Рет қаралды 133,106
বাঁকুড়ার প্রত্যন্ত এক সাঁওতাল অধ্যুষিত আদিবাসী গ্রাম ।জীবনের আরেক নাম যেখানে সংগ্রাম ।অর্থকষ্ট এখানকার জীবনযাত্রার ওপর খুব বড় রকমের প্রভাব ফেলেছে ।মাটি অনুর্বর হওয়ার কারণে চাষাবাদ খুব ভালো হয়না । আর প্রত্যন্ত গ্রামাঞ্চলের পুরোটাই প্রায় জঙ্গল কেন্দ্রিক । তাই জঙ্গলের ওপর নির্ভরতা এই আদিবাসী মানুষগুলোর রয়ে গেছে । কায়ক্লেশে কোনো রকমে টিকে থাকতে যেটুকু না হলেই নয় সেইটুকু জোগাড় কোনো রকমে করে এদের দিন চলে । তাই পশুপালন ত বেশ ভালোভাবেই চোখে পড়বে এখানে । প্রতিটা বাড়িতেই গরু ছাগল হাস মুরগি শুয়োর এসব পুষতে দেখা যায় যদিও পোষা এই শব্দের অর্থ আমার আপনার মতো শহুরে মানুষের কাছে যেরকম এখানে ঠিক সেরকম নয় ।এখানে পেটের তাগিদেই ,নিদারুণ অভাবের মধ্যে পশু পাখির প্রতি ভালোবাসা ব্যাপারটা তাদের আসেনা । সে জঙ্গল হক বা বাড়ির পশু পাখি হাস মুরগি গরু ছাগল সব ই তাদের কাছে শুধু মাত্র একটা খিদে মেটানোর রসদ ছাড়া র কিছু নয় । মানুষের জীবন এখানে অত্যন্ত কষ্টের আর তার থেকেও বেশি কষ্টের এইখানকার গরু ছাগলদের অবস্থা ।খাওয়া দাওয়ার কথা তো বাদ ই দিচ্ছি।ওদের দিকে তাকানোর বা ভাবার মত সময় এখানে কারোর নেই ।অত্যাচার অনাহার অযত্নে এই গৃহপালিত পশুপাখিদের অবস্থা খুব ই শোচনীয় । আদিবাসী সমাজের সাথে অঙ্গাগিক ভাবে জড়িয়ে আছে যে জিনিস টা সেটা হলো মহুয়ার মদ বা তারি । বাঁকুড়ার আদিবাসী গ্রাম ।। আদিবাসী জীবনযাত্রা ।। সাঁওতালদের ঘরবাড়ি।। Tribal Village Life Of Bankura । সিধু কানু এখানকার মানুষের কাছে ভগবান এর মত । আমদের যেমন মন্দির এ পুজো দিয়ে। এরা তেমন ই শুধু মানুর মন্দির মত করে সেখানে অনুষ্ঠান করে । মন্দিরের মতোই সেখানকার বাদ বিচার ও রয়েছে আলাদা রকমের। এই ভিডিও তে আপনারা দেখতে পারবেন আদিবাসীদের সুন্দর ঝা চকচকে মাটির ঘরবাড়ি র দেওয়ালে রঙের কারুকার্য । ওদের সাঁওতাল নাচ ও দেখতে পেলাম। ওদের খাদ্যাভ্যাস সম্পর্কে অনেক ধারণা পেলাম ওদের বাজারে গিয়ে। গেঁড়ি গুগলি এখানকার একটা খুব ভালো খাবার ।। Tribal food of bankura । Rural village of west bengal ।।
সাঁওতাল, সাঁওতালদের জীবন, আদিবাসী, সাঁওতালদের জীবনযাপন, সাঁওতাল দেবতা, life of saotal, saotal, saotal life, tribal village, santal culture, আদিবাসী জীবন, Saontal, বাঁকুড়ার আদিবাসী গ্রাম, বাঁকুড়া আদিবাসী জীবনযাত্রা,আদিবাসী জীবন, সাঁওতাল দের ঘরবাড়ি, পশুপালন ,আদিবাসী দের ঘরবাড়ি। Tribal lifestyle, tribal village in bankura, santal village of bankura, santal festivals, sidhu kanu, tribal food of bankura, adibasi culture, santal culture , mahua wine, desi home made wine , adibasi house।,
neel gach বা indigo plant বা indigofera tinctoria plant। nil gach kemon? বাঁকুড়ার সাঁওতাল অধ্যুষিত একটা আদিবাসী গ্রাম এ কিছুদিন কাটানোর সুবাদে সেখানকার পরিবেশ , সংস্কৃতি, সেখানকার মানুষ এর জীবন ধারণ সব কিছু নিজের চোখে দেখার এবং খুব কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পাই । সাঁওতাল আদিবাসীদের দের নিয়ে কয়েকটা ব্লগ বানাই। এক এক করে সব গুলো আপলোড করতে থাকবো। আজকের vlog টা ইংরেজদের পছন্দের নীল গাছ নিয়ে। আমরা ইতিহাস এর পাতায় অনেক পড়েছি নিলচাষীদের ওপর অত্যাচারের গল্প। নীল গাছ সম্পর্কে। এই নীল গাছের হদিস দিলাম আমি। কেমন দেখতে হয় এই নীল গাছ। ,কিভাবে নীল গাছ থেকে নীল পাউডার বানানো হতো যা দিয়ে জমা কাপড় কে আরো সুন্দর ঝকঝকে রাখা যেত সবটাই জানতে পারবেন এই ব্লগ এর মাধ্যমে। শুধু নীল গাছ নয় আরো একটা গাছ যেটাকে ভেরেন্ডা গাছ ও বলা হয়ে থাকে , সেই গাছ যে মহামূল্যবান দাঁত এর জন্য মহৌষধি সেটা সত্যি ই আগে জানা ছিলনা।। এই ব্লগ ত পুরোটা দেখবেন। আপনাদের সত্যি ই ভালো লাগবে। ওখানকার রাস্তাঘাট , ওখানকার রামকৃষ্ণ মন্দির, গরুর গাড়ি , স্মশান, সব কিছু তুলে ধরেছি এই ব্লগ এর মাধ্যমে। বাংলার লাখ লাখ নীল চাষীর মৃত্যুর স্মৃতি বহন করছে এই নীল গাছ । আদিবাসী গ্রামে গিয়ে খোঁজ মিললো নীল গাছ এর । You Can Enjoy My Another Videos On This Channel - • কৃষ্ণনগরের বিখ্যাত অধর... • রাজা কৃষ্ণচন্দ্রের স্ব... • Chhath Puja 🙏 Evening ... • আলিপুর জেল মিউজিয়াম K... • গ্রামের special breakf... • 🤤Delicious ঘুগনি আর পে... • বৃষ্টি ভেজা পাহাড়ি গ্... • Video • মায়াপুর এ মাটির তলায়... • আমার ছাদে এতো Organic ... • প্যারাসুট এ চড়ে কালিম... • Pudung Farm কালিম্পং ।... • মামাবাড়ি গিয়ে পুচকু ... • Bypass এর ধারে উঠলাম ক... • কাঠের আগুনে দেশী মুরগি... • কাঁসাই এর চর এ বালিতে ... • সুন্দরবন এর এই গ্রামে... • শীতের ভোরবেলায় গ্রামে... • আদিবাসীদের মেলায় প্রক... • জয়নগর এর মোয়া নাকি ব... • শুনশান এই বিশাল দীঘির ... / rydyhgclxa • Alipore Zoo Kolkata 20... • বাঁকুড়ার আদিবাসী গ্রা... • Diamond Harbour এ আড়ত... • Lahiri Babar ashram 20... • Swami Narayan Temple এ... • ভোরের কোলকাতা । Good M... • Dada Boudir Biriyani খ... • প্রথম বার তালের তারি খ... • সকাল টা আমার যেভাবে শু... • গাছে পাকা পেঁপে আর কলা... • Elegant Sunflower Gard...
আমি ভীষন খুশি আপনি আমার ভিডিও টি দেখেছেন ।আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিও আপনার ভালো লাগে। অন্যান্য ভিডিও গুলো ও সময় পেলে একটু দেখুন। কিছু ভিডিও নিশ্চই আপনার ভালো লাগবে। ভালো লাগলে comment, Like করে যদি জানান খুব খুব খুশি হবো । আমার ভিডিও গুলো আপনার কাছে যাতে পৌঁছায় তাই আপনাকে subscribe করে নেওয়ার জন্য অনুরোধ করবো। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এত ভিড়ের মধ্যেও আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য।
#খামখেয়ালী_বাঙালি
#khamkheyali_bangali
#aditya_vlog
#tribal_village
#santal_village
#adibasi_life