Рет қаралды 195
সাধারণত বাংলা বা বাঙালি এই দুটো শব্দের উৎস বাঙ্গালা। ফার্সি ভাষায় এটি একটি বিশেষ অঞ্চলকে বোঝায়। তবে বিশ্বের দরবারে বাঙালি জাতি একটি বৈচিত্র্যময় জাতি। নৃবিজ্ঞানীরাও বাঙালি জাতিকে মিশ্র জাতি বলে স্বীকার করেছেন। শুধু তাই নয়, চীন ও আরবীয়দের পর বাঙালিরা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতি এবং ইন্দো ইউরোপীয়দের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম বলেও মনে করা হয়।
গবেষক অতুল সুর 'বাংলা ও বাঙালির বিবর্তন' গ্রন্থে উল্লেখ করেছেন বাংলা অতি প্রাচীন অঞ্চল। ভূতাত্ত্বিক গঠনের দিক থেকে প্রায় ২৫লক্ষ বছর পূর্বে প্লিওসিন যুগের পর প্লাইস্টোসিন যুগের উদ্ভব ঘটে। বাঙ্গালায় এই প্লাইস্টোসিন যুগের নিদর্শন পাওয়া যায়। এই দিক থেকে বলা যায় বাঙ্গালায় বসবাসকারী বাঙালি জাতি শুধু বৃহত্তম নয় আদিমতম মানবগোষ্ঠীর অন্যতম।
গবেষকদের মতে, আদিম সভ্যতার আর্য ও অনার্য জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি। আর্য জনগোষ্ঠী বাঙলায় আসার আগে অনার্য জাতির বাস ছিল, মূলত তারাই বাঙালি জাতির শিকড়।
#offtopic
#amarbanglanetset