বস আমি ১০ দিন আগে এক পিয়ার লাভ বার্ড পাখি দুকান থেকে আনি, আলহামদুলিল্লাহ পাখি ভাল চনচল আছে। তবে সূর্য মুখি বিজ সাড়া দানা খাচ্ছে না, খেলেও পরিমান খুব কম ৭-১০ টা দানা। মেয়ে পাখিটা একেবারেই কম খাই এবং একটু চুপ চাপ থাকে । কি করতে পারি, আপনার সহযোগিতা কামনা করছি।
@MDSAIFULISLAM-kq7ep4 жыл бұрын
nicely
@AparajitaACC5 жыл бұрын
Hello, ami bajar dekhe alada vabe 5 ti pakhi kinesi. Ar modde akti maya o akti purus ase. Jader boyos 6 mas. Bikreta bolse ara naki jor. Tai ami hari diye ader alada kore diyrsi.akhon ki ara dim parbe??jodio harite jay na. Naki ami purus pakhi change kore dibo??
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
এদের ডিম দেয়ার বয়স হয়ে গেলেও, আমার মতে এখন হাড়ি না লাগানোই ভালো। আগে একটা নির্দিষ্ট জায়গা দেখে খাচাটা সেট করে দিন ,যে জায়গা থেকে আর সরানো যাবে না। তারপর সেই জায়গায় এক মাসের মতো ওদের শুধু খাবার ও জল ইত্যাদি দিন,এবং খুব ভালো করে যত্ন নিন। এবং ভালোভাবে লক্ষ্য করুন ওদের মধ্যে ভালো জুটি বেঁধে গেছে কিনা। যদি দেখেন একে অপরের সঙ্গে খুব ভালো জুটি হয়ে গেছে এবং সেই জায়গাটা খুব পছন্দ করে ফেলেছে আর ভয় পাচ্ছে না, তারপর হাড়ি লাগান। এতে করে পাখির বয়স একটু বেড়ে যাবে ,যাতে করে ভালো ভাবে বাচ্চা পালতে পারবে। অনেক সময়,কম বয়সী পাখি ভালো বাচ্চা পালে না। তাই আরও এক মাস অপেক্ষা করলে ভালো হয়।এবং এতে করে আবহাওয়া পরিবেশ ও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে । একটু ধৈর্য রেখে সময় নিয়ে হাঁড়ি লাগালে দীর্ঘদিন ওই জোড়া থেকে খুব ভালো বাচ্চা পাবেন। আর যদি দেখেন কোন সমস্যা আছে তাহলেই জোড়া পরিবর্তন করবেন।
@kancondas77632 жыл бұрын
তিন জোরা যদি নি এদের জন্য কয়টি কাছা লাগবে
@majnumiah25015 жыл бұрын
Nice
@mimrecipesworld4 жыл бұрын
Bro amader barzigar oder kina khabar Chara onno kicu khay na... Saksobji fol kono Tai khay na...
@westbengalkrishichannel54215 жыл бұрын
প্রথম লাইক কমেন্ট এবং প্রথম ভিউয়ার
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
ধন্যবাদ
@SaidulIslam-hw6kq3 жыл бұрын
01706350203
@birdsworldofrinisha41653 жыл бұрын
👍👍👍
@SaidulIslam-hw6kq3 жыл бұрын
01706350203
@rayman64405 жыл бұрын
Vai apner budgies gulo ato sundor.....
@bangladeshbirdslovers.11655 жыл бұрын
দোন
@ilmaakter70204 жыл бұрын
আসসামুআলাইকুম ।আমি আমেরিকায় থাকি। আমার বাজি পাখি যখন কিনে আনি তখন ভালো সাস্থবান ছিলো কিন্তু দিনে দিনে শুকিয়ে গেছে আমার এখানে মিক্সড পাখির খাবার পাওয়া যায় সুধু সগুলো খায় এছাড়া শাক সবজি ফল মূল কিছুই খায় না। একদম শুকিয়ে গেছে খুবই খারাপ লাগে পাখি গুলোর দিকে তাকালে । আমাকে কিছু পরামর্শ দিন??
@birdsbreedingandlotsmore834 жыл бұрын
আপনি যদি পাখি গুলিকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক কোন ওষুধ না খাইয়ে থাকেন, যদি আপনার ওখানে ওয়েদার ঠান্ডা থাকে, তাহলে অবশ্যই সেটা খাওয়াতে হবে। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে পারলে দেখতে পারেন। তবুও বলে রাখি, আপনার ওখানে ভেটনারি মেডিসিন দোকানগুলিতে খোঁজ নেবেন লিভার টনিক যেটা এভেলেবেল আছে সেটা ব্যবহার করবেন দুই দিন, তারপর একদিন কৃমিনাশক ওষুধ যেটা এভেলেবেল আছে সেটা ব্যবহার করবেন, তারপর আরো দুই দিন পরপর লিভার টনিক দেবেন, তারপর দুইদিন সাদা জল খাইয়ে পরপর তিন থেকে চারদিন মাল্টিভিটামিন যেটা ওখানে এভেলেবেল রয়েছে সেটাই ব্যবহার করবেন, এতেই আশাকরি পাখিগুলো আবার আগের মতন হয়ে যাবে। আর যদি ডিওয়ার্মিং করিয়ে থাকেন আগে তাহলে সে ক্ষেত্রে, ভিটামিন বি কমপ্লেক্স যেটা এভেলেবেল আছে পাখিদের জন্য সেটা পরপর তিন থেকে চার দিন ব্যবহার করবেন তাহলেই আশা করি কাজ হয়ে যাবে। পাখির সাথে সাথে নিজের খেয়াল রাখবেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
@soumenmitra81565 жыл бұрын
Hello, ami first time Brodie pakhi colony kore palan korte chai. Ei bapare jodi ektu sahajo koren.
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে একটা ভিডিও বানাতে। কিন্তু প্রথমেই আপনি যেটা করবেন, কত জোড়া কলোনি করতে চাইছেন সেই মত খাঁচা নির্মাণ করে নিন। তারপর সেই খাঁচায় পাখি একসঙ্গে একবারে পাখি ছাড়া চেষ্টা করবেন। এবং সেগুলিকে ভালো করে যত্ন করবেন।তবে পাখি সব সময় সেমি এডাল্ট অথবা বাচ্চা পাখি কেনার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। বদ্রি পাখির নর্মাদা চেনার উপায় নিয়ে ভিডিও আমার রয়েছে দেখতে পারেন এবং ভিডিওতে আমি কিভাবে ,পাখি দেখে কিনতে হয় তাও বলে দিয়েছিলাম। দেখলে আশা করি ঠকবেন না বা হট করে কেউ ঠকাতে পারবে না। এই বিষয়ে যা সাহায্যের প্রয়োজন এবং আমার যা অভিজ্ঞতা আছে তা অবশ্যই আপনাকে আমি শেয়ার করব। আপনি নিঃসঙ্কোচ ভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এই ভিডিওটি তে যে দশটি টিপস দিয়েছি সেই গুলো আপনার সমস্ত সময় অবশ্যই মনে রাখতে হবে।
@soumenmitra81565 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 thanks dada
@soumenmitra81565 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 aami birds breeding kore sei ba66a gulo sell korbo kivabe?
@mahidujjamanbappi54254 жыл бұрын
Akhon ki pakhi palon start kora jabe
@malaykumarchakraborty79045 жыл бұрын
ami aj badrika bird kine chi but kichu khache na ki korbo. ami gasher bich diya chi khache na... ki korbo bolo pls...
@sk.shakilraj91055 жыл бұрын
Vai amr 60 jora pakhi ache Ami kmn kre lalon palon korle vlo Hobe
পাখিদের মধ্যে হয়তো কোন দিফেরেন্টস নেই, আসলে ক্যামেরার জুম আপনার পাখি ও আমার পাখির মধ্যে পার্থক্য করেছে। তা না হলে আমার পাখিগুলি নরমাল বদ্রিকা।তবে সঠিকভাবে যত্ন ও খাওয়া দাওয়ার সঠিক খেয়াল অনেক সময় পাখির মধ্যে পার্থক্য করে দেয়।
@jharanamohanty64195 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 Austrilian pakhi ki alada
ওগুলো আমার বাড়ির। আজ থেকে 1 বছর আগেও আমার 30 পেয়ার বদ্রিকা ছিল, সে সময় হাতে সময় কম থাকার জন্য, এবং ঘর ছোট হওয়ার জন্য, তা থেকে 15 জোড়ার মতো রেখেছিলাম সুন্দর সুন্দর কালার বেছে, এগুলো তাদের বাচ্চা, সেই বড় পাখির গুলো অনেক পুরনো হওয়ার জন্য ,বেচে দিয়েছি, এখন শুধু শখের জন্য অল্প কিছু রেখেছি, এগুলোর বয়স প্রায় সাত মাসের মত হবে। এবার এই এদের থেকে প্রথম ব্রিড নেব। জানিনা কেমন হবে। যাই হোক অগ্রেস সবার সঙ্গে শেয়ার করব।
@ayansengupta49095 жыл бұрын
Darun
@ayansengupta49095 жыл бұрын
Kothai paoa jate pare amn pakhi bolbe..ami hat thake nite chai naa
@ayansengupta49095 жыл бұрын
Valo spangle, rainbow,holland aisb pakhi lage
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
আমার আশপাশে যে সব ব্রিডার আছে, তারা কেউই হাই মিউটেশনের বদ্রিকা পালন করে না, তবে আমি একবার খোঁজ নিয়ে দেখব। যদি পাই একটা ভিডিও বানিয়ে শেয়ার করব। তবে ফেসবুকে তে যে সমস্ত গ্রুপ গুলো রয়েছে সেখানে খোঁজ নিলে অনেক ব্রিডার পাওয়া যাবে।
@MySelfHomeRecipes4 жыл бұрын
Shaak kivabe Debo? Mane oder thalate kuchiye Debo ki??
@birdsbreedingandlotsmore834 жыл бұрын
হ্যাঁ সেরকম ভাবে দিলে ভালো হয়। তবে না কুচিয়ে দিলেও অসুবিধা নেই ,ওরা নিজেরাই টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। শুধু বর্ষার সময় একদমই শাকপাতা দেবেন না।
@MySelfHomeRecipes4 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 ok
@tiyamukherjee28633 жыл бұрын
Dada amar bari khub gorom amar badgies pakhi posar icha ami kichu korbo bujta parchi na
@MdRidoy-ti7tl5 жыл бұрын
এক জুড়া পাখির জন্য খাচার মাপ কেমন হবে ভাই
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
ভাই ,ভিডিও টা পুরোটা ভালভাবে দেখুন, ভিডিওর মধ্যে বলা আছে খাচার সাইজ।
@bikusadhu65735 жыл бұрын
Pakhi ke ki comdam vitamin Khabo vitamin Khabo
@bikusadhu65735 жыл бұрын
Tod dene Tod dene Uttara Uttara Uttara
@papai20025 жыл бұрын
Dada tomar case. akta video
@arianahmedshohan85325 жыл бұрын
vhi Pakhi Kinsi Tokhon Akta dim Selo Akhon 2 day hoice Dim Dai Ny And jodi dim Dai Bacca Futbea Ki nh, Then Ar koto Din pora Abr Dim Debo vhi.. Plz Jaben 🙂 Tnq 🙂
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
যদি ঠিকঠাক জোড়া থাকে এবং হাঁড়িতে ঢুকে মাদা পাখিটা সময় কাটাতে শুরু করে তাহলে, পরের ডিম গুলো পারার সম্ভাবনা আছে এবং সেখান থেকে বাচ্চা ও পাবেন যদি সব ঠিকঠাক থাকে। আর তা না হলে হাড়ির বাইরে বাকি ডিম গুলো দিতে পারে এক দিন অন্তর অন্তর। ভয় পাওয়ার কারণ নেই।খাঁচায় পাখির বাসা বানানোর জন্য হাঁড়ি অবশ্যই লাগিয়ে দিন।
@arianahmedshohan85325 жыл бұрын
ji Vhi Apnk onk onk Tnx Tips Ta dawar Jonno 🙂
@arianahmedshohan85325 жыл бұрын
Vhi Jodi Ai dim nosto kora Tahola Ar Koto din pora new Dim Deta Pare Bolla Onk Vlo hoito vhi 🙂..tnx
@mdhabibullah81624 жыл бұрын
ভাই আমি 6 পাখির জন্য কলোনি করব কয় ফিট বাই কয় ফিট
@sabinakhatun47585 жыл бұрын
Ser amar pakir jorer modhe ak ta mara jayar karone akta kine niye aschi to jori lagche na ki korbo
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
প্রথমে দুজনকে দুটো সেপারেট খাঁচায় রেখে দিন। যেন একে অপরকে দেখতে না পায় এমন কোন স্থানে রাখার চেষ্টা করবেন ,উপর নিচে হলেও চলবে, পনেরো 10-15 দিন এইভাবে রাখুন, তারপর যে খাঁচায় ওদের জোড়া হিসেবে রাখতে চাইছেন সেই খাঁচায় প্রথমে মেল পাখিটিকে ছাড়বেন, তার কুড়ি মিনিট পর ফিমেল পাখিটাকে ছেড়ে দেবেন ওই একই খাঁচায়। খাঁচায় একটিমাত্র স্টিক রাখবেন বসার জন্য। এ ভাবে রাখলে সহজে জোড়া হয়ে যাবে, তারপর জোড়া হয়ে গেলে ভাঁড় লাগাবেন। আর তা না হলে এভাবে একান্ত না পারলে অথবা খাঁচার অভাব থাকলে, একই খাঁচায় দুজনকে একটি মাত্র বসার স্টিক দিয়ে রেখে দিন সঙ্গে সঙ্গে ভাঁড় লাগাবেন না, এবং এক্ষেত্রে পুরুষ পাখিটাকে আগে ছাড়বেন তার পর মেয়ে পাখিটা কে। এক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু অপেক্ষা করুন অবশ্যই জোড়া লেগে যাবে ।
@sabinakhatun47585 жыл бұрын
Ser 28 day hoye gache
@hirakrajardeshe82904 жыл бұрын
Pakhira ekti paye vor Kore Dariye thake keno?
@alivealive68104 жыл бұрын
আমার দুটি পাখি আছে আমি এই দুটার ছেলে মেয়ে কোন টা চিনতে পারছি না একটু হেল্প করবেন
@mdatik21004 жыл бұрын
Pic dan
@subhajitghosh19445 жыл бұрын
আমার পাখির ডাইরিয়া হয়েছে , কি ওষুধ খাওয়াবো , আমার বাড়ি কলকাতা ,(সোনারপুর)
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
প্রথমেই বলি আমি ডাক্তার নই, যেটুকু আমার অভিজ্ঞতা রয়েছে সেটা থেকে বলছি, যদি ডায়রিয়া সবেমাত্র শুরু হয়ে থাকে, সে ক্ষেত্রে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, অথবা টেরা মাইসিন ট্যাবলেট গুড়ো করে 100 এমএল উষ্ণ গরম জলে এক চিমটে মত গুলে নিয়ে, সম্ভব হলে পাখির গালের মধ্যে 6_7 ফোঁটা মত দিয়ে দিতে হবে, সকাল বেলা ওই জল দেওয়ার পর সারাদিন বাটি সমেত জলটা বেলা দুটো পর্যন্ত রেখে দেবেন। এবং এই সময় কোন সফট ফুড পাখিকে দেবেন না, জল বের করার দু ঘন্টার মত পরে নিওপেপটিন 100 এমএল জলে দশ ফোঁটা মত গুলে নিয়ে পাখিকে দেবেন। ঐ রকম একদিন করে দেখবেন কমছে কিনা, যদি কমে যায় শুধু নিও পেপটিন দ্বিতীয় দিন একই পরিমানে জলে মিশিয়ে সকালবেলা দেবেন। আর যদি না কমে তাহলে" ও টু ট্যাবলেট" গুড়ো করে 100 এমএল জলে এক চিমটে মত গুলে খাওয়াবেন একইভাবে। "ওটু সিরাপ "পেলে সেটাও খাওয়াতে পারেন 100 এমএল জলে 10 ফোঁটা। সঙ্গে অবশ্যই বিকেল বেলা একইভাবে নিওপেপটিন ব্যবহার করবেন। আর ডায়রিয়া যদি খুব বেশি হয়, তাহলে একেবারে শেষে খুব প্রয়োজন হলে তবে ব্যবহার করবেন "লমটিল ট্যাবলেট" 15ml জলে খুব অল্প পরিমাণ প্রায় চার ভাগের এক ভাগ গুড়ো করে একই সঙ্গে মেশাবেন নেওপেপটিন 5 ফোটা একসঙ্গে মিশিয়ে পাখির মুখের মধ্যে 6 ফোঁটা মতো দিয়ে দেবেন। বাকি জল আর পাখি কে দেওয়ার দরকার নেই, ওষুধ খাওয়ানোর পর পাখিকে যে বাটিতে জল দেবেন তারমধ্যে দু চিমটে" ও আর এস "মিশিয়ে দেবেন। সমস্ত ক্ষেত্রেই মাথায় রাখতে হবে আক্রান্ত পাখিটাকে অবশ্যই সব পাখির থেকে আলাদা করতে হবে, এবং আলাদা খাঁচায় রেখে খাঁচা থেকে একটু দূরে 60 ওয়াট বালব জ্বালিয়ে দিতে হবে যাতে পাখি একটু গরম অনুভব করে। এবং পাখিটার পিছন দিকের পালকগুলি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে পারলে কাঁচি দিয়ে পেছনের চারপাশের পালক যে অংশে পায়খানা লেগে থাকে সেগুলিকে কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। প্রথম দুটি পদ্ধতি যদি কাজে লাগে তাহলে সুস্থ হবার পর পাখির জলের সঙ্গে" ও আর এস "মিশিয়ে পাখিকে দুই দিন খাওয়াতে হবে। পাখি একদম সুস্থ হয়ে গেলে তবেই অন্য পাখিদের সঙ্গে রাখা যাবে। ঈশ্বরের কাছে কামনা করি আপনার পাখি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
@pbirdslivelive42895 жыл бұрын
O2
@pbirdslivelive42895 жыл бұрын
O2
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
@@pbirdslivelive4289 O2 ওষুধ টিও ভালো কাজ হয়।
@pbirdslivelive42895 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 Vai apnar phone no dan
@masummahmud83115 жыл бұрын
Tmr bajriger gula kon jater. Akto bolba
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
একদম সাধারন
@nuruzzamanhasan35555 жыл бұрын
ভাই ঘরের দরজার উপরে খাচা বসালে হবে
@skruksar93273 жыл бұрын
দাদা কোথায় পাখি বিক্রি করবো যেনো ভালো রেটে বিক্রি করা যায়
@birdsbreedingandlotsmore833 жыл бұрын
Facebook group সব থেকে ভালো জায়গা। এইখানে অনেক কাস্টমার। ওইখানে অনেক গ্রুপ রয়েছে ওখানে জয়েন্ট করে নিন।
@skruksar93273 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 আচ্ছা দাদা যদি কলকাতায় গালিফ সিট মার্কেট ভালো রেটে নেয় ওরা
@a.shaikat47355 жыл бұрын
ভাই কথা গুলা স্পস্ট করে বললে ভাল হয়।।। আর pause অনেক দেন আপনি
@ayansengupta49095 жыл бұрын
Dada tumi budgies bikri koro...
@laboniislam85335 жыл бұрын
Amr pakhi gula dim parena age 8|9 month + Ora breed korena
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
নর ও মাদা বা মেল ফিমেল ঠিক আছে তো?? কত জোড়া পাখি আছে, সিঙ্গেল কেজ না কলোনি, একটু জানাবেন প্লিজ??
@arupmahato91662 жыл бұрын
এই পাখি মানুষের কথা নকল করতে পারে???
@meghnadmaity80644 жыл бұрын
বাবসাহিক ভাবে করলে বিক্রি কিভাবে করবো জানাবেন
@sujanchakraborty50914 жыл бұрын
Dada apnar bari khothai
@alfahadniloy53804 жыл бұрын
London
@santanuroy26315 жыл бұрын
Dada apnar bari kotay???
@santanuroy26315 жыл бұрын
apni ki paki sell koran??
@sajukonika3495 жыл бұрын
Pakhir Patla paikhana kortasa ....akhon ki korbo
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
কি পাখির?
@Amit-ze2xt4 жыл бұрын
Bhai amr barite kal akti budgerigar pakhi kotha theke chole ese se thik bhabe urte pare na ok ami boro khacha te rekhe diyechi kintu manus dekhle lukiye porche..manus smane thakle khaeo na manus sore gele olpo khachhe gom..ei pakhi k jora rakhate hye naki akti thakle kono problem hbe na to
@birdsbreedingandlotsmore834 жыл бұрын
একা মানুষ থাকলে যেমন মানসিক চাপের সৃষ্টি হয়, তেমনি ওদেরও।তাই অবশ্যই জোড়া পাখি রাখা অবশ্যই দরকার এতে করে তার ভয় কেটে যাবে অনেকটাই। আর পাখিও ভালো থাকবে সুস্থ থাকবে।
@Amit-ze2xt4 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 kichu kachcheo na
@sauravsankarmukherjee21315 жыл бұрын
আপনার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে???
@suchoritadas62924 жыл бұрын
Notun video banao
@diyamondal50794 жыл бұрын
Amr tiya pakhi 4maser kotha bole na
@souravmallick62634 жыл бұрын
Jonglee tiya apnr 😁🤣tai kotha bola na
@krshnamandal67434 жыл бұрын
কাঙনি দানা টা কি কাওন ?
@rafianislam68214 жыл бұрын
Yes
@MAHEDEEHASAN-e5s4 жыл бұрын
চিনা
@Soumya.70745 жыл бұрын
Dada tomar bari kothai
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
হাওড়া ,উলুবেরিয়া। তোমার??
@Soumya.70745 жыл бұрын
Tarakeswar
@mithungaine15134 жыл бұрын
@@birdsbreedingandlotsmore83 Dada tmi ki bird sell kro???
@maabhairabienterprise73985 жыл бұрын
Ata apnar video noy. R dekhe dekhe bolchen tateo ato kosto hocche keno?
@nilatirthaghosh67655 жыл бұрын
পাখি কে ভাত খেতে দিতে পারব তাহলে , দিলে খাবেতো ওরা?
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
জোড়া পিছু এক-চামচ দেবেন। দিয়ে দেখুন অবশ্যই পাবে, যদি না খায় খাবার অভ্যাস করতে হবে।
@nilatirthaghosh67655 жыл бұрын
ভাইয়া ভাত দিয়েছি ওরা নিমেষে খেয়েও নিয়েছে দেখলাম কিন্তু শাক সবজি দিলে একদম ছুঁতে চায় না ,অন্য খাবারের বাটি সরিয়ে নিয়েও কোনো লাভ হয়নি ! শাক পাতা কিভাবে খায়াবো উপায় জানালে খুশি হবো ,আগাম ধন্যবাদ।
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
@@nilatirthaghosh6765 সুপ্রভাত, প্রতিদিন সন্ধ্যায় খাবার এবং জলের বাটি বের করে নিন, তারপর দিন সকালবেলা প্রথম খাবার হিসেবে শাক বা সবজি যেটা দিতে চাইছেন সেটাকেই প্রথম খাবার হিসেবে দেবেন। দু এক ঘন্টা পর দানা খাবার এবং জলের বাটি দেবেন এরকম টানা এক সপ্তাহ অভ্যাস করুন আশা করি কাজ হবে ,হলে অবশ্যই জানাবেন। তবে শাকসবজি একেবারে অনেক পরিমাণ দেবেন না ,তাতে অসুবিধা হতে পারে। ধন্যবাদ।
@sanjil......92693 жыл бұрын
Amar bondho na 2mi
@bikramtapli48134 жыл бұрын
আপনার কাছে সাদা অ্যালবিনো হবে
@birdsbreedingandlotsmore834 жыл бұрын
একটাই রয়েছে যেটা আমার নিজের জন্য রেখেছি। আসলে আগের সিজেনে বেশিরভাগ লুটিনো ও ক্রিমিনো হয়েছিল।
@jayaroychoudhury20705 жыл бұрын
Amar pakhi amader pasai thake
@bikramtapli48134 жыл бұрын
বলছি দাদা আপনার নাম্বারটা পাওয়া যাবে
@skmajid10565 жыл бұрын
Vai আমার পাখি ডিম দেইনা
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
আপনার পাখি গুলির বয়স কত?? কতদিন আগে এনেছেন?? কতগুলি পাখি রয়েছে?? একটু জানান.
@bikusadhu65735 жыл бұрын
, Pakhi keki comden office Khabo Pakhi keki condom use
@moriumtalukder71255 жыл бұрын
Koto din por dim day
@saregamapa2.0365 жыл бұрын
1.5 month
@GangSter-ct3lq5 жыл бұрын
ভাই খাচায় পাখি পালা ভালো না, মুক্ত করে খোলা পালে ভালো
@mdanas86174 жыл бұрын
আগে বলেন পাখির আইন কি হোল
@TistaDassrsconsultant4 жыл бұрын
আপনার ফোন নাম্বারটা দরকার। আমার বাড়ির পাখিদের বিষয়ে কিছু দরকারী পরামর্শ চাই।
@AeichTok4 жыл бұрын
আমার চ্যা নে ল ফলো করেন,পাখির যে কোন সমস্যার সমাধান পাবেন
@shakinahmed43502 жыл бұрын
No good
@msardarsardar46124 жыл бұрын
Sob vul kotha
@subhojitsarkar14625 жыл бұрын
dada nijer kono experience thakle bolun... boi dece gan deben na
@birdsbreedingandlotsmore835 жыл бұрын
বইটার নাম একটুখানি কষ্ট করে বলবেন , খুব পড়তে ইচ্ছে হচ্ছে। এই সবে ৭বছর পাখি পালন করছি তো,তাই বইটা পড়ে একটু শিখতে ইচ্ছে করছে। একটু বলবেন খুব উপকার হয়।