Ghore shib thakur er murti + shib lingo aksathe rekhe pujo kora jay ki?
@Engineeringsn Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@somaghosh34085 ай бұрын
Dada Ami kichu bolte chai, amr ghore siveling ache ami Babar sathe nandi basuki trisul damru sob e diye bosano hoiche trisul r basuki ta ami rupar baniye dichi kono ki vul holo naki amr r akta kotha Babar pase ami sudhu ganpatir photo rekhechi Puja di ami Roz Babar pase ki maa keo rakte hobe r ami Roz ariti kori mohamitunjay mantro boli kintu 3 bar boli kichu hobe ki sandha bela 108 bar boli kono ki vul hoche amr 🙏🙏🙏🙏🙏 om namah shivay 🙏🙏🙏
@AmritaParash5 ай бұрын
রুপোর বাসুকি নাগ বানিয়ে দিয়েছেন তাতে কোন অসুবিধা নেই। চেষ্টা করবেন বাবার পাশে সমস্ত শিব পরিবারকে রাখতে । দেখবেন এরকম ফটো কিনতে পাওয়া যায়। সময়ের অসুবিধা থাকলে আপনি তিনবার পাঠ করল কোন অসুবিধা নেই। আর বাকি যেগুলো আপনি করছেন কোন ভুল নেই।
@somaghosh34085 ай бұрын
@@AmritaParash dhonnobad dada 🙏🙏🙏
@somaghosh34085 ай бұрын
@@AmritaParash dada Ami r akta kotha bole chai amr husbend AK din rastate akta saligram sila paiche ota ami ekhon maa Laxmir pase boshiye dichi pandit bolche ota amake na chute Tai ami Narayan shila dhori na amr husbend ba amr chele pujo dei Tate ki kono kharap hobe
@AmritaParash4 ай бұрын
শালগ্রাম শিলা সাধারণত ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয়। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাতে কোন অসুবিধা নেই।
@shilarani3472 Жыл бұрын
Nomo shivhi no 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💛💛💛💛💛💛💙💙💙💙💙💙💙
@Maya-xb1sc3 күн бұрын
অগ্রাহায়ন মাসে কি আনা যাবে নতুন শিব লিঙ্গ
@DEBABRATALODHRAY14 күн бұрын
জলাধারের জল শেষ হলে কি করে পুনরায় জল ঢালব। জলাধারের ঘট ছোট একটু বাদেই শেষ হয়ে যায। দযা করে জানান। বাধিত থাকব।
@Shrinivas3162Ай бұрын
স্যার পারদের শিব যদি আসল খাঁটি পারদের না হয় তাহলে কি করনীয়, প্লিজ রিপ্লায় দিন
@Tiasha-Maira08028 ай бұрын
Dada amr barite amr ghore akta shiv lingo ache... R amader tulsitolai akta ache.. Ki korbo jodi aktu bllen?
@AmritaParash8 ай бұрын
দুটি শিব লিঙ্গ একই বাড়িতে একসঙ্গে পুজো করা উচিত নয়। প্রয়োজন হলে যেকোনো একটিকে কাউকে দান করতে পারেন অথবা কোন গাছের তলায় কিংবা কোন পবিত্র স্থানে রেখে আসতে পারেন।
@sanghamitraroy3480 Жыл бұрын
Barite sab din na thakle, takhan kivabe shivlinga puja korbo
@AmritaParash11 ай бұрын
বাড়িতে সব দিন না থাকলে যেই দিন আপনি বাড়ির বাইরে যাবেন সেই সময় শিবলিঙ্গটিকে কোন মন্দিরে পুরোহিতের কাছে রেখে যাবেন। আবার বাড়ি ফিরে আসলে আপনি গৃহে নিয়ে এসে নিত্য সেবা করবেন।
@Cricket_18-e8x3 ай бұрын
আমাদের বাড়িতে একটি সাদা ঝিনুকের শিবলিঙ্গ আছে যেটি দীঘায় পাওয়া য়ায । যেটি আমি দীঘায় কুরিয়ে পেয়েছি । এখন আমি সেটি চাইছি সেটি আমাদের যে দোকান আছে সেখানে তিনটি তাকের সবার উপরে ঠাকুরের মুর্তি এবং ফটো আছে। সেইখানে একটি মহাদেবের মুর্তিও আছে। আমি কি শিবলিঙ্গ টিকে সেখানে রাখতে পারি? যদি রাখি তবে তার সঙ্গে যাযা বলেন তাও্ রাখতে হবে কী ? যেমন ত্রিশুল ,নন্দী আমি কী সোমবার পুজো করতে পারি? আমি একটি পাথরের কালো শিবলিঙ্গ গঙ্গা স্নান করে আনবো ভাবছি। সেটিকে আমি ঘরে প্রতিষ্ঠা করতে চাই।।
@AmritaParash3 ай бұрын
সাধারণত ঝিনুকের তৈরি শিবলিঙ্গ পুজো করতে নেই। যেহেতু এই শিবলিঙ্গ পুজো করা যায় না এর কোন আচার বা নিয়ম না করলেও অসুবিধা নেই। আপনি মন চাইলে প্রতিদিন একটু ফুল দিয়ে প্রসাদ দিতে পারেন।
@taposimondal7130 Жыл бұрын
JAY BABA VOLANATH
@panchalidaspanchalidas144511 ай бұрын
প্রভু দুটো শিব লিঙ্গ একসঙ্গে রাখতে পারবো কি
@AmritaParash11 ай бұрын
দুটি শিব লিঙ্গ একসঙ্গে রাখা উচিত নয়।
@rahulkumarsaha7405 Жыл бұрын
Hàr Har Mahadev 🙏🏻🧡🤍💚🙏🏻
@nitudevi50727 ай бұрын
55
@tapaskhan36494 ай бұрын
Amader barite choto duto shiblingo ache tahole ki korbo akta ki jole vadiya debo please janan
@AmritaParash4 ай бұрын
যদি দুটো শিবলিঙ্গ কে যদি পুজো করেন, সেক্ষেত্রে আপনি যেকোনো একটিকে ঘরে রেখে অন্যটিকে কোন পবিত্র স্থানে রেখে দিতে পারেন কিংবা কাউকে দান করতে পারেন। আর যদি আপনি একটি শিবলিঙ্গ কে পুজো করেন, অন্য শিব লিঙ্গটিকে না করে থাকেন সেক্ষেত্রে যে শিবলিঙ্গটিকে কোনদিন পুজো করেননি সেটিকে শুদ্ধ পরিষ্কার আলমারিতে রেখে দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে আলমারিতে রাখবেন সেটি যেন ঠাকুর ঘরে না হয়।
আমি শিব লিঙ্গ স্থাপন করে বিধি নিষেধ মেনে পুজো করতে অসুবিধা হবে সেই জন্য আমি কি বাবা তারাকনাথের একটি শিব লিঙ্গ ছবি আছে সেটিতে পুজো করতে পারব?? এটি কেমন করে পুজো করতে হয়? একটু সাহায্য করুন।
@AmritaParash5 ай бұрын
বাবা ভোলানাথের শিবলিঙ্গের ফটোতে আপনি নিত্য পুজো করতে পারেন। প্রতিদিন পুজো করার সময় ফটোটি একটি ভেজা কাপড় দিয়ে মুছিয়ে তাতে সাদা ফুল অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র মন্ত্র তিনবার জপ করবেন। ধুপ দ্বীপ প্রসাদ দিয়ে বাবার সেবা দেবে।
@ANANDARABHA-yb3ry3 ай бұрын
@@AmritaParash2
@manojchakraborty9208 Жыл бұрын
ওম নমঃ শিবায়
@gopadey58614 ай бұрын
আমার বাড়িতে একটা শিব দক্ষিনেশ্বর থেকে এনে পূজা করছিলাম,,ভাড়া বাড়িতে,,, পরবর্তী তে আমার নতুন বাড়ি কিনে জিনিস পত্র আনা নেওয়ার সময় পথে একটা শিব ঠাকুর পেয়েছিলাম কিন্তু তখন বয়স ও কম ছিল,, ফেলে রেখে আস্তে মন চায় নি, বাড়িতে এতো দিন পূজা করছিলাম কিন্তু শুনছি দুটো শিব রাখতে নেই এখন আমার কি করা উচিত,,, দয়া করে একটু উওর দেবেন।। 🙏🙏
@AmritaParash4 ай бұрын
আপনি কি দুটো শিব একই সাথে পুজো করছেন? শিব ঠাকুর ২ টি কে কোথায় রেখেছেন? দয়া করে বিস্তারিত জানাবেন।
@mitumishra57053 ай бұрын
Dada bolchi amr sosurbari shiv mondir ache ami tate sombar kore jol dhaltam.kintu akhon ami kajer sutre onno jaigai esechi to amii amr flat e notun shivlinga enechi pujo korchi tate ki kono vul kichu kora hobe
@AmritaParash3 ай бұрын
আপনি যেটা করেছেন ঠিকই আছে কোন অসুবিধা নেই।
@pratimamahata3832Ай бұрын
বুড়ো আঙ্গুল এর সমান বলতে কি পুরো নিচ থেকে উপর পর্যন্ত বুড়ো আঙুল এর সমান...নাকি যোনিপীঠ বা দুর্গাপীঠ থেকে উপরিভাগ? দয়াকরে উত্তর টা জানাবেন .... আমার খুব প্রয়োজন
@AmritaParashАй бұрын
যোনিপীঠ বা দুর্গাপীঠ থেকে উপরিভাগ পর্যন্ত।
@pratimamahata3832Ай бұрын
@@AmritaParash Thank u🙏
@paintingacademy93527 ай бұрын
শিবলিঙ্গে সরাসরি কাটা ফল মিষ্টি ভোগ দিয়ে পুজো করে আমরা প্রসাদটা খেতে পারবো তো?
@AmritaParash7 ай бұрын
শিব লিঙ্গে যে কাটা ফলগুলি আপনি নিবেদন করবেন সেগুলো আপনার পরিবার বা সবাই খেতে পারবেন।কিন্তু গোটা ফলগুলো কখনোই আপনি বা আপনার পরিবারের কেউই খেতে পারবে না।
@paintingacademy93527 ай бұрын
@@AmritaParash Thank you
@SJ555557 ай бұрын
Shiva linga bari te rakhle ki niramish khete hoy?
@AmritaParash7 ай бұрын
না সেরকম কোনো নিয়ম নেই। মন চাইলে আপনি সোমবার করে নিরামিষ খেতে পারেন।
@priyankaganguly276 Жыл бұрын
Dada 8" shivlinga rakha jabe?
@AmritaParash11 ай бұрын
অবশ্যই রাখতে পারেন। তবে শিবলিঙ্গের নিত্য সেবা করতে হবে। কোনরকম অবহেলা করবেন না।
@LaxmiMondal-jn7pr3 ай бұрын
আমার ঘরে যে শিবলিঙ্গ আছে সেটা মনে হয় সিমেন্ট দিয়ে তৈরি ।আমি আজ ১১ বছর যাবত সেটাই পুজো করছি ।যদি পাথরের। শিবলিঙ্গ পাই তবে এই শিবলিঙ্গ টি কি করব? আর একজন আমাকে আর একটা সিমেন্ট দিয়ে তৈরি করে শিবলিঙ্গ দিয়েছিল সেটা পুজোর সিংহাসনের উপর আছে ।সেটিকে কি করব ? একটু বলে দিবেন ? বিধান দিন ।আমি একবার ই বাবার মাথার জল ঢেলে পুজো করি ।
@AmritaParash3 ай бұрын
সিমেন্ট দিয়ে তৈরি শিবলিঙ্গ কখনো পুজো করতে নেই। সিমেন্ট দিয়ে তৈরি শিবলিঙ্গ যদি আপনি পুজো করে থাকেন সেটিকে কোন পবিত্র স্থানে অর্থাৎ কোন বটগাছের তলায় যেখানে ঠাকুর রাখা হয় এরকম স্থানে রেখে আসতে পারেন। একটি পাথরের শিবলিঙ্গ এনে সেটিকে অভিষেক করেনিত্য সেবা দেবেন। দেখবেন শিবলিঙ্গের জন্য কোন রকম অবহেলা না হয়। মনে রাখবেন ঠাকুর ঘরে কখনোই একের অধিক শিবলিঙ্গ রাখবেন না।
@priya18-t4j3 ай бұрын
আমাদের বাড়িতে একটি সাদা শিবলিঙ্গ আছে। যেটি আমি দীঘায় কুরিয়ে পেয়েছি । এখন আমি সেটি চাইছি সেটি আমাদের যে দোকান আছে সেখানে তিনটি তাকের সবার উপরে ঠাকুরের মুর্তি এবং ফটো আছে। সেইখানে একটি মহাদেবের মুর্তিও আছে। আমি কি শিবলিঙ্গ টিকে সেখানে রাখতে পারি? যদি রাখি তবে তার সঙ্গে যাযা বলেন তাও্ রাখতে হবে? আমি কী সোমবার পুজো করতে পারি? আমি একটি পাথরের কালো শিবলিঙ্গ গঙ্গা স্নান করে আনবো ভাবছি। সেটিকে আমি ঘরে প্রতিষ্ঠা করতে চাই।।
@AmritaParash3 ай бұрын
সাধারণত সাদা শিবলিঙ্গ ঘরে রাখা উচিত নয়। সাদা শিব লিঙ্গ হচ্ছে বৈরাগ্যের প্রতীক। সাদাসিবলিঙ্গ সাধারণত মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আপনি যে শিবলিঙ্গই ঘরে কিংবা দোকানে রাখুন না কেন আপনাকে নিত্য সেবা অবশ্যই দিতে হবে অর্থাৎ শিবলিঙ্গ টিকে রোজ স্নান করিয়ে মুছিয়ে পাত্রে রেখে ফুল বেলপাতা অর্পণ করতে হবে, প্রসাদ দিতে হবে। এইগুলো রোজই আপনাকে করতে হবে।কালো পাথরের শিবলিঙ্গ অবশ্যই ঘরে প্রতিষ্ঠা করতে পারবেন তাতে কোন সমস্যা নেই।
@somoritaghosh44487 ай бұрын
Ami pujo er singhasan e 1ta rudraksha rakhte chai but amader bari te already 2to shivling r 2to singhasan a6e 1ta amar thamma er theke pawa jeta ma pujo kore ground floor e a6e but amra thaki 1st floor e ground floor e amar kakima thaken onar alada pujo er singhasan r thakur a6e.. but ami ki 1st floor e alada kore 1ta singhasan e shivling sthapana korte pari Mata Parvati n onar parivar soho jate rudraksha ta rakhte pari?
@AmritaParash5 ай бұрын
দুটো সিংহাসন দুটো ফ্লোরে থাকলে কোন অসুবিধা নেই। একই পূজোর ঘরে দুটো শিবলিঙ্গ যেন না থাকে। আপনি দুটো শিবলিঙ্গের পূজা একই রকম ভাবে করতেই পারেন তাতে কোন সমস্যা নেই। শিবলিঙ্গের সঙ্গে অবশ্যই শিব পরিবারের কোনো ফটো রাখবেন এবং তাতেও নিত্য সেবা দেবেন।
@somoritaghosh44485 ай бұрын
@@AmritaParash ধন্যবাদ
@AmritaParash5 ай бұрын
welcome.
@susmitamandal7468 Жыл бұрын
Dada mohadev ka dudh diya pujo korar por sai dudh ta jodi na khaya fale dai tahola ki kono khoti hoy
@AmritaParash Жыл бұрын
একেবারেই কোন ক্ষতি হবে না.... তবে দুধটা কোন গাছের গোড়ায় কিংবা পবিত্র স্থানে ফেলবেন.... কোন মতেই তুলসী গাছের গোড়ায় বা তুলশি গাছের উপর দেবেন না।
@SougataMalik-g1d3 ай бұрын
Shiv lingo ki jole rakte hoy
@AmritaParash3 ай бұрын
শিবলিঙ্গ জলে রাখার কোন নিয়ম নেই। আপনি ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে পূজার আসনে পাথরে পাত্র অথবা তামার পাত্রে রেখে দেবেন।
@gouridaimary4940 Жыл бұрын
🙏❤️❤️❤️
@trishapandit49944 ай бұрын
Shiv linga pujar por jol a dubiye rakha jay
@AmritaParash4 ай бұрын
শিব লিঙ্গ জলে ডুবিয়ে রাখার কোন রকম নিয়ম নেই। আপনি পাথরের বাটিতে কিম্বা তামার পাত্রের উপর বসাতে পারেন।
আপনি যদি ঠাকুরের সেবা ঠিক করে দেন সে ক্ষেত্রে আপনার কোন অসুবিধা হওয়ার কারণ নেই। মনে রাখবেন নিত্য সেবায় যেন কোনরকম ত্রুটি না হয়।
@saktiranjanchakroborty8567 Жыл бұрын
Ami paroder shib anechi kintu akhono puja karte parini ki karbo.
@AmritaParash Жыл бұрын
শিবলিঙ্গ সাধারণত আয়োজন করে প্রতিষ্ঠা করা কোন রকম দরকার পড়ে না। কোন একটি শুভ দিন দেখে ঘি মধু দুধ ইত্যাদি দিয়ে স্নান করিয়ে প্রতিষ্ঠা করতে পারেন..
@puspitadasoishi78429 ай бұрын
নমস্কার, আমার এক বোন অনেক বছর আগে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা শুরু করে। সেই থেকে তার বাড়িতে মহাদেবের নিত্য পূজা হয়। তার বিয়ের সময় যদি সে ঐ শিবলিঙ্গ নিজের সাথে শশুরবাড়ী নিয়ে যায় এবং তার বাবার বাড়িতে নতুন শিবলিঙ্গ স্থাপন করে পূজা করা হয় তাহলে কি তার বাবার বাড়ির কোনো ক্ষতি হবে?
@AmritaParash9 ай бұрын
অবশ্যই করতে পারেন। তাতে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই। মনে রাখবেন দুটি শিবলিঙ্গের কোনটাই যেন অবহেলা না হয়।
@soumenmukherjee8679 Жыл бұрын
Brite buro finger er thek smnno boro sib lingo thkle ki korbo jnben kindly
@AmritaParash Жыл бұрын
নতুন করে কিছু করার প্রয়োজন নেই... যেরকম আছেন সেরকমই থাক.... দেখবেন শুধু শিব লঙ্গের কোনোরকম অবহেলা না হয়।
@tamadutta21083 ай бұрын
দাদা আমার একটা প্রশ্ন ছিল আমি আমার 18 বছর বয়সে দীঘা থেকে একটা ছোট শিব লিঙ্গ কিনে এনেছিলাম সেটা আমি 5 বছর হলো ঘরে আসনে পেতেছি পুজো করছি, কিন্তু এখন দেখছি দিনে দিনে শিব লিঙ্গের ওপরে কালো রংটা উঠে যাচ্ছে বুঝতে পারছি না যে এটা পাথরের না সিমেন্টের? যদি পাথরের হতো তাহলে তো আর কালো রংটা উঠতো না তাই না, তাই আমার মনে মনে একটা ইচ্ছা পাথরের একটা শিবলিঙ্গ কিনে পুজো করার কিন্তু এখন আমি যে শিবলিঙ্গটা পুজো করছি এটা কি করবো? কোথায় রাখবো? বা আসন থেকে সরিয়ে নতুন পাথরের শিব লিঙ্গ কিনে পুজো করাটা কি উচিত হবে? কিন্তু আমার মনের খুব ইচ্ছা যে একটা পাথরের শিবলিঙ্গ পুজো করার... আমি তো এটা পাথরেরই ভেবেছিলাম কিন্তু এখন দেখছি যতদিন যাচ্ছে ঠাকুর পরিষ্কার যখন করছি নিচের দিকে যেদিক দিয়ে জল নির্গত হয় সে দিক দিয়ে কালো রংটা উঠে গেছে, দুপাশে খাঁজের দিক দিয়েও রংটা উঠে গেছে কেমন একটা সিমেন্ট রঙের মতো বালি সিমেন্ট এর মত লাগছে পাথরের হলে তো এরকম লাগবেনা ,কালো তেল তেল করবে তাই না.... এখন আমি কি করবো বুঝতে পারছি না আপনি যদি আমাকে একটা পথ দেখান আমি খুব উপকৃত হই আমার খুব মনেপ্রাণে ইচ্ছা একটা পাথরের শিব ঠাকুর পুজো করার 🙏 আর হ্যাঁ যদি আমি পাথরের শিব ঠাকুর কিনে পুজো করতে পারি তাহলে কি আমি নিজেই অভিষেক করিয়ে এই ঠাকুর তুলে সঙ্গে সঙ্গে নতুন ঠাকুর বসাবো?না নতুন ঠাকুর কিনে মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে শোধন করিয়ে নিয়ে এসে তারপরে ঠাকুর তুলে আসনে বসাবো? একটু বলে দেবেন।🙏 আর হ্যাঁ আমি এই শিবলিঙ্গ টা শিবরাত্রি দিনি নিজে নিজে অভিষেক করে পেতেছিলাম। এখন আপনি যদি অভয় দেন তাহলে কি পুনরায় শিবরাত্রি দিন ই পাতবো? আমি কি করবো বুঝতে পারছিনা, একবার ঠিকও করেছিলাম এই শ্রাবণ মাসে নতুন পাথরের শিবলিঙ্গ কিনে বসাবো আবার মনটা কেমন যেন করল ডিসিশন নিতে পারছিনা দাদা কি করবো যদি একটু বলে দেন
@AmritaParash3 ай бұрын
সিমেন্ট দিয়ে তৈরি শিবলিঙ্গ পূজা করা যায় না। সে ক্ষেত্রে আপনি এই শিবলিঙ্গটিকে কোন পবিত্র স্থানে অর্থাৎ কোন বটগাছের তলায় যেখানে ঠাকুর রাখা হয় এরকম কোন স্থানে রেখে আসতে পারেন। নতুন একটি পাথরের শিবলিঙ্গ কিনে পূজা করাটা একেবারেই ঠিক হবে। কোনরকম ভুল কিছু নেই। শিব ঠাকুর কিনে আপনি নিজেই অভিষেক করাতে পারেন। ব্রাহ্মণ দিয়ে করাতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই। শিবলিঙ্গ কিনে নিজেরাই অভিষেক করা যায় আপনি মন চাইলে ব্রাহ্মণ দিয়েও করাতে পারেন। শিবলিঙ্গ যদি কোন বিশেষ দিনে অভিষেক করে বসাতে পারেন সেটা সবথেকে ভালো হবে। যেমন শিবরাত্রি, নীল ষষ্ঠী, কিংবা শ্রাবণ মাসে এই দিনগুলিতে নিজেরাই অভিষেক করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন অভিষেকের পর থেকে শিবলিঙ্গের নিত্যসেবা অবশ্যই দেবেন। কোন রকম যেন অবহেলা না হয়।
@@AmritaParash অনেক ধন্যবাদ দাদা🙏কি ভাগ্য আমার আমি গত কালই পাথরের শিবলিঙ্গ কিনলাম আর আজই আপনি রিপ্লাই করলেন, আমি নতুন পাথরের শিবলিঙ্গ টা এখন ঘরে শোকেসে রেখে দেবো, শুদ্ধ স্থানে,তারপর শিবরাত্রি দিন অভিষেক করিয়ে আসনে বসাবো আর সিমেন্টের শিবলিঙ্গ টা শিব মন্দিরের বট গাছের তলায় রেখে আসবো। আপনি অনুমতি দিয়েছেন আমি মন থেকে অনেকটা শান্তি পেলাম, আমি এখন শিবরাত্রি দিনের অপেক্ষায় রয়েছি,,
@tamadutta21083 ай бұрын
আর একটা কথা দাদা আমি শিবলিঙ্গ কালো পাথরের কিনেছি, ঘরে নিত্য পূজা করার জন্য।কিন্তু বসাবো যে বাটিটা সেই বাটিটা সাদা পাথরের কিনেছি আমি সাদা পাথরের বাটিতে শিবলিঙ্গ বসিয়ে নিত্য পূজা করতে পারব তো?? সাদা পাথরের বাটিতে শিবলিঙ্গ বসিয়ে পুজো করলে কোন অসুবিধা নেই তো? কালো পাথরের বাটিতে বসিয়ে পুজো করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো? বেশ সাদা পাথরের বাটিটা ভালো লাগলো, কালো শিবলিঙ্গ সাদা পাথরের বাটিতে পাশে কালো নন্দী মহারাজ, খুব সুন্দর লাগলো সাদা পাথরের বাটিতে, তাই কিনলাম, কোনো কি ভুল করলাম... বুঝতে পারছি না,আমার কাছে তো অনেক টাইম আছে,শিবরাত্রি আসতে,তাহলে কালো পাথরের বাটি কিনে নেবো,,,একটু জানাবেন দাদা। আমি চাই এবারে আর কোন ভুল করবো না, সবটা জেনে তারপর শিবরাত্রি দিন ঠাকুর বসাবো।
@AmritaParash3 ай бұрын
সাদা পাথরের বাটিতে বসিয়ে পুজো করলে কোন অসুবিধা নেই।
@Sreevarat5 ай бұрын
পুজোর আসনের কোন দিকে শিবলিঙ্গ বসাবো ভিডিও করে একটু দেখিয়ে দেবেন ঈশান কোন ❤❤❤ এসব আমি বুঝিনা যদি একটু ভিডিও করে দেখিয়ে দিতেন ভালো হতো ধন্যবাদ
@AmritaParash5 ай бұрын
সব সময় উত্তর-পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে শিবলিঙ্গ রাখবেন বা পূজোর আসন উত্তর-পূর্ব কোণে রাখার চেষ্টা করবেন। ভবিষ্যতে এরকম কোন শিবলিঙ্গ সংক্রান্ত কোন ভিডিও তৈরি করলে নিশ্চয়ই সেটা তুলে ধরবো।
@shilpisaha6164 Жыл бұрын
Nandi maharaj k Lord Shivar kon dike r kivabe rakhte hoi
@AmritaParash Жыл бұрын
নন্দী মহারাজকে শিবলিঙ্গের পাশে রাখবেন বা সামনের দিকে জায়গা থাকলে সেখানেও রাখতে পারেন..
অপর শিবলিঙ্গটি কাউকে দান করতে পারেন অথবা কোন পবিত্র স্থানে রেখে আসতে পারেন...
@joutychowhan91574 ай бұрын
দাদা আমার বাসায় ৬ ইঞ্চির তে বড় শিবলিঙ্গ বাড়ির বাহিরে মানে বাড়ির আঙিনায় ব্রাম্মন দিয়ে প্রতিষ্ঠা করে বসানো হয়সে সে ক্ষেত্রে কি কোন ভুল হবে দাদা বড় শিবলিঙ্গ বসানো টা কি ভুল হয়েছে আমার কোনভাবে🙂🙂আমার খুব ভয় করছে এখন পুজো দেওয়াই কোন অসুবিধে নেই দাদা আমার অনেক ইচ্ছে ছিল বাড়িতে বাড়ির বাহিরে শিবলিঙ্গ প্রতিষ্টা করে পুজা করার যদি জানাতেন ভালো হত
@AmritaParash4 ай бұрын
এতে কোন অসুবিধা নেই। আসলে বড় শিব লিঙ্গ প্রতিষ্ঠা করলে তার সেবা নিয়মিত সঠিক রূপে দিতে হয়। তা যদি আপনি করতে পারেন কোনোরকম অসুবিধা নেই।
@joutychowhan91574 ай бұрын
@@AmritaParash দাদা অনেকেই বলে যে ভালো হয় না খারাপ নেমের আসবে জীবনে আমার ভয় করছে এখন
@AmritaParash3 ай бұрын
আমি তো বলব ভয় পাওয়ার কিছু নেই। প্রতিদিনের সেবা আপনি নিয়ম করে দেবেন, দেখবেন ভালোই হবে। আমার এরকমও দেখা আছে গৃহে মন্দিরের ন্যায় শিবলিঙ্গ স্থাপন করেও গৃহের উন্নতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অবশ্যই মনে রাখবেন শিবলিঙ্গের যেন কোনরকম অবহেলা না হয়। তাহলে আর ভয় পাওয়ার কিছু নেই।