নিজের বেটার হাফ এর জন্য এত সম্মান, ভালবাসা সব সময় বলতে লাগে না, কিছু কিছু কাজই বুঝিয়ে দেয় ,কি মিষ্টি করে দাদা তোমার মাথায় তাপ দিয়ে দিল 😍তা দেখে তোমার ভাই ও শিখল,❤সত্যি উনি একজন আইডিয়াল ফাদার, পার্টনার, হিউম্যান বিং 🫶♥️
@user-blog20235 ай бұрын
মহুয়াদির কথাগুলো ভীষণ আন্তরিকতায় ভরা।সবাই একে একে ফিরে যাচ্ছে দেখে মহুয়াদির খুব কষ্ট হচ্ছে। তাঁকেও ফিরে যেতে হয়েছে ক্যালিফোর্নিয়া। এটাই জীবন মহুয়াদি। আসছে বছর আবার হবে। তোমারা সবাই ভালো থেকো।
@sharmisthamukherjee24245 ай бұрын
মহুয়া, তোমাদের বাড়ীর এতবড় যজ্ঞি সামলানোর সাধুবাদ কিন্তু তোমার মা,র পাওনা।দূর থেকে তোমার মা,কে প্রনাম জানাই আর একহাতে সবকিছু সামলানোর আশীর্বাদ প্রার্থনা করি,সত্যি তোমার বাবা, মা এদের থেকে অনেককিছু শেখার আছে,আশাকরি মিতুনও একদিন তোমার মা,র মতো সব কাজে নিপুণ হোয়ে উঠবে।
@sushmitaroy13345 ай бұрын
খুব মিষ্টি মেয়ে মিতুন আর ওদের বড় বউয়ের খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং! চুপচাপ দুজনেই কোন দেখনদারি নেই! অনুষ্ঠানের পর বাড়িখালি হয়ে গেলে কদিন খুব ফাঁকা ফাঁকা লাগে! বেশ লাগলো ভ্লগটা 💕💕👌👌💕💕
@rubir_ranna_banna5 ай бұрын
এটা খুব ই সত্যি কথা দিদি ভাই যে মেদিনী পুরের মানুষ সকালের জলখাবার মানেই বেশির ভাগ দিন চপ মুড়ি, ঘুঘনি মুড়ি, বা অন্য কোনো তরকারি মুড়ি..... মানে মুড়ি থাকবেই...... আমার তো ভালোই লাগে..... কার কার ভালো লাগে জানিও
@sonalisantra90015 ай бұрын
জয় মা লক্ষী,🙏জয় নারায়ন ঠাকুর,🙏 তোমাদের বাড়ির পূজো ভালোই লাগল। তোমাকে ধন্যবাদ জানাই, বাংলার থেকে এত দূরে থেকেও আমার দেখা পুরনো শহরটার কিছু অংশ আবার দেখতে পেলাম। ভাল থাকবে মহুয়া সবাইকে নিয়ে।❤❤❤
@somadas84935 ай бұрын
সত্যি মিতুন খুব লক্ষ্মীমন্ত মেয়ে। মহুয়া তোমরা খুব ভালো থেকো সবাই। সবাইকে নিয়ে ভালো থেকো
@parthasarathisarkar80465 ай бұрын
আমি মাসী মাকে প্রনাম জানাই। সেই বিয়ে থেকে সত্য নারায়ণ পূজা একা হাতে নিপুণ ভাবে পরিচালনা করেছেন। অনেক ভালো লাগলো দেখে।
@dhritimukherjee76585 ай бұрын
আমার মনে হয় যারা ঠাকুরের কাজ ভালো ভাবে করতে পারে তারা সংসারের কাজেও পারদর্শী হয়।তাছাড়া তোমার মায়ের কাছে থাকলে যে কেউ ভালো ভাবে কাজ শিখে যাবে।ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো আর সুখে ঘরকন্না করো। 🥰🥰🥰
@KoyalDutta-xf6qh5 ай бұрын
খুব ভালো লাগলো, সুন্দর পূজো দেখলাম। বাবা সত্য নারায়ন ঠাকুর আমার প্রণাম নিও তুমি।❤ ঠাকুর তুমি দিদির পরিবারকে খুব ভালো ও সুস্থ রেখো। ❤ 😊
@aninditabhattacharyya19825 ай бұрын
মানিক দা এবং তোমার সিম্পলিসিটি হলো প্রবাসে ঘরকন্যা চ্যানেলের ইউএসপি ❤❤❤ আর ও কিছু বিশেষত্ব তো বলতে ভুলেই গেলাম- তোমার কথা,তোমার ভাষা,তোমার সংলাপ আর সর্বোপরি তোমার প্রেজেন্টেশন 👌👌👌 দুর্দান্ত সব কিছুই❤❤❤
@debasissarkar62875 ай бұрын
Mahua tomar ma sotti khub kajer manus. Baba o vari sundor. Tomra Sobi khub bhalo. Khub bhalo laglo. Bhalo theko sobai. ❤
@shampadas39855 ай бұрын
ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক তোমাদের উপর..তুমি ও তোমার পরিবারের সবাই সুস্থ থাকো,ভালো থাকো আর খুব আনন্দে থাকো সবসময়..❤❤
@SuchetanaGupta5 ай бұрын
আমিও এতদিন আমার মা বাবার কাছে এসেছিলাম। পরশু ফিরে যাব। তোমার গলায় যেমন ফিরবার কষ্ট শুনতে পেলাম, আমারও তাই। আসলে আমরা যারা বাবা মা বাড়ি থেকে অনেক দূরে থাকি, আমাদের খুব কষ্ট। ভালো থেকো দিদি।
@sarmisthaparamanya29405 ай бұрын
জানো দিদি তোমার এই ভিডিও দেখি আর কান্না পায় ... আমরা এই ছোট ছোট ব্যাপার গুলো নিয়ে বেশি তেমন ভাবীই না... আর তুমি দেখো কত মিস করো এই জিনিস গুলো কে ...জীবন টা কে তুমি অন্য ভাবে দেখতে শেখালে জানো....❤❤❤❤
@manishadutta82895 ай бұрын
সত্যনারায়ন 🙏 পূজোর আয়োজন বেশ ভালো হয়েছে আর পূজোটাও খুব সুন্দর হয়েছে ,মিতুনের দেওয়া আলপনা ও পূজোতে যোগদান খুব ভালো লাগল ❤❤❤❤❤❤❤
@Smile-el9no5 ай бұрын
আমাদের আদি দেশ পুরুলিয়া, ছোটবেলায়, পোস্ত, মুড়ি, আলুর চপ, এই সব এত খেয়েছি, মনে পড়লে সেইসব দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। আজ মনে হচ্ছিল, ছুট্টে তোমাদের বাড়ী গিয়ে সিন্নী খেয়ে আসি। কাছে হলে তুমি না বললেও যেতাম, সিন্নী কি ছাড়া যায়? দেখছ আসল কথাই বলা হলোনা, কি সুন্দর পূজো হলো, মন ভরে গেল। নতুন মিটুন ভারি মিষ্টি।❤
@subhrachatterjee11775 ай бұрын
আমার বাবা ও প্রত্যেক মাসের পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দিত নিজেই পুজো করতো। মানুষ চলে যাওয়ার সাথে সাথে কত কিছু যে পাল্টে যায়। ছোটবেলায় বসে থাকতাম মাসে কবে পূর্ণিমা আসবে আর সেই দিন বাবা সিন্নি দেবে ঠাকুরকে। পুজোর প্রসাদ এর মধ্যে শিন্নি আমার অন্যতম প্রিয়। আজ সেই সিন্নি খাওয়া প্রায় হয়না। বাবা যতদিন ছিল যখন বাবার কাছে যেতাম বাবা বাড়িতে ভালো দিন দেখে একটু সিন্নি করতো। আর পূর্ণিমা থাকলে তো কথাই নেই তাই হতো। আজ সব কিরকম যেন হারিয়ে গেল।
@hajabaralacollection5 ай бұрын
আপনারা সুন্দর মনের মানুষ তাই ছোটো ছোটো গুণ গুলো আপনাদের চোখে পরছে...সবার চোখে এগুলো পরে না...😊
@Ananya-gc2xy5 ай бұрын
তোমাদের পরিবারটি খুবই সুন্দর।এই রকম একটা শাশুড়ি মা আর ননদ পেলে আর কি চাই। খুব ভালো থেকো দিদি তোমারা সবাই।
@swapnouran_5 ай бұрын
সুখী পরিবার এর দৃষ্টান্ত তোমার পরিবার দিদিভাই।সত্যি খুব ভালো লাগলো ভিডিও টা দেখে।মন টা ভরে গেলো
@swadkahonorupkotha61785 ай бұрын
সত্যিই মিতুন খুব গুণী মেয়ে , পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক
@Surashrees-minikitchen5 ай бұрын
আমরা মেদিনীপুরের মানুষ, মুড়ি হল আমাদের ভালবাসা❤ সত্যনারায়ণ পুজোর আয়োজন খুব সুন্দর হয়েছে,তোমার ভিডিওর অপেক্ষা তে থাকি😊
@umacharanrajwar52195 ай бұрын
দিদি যাবার সময় টা যত ধীরে ধীরে সামনের দিকে আসছে ততটাই আমার চোখে জল ভরে আসছে 🥹 মন হচ্ছে এইতো সেদিন আমাদের দিদি দেশে ফিরেছে আর এত জলদি ছেড়ে যাবে ❤❤❤
@tarunpanja6875 ай бұрын
দাদাভাই (রামার বাবা) প্রকৃত ভদ্র মানুষ যাকে বলে, Very very gentleman. May God bless you
@rinkuchatterjee825 ай бұрын
Rama aar Mehur baba.. 😊😊😊
@debaleenadas46385 ай бұрын
সব পরিবারেরই কমবেশী ভালোমন্দ আছে কিন্তু তোমরা এত সুন্দর বেঁধে বেঁধে থাকো সবাই মিলে খুব ভালো লাগে, খুব সুন্দর মানুষ করছো সন্তানদের❤ পরবাসে প্রতীক্ষার দিনগুলোর রসদ হোক এই স্মৃতিগুলো❤️❤️
@JhumaMondal-il3cy5 ай бұрын
খুব গুণবতী বাড়ির নতুন বউ। যেমন তার মিষ্টি স্বভাব তেমন তার গুন।এই না হলেও বাড়ির নতুন বউ। খুব ভালো থাকবেন আপনার সবাই। সবসময় হাসিখুশি থাকবেন।❤❤❤❤
@susmitasaha49785 ай бұрын
তোমার বাবার বাড়ির সবকিছু যেমন দেখতে ভালো লাগছে। তেমন তোমার বিদেশের বাড়ি, রাস্তা ,মল সব কিছুও মিস্ করছি।আসলে তোমার রুচিবোধ, উপস্থাপনা,কথা বলার আন্তরিকতা এত সুন্দর যে তোমার video দেখলে মন ভালো হয়ে যায়।মনে হয় এরা যেন আমার আপনজন যারা অনেক দূরে থাকে।বোনটি বাড়ি চলে গেল তার গাড়ির জানলায় মুখখানা দেখে কান্না পেয়ে গেল। আবার কতদিন বাদে দেখা হবে। ভালো থেকো মহুয়া।❤❤❤❤
@DipanjanaSaha-c5k5 ай бұрын
আজকের ব্লগ দেখে খুব মন খারাপ হয়ে গেল। সব কিছু আসছে আসছেই ভালো। এসে গেলেই কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না।ঋভুর মুখটা দেখে খুব খারাপ লাগছিল। বেচারার একদম যাওয়ার ইচ্ছে ছিল না। তবে সত্যনারায়ণ পুজোটা খুব ভালো লাগলো। ঠাকুর সবার মঙ্গল করুন। আর ভালো লাগলো দাদা যখন তোমাকে পঞ্চপ্রদীপের তাপ দিলেন, আর তারপরই তোমার ভাই আমাদের মিতুন রানীকে কর্পূরবাতির তাপ দিল। শ্যালক-জামাইবাবু দুজনেই খুব রোমান্টিক। সবাই খুব ভালো থেকো।❤❤❤❤❤❤❤❤❤
@pampabapi5 ай бұрын
❤❤❤
@PolyManna-qb4wl5 ай бұрын
মেহাকে shorts পড়ে আমার খুব ভাল লাগছে,মেহা কিন্ত খুব লম্বা হচ্ছে বাবার মত।
@joymondal39265 ай бұрын
ভিডিওটি দেখতে দেখতে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না ❤ অনেক ভালো লাগলো ❤
@Chaks_cooking5 ай бұрын
কি সুন্দর করে মানিক দা তোমাকে আর রাজা দা মিতুনকে তাপ দিলো। মন টা জুরিয়ে গেলো দেখে।
@modhumitaghosh39455 ай бұрын
মহুয়া দি তোমার ভাইয়ের বৌটা বেশ লক্ষী মন্ত মেয়ে, খুব ভালো লাগে,ওর ব্লগ দেখি, মিথুন এর গলার স্বর টি অপুর্ব। খুব ভালো লাগলো তোমার আজকের ব্লগ।
@chaitalidas68705 ай бұрын
মিতুন খুব সুন্দর করে আল্পনা দিয়েছে।ঠাকুরের যোগার ও খুব সুন্দর করে করেছে ।
@mitapaul41255 ай бұрын
মিতুন সবেতেই পারদর্শী খুব সুন্দর দুজনকে মানিয়েছে। তোমার শাশুড়ি চলে গেল ।আরো বাড়ি ফাঁকা হয়ে গেল। খুব ভালো থেকো ❤️❤️❤️
@ghotibatirrosuighor74725 ай бұрын
আজ সকাল বেলা তোমাকে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছি দেখি তুমি বাড়ি চলে যাচ্ছ কাঁদতে কাঁদতে উঠেছি। ♥️
@manasibanerjee30115 ай бұрын
মহুয়া আর মানিকের মেল বন্ধন খুব সুন্দর ওদের কাছে অনেক কিছু শেখার আছে খুব সুন্দর খুব সুন্দর
@TheGoldenMemories_995 ай бұрын
খুব ভালো লাগলো দিদি। তোমার এ ব্লগ দেখার পর সারা দিনের ক্লান্তি যেন এক নিমিষেই শেষ। তুমি খুব ভালো থাকো দিদি।
@jamunamajumdar56315 ай бұрын
একদম দিদি ঠিক বলেছো আমিও বাঁকুড়া বাসী এইভাবে টমেটো দিয়ে অনেক বারি মুড়ি খেয়েছি ❤😊
@chaitalimalakar15925 ай бұрын
গোপালের সাজটা খুব সুন্দর।মিতুনের আলপো না খুবসুন্দর হোয়েছে।আর যখনই বলছ তোমারও ফিরে যাবার দিন এগিয়ে আসছে তখন মনটা কেমন অজন্তেই ভারী হয়ে যাচ্ছে। সকলে ভালো থেকো ।
@aditibiswas24645 ай бұрын
সত্যিই আজকের vlog টা কিন্তু মন ভালো করার। আর দাদা কী সুন্দর তোমায় আর বাচ্চাদের তাপ দিল, দেখে মনটা একদম ভালো হয়ে গেল। তোমাদের পরিবার মানুষগুলো ভীষন ভালো। আর প্রসাদ দেখে তো আমারও খাওয়ার ইচ্ছে জেগে উঠলো। তোমরা এভাবেই বেঁধে বেঁধে থাকো, আর খুব ভালো থাকো । কারোর নজর যেন না লাগে 🤗❤️🧿
খুব ভালো লাগলো ব্লগ টা. ।মিতুন খুব শান্ত, গুণের মেয়ে। দিদি তুমি চলে গেলে একদম ঘর ফাঁকা হয়ে ূ
@sanchitadasadhikary41325 ай бұрын
তোমার পুজোর এই ভিডিওটি দেখে মনটা খুব সুন্দর হয়ে গেল। জয় সত্য নারায়ন ঠাকুরের জয়।আর নতুন লাল পরিটাকেও খুব সুন্দর লাগছে দেখতে।❤
@RAKHIBAKSHIVLOGS5 ай бұрын
এত বড় আর এত ট্যালেন্টেড একটা ইউটিউবার হয়ে তুমি কি করে এত অমায়িক ❤ আমি বুঝতেই পারিনা আমার দারুন লাগে তোমাকে 🥰
@AnnopunnaBakali-ck2dz5 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার কথা শুনলে মন ভালো হয়ে যায় 💖
@DhritikanaMondal5 ай бұрын
খুব ভালো লাগলো সত্য নারায়ণ পূজার ব্লগ দেখে.. 🙏🙏 আর যতবার শুনছি তোমরা চলে যাবে, ততবারই মনটা এক অজানা খারাপ লাগায় ভরে যাচ্ছে.. 😔😔 তোমাদের বাড়ি টি ও একদম খালি হয়ে গেল, তোমরা চলে গেলে আরও খালি হয়ে যাবে, এই চলে যাবার দিনগুলি খুবই কষ্টের হয়..😔😔যাইহোক ভালো থেকো সবাই,, ভালোবাসা নিও..
খুব ভালো লাগলো সত্যনারায়ণ পূজা দেখে মনটা ভালো হয়ে গেলো
@sabaribasusengupta27205 ай бұрын
খুব সুন্দর পুজোর আয়োজন হয়েছে।বড় ভালো লাগলো।সবার জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
@Mampi-l5rRoy5 ай бұрын
বড়োদের থেকেই তো ছোটরা শেখে মানিক দা কে দেখে তাই রাজাও শিখলো কিভাবে পরিবার স্ত্রী সন্তানদের খেয়াল রাখতে হয় , ছোট্টো একটা বিষয় কিন্তু কি ভালো লাগে যখন নিজের কাছের মানুষটি সেই ছোট্টো বিষয় টিরও খেয়াল রাখে। আর কি চাই জীবনে। ভালো থাকুক সবাই ❤️❤️
@sannitipathak48735 ай бұрын
সত্যিই তাই। রাজা দা মানিক দাকে অনুকরণ করলো।
@MamataDe-z8r5 ай бұрын
আজকেও একটা ভালো লাগার ব্লগ দেখলাম।
@pampabapi5 ай бұрын
Support kro please❤
@soniadas63475 ай бұрын
Akdom thik
@bhaswatipramanik53805 ай бұрын
Thik amio tai dakhlam
@Riyad9965 ай бұрын
টুপ করে তাপ দেয়ার বিষয় ভালো লাগলো ❤
@TrishaPati5 ай бұрын
আমাদের এখানে পুরুলিয়াতে মুড়ি তো সব কিছু দিয়ে চলে ... আমাদের পরিবারের পছন্দের খাবার মুড়ি ... আলু বা দূধ দিয়ে মুড়ি। ভীষণ সুন্দর খেতে হয়
@mohuakundu20585 ай бұрын
আমিও পুরুলিয়া তে থাকি।
@arpitaspresentlife115 ай бұрын
মহুয়াদির ব্লগ দেখা শুরু করলে ব্লগ দেখতে দেখতে কোথায় যেনো হারিয়ে যাই কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না ❤❤❤
@mailmesima7205 ай бұрын
প্রথমে জানাই সত্যনারায়ন 🙏🙏🙏 এরপর বলি পুরো ভ্লগটাই সুন্দর❤
@sangeetadebnath96555 ай бұрын
তোমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি দিদি, কি যে ভালো লাগে
@shrabanibagchi92415 ай бұрын
খুব ভালো লাগলো, সুন্দর পূজো দেখলাম। বাবা সত্যনারায়ণ আমার প্রনাম নিও তুমি।
@sunilmodak49565 ай бұрын
Joi Baba Satyanarayan joi Khub val laglo tmader ei pujo .Sobber mongol hok
@mandirakarmakar81835 ай бұрын
আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখছি😊 খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবার দেখতে❤ খুব ভালো থেকো তোমরা🎉❤
@supritibhandari74505 ай бұрын
শুধু মেদিনীপুর বাকুরা বা পুরুলিয়া নয় আমরা বীরভূম বাসী আমরাও সকালে জলখাবার e muri খায় ❤🥰
@atabsk92665 ай бұрын
Amrow khay mursidabad thaka
@rupakdeb83205 ай бұрын
সত্যনারায়ণ ঠাকুর 🙏🙏 খুব ভালো লাগলো 👌♥️
@JakirHossain-gv2ef5 ай бұрын
দিদি তোমার ভিডিওর প্রতিটি কথা আমি মনোযোগ সহকারে শুনি। কারণ তোমার কাছ থেকে আমি নতুন ভাষার সঞ্চয় করি। গুছিয়ে কথা বলতে সে কি। আমি একজন দৃষ্টিহীন শিক্ষার্থী। আমি চোখে দেখতে পাই না এটা ঠিক। কিন্তু তোমার কথা শুনে আমি সম্পূর্ণ বিষয় উপলব্ধি করতে পারি। গত কয়েক মাস আগে তোমার একটি ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম। সেই কমেন্টের রিপ্লাই অনেক বাজে কথা আমায় শুনতে হয়েছে। অন্ধ ছেলে পড়াশুনা কি করে করিস। মিথ্যে কথা বলছিস। টাইপিং কিভাবে করিস। ঠিক আছে। অসুবিধা নেই আমি সবকিছু মেনে নিয়েছি। হয়তো তারা জানত না যে দৃষ্টিহীনরা পড়াশোনা করতে পারে। দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন। আমার অনেক দৃষ্টিহীন বন্ধুরাও আপনার ভিডিও দেখে থাকেন।
@supriyachatterjee11195 ай бұрын
মন খারাপ করবেন না ভাল থাকবেন
@sudeshnamukherjee6775 ай бұрын
আসলে কিছু মানুষ খারাপ কথা বলতে ভালোবাসে কিন্তু তাদের জন্য মন খারাপ করবেন না। বেশিরভাগ মানুষই ভালো, তারা আপনাকে support করবেন। ভালো থাকুন আর সামনে এগিয়ে যান।
@sankardas75345 ай бұрын
সব মিলিয়ে দারুন ছিল আজকের ভিডিওটা
@parthanasvlogcooking5 ай бұрын
খুব সুন্দর আয়োজন খুব ভালো লাগলো ভিডিও সেই সঙ্গে তোমার মিষ্টি মধুর কণ্ঠের আওয়াজ ❤❤🙏🙏🙏
@lipikamajhi23805 ай бұрын
আপনার উপস্থাপনা এতো সুন্দর যে খুব সাধারণ বিষয় ও অসাধারণ হয়ে ওঠে।❤❤
@rimikoley26315 ай бұрын
Manik uncle এতো বছর ধরে America তে থাকার পরেও যে ওনার ঠাকুরের প্রতি এতো ভক্তি 😌 দেখে সত্যি মনটা ভরে গেল😊❤ নিজের দেশের প্রতি খুব গর্ব হচ্ছে ☺❤
@Canadalife25 ай бұрын
দিদি আমি canada তে আছি এক বছর হয়ে গেলো. মুড়ি এতো মিস করছি কি বলবো. তোমার মুড়ি খাওয়া দেখে মনে পড়ে গেলো.
@sagarmahapatra12815 ай бұрын
Sotti eto anonder pore sobai chole gele mon kharap lage.. valo theko sobbai ❤❤
@reenagupta16345 ай бұрын
খুব সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠান, ভারী ভালো লাগলো❤।
@PriyaMondal-op5pe5 ай бұрын
দাদা কি সুন্দর ভাবে তোমার মাথায় তাপ টা দিলো, আবার রামা মেঘুর জন্যও নিয়ে গেলো,,,,,, খুব ভালো লাগলো এটা দেখে একদম আমার বাবার মতো 🤗
@MouSingharoy-q5b5 ай бұрын
Ai part ta khub sundor chilo Mahuadi khub lucky ❤
@prarthanapathak81005 ай бұрын
Amar baba o ❤
@sahinikoley86165 ай бұрын
দাদা যেভাবে তাপ টা দিলেন একই ভাবে আমার বর -ও দেয় প্রসাদ খাইয়ে মাথায় ঠেকিয়ে দেয়।
@bengaldrawingbook2845 ай бұрын
দিদি আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন।
@PUNAMHalder-go8pc5 ай бұрын
খুব সুন্দর সত্য নারায়ন পূজার আয়োজন🙏🙏। মিতুন দি আর রাজাদার নতুন জীবন সুখের হোক ,নতুন পথচলা শুভ হোক এই প্রার্থনা করি ভগবানের কাছে🙏🙏।ছোটো সদস্যটি চলে যাচ্ছে বাড়িটা এবার আরো বেশি ফাঁকা হয়ে যাবে ।অনেক ভালোবাসা দিদি তোমাকে আর তোমার পরিবারকে❤❤❤❤❤❤ তুমি যখন আমার এই কমেন্ট এর রিপ্লাই দেবে আমি তো তখন আনন্দে আত্মহারা হয়ে যাই 😊😊😊
@user-ep9qf6ylitonkumarbiswas5 ай бұрын
তোমাদের পরিবার টা যত দেখছি সত্যি দিন দিন বেশি আর ও বেশি ভালো লাগছে❤ এতো সুন্দর সবার ব্যবহার ❤ দাদা ভাই কে আমার খুব ভালো লাগে খুব খেয়াল রাখে। খুব ভালো মনের মানুষ দাদা ভাই তোমাকে অনেক ভালোবাসা জানাই সুস্থতা কামনা করছি সবাই খুব ভালো থাকবেন। মাসিমাকে দেখে অনেক কিছু শিখতে পারি সত্যিই অসাধারণ তুমি আমার প্রনাম জানাবেন।রাজা দা দারুন।
@Mandirasvlogs15 ай бұрын
যতবার তোমার মুখে ফিরে যাওয়ার কথা শুনি ঠিক ততবার ই নিজের বাপের বাড়ি থেকে ফিরে আসার দিনগুলো মনে পড়ে যায় । খুব কষ্টের হয় এই দিনটি । ভালো থেকো দিদি তুমি । ❤
@Sam-b7w2k5 ай бұрын
মন টা ভরে গেলো এত সুন্দর পুজো দেখে জয় সত্য নারায়ন ❤
@baisalichatterjee91145 ай бұрын
খুব ভালো লাগলো সত্যনারায়ণ পুজোর ভ্লগ দেখে। এতো সুন্দর নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন মন ভরে গেলো 🙏🙏।
@chamelisatapathy37595 ай бұрын
মহুয়াদি তোমার প্রতিটি ব্লগই এককথায় অসাধারণ তুমি আর মানিকদা তো ❤made for each other ❤ তোমার পরিবারের সাপোর্ট ও ভালোবাসা এবং তোমার অনবদ্য উপস্থাপনা ই তোমার সাফল্যের চাবিকাঠি❤ রাজা ও মিতুনের বিবাহ জীবন সুখের হোক ❤happy marriage life❤
@ProbhatipandayPanday-dn9xd5 ай бұрын
সত্যিই তোমার ভাগ্যটা অনেকই ভালো আমাকে দেখো আমিও প্রবাসেই থাকি বাড়িতে গেলে তোমার মতন এখন বাপের বাড়িতে অতদিন থাকতে পারিনা বেশিদিন শ্বশুর বাড়িতেই থাকতে হয়
@susmita62325 ай бұрын
আমার বাড়ি বাঁকুড়া , কিন্তু আমরা কলকাতা তে থাকি তোমার বোনের বাড়ি যেখানে সেখানেই। যখন বাঁকুড়া যাই শুধু চপ মুরি খাই , নিজের দেশের খাবার এর স্বাদ ই আলাদা তাই তো কলকাতা তে থেকে ও চপ মুরে খেতে খুব ভালো বাসি 😊
@mistigolu73005 ай бұрын
মিতুনরানী কে লাল পরীর মত লাগছে♥️,,কি সুন্দর করে পুজোর আয়োজন করছে সে♥️ ,,সত্যি দেখতে যতটা মিষ্টি কাজেও খুব লক্ষ্মী,,আলপনা টা খুব ভালো হয়েছে,, একসাথে সবাই মিলে কি ভালো লাগে বাড়িতে এমন পূজো পার্বণ করতে,,♥️😊 আর এই সিন্নি প্রসাদ কি যে অসম্ভব ভালো লাগে😍যার কোনো তুলনা নেই😊 ,,মন ভালো হয়েগেলো দেখে,,সবাই ভালো থেকো দিদি ❤
@AjitSarkar-ep9gt5 ай бұрын
❤❤
@pinkimallick78395 ай бұрын
আনন্দ অনুষ্ঠানের পর যখন আত্মীয় স্বজন রা ফিরে যায় তখন মন খুব ভারাক্রান্ত হয়ে যায়, এই যে তুমিও বলছো আমার ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছে, এটা শুনে আমাদেরও খুব মন খারাপ হয়ে যাচ্ছে❤❤
তোমাদের পরিবারটি একটি সুখী পরিবারের দৃষ্টান্ত ❤ তোমাদের সবার মধ্যে এত ভালোবাসা,এত সদ্ভাব, পরস্পরের প্রতি এত সন্মান,,, সত্যিই তোমাদের একটি সুন্দর, সুখী পরিবার ❤খুব ভালো থেকো সুস্থ থেকো।
@sukla13225 ай бұрын
Ki Sundar Narayan Pujo dekhlam Darun laglo.Sabi Khub Valo thakben.
@RannarRohosso5 ай бұрын
আনন্দের মুহূর্ত গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আমাদের জীবনে ❤️❤️❤️ শুধু থেকে যায় স্মৃতি, এই স্মৃতিগুলোয় তো যারা আমরা বাইরে থাকি তাদের কাছে বেঁচে থাকার আনন্দে থাকার রসদ ❤️❤️❤️
@pompidas28195 ай бұрын
আমি ভাবছি এত্ত আনন্দের পর তুমি কিভাবে সব আপনজনদের ছেড়ে যাবে গো দিদি 😥😥 তোমার যাওয়ার কথায় শুনলেতো আমারই কান্না পাচ্ছে 😔😔
@Iamdeba0225 ай бұрын
দিদির ভিডিও দেখার জন্যে সবসময় অপেক্ষায় থাকি।
@DanielMckay-r6q5 ай бұрын
দিদি আমি বাঁকুড়ার মেয়ে🤗 শশুর বাড়ি পুরুলিয়া😊 কর্মসূত্রে কলকাতা তে থাকি❤ অসম্ভব সুন্দর একটি ব্লগ❤❤ মন টা ভরে গেল আমাদের বাড়িতেও মাসে একটা করে সত্যরায়নের পুজো হয়🙏🙏
@NupurDandapat5 ай бұрын
আমার বাবাও প্রত্যেক বছর সত্যনারায়ণ পূজো আর বড়ো ঠাকুরের পূজো দেয়। খুব ভালো লাগলো দিদিভাই।
@ditsadas83905 ай бұрын
মিতুন আর রাজা খুব ভালো থাকুক। ওরা ভীষণ ভালো🎉🎉❤ । আর ভিডিও টিও দারুণ সুন্দর হয়েছে ।❤
@nilufa___125 ай бұрын
Data on করে notification পাওয়া মাত্রই ছুটে এলাম ভিডিও দেখতে 😊🎉
@SarmisthasLifestyle5 ай бұрын
Khub sundor pujo dekhlam.
@ChandralekhaDasgupta-xj1be5 ай бұрын
মহুয়া তোমাদের দিনগুলো দেখতে বেশ লাগছে। তোমার রান্না করা অনেকবার দেখেছি। এবার তোমার মায়ের কিছু স্পেশাল রান্না নিয়ে একটা ভিডিও হলে ভালো লাগবে।
@krishnendubanerjee95453 ай бұрын
Khub valo laglo.....
@pinkipal62315 ай бұрын
তোমার ব্লক দেখার সময় কোন কাজ হয় না জানো হা করে বসে বসে দেখি সেটা খাওয়া হোক বা অন্য কোন কাজ হোক❤❤😂😂
@taniyaguha-ev1xz5 ай бұрын
তোমার ভিডিওগুলো দেখলে এত মন মুগ্ধ হয়ে যায় যে বলবারই কথা নয়, খুব ভালো লাগে দিদি তোমাকে আর তোমার ভিডিওগুলো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে❤❤❤❤❤
@jhinukbose75095 ай бұрын
মিতুন খুব গুণী মেয়ে❤❤ খুব সুন্দর লাগল আজকের vlog❤❤❤❤
@sibanibakshi56145 ай бұрын
সত্যি গো আস্তে আস্তে এই বাড়ি ফাঁকা হয়ে যাওয়া বড় মন খারাপ করে দেয়, যাই হোক সবাই ভালো থেকো অনেক ভালোবাসা❤❤❤❤❤