আমার বারান্দায় অল্প করে রোদ আসে গোলাপ ফুল গাছ বাচে না অনেক চেষ্টা করছি জবা,বেলী,পাম ট্রী,টগর,গন্ধ রাজ এই ধরনের গাছ আছে এদের সঠিক পরিচর্যা আর বাচিয়ে রাখার একটা উপায় বলবেন প্লিজ
@sonalisgardenАй бұрын
এই সকল গাছে কম রৌদ্রে ভালো ফুল পাওয়া যাবে না। কম রৌদ্রে এমন অনেক ফুল গাছ আছে যেগুলো আপনি লাগাতে পারেন। যেহেতু রোদ কম সেহেতু গাছের মাটিতে জল কম দেবেন, মাঝেমধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন খাবার বলতে ভার্মি কম্পোস্ট শুকনো পাকা কলার খোসা গুঁড়ো, এছাড়াও তরল সার একেবারে পাতলা করে দিতে পারে। আমার চ্যানেলে কম রৌদ্রে কি কি গাছ লাগাতে পারবেন এই নিয়ে ভিডিও ডিটেলসে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন।