#SP_Mahbub বেলা অবেলা সারাবেলা / এস.পি মাহবুব (বীরবিক্রম) ও আসাদুজ্জামান নূর পার্ট- ২ । Desh Tv
Пікірлер: 28
@YouTubePoramati Жыл бұрын
বেলা অবেলা সারাবেলা প্রতিটি পর্বের পরিকল্পনা ও গ্রন্থনা, উপস্থাপক ও উপস্থাপনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা, বরেণ্য কিংবদন্তী ব্যক্তিত্বের অতিথি । সবকিছু মিলে আমার মনে হয়েছে, নান্দনিক ভাবনা বোধে অসাধারণ সুন্দর শৈল্পিক নির্মাণ শৈলী । বেলা অবেলা সারাবেলা যদিও আমি অতি সাধারণ মানুষ তবুও আমি নির্ভুল নিয়মিত দর্শক। অতঃপর, কিংবদন্তী অতিথি এস.পি মাহবুব (বীরবিক্রম) এই বিশেষ পর্বটি ভীষণ মনোযোগ সহকারে শুনছিলাম । শেষ লগ্নে এসে হঠাৎ ধমকে গেলাম ! প্রশ্নবোধক চিহ্ন সামনে এসে দাড়ালো। এমন আলোকিত কীর্তিমান, বীর মুক্তিযোদ্ধা - জনাব এস. পি মাহবুব বীরবিক্রম, সাহেবের সন্তানেরা প্রথমে দেশে এবং পরে বিদেশে গিয়ে উচ্চ মানের সার্টিফিকেট এনেছে। অথচ তাঁরা যেমন বাংলা ভাষা ভাল করে শেখেনি, ঠিক তেমনি ইংরেজি ভাষাটাও ভাল করে শেখেনি। তাই তাঁরা যখন কথা বলে তখন শুধু বাংলা কিংবা শুধু ইংরেজিতে কথা বলতে পারে না। অতঃপর, তাঁরা বাংলা আর ইংলিশ ভাষায় খিচুড়ি রান্নার পদ্ধতিতে মিশ্রন ঘটিয়ে অদ্ভুত এবং উদ্ভট ভাষায় কথা বলে। অনাহুত মন্তব্য করার জন্য দুঃখিত।
@engrmafizuddinkhankhan388111 ай бұрын
স্যালুট বীর মুক্তিযোদ্ধা এসপি মাহবুব,এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা,মুক্তি যুদ্ধের বিববরণ, দুঃখ হয় জীবন বাজি রেখে দেশ স্বাধীন করে জেল খাটতে হলো ২ বছর বিনা দোষে, ধন্যবাদ আমাদের প্রিয় নুর ভাইকে এই আয়োজন করার জন্য
@saeedmohammedhumayunkabir9035 Жыл бұрын
ভিডিওটা দেখে বাংলাদেশের একজন মহান বিপ্লবী সিরাজ সিকদারের কথা ভীষণ মনে পড়ে গেছে । মহান বিপ্লবী সিরাজ সিকদারের আত্মার শান্তি কামনা করছি । মহান স্রষ্টা তাঁকে যেন ক্ষমা করে
@hiraislam1703 Жыл бұрын
আফনে কি মাওবাদী?
@atmbadiuzzaman22513 жыл бұрын
ওনার গার্ড অফ অনার দেয়ার বিষয়টা বিরাট ইতিহাস, সকলেই জানে, তবে তাঁর এতো বিরুত্বপূর্ণ যুদ্ধের ইতিহাস জানতাম না, তাকে স্যালুট জানাই।
@beleyet59413 жыл бұрын
স্যালুট জানাই।
@riomanzanares57603 жыл бұрын
Respect to heros of bangladesh, plz upload 1st part
@Deshtventertainment3 жыл бұрын
Thanks For comment
@najmul793033 жыл бұрын
Salute, Freedom fighter S. P. Mahbub
@SaifUllah-fr7zj3 жыл бұрын
SP Mahbub still young. Long live.
@sattarm67762 жыл бұрын
Desh tv ,humble request, I want to see more freedom fighters interview like our hero Major Rafiqul Islam, S p Mahbub ,Bir Bikrom Towfik .