

Premiered Jun 26, 2021 #DithiDas #Dhamail
Sylheti Dhamail Gaan l Radharaman Song ধামাইল গান সিলেট l রাধারমনের গান
baijo na re samer basi joy radhe bolia বাইজ্জো নারে শ্যামের বাঁশি জয়রাধে বলিয়া
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
Dop: Juyel Islam জুয়েল ইসলাম
Edit & Color: Tuhin Islam তুহিন ইসলাম
Direction: Mostaque Bahar মোস্তাক বাহার
Dancers: Dithi, Smriti, Jerin, Tarin, Mou Priti, Panna, Lima & Dipa দিতি, স্মৃতি, জেরিন, তারিন, মৌ, প্রীতি, পান্না, লিমা ও দিপা (Dhamai Chunarughat Dance Team ধামালি চুনারুঘাট নাচের দল)
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song
#Dhamail #DithiDas
Any Query:
Cell: 01767 661288
Email: mbgallerylink@gmail.com
Special Thanks to Mr. Ab. Dewan Motin, Teliapara, Madhabpur, Habiganj দেওয়ান মোঃ আব্দুল মতিন, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।
In Association With:
** Helios Holding Co. Ltd. Japan Bangladesh (হেলিওস হোল্ডিং কো. লি. জাপান বাংলাদেশ)
by Abdul Malek Japani, Managing Director (আব্দুল মালেক জাপানি, ব্যবস্থাপনা পরিচালক),
** Tajul Islam Shikkha Trust, Chunarughat, Habiganj (তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Seba Diagnostic Center, Chunarughat, Habiganj (সেবা ডায়াগনস্টিক সেন্টার, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Grameen Unnayan Foundation, Narapati, Chunarughat, Habiganj and (গ্রামীণ উন্নয়ন ফা্উন্ডেশন, নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ)
** Dhamali Chunarughat (KZbin Channel: Dhamali BD / dhamalibd (ধামালি চুনারুঘাট)।
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
* এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।
বাইজ্জোনারে শ্যামের বাঁশি lyrics:
বাইজ্জোনারে শ্যামের বাঁশি জয়রাধে বলিয়া
ওরে শ্যাম চান্দের বাঁশি কই বিনয় করিয়া
নিদ্রা সুখে শুইয়া থাকি নিশি যায় ফুরাইয়া
শুইলে স্বপনে দেখি নিকটে বন্ধুয়া
নিকটে বন্ধুয়ারে বাঁশি নিকটে বন্ধুয়া
শুইলে স্বপনে দেখি নিকটে বন্ধুয়া
পুরুষও ভ্রমরা জাতি কঠিন তারও হিয়া
নারী তো সরল জাতি উঠে রইয়া রইয়া
উঠে রইয়া রইয়া বাঁশি উঠে রইয়া রইয়া
নারী তো সরল জাতি উঠে রইয়া রইয়া
ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া
গোপনে করছিলাম পিরিত দিলায় প্রকাশিয়া
দিলায় প্রকাশিয়ারে বাঁশি দিলায় প্রকাশিয়া
গোপনে করছিলাম পিরিত দিলায় প্রকাশিয়া

Пікірлер: 15
@nondaranibiswas212
@nondaranibiswas212 Жыл бұрын
Nice
@nondaranibiswas212
@nondaranibiswas212 Жыл бұрын
Thank for
@mojiburverynicesongrahman9393
@mojiburverynicesongrahman9393 Жыл бұрын
Wanderful ❣️❣️❣️❣️❣️❣️
@topudatta6975
@topudatta6975 Жыл бұрын
Didi outstanding knock...... Love it
@user-rk3gp6fr6k
@user-rk3gp6fr6k Жыл бұрын
❤❤❤
@nondaranibiswas212
@nondaranibiswas212 Жыл бұрын
Good job
@nondaranibiswas212
@nondaranibiswas212 Жыл бұрын
Song Nikunja das
@sumaiyaakther2372
@sumaiyaakther2372 Жыл бұрын
আপু এইটা কোন ধরনের গিত আমি তো এই গিত শোনেনি কিন্তু অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু
@musicstorybd8456
@musicstorybd8456 Жыл бұрын
Thank you ❤️❤️❤️
@bablidas8824
@bablidas8824 Жыл бұрын
@@musicstorybd8456 8ρρ
@kartikdas9052
@kartikdas9052 Жыл бұрын
রাধে রাধে দিদি অনেক সুন্দর হয়েছে
@masumbillah1458
@masumbillah1458 Жыл бұрын
❤️❤️❤️❤️
@user-rd2sr6iz8z
@user-rd2sr6iz8z Жыл бұрын
@
@mdabdushid3009
@mdabdushid3009 Жыл бұрын
gu
@mdfokrul7854
@mdfokrul7854 3 ай бұрын
মআয়টূপোকজরএ