দেশের মঞ্চ ও টিভি নাটকের কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে শ্রদ্ধা ও ভালোবাসা
@lutfunnesa96342 жыл бұрын
গুণী মানুষদের আলাপন শুনতেই মন ভরে যায়। আনন্দ, উচ্ছ্বাস, প্রাণবন্ত এবং মায়া-মমতায় ভরা কথোপকথন, অন্তর ছুঁয়ে গেল। আপনাদের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা। আমরা যেন কিছু হলেও এঁদের জীবন কাহিনী থেকে নিজেদেরকে সাজাতে ও রাঙাতে পারি !
@tusharbasu84702 жыл бұрын
P
@bijayaghosh51582 жыл бұрын
Asadharan interview। আপনি যেন একদম নিজের সাথে কথা বলছেন। ভনিতা হীন আন্তরিক
@sakondo789 Жыл бұрын
গুণীজনের গুণী সন্তান
@selfcare3602 жыл бұрын
অতুলনীয় মানুষ..... সবার উপর মানুষ সত্য❤️❤️❤️
@onubarua33372 жыл бұрын
এমন মানুষ পৃথিবীতে বারের বারে আসুক। পৃথিবীটাকে সুন্দর করার জন্য। যেমন প্রেম আছে বলে পৃথিবীটা এত সুন্দর।
@bithipaul22262 жыл бұрын
বাংলাদেশের নাট্য জগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার। বেচেঁ থাকুন সগৌরবে।
@anjansd32923 жыл бұрын
একজন গুণী মানুষের সাক্ষাৎকার নিলেন আরও একজন গুণী মানুষ।
@Deshtventertainment3 жыл бұрын
Thanks for comment
@nirmalbiswas86372 жыл бұрын
সাবলিল সাক্ষা্ৎকারটি খুব ভাল লাগছে। শিক্ষনীয় অনেক কিছু। ধন্যবাদ সংশ্লিষ্টদের।
@bhudebsengupta34806 ай бұрын
এমন ভালবাসার কাহিনী আমাদের আপ্লুত করে! আসলে আমাদের এই উপ মহাদেশে আমরা তো হানাহানি করে কত অমুল্য প্রাণ ও সম্পত্তি নষ্ট করেছি! আমাদের মতো কত মানুষের পূর্ব পুরুষেরা দেশ বিভাগের বলি।রাতারাতি কত সম্পন্ন মানুষের পরিবারকে রাস্তায় দাড় করিয়ে দিয়েছিল। কত মানুষ ও মহিলাদের মান সন্মান ধুলোয় লুটিয়েছিল।ভাবলে বুকে কত কষ্ট হয়।অথচ আমরা তো একই বৃন্তের দুইটি ফুল! আশা করি এমন ভালবাসার কাহিনী গুলো কত মানুষকে প্রেরণা দেবে অন্তত ভিন্ন ধর্মের মানুষ হলেও তাকে বুকে টেনে নিতে। সবাই ভাল থাকুক।শান্তিতে থাকুক। আনন্দে থাকুক । এই প্রার্থনা করি সর্ব শক্তিমানের কাছে ! সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। ফিরদৌসী মজুমদার আপা ও নূর সাহেবের জন্য অনেক ভালবাসা ও দোয়া রইল ❤🎉
ভালোবাসার চেয়ে বড় কিছু নেই পৃথিবীতে। অসম্ভব ভালো লেগেছে ম্যাম
@channel4h2602 жыл бұрын
কিছু গল্প যেন খুব ছোট মনে হয় শুরু হতে না হতেই শেষ ! তার নাট্য জীবন নিয়ে কিছু শোনাই হল না ! আমাদের নাটকের জগতের প্রধান রত্ন ! তার অভিনয় দেখলে আজো প্রান জুড়িয়ে যায় । তার একটা বড় সাক্ষাৎকার আশা করছি যা দেশ টিভির দলিল হয়ে থাকবে ।
Discussion between Ferdousi Majumdar and Asaduzzaman Noor in an open minded environment is impressive.Both Ramendu Majumdar and Ferdousi Majumdar are the eminent theatre personalities of Bangladesh. Stigma of religious boundaries have been overshadowed by their marriage as humanity as well as free-thinking mindset is always above the religion.
@drbipulray61082 жыл бұрын
Two great personalities of the country.We have grown-up by seeing their great dramas.The very best wishes for them.
@sheulysultana36212 жыл бұрын
ভালো লাগলো, আনন্দ পেলাম এবং অনেক হাসি পেল কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো।
একজন গুণী শিল্পী এবং মানুষ। খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব
@abdullahalmahmud5117 Жыл бұрын
মন্ত্রমুগ্ধের মত শুনেছি।
@syedarafikafahmid14222 жыл бұрын
Eto odvut shundor uposthpona! Koto kichu asad bhai ber kore anlen .oshadharon!bolte diyechen bolei amra eto genius artist er kotha shunte parlam.dujonei excellent!
@নিভৃতচারী-ড৩ম2 жыл бұрын
অনেক অনেক শুভকামনা ভালো বাসা. অনেক অনেক দিন বেঁচে থাকুন. আমাদের মাঝে. এত গুনি মানুষ দেখলে শুধু দেখতে ইচ্ছে করে
@pabitrabiswas56812 жыл бұрын
খুব ভালো লাগলো, অতি সহজ সরল আলাপচারিতা।
@dipankargupta5502 жыл бұрын
দিদি, আপনার বাবা রং চরণে শত কোটি প্রণাম । যদি কোনদিন ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে " ভারত বাংলা রত্ন" পুরস্কার দেওয়া হয় , দিদি আপনার বাবা যেন সর্বপ্রথম ওই পুরস্কারটি পান। আনিসুজ্জামান ভাইও দেশ টিভি কে ধন্যবাদ জানাই , দিদি ফিরদৌসি এর সাক্ষাৎকার নেওয়ার জন্য। জয় মানব ধর্ম।
@সত্যেরউন্মোচন-ন৪ম2 жыл бұрын
তোদের মাল তোদের দেশে নিয়ে যা।
@PaNdaaaaaaa.24 Жыл бұрын
আসাদুজ্জামান ভাই 🙂
@mdmuazzenbillah5432 жыл бұрын
A DEEP SENSE OF CARING. A TRUE LOVE FOR THE OLD MAN IN THE HOME. A VERY SACRED BONDING OF BLOOD.
@jahangirmirdha4 ай бұрын
আজ বুঝতে পারলাম ফেরদৌসী মজুমদার সালমান শাহ্ অভিনীত মায়ের অধিকার সিনেমায় দাদির চরিত্রে অভিনয় করেছেন।
@AhmAsaduzzaman8 ай бұрын
OMG! An interview that felt truly authentic.
@eskat5502 жыл бұрын
The best actress Mets one of the best actresses.. soothing for eye's
@ishratjahanmouri35192 жыл бұрын
আগে জানতাম না তিনি মুনির চৌধুরির বোন।।
@চ্যানেলতইয়িবাহ2 жыл бұрын
আপনার বাবাকে যারপর নাই কষ্ট দিয়েছেন। আপনাকে সুখী করার জন্য উনি ভীষণ ভীষণ কষ্ট পেয়েছেন, যা কিনা আপনি বুঝতেও পারেননি বা নিজ স্বার্থে বুঝতেও চাননি।
@mitulchowdhury13972 жыл бұрын
আপনি বুঝতে পারবেন না একজন সত্যিকার মানুষ কি চিন্তা করেন।
@PadminiBiswas2 жыл бұрын
Eshob bojhar moto budhhi apnar nei Channel Toiibah.
@চ্যানেলতইয়িবাহ2 жыл бұрын
@@PadminiBiswas আমার বুঝার দরকার নাই। আপনার বুঝ আপনার আমার বুঝ আমার।
@PadminiBiswas2 жыл бұрын
@@চ্যানেলতইয়িবাহ Khub bhalo katha. Apnar opinion jokhon social media te bolben tokhon comment shuntei hobey. Nijer erokom narrow minded opinion nijer modhhe rakhben.
@চ্যানেলতইয়িবাহ2 жыл бұрын
@@PadminiBiswas আপনি ব্রডমাইন্ডের হোন না কে না করেছে আপনাকে ? কেন শুধু শুধু পায়ে পাড়া দিতে আসছেন বলুন তো ? আপনাকে তো কিছু বলা হয়নি !!! আপনি একজন বিধর্মীকে বিয়ে করে উদার সরি ব্রডমাইন্ডের পরিচয় দেন না, কে আটকাচ্ছে আপনাকে !!! আপনি কথা দু’লাইন বেশী বুঝেন দেখা যাচ্ছে !!!
@khorshedalambobyexpress74253 жыл бұрын
Nato jogota fardushi mojumder ak nokhotro obinatre ! Tar mukto kontho amader jagea tola ..osadaron ak nato juddha ..thanks preo asaduzaman sir thanks desh tv...
@Deshtventertainment3 жыл бұрын
Thanks for comment
@missdreamer68402 жыл бұрын
respect ❤️❤️ Ferdousi Majumdar mam ❤️
@Radika9362 жыл бұрын
Thanks God 🙏 everyone watching this video who are really classy . That's y I didn't find any bad comment
@jamalbhuiyan11162 жыл бұрын
Dui jon priyo manus
@fairyland50342 жыл бұрын
Respect to both...👌👍
@sohorcity48042 жыл бұрын
একই পথের দুজন পথিক
@sabbirahmed92492 жыл бұрын
রতন রতনের গল্প।
@MohammedHossain-s1p8 ай бұрын
Very interesting life
@pankajmunshi55488 ай бұрын
খুব ভালো লাগলো দিদি আমাদের কথা হয়তো আপনার মনে নেই। আমার নাম পঙ্কজ মুন্সী । আমাদের দলের নাম সমীক্ষণ। আপনারা সবাই ভালো থাকুন।
@surabahsanjana99072 жыл бұрын
Legends are facing together
@saifwali73252 жыл бұрын
অসাধারণ ❤️❤️
@soniataslim12322 жыл бұрын
Respect mam 🤲🏼❤️🌹
@kamalahmed4812 жыл бұрын
আমার বাবাও আপনার বাবার মত রাগি আর মায়া মমতায় ভরা ছিল অন্তরটা। আপনার বোন কনা আপা আমার বোনের প্রতিবেশি অর্থাৎ মহাখালিতে একই এপার্টমেন্টে থাকতেন। ওখানে যক্ষা হাস্পাতালের ডাক্তার ছিল কনা আপার হাসবেন্ড আর আমার দুলাভাই। কনা আপার মেয়ে লালি"র সাথে আমার খুব ভাব ছিল, ওর সাথে আর কোন যোগা যোগ নাই।
আধ্যাত্মিকতা এবং ঈশ্বরত্বের সঙ্গে ধর্ম সম্প্রদায়ের বিশেষ যোগাযোগ নেই। দুর্ভাগ্য হল এই যে মুসলিম সম্প্রদায়ের ৯৯% সেটা বোঝে না।
@shahzaditaslima68772 жыл бұрын
উনি তো ইস্কাটন দিলুরোডে ছিলেন অনেক বছর আগে।
@soumenmajumdar71465 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kmrashid12 жыл бұрын
Koto je tomai beshesi bhalo, sei kotha jadi tumi jaante! Aaamar Maa er shab cheye prio shilpi er onnotomo!
@howlader5462 жыл бұрын
বৌদিকে নমস্কার ও আপনাকে ধন্যবাদ।
@abantipaul30812 жыл бұрын
Ki sundar bachon vongi. Koto omayik. Ei holo shilpi
@bonggojbihonggo9912 жыл бұрын
"ফেরদৌসী মজুমদারের জন্ম বরিশালে হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকাতে। তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট। তার ভাইবোন ছিল মোট ১৪ জন যাদের মধ্যে ৮ জন ভাই এবং ৬ জন বোন। সবচেয়ে বড় ভাই কবীর চৌধুরী এবং মেজ ভাই মুনীর চৌধুরী। ‘দারুল আফিয়া’ নামের বাড়িতে তার শৈশব কেটেছে। তাদের পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে। ফেরদৌসী মজুমদারের পরিবার ছিল খুব রক্ষণশীল। বাড়িতে সাংস্কৃতিক চর্চা ছিল নিষিদ্ধ। তার লেখাপড়া শুরু হয় নারী শিক্ষা মন্দির স্কুল থেকে। এই স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পর তিনি ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে যেখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। তারপর ইডেন কলেজে ভর্তি হন। তিনি ছোটবেলায় খেলাধুলা করতে পছন্দ করতেন এবং একবার ৯৬৬ বার স্কিপিং করে ক্রিস্টালের বাটি পেয়েছিলেন যদিও ফিট হয়ে গিয়েছিলেন তখন। তিনি ছোটবেলা থেকেই মানুষকে অনুকরণ করতে পারতেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাড়িতে ফিরতে সন্ধ্যা হওয়াতে তার বাবা তাকে চটি দিয়ে পিটিয়েছিলেন।[৪]" ----- উইকিপিডিয়া bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%80_%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0#:~:text=%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%80%20%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93,%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%20%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80%20%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A5%A4
@nadiashimu35712 жыл бұрын
Khub valo laglo. Ovivuto hoye dekhlam.
@ranjitnandi39822 жыл бұрын
Pronam neben madam
@EmonKhan-wx1rj2 жыл бұрын
It could be Ferdous father was unable to bear the pain
@ishratjahan49832 жыл бұрын
Our proud.
@nasreenzinia86642 жыл бұрын
Hahahhahaha Onek shuvo Kamona ❤️👏
@nktv23183 жыл бұрын
Wow wow excellent
@Deshtventertainment3 жыл бұрын
Thanks for comment
@saddamhossainarif26512 жыл бұрын
আমাদের গ্রামের মেয়ে
@amitavaghosh87762 жыл бұрын
I am taken aback by amount of hatred spewed in comments section!! If two persons, being from different religions, marry out of love, isn't it their very personal affair?? Are rituals & diktats more important than humane qualities??Are imaginary heaven, hell and afterlife more important than life in this world. Please live happily according to your own creeds, and let them live, without spreading poisonous comments !! Best wishes.
@infinitydesignbd8433 Жыл бұрын
মরলে ঠেলা বুঝবেন!!
@manas_4138 Жыл бұрын
কীভাবে?
@orbit10612 жыл бұрын
masallah 11
@fahmidaakterswarna21402 жыл бұрын
💗
@karunasikder43602 жыл бұрын
Ai guni loker gan sunte chai
@fancytahmina69592 жыл бұрын
Darun interview 🙃🙃
@nahidshahin7 ай бұрын
joto bar interview ta dekhei, ekta question ase, emon ma r kemon meye !
@nazmulgani3776 Жыл бұрын
The other side of the MOON.........Bangladesh knows DIVIDED history: Have you ever heard the name of Colonel Qayyum Chowdhury? Or has she ever let us know about this gentleman? Well, Qayyum Chowdhury is the younger brother of Professor Munir Chowdhury and Professor Kabir Chowdhury. In 1971, during the War of LIBERATION, he was a Colonel in the Pakistan Army. He was awarded Nishan - i - Haider after the the 1965 Indo- Pak War. ****** In 1973, Colonel Qayyum was asked if he would opt to return HOME 🏡 ( BANGLADESH 🇧🇩). He replied, " My father and I had pledged OUR allegiance/ aanuugotto to the Dream of Pakistan 🇵🇰. No matter how soiled the dream is, I would NEVER LEAVE Pakistan. " After the 1971 war, Colonel Qayyum was interned in a camp in Quetta but remained a PATRIOT to the core. ( He was married to a non - Bengalee woman ^^^ Punjabi ^^^) . After East Pakistan's cessation in 1971, Colonel Qayyum remarked that he would LIVE FOR PAKISTAN 🇵🇰--- and even if that consisted of just a flag, he would cling to its pole . ******** ( he didn't believe that Professor Munir Chowdhury was killed by the Pakistan Army or its Bengalee COLLABORATORS ). General Tikka Khan was very fond of Colonel Qayyum. Colonel Qayyum retired in 1974 and died in 2013. His children are living in Pakistan.............
@nazmulgani3776 Жыл бұрын
Blood is not thicker than water. Does she remember her brother, nephews and nieces????????
@MdSherAli-dt3sz8 ай бұрын
বাংলা কুলংগার
@asmirakhanam3732 жыл бұрын
ফেরদৌস মজুমদার শাঁখা না পরলে কি হতোনা? ভাবতে অবাক হই।
@Bdtdtuli2 жыл бұрын
Are sagi,shakha jey due hate pore,sey common sense o ny..ota shakha na..just a bracelet…ar apner vhabte to obak lagbeye..apni to aber hizabi thukku bostabondi!
@PadminiBiswas2 жыл бұрын
Asmin Khanam ki chintar katha tai na? Pagol hoye jaben je!
@fathemaali12702 жыл бұрын
@@Bdtdtuli amra to bostabondi,,,,,apnara to only bra bondi,shobai k mon khule diye beran,prostitute er bachcha
@SamirSam-yf3nq8 ай бұрын
J.hoĺ😊
@TheRastradoot2 жыл бұрын
খুলনায় ছিলেন না? করোনেশন গার্লস স্কুলে পড়েছিলেন কি?
@ranjitnandi39822 жыл бұрын
Madam ke pronam janai
@Kofil-wn3qz4 ай бұрын
কোন রীতিতে বিয়ে হয়েছে⁉️
@rahmanmoti2 жыл бұрын
লিজেন্ড।
@RbSjdj-ki9cb Жыл бұрын
মো আবু
@tusharpurkaystha8623 Жыл бұрын
এই বাংলাদেশ কি আছে?
@NazrulIslam-es4qq2 жыл бұрын
শিল্প ও সংস্কৃত লোকেরা আজ পর্যন্ত লোকেরা সত্য ও সুন্দর সমাজ গঠন করতে পারে নাই।মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা করা যায় না।
@socialdistance83522 жыл бұрын
একদম সত্ কথা।
@sabbirahmed92492 жыл бұрын
সঠিক।
@robinsoncruso78442 жыл бұрын
হ্যাঁ আপনি ঠিক বলেছেন। কিন্তু শিল্পী ও সংস্কৃতমনা লোকরা পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ইত্যাদি দেশের মতো বর্বর, অভাবগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, ভন্ড, চোর-ছ্যাচোর অগণিত বিশেষণের কোনো দেশ-ই গড়তে পারেননি।
@robinsoncruso78442 жыл бұрын
মিডলইস্ট ম্যাচিওর হয়েছে। তারা বুঝতে পেরেছে তাই যুগের সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। কিন্তু আমাদের এশিয়ার মুসলিমরা কোনোভাবেই সেটা পারছেন না। আরে ভাই বর্তমানে আল্লাহ ও হিল্লা দু-ই লাগবে। নাহলে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবেন।
@moriambegumhaque70422 жыл бұрын
My Love Lady amar Alaska mohila tgankd
@farjanaislam95582 жыл бұрын
গুনী মানুষের কথা শুনতেও ভালো লাগে
@moriambegumhaque70422 жыл бұрын
Ami sentralirid may apner bari Number koto amadet bari Number 49 ce terlaris tar bari Number koto akon ank sundor
@nahidshahin2 жыл бұрын
emon ma r kemon meye !
@fayasmullah64312 жыл бұрын
আমি ঘিণা করি মুসলিম হয়ে হিনদুকে বিয়ে করেছে
@amalkumarguha752 жыл бұрын
আপনি তো হিন্দু ছিলেন।
@bonggojbihonggo9912 жыл бұрын
উনার তকদীরে রামেন্দু মজুমদারকে বিয়ে করা লিখে রাখার অপরাধে আল্লাহর গালে জুতাপেটা করে আল্লাহর পাছায় লাথি মারতে থাকুন।
@EasyCookingRecipesbangla2 жыл бұрын
after death what will their answer? in there, no one can die? without islam there is no any id for any living creature.
@Bdtdtuli2 жыл бұрын
Really?assa,onnno pranider khetre mrittur por islam er bidan ta ki?ar bhi English na janle liker dorker ta ki?ar apni ki more geye dekhe ashesen je mrittur por ki hoy?jeta sob dormoy e davi kore,kintu kono proman ny..akon apner khache to allah pak er ohi najil hoeche jar maddome apni jante parsen mrittur por ki hoy,ty na bhi?to sheygulo jodi bolten plzz
@PadminiBiswas2 жыл бұрын
Says who?
@TheIndianChamar2 жыл бұрын
মুসলিম হয়ে হিন্দু কে বিয়ে।
@PadminiBiswas2 жыл бұрын
Asubidha achhe?
@bonggojbihonggo9912 жыл бұрын
কবি কাজী নজরুল ইসলামের ব্যাপারে আপনার মতামত কী?
@fathemaali12702 жыл бұрын
@@PadminiBiswas Muslimra Christian, Yahudi biye korte pare,hindu, boddho biye kora haram,coz era Ahole kitab na
@tandraadhikary3568 Жыл бұрын
Monusooto holo boro dhormo .....tahole ekjon manus r ekjon manus k biye korte parena kno!!!!!dhormer name vedaved ai juge beshi hocche karon agekar Manus susikkhito chilo r ekhonkar manus sikkhito but shortcut sikkhito.....oi j olpo bidda voyongkori types....
@ishratjahanmouri35192 жыл бұрын
বাপ্পা মজুমদার কি উনার ছেলে নয়??
@chinmoydebnath87742 жыл бұрын
না
@bonggojbihonggo9912 жыл бұрын
উনার একমাত্র সন্তান ত্রপা মজুমদার।
@ishratjahanmouri35192 жыл бұрын
Thanks
@ferdousi57152 жыл бұрын
আপনার বিয়ে কোন রীতি অনুসরণ করার হয়ে।রামেন্দ্রু মজুমদার কি মুসলিম হয়েছিল।
@Bdtdtuli2 жыл бұрын
Are na..tara duejoney Africa er akta dormo jar naam bunga bunga aber tader issor er naam kellah..luechha krisno ar sagu Mohammad er mote tader dormeo ak nobi asse,jar naam kohammad,akon khushi bhi?
@mitulchowdhury13972 жыл бұрын
আপনার এত চিন্তা কেন?
@bonggojbihonggo9912 жыл бұрын
@Ferdousi কোনো ধর্মীয় মতে উনাদের বিয়ে হয়নি। মালাবদল করে বিয়ে হয়েছে।
@fathemaali12702 жыл бұрын
@@Bdtdtuli oshovbo hindur oshobvo comments,kotota nongra r hingshay vora eder mon comments ei porichoy,family theke era ashob e shekhe
@Bdtdtuli2 жыл бұрын
@@fathemaali1270 are ami hindu ata ki apner kashe ohi najil hoese naki??masallah..tobe akta kotha ki..krisner thake Mohammad onek kom luechha chilen..krisner naki 1000 ta premika chilo ar shey naki tader sathey beye sara songom korto..koto boro luechha,ty na?ar shey tuloney amader padu thukku sagu thukku shishukami nobi matro 11 ta beye ar kisu dasi shobot koresen,bolen alhamdulliah!to deksen krisner thake koto kom luechha chilen amader nobi karim,ty na bosta bondini bon amer??
@mohiuddinahamed1810 Жыл бұрын
Her father was well educated and both her father and mother was pious but her excellence are not valuable to our Muslim community as she herself keep Islam at arms length
@Syed-n2y Жыл бұрын
She is a nastik omean
@dipumia66652 жыл бұрын
ফেরদৌসী মজুমদার কোন ধর্ম পালন করেন এখন
@diliprakshit33152 жыл бұрын
Dharma palon na korle ki hoi. ?
@Onlyone1742 жыл бұрын
@@diliprakshit3315 সঠিক ধর্মের অনুসারী না হলে অনন্ত দোযক ভোগ করতে হবে।
@manas_4138 Жыл бұрын
হিন্দুকে বিয়ে করলে হিন্দু ধর্মই পালন করবে এই সহজ সত্য বুঝতে পারলে না ।
@mdjamal-rc5yz2 жыл бұрын
আসলে উনি কোন ধর্ম পালন করে
@manas_4138 Жыл бұрын
মানব ধর্ম!
@popyjahan63362 жыл бұрын
unar baba je hindur shate biea shejonno Allah joban bondo kore dieacen . karon uni chilen dharmik manush .
@Bdtdtuli2 жыл бұрын
Assa apner kotha juktir khatere mene nilam..kintu amader nobi karim je bish kriyay ato koste dukte dukte mara geselen,to allah pak ki Mohammad k kono sasti deselen?
@Bdtdtuli2 жыл бұрын
@Life Is Too Short গ্রন্থের নামঃ সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নম্বরঃ (664) অধ্যায়ঃ ১০/ আযান পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন পরিচ্ছদঃ ১০/৩৯. রোগাক্রান্ত ব্যক্তির কী পরিমাণ রোগাক্রান্ত অবস্থায় জামা‘আতে শামিল হওয়া উচিত। ৬৬৪. আসওয়াদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা ‘আয়িশাহ্ (রাযি.)-এর নিকট বসে নিয়মিত সালাত আদায় ও তার মর্যাদা সম্বন্ধে আলোচনা করছিলাম। ‘আয়িশাহ (রাযি.) বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত হয়ে পড়লেন, তখন সালাতের সময় হলে আযান দেয়া হলো। তখন তিনি বললেন, আবূ বাকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। তাঁকে বলা হলো যে, আবু বাকর (রাযি.) অত্যন্ত কোমল হৃদয়ের লোক, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তাঁর পক্ষে সম্ভব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে কথা বললেন এবং তারাও আবার তা-ই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা ব’লে বললেন, তোমরা ইউসুফের সাথীদের মত। আবূ বাকরকে নির্দেশ দাও যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আবূ বাকর (রাযি.) এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন। এদিকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু হাল্কাবোধ করলেন। দু’জন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন। ‘আয়িশাহ্ (রাযি.) বলেন,) আমার চোখে এখনও স্পষ্ট ভাসছে। অসুস্থতার কারণে তাঁর দু’পা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। তখন আবূ বাকর (রাযি.) পিছনে সরে আসতে চাইলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বস্থানে থাকার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আনা হলো, তিনি আবূ বাকর (রাযি.)-এর পাশে বসলেন। আ‘মাশকে জিজ্ঞেস করা হলোঃ তাহলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামাত করছিলেন। আর আবূ বাকর (রাযি.) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর অনুসরণে সালাত আদায় করছিলেন এবং লোকেরা আবু বাকর (রাযি.)-এর সালাতের অনুসরণ করছিল। আ‘মাশ (রাযি.) মাথার ইঙ্গিতে বললেন, হ্যাঁ। আবূ দাঊদ (রহ.) শু‘বা (রহ.) সূত্রে আ‘মাশ (রাযি.) হতে হাদীসের কিয়দংশ উল্লেখ করেছেন। আবূ মু‘আবিয়াহ (রহ.) অতিরিক্ত বলেছেন, তিনি আবূ বাকর (রাযি.)-এর বাঁ দিকে বসেছিলেন এবং আবূ বাকর (রাযি.) দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। (১৯৮; মুসলিম ৪/২১, হাঃ ৪১৮, ২৬১৯৭) (আধুনিক প্রকাশনীঃ ৬২৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৩১) হাদিসের মানঃ সহিহ (Sahih)
@Bdtdtuli2 жыл бұрын
@Life Is Too Short পরিচ্ছদঃ ২২৪৭. নাবী (সাঃ) এর রোগ ও তাঁর ওফাত। মহান আল্লাহর বাণীঃ আপনিতো মরণশীল এবং তারাও মরণশীল। এরপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক-বিতন্ডা করবে (৩৯ঃ ৩০,৩১) ইউনুস (রহঃ) যুহরী ও উরওয়া (রহঃ) সুত্রে বলেন, আয়শা (রাঃ) বলেছেন, নবী (সাঃ) যে রোগে ইন্তিকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়শা! আমি খায়বারে (বিষযুক্ত) যে খাদ্য ভক্ষন করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রনা অনুভব করছি। আর এখন সেই সময় আগত, যখন সে বিষক্রিয়ার আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হাদিসের মানঃ সহিহ (Sahih
@Bdtdtuli2 жыл бұрын
@Life Is Too Short to ager comment a to bolsen ami hindu,akon o ki ty bolben naki bolben nastik..assa jae bolen na kano bolben na shohi hadis vhua..ar jodi bolte chan plzz dolil deye bolben..ar ami to proman Islamic foundation er onubad kora website thakeye no shokare desi..akon jodi apni bolen ami vul desi,to apni shothik tar dolil deye kotha bolben…ar apni nej thake kisu bolben na karon islam apner amer karo kothey e cholbe na..to bolen…akon amak hindu bolben naki onno kisu?
@Bdtdtuli2 жыл бұрын
@Life Is Too Short aro asse..asen shohi hadis pori ar sowab kamae,amen! সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন) ৬২/ রোগীদের বর্ণনা পরিচ্ছেদঃ ২২৫১. রোগের তীব্রতা ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫২৪৩, আন্তর্জাতিক নাম্বারঃ ৫৬৪৬ ৫২৪৩। কাবীসা (রহঃ) ও বিশর ইবনু মুহাম্মাদ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে অধিক রোগ যাতনা ভোগকারী অন্য কাউকে দেখিনি। হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
@delwarkhan14245 ай бұрын
রামেনদ্র মজুমদার সার কি ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন।