Рет қаралды 75,721
ঢালাই এবং গাঁথুনির মশলা তৈরিতে বালি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঢালাই থেকে শুরু করে প্লাস্টারের সুফল পেতে হলে বালির ধরণ ও ব্যবহার জেনে নেওয়া দরকার। ইঞ্জিনিয়ারিং ভাষায় বালিকে ‘ফাইন এগ্রিগেট’ বলা হয়।
ঢালাই এর কাজে মূলত সিলেট বা মোটা বালি এবং ইটের গাঁথুনি ও প্লাস্টার এর কাজে লোকাল বা চিকন বালি ব্যবহৃত হয়।
সিলেট বালি
বাংলাদেশে মোটা বালি বলতে সিলেট বালিকে বোঝানো হয়। সিলেট এবং সুনামগঞ্জ থেকে এই বালি সংগ্রহ করা হয়। এই ধরনের বালির দানার আকৃতি চিকন বা লোকাল বালির চেয়ে মোটা।
ঢালাইয়ের জন্য কংক্রিটের মিশ্রনে এই বালি ব্যবহৃত হয়।
লোকাল বা চিকন বালি
#লোকাল চিকন বালি বিভিন্ন নদী থেকেই সংগ্রহ করা হয়।
#এই বালির দানা খুব মিহি হয়
প্লাস্টার,গাঁথুনিতেই এর ব্যবহার বেশি
এছাড়া ভিটি বালি সাধারণত ভরাট কাজে ব্যবহার করা হয় ।মূলত মাটি এবং চিকন দানার বালির মিশ্রণই ভিটি বালি।ভিটি বালি কোনওভাবেই গাঁথুনি বা প্লাস্টারে ব্যবহার উচিৎ নয়।