কোনো রাজনৈতিক বিবেচনাকে পাত্তা না দিয়ে 'সোনালী কাবিন' এর মহান কবিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আসাদুজ্জামান নূরকে অজস্র ধন্যবাদ।
@sufianraihan2 жыл бұрын
ভাই আসাদুজ্জামান নূর উপস্থাপক। তিনি প্রযোজক নন। তিনি কাউকে দাওয়াত দেন না। দাওয়াত দেয় প্রযোজক।
@saifullahmahfuz8592 жыл бұрын
@@sufianraihan আসাদুজ্জামান নূর দেশ টিভির মালিক
@jagyaseniproductions10312 жыл бұрын
Sahomat
@MAJalil-kl2uc7 ай бұрын
আমাদের মিছিল - কবিতা পড়লে আমার শরীরে শিহরণ জাগায়।
@md.noorulkarim55428 ай бұрын
ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রধান কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।
@MukhlisurRahman6 ай бұрын
রহিমাহুল্লাহ
@MukhlisurRahman6 ай бұрын
ইসলামী ভাবধারার কবি হওয়ার কারণেই তাকে অবমূল্যায়ন করা হয়েছে, মহান আল্লাহ তাঁর সম্মান বৃদ্ধি করবেনই ইনশাআল্লাহ।
@salahuddin74932 жыл бұрын
সাক্ষাৎকার টা আর্কাইভ হিসেবে রেখে দেয়া হোক। এমন একজন কবি মিডিয়াতে সরব উপস্থিতি থাকার কথা। অথচ খুঁজলে তাঁর তেমন কোন উপস্থিতি চোখে পড়বে না। দেশটিভি কে ধন্যবাদ সাক্ষাৎকার টি ইউটিউবে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কবি পরপারে ভালো থাকবেন এই কামনা করি।
@moinkhan37312 жыл бұрын
"কাবিলের বোন" ও "উপমহাদেশে" আমার অসম্ভব প্রিয় দু'টি উপন্যাস। এবং আমি মনে করি এগুলো বাংলা সাহিত্যের একেকটি সম্পদ। আহা, কী অনবদ্য সৃষ্টি!
@mdgaffar974 Жыл бұрын
আল মাহমুদ ছিলেন মহা কাব্যের কোকিল।অনন্য একজন কবি।বাংলা সাহিত্যের আধুনিক শ্রেষ্ঠ কবি ছিলেন আল মাহমুদ।
@sadimusleh2 жыл бұрын
আল মাহমুদ বাংলা ভাষাকে যে আধুনিক ছোয়া দিয়েছেন তা অনন্য। অসাধারণ।
@masudaakhter78902 жыл бұрын
কবি আল মাহমুদ এদেশের একজন অসাধারণ সাহিত্যিক ছিলেন । মোহময় এবং অনন্য কবিতাবলী রচনা করে গেছেন , যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
@Siddik212 жыл бұрын
~ এই ক্ষুদ্র জীবনে যে কয়েকজন লেখকের এর কবিতা,উপন্যাস,গল্প ,গদ্য,পদ্য এবং আত্মজীবনী পড়েছি এবং পড়ি কারো জন্য এতো মায়া কিংবা ভলোবাসা কাজ করেনি । আল মাহমুদ(বিশ্বাসীদের কবি) আপনাকে কেন জানি খুব বেশি মিস করি।মাঝেমধ্যে বুক ফেটে কান্না আসে, আপনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন হয়তো আপনার সাথে সাক্ষাৎ হয়ে যেতো। চোখের কোনে জল গড়িয়ে পরে যখনই আপনার কথা মনে পরে। আপনার সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই তবু আপনাকে ভালোবাসি। জান্নাতে বিশ্বাসী কবিদের পাশে আপনার স্থান হোক এই প্রার্থনা করি।
@abedinacademy53242 жыл бұрын
আমারও অনেক ইচ্ছে ছিলো তার সাথে দেখা করার। কিন্তু পাইনি😥
@MukhlisurRahman6 ай бұрын
আমিন
@shaikbodeuzzamanazad2873 Жыл бұрын
কোনো সন্দেহ ছাড়াই আধুনিক বাংলা সাহিত্যে এপার বাংলা ওপার বাংলার শ্রেষ্ঠ কবি আল মাহমুদ❤
@fayzulahsan866110 ай бұрын
সকল মত ও পথের গুণীজনকে নিয়ে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য জনাব আসাদুজ্জামান নূর -কে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। এমনিতেই তিনি আমাদের দেশের বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব। তদুপরি এ অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
@mirazshikder2927 Жыл бұрын
প্রিয় কবি আল মাহমুদ, ছোট বেলা থেকেই আপনার কবিতায় আমি মুগ্ধ
@AshrafulIslam-ih9ev7 ай бұрын
মহান বীর সোনালী কাবিনের স্রষ্টা আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার গর্ব । আমার প্রিয় কবি আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো আপনার সাথে সাক্ষাৎ হতো। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
@tapukhan66466 ай бұрын
সবাই কবি নয়,কেউ কেউ কবি।জীবনে একবার চর্মচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল।আকাশ সমান মানুষ।
@himaloyhimu59092 жыл бұрын
খুব দারুণ সাক্ষাৎকার! সাহিত্যের ইতিহাসে অনন্য যোগ এই আলাপানুষ্ঠান।
@fariduddinpasha Жыл бұрын
' সকলেই কবি নয়, কেউ কেউ কবি '। কেউ কেউ এর মধ্যে আল্ মাহমুদ একজন যথার্থ কবি।
@lazywind93282 жыл бұрын
বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ। তাঁকে সুন্দর ভাবে উপস্থাপনের জন্য দেশ টিভি ও উপস্থাপক কে অসংখ্য ধন্যবাদ।
@malihaparvin42242 жыл бұрын
কি ভাল মানুষ Ma-sha-Allah!!Allah(SWT) বেহেস্ত নসিব করুন (আমিন).
@MukhlisurRahman6 ай бұрын
আমিন
@waliurtheepitome530610 ай бұрын
কি সুন্দর মনোরম সাক্ষাৎকার! কবি ভুলে গেলে নূর স্যার মনে করিয়ে দেন।
@shahabdullahalbaki446111 ай бұрын
প্রিয় কবিকে নিয়ে এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য জনাব আসাদুজ্জামান নূর কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
@AbuTaher-lg6ys2 жыл бұрын
কবির কথা শুনে মনটা ভরে গেল। আজ কবির পানকৌড়ির রক্ত গল্পটি পড়লাম । অনেক্ষণ বালিশের মাঝে মুখ গোজে ভাবছিলাম এমন গল্পও বাংলা সাহিত্যে লিখিত হয়েছে । সাথে বলতে হয় আসাদুজজামান নুরও বড় মনের মানুষ।
@mdjakirhosenuzzal62992 жыл бұрын
বাংলা সাহিত্যের অতুলনীয় কবি💖 যার তুলনা তিনি নিজেই❤️ বিশ্বাসে চেতনায় রাজনীতিতে (জামায়াতে ইসলামি) সত্যকে লালন করতেন,,,
@Game4ArtYT Жыл бұрын
hala , bot😄
@shamshaque19249 ай бұрын
ডিশ টিভিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় আসাদুজ্জামান নুরকে তিনি 😊তিনি যেন গুণী মানুষের মালা গেঁথে😮 চলেছেন।
@amirwahab907 Жыл бұрын
ধন্যবাদ দেশ টিভিকে ধন্যবাদ আল মাহমুদের মতো একজন মহান কবিকে নিয়ে এই অনুষ্ঠানটি করেছিলো বলে।
@adilarefin473010 ай бұрын
বাংলা ভাষার শ্রেষ্টতম কবি-আল মাহমুদ!💜
@Tamim30602 жыл бұрын
সত্য সুন্দরের কবি আল মাহমুদ! ভালো থাকবেন ওপারে
@mamunmolla99132 жыл бұрын
আল্লাহ কবিকে জান্নাত দান করুন
@samsuddinkhalid8668 Жыл бұрын
প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাকে জান্নতের উচ্চ মাকাম দান করুক
you brought him here without thinking about his political background. thats why you are great person to us. its privileged to see both of you together. thank you great actor of Bangladesh Mr. asaduzzaman nur.
@NayonMurad9 ай бұрын
অসাধারণ একটা অনুষ্ঠান দেখলাম। দেশটিভি ও নুর ভাইকে ধন্যবাদ। আল মাহমুদকে আল্লাহ জান্নাত নসিব করুন।
@shyamalchakraborty60862 жыл бұрын
আল মাহমুদ সোনালি কাবিন এর জন্য অনেক অনেক দিন বেঁচে থাকবেন। ভারত
@SayedAhmed-xu4xu Жыл бұрын
প্রাণের কবি আপনার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
@greensearchlightbd Жыл бұрын
কবি আল মাহমুদ হল আমার একজন প্রিয় মানুষ, তার সাক্ষাৎকার প্রচার করার জন্য এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ নবাব সিরাজউদ্দৌলা একটি কথা বলে গিয়েছিল, বাঙালি দাঁত থাকিতে কখনোই দাঁতের মর্যাদা বুঝিতে পারেনা। তাই এগুলো মানুষ যখন হারিয়ে যাবে তখন আমরা হায় হায় বলতে থাকবো। আর কখনো তারা দুনিয়াতে ফিরে আসবেনা।
@kamruzzamanbablu8010 Жыл бұрын
হে আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদাউস দান করুন
@mushfiqsaad11917 ай бұрын
জানি না আগামী প্রজন্ম এই গুনী কবিকে কতটুকু জানবে,তবে দেশ টিভি কে অনেক ধন্যবাদ কবির এমন একটি সাক্ষাতকার তুলে ধরার জন্য।❤
@AmirKhanARMY2 жыл бұрын
আল্লাহ কবি আল মাহমুদকে জান্নাত দান করুক
@akmmashrek140 Жыл бұрын
প্রিয় কবি। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন
@jahirMiah-m8i5 ай бұрын
ধন্যবাদ দেশ টিভিকে আর আলমাহমুদ তিনি একজন মুসলিম তার একটি শব্দ " কিতাব "আমার কাছে খুব ভাল লেগেছে।
@meaningoflife712 жыл бұрын
One of the greatest poet of bangla literature...May Allah swt grant him to Jannatul Ferdous.
@nasimakhan42992 жыл бұрын
একদম ঠিক কথা এই কবির থেকে পাওয়া ঋন বাংলা ভাষাভাষীদের একদিন ফিরিয়ে দিতে হবে।
@soumyasalek872 жыл бұрын
সুন্দরের স্পর্শ পেয়ে আমি কেবল বুঝতে চাই আমিও সুন্দর / প্রিয় কবি আল মাহমুদ
@MehediHasan-fp2dk Жыл бұрын
সকল কবি মানুষ এর মন জয় করতে পারেনা যা পেরেছেন আল মাহমুদ❤
@fbb24892 жыл бұрын
This is a great example of self educated person. May Allah grants him jannahtul ferdhous. BB
@hiazizurrrahman9 ай бұрын
প্রিয় লেখক ও কবি আল মাহমুদ স্যার ❤❤
@sutaparoybarman73862 жыл бұрын
ভালো থাকবেন। কলকাতা থেকে শ্রদ্ধা জানালাম।
@MukhlisurRahman6 ай бұрын
ধন্যবাদ
@mohashinahmed44648 ай бұрын
আল মাহমুদ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরুষ ও আদর্শবান মানুষ❤️
@Nasrullah-wn9di Жыл бұрын
সোনালী কাবিনের কবি। আল্লাহ তাকে জান্নাত দান করুন
@jobairrasel77422 жыл бұрын
প্রিয় কবি, জান্নাতে বসবাস করুক। আমিন।
@SofikPordeshi9 ай бұрын
এ মহান জাতীয় বীর ও কবিকে শ্রদ্ধা জানাই।
@mineuddin92002 ай бұрын
কবির কি অসাধারণ সৃতিচারণ।
@imrulkayes46105 ай бұрын
কবি আল মাহমুদ আল্লাহ আপনাকে জান্নাতুন ফেরদৌস দান করুন।
প্রানের কবি আল মাহমুদ। বাঙালির সুবুদ্ধি হোক কবিকে মূল্যায়ন করি
@masudrahmansujon19552 жыл бұрын
ভালোবাসার একজন কবি❤️❤️❤️
@alhasan55192 жыл бұрын
দুই মাস আগে দেওয়া ভিডিও। মাএ ১৮টা লাইক। আমরা কেনো যেনো জ্ঞানী মানুষদের কথা শুন্তে চাইনা।
@istiakmahmudmunaz8526 ай бұрын
উনি মজ্জাগত কবি।জোর করে নয়।তার জন্ম কাব্য ,সাহিত্যের জন্য।
@ashfaqulalam56112 жыл бұрын
খুব ই ভালো লেগেছে।
@rotnodipchakrabarty68982 жыл бұрын
একজন জামাতের সমর্থক কবি। এখন নূর সাহেব তাকেও সম্মান দিচ্ছেন। এখনতো সবাই এক কাতারের মানুষ।
@Razwanul_Haque2 жыл бұрын
ধর্মীয় সংস্কৃতি সাহিত্যে ফুটে উঠলেই কি জামাতের সমর্থক হয়?কই পাইছেন এসব চটকদার কথাবার্তা, সব জায়গায় সামপ্রদায়িকতার গন্ধ খুঁজেন তাইনা?
@niajrafi2 жыл бұрын
মালাউন
@Jaman-ow8ox2 жыл бұрын
কবি আল মাহমুদ কে নিয়ে আলোচনা করেন, অনেক অনেক
@RSD-30 Жыл бұрын
সোনালী কাবিনের কবি। সাহিত্যের রত্ন
@moksedurrahman97245 ай бұрын
আমার একুশে কবিতা,
@jahedhossainnyam452811 ай бұрын
প্রিয় কবি
@rakibfarhan91398 ай бұрын
আমাদের আল মাহমুদ।
@tamim.mt.110 ай бұрын
আল মাহমুদ ❤
@Mdmunna-jr2li Жыл бұрын
অমর কবি❤❤❤❤
@medipressbd2 жыл бұрын
ভালোবাসা আসাদুজ্জামান স্যারের প্রতি 'আল মাহমুদ'কে আনার জন্য...
@sojib91182 жыл бұрын
You will be remember Al Mahmud
@letsvibe6639 Жыл бұрын
আল মাহমুদ ❤️❤️❤️
@princeraihan4321 Жыл бұрын
প্রিয় কবি❤
@Mushfikarahman750 Жыл бұрын
আলমাহমুদ কোন দশকের কবি সেটা বলা উচিত ছিলো। তাঁর আত্মজৈবনিক একটি বই আছে যেভাবে বেড়ে ওঠি। এর পরের অংশটুকু লিখলেও আমরা তাঁর পূর্ণাঙ্গ আত্মজীবনী পেয়ে যেতে পারতাম। শুভ কামনা।
@soroarmehedi62762 жыл бұрын
সুন্দর আয়োজন 🥰
@delowaribnkamal20222 жыл бұрын
সোনালি কাবিনের কবি
@MuhammadRahman-q3d22 күн бұрын
বাংলা শ্রেষ্ট কবি আল-মাহমুদ এর সাক্ষাতকার দেশ টিভির আর্কাইভে রাখা করা হউক।
@mohiburrahim3406 Жыл бұрын
অসাধারণ
@md.abdulkhaleque812 жыл бұрын
তার লেখা আমাকে উদ্দীপ্ত করেছে।
@akonrakib90649 ай бұрын
💚💙💜❤️
@suggestforyou62502 жыл бұрын
Masallah
@arifimran-t7l Жыл бұрын
ভালো লাগলো
@jagyaseniproductions10312 жыл бұрын
Sonali kabin....raat r ghum uriye diyechhilo.....unparallel ever
@rezbeasif80942 жыл бұрын
❤️❤️❤️❤️
@shyamalchakraborty60862 жыл бұрын
সমসাময়িক কোলকাতার কবিদের সংেগ সম্পর্ক নিয়ে আলোচনা হলে ভাল হোত।ভারত
@SheikhEbadulKarim-w8p5 ай бұрын
I wished to be a poet.
@bonggojbihonggo9912 жыл бұрын
👌👌
@md.jahangiralam9065 Жыл бұрын
কবির কোন কবিতা পাঠের পুসতকে নাই, আছে গঙআপধ্যআয়, চট্টপাধ্যায়, মুখোপাধ্যায় দের লেখা,তার কবিতা পাঠের পুসতকে দেখতে চাই
@abedinacademy53242 жыл бұрын
❤️❤️❤️
@abdurrahman-fw6qi2 жыл бұрын
Use 2x speed
@BelalBinmonir22 күн бұрын
❤❤❤📚🌹🇧🇩✍️
@abdullah.al.noman.z6 ай бұрын
আল মাহমুদ 7222D 19Y9M9D
@hamimhasan34532 жыл бұрын
আত্মজীবনী
@spjamaljusaf6682 Жыл бұрын
Pan kourir rokto ... gondo bonik ... onoboddo sristi