বেনাপোল টু কলকাতা সম্পূর্ণ ভ্রমণ গাইড || Benapole Petrapole immigration New Rules 2024

  Рет қаралды 23,274

Hello Bangladesh

Hello Bangladesh

6 ай бұрын

#hello_bangladesh
বেনাপোল টু কলকাতা সম্পূর্ণ ভ্রমণ গাইড || Benapole Petrapole immigration New Rules 2024
বাংলাদেশের বেনাপোল এবং ইন্ডিয়ার পেট্রোপোল এই বর্ডার দিয়ে প্রতিবছর দুইদেশের প্রায় ২-৩ লাখ মানুষ চলাচল করে। দুই দেশের ৭৫% আমদানি রপ্তানি হয় এই বর্ডার দিয়েই। তো বাংলাদেশের মানুষ বর্ডারে এসে যখন ইমিগ্রেশন করতে যায় তখনি হয় লম্বা লাইনে পড়তে হয় না হলে কোন কোন ঝামেলাতে। আর অনেকেই আছে যারা নতুন আমার মত, জানে না কিভাবে অল্প খরচে এই বর্ডার ব্যবহার করে যেতে হয় কলকাতায়।
তো আজকের ভিডিও এসব নিয়েই। জানাবো কিভাবে ঝামেলা বাদেই মাত্র ১৫-২০ মিনিটে ক্রস করবেন দুই দেশের ইমিগ্রেশন, জানাবো কিভাবে পেট্রোপোল থেকে বনগা এবং বনগা থেকে শিয়ালদহ স্টেশনে যাবেন, খরচ কত, সময় কত লাগবে সহ বিস্তারিত সব কিছুই।
আর যেহেতু ২৪ সালের প্রথমে যাচ্ছি, বর্ডারে নতুন নিয়ম কানুন থাকলে জানতে পারবেন ভিডিওর মাঝেই।
আমাদের জার্নি শুরু হয় যশোর থেকে, দেশের যেকোন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য এসি নন এসি বাস চলাচল করে বেনাপোল রুটে। এছাড়া ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চলে আসতে পারেন বেনাপোলে।
তো আমরা পোর্টে এসে প্রথমে আমরা আমাদের কাগজ চেক করি, আমরা আগেই আমাদের ভ্রমণ ফি বা ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি অনলাইনে পেমেন্ট করে দি সোনালি ব্যাংকের মাধ্যমে। মাত্র ১৫ টাকা এক্সট্রা দিতে হয়েছিলো তার বিপরীতে আমাদের প্রায় ১৫-২০ মিনিট বিভিন্ন প্রশ্ন এবং ঝামেলা থেকে রেহায় পেয়েছিলাম। আর পোটে অনেকেই আপনাকে ভয় ভীতি দেখাবে যে এই হবে না ওই হবে না, আমাদের কাছে দেন আমরা সব করে দিবো, আমরা আপনাকে সাহায্য করব। আপনাদের সব কাগজ পত্র যদি ঠিক থাকে তাহলে কখনই তাদের সাহায্য নিবেন না।
আমরা খুবই দ্রুত ইমিগ্রেশন পুলিশের কাছে যায়, সেখানে স্ট্রংলি সব প্রশ্নের উত্তর দেই। আপনারা যারা প্রথমবার যাবেন তারা কখনোই ভয় পাবেন না। আপনাকে যা জিজ্ঞেস করবে সোজাসাপটা উত্তর দিবেন। আপনি কেনো যাচ্ছেন, উদ্দেশ্য কি, আসবেন কবে, থাকবেন কোথায় এমন প্রশ্নই করে ইমিগ্রেশন অফিসার। এখানে আমাদের মাত্র ১০ মিনিট মত সময় লাগে। তো আমরা দুইজন খুব দ্রুতই বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢুকি। সেখানে প্রথমেই চেক করে, একটা ফর্মফিলাপ করতে দেয়। সেটা শেষ করে আমরা ব্যাগ চেকিং এ দেই, ফুল বডি চেক করে এবং সেখানেও ইমিগ্রেশন অফিসার প্রায় সেইম প্রশ্ন করে। এখানেও ভয় না পেয়ে সোজাসাপটা উত্তর দিবেন।
এখানেও ১২-১৫ মিনিট লাগে। তো প্রায় ২৫ মিনিটের ভেতর আমরা ইমিগ্রেশন শেষ করে চলে যায় পেট্রোপোল ০ পয়েন্টে। ওইখানে আমাদের টাকা একচেঞ্জ করে রুপি নেওয়ার ট্রাই করি কিন্তু কেনো জানি তারা আমার ক্যামেরা দেখে আমাদের একচেঞ্জ করে দেইনি। কেন জানি না ক্যামেরা দেখায় তারা এক প্রকার ক্ষিপ্ত হয়ে গেছিলো আমাদের সাথে।
তো আমরা কলকাতা থেকে একচেঞ্জ করব এই ভেবে পেট্রোপোল থেকে সিএনজিতে উঠি। পেট্রোপোল টু বনগা স্টেশন সি এন জি ভাড়া জনপ্রতি ৫০ রুপি বা প্রায় ৮০ টাকা।
সি এন জিতে যেতে যেতে চোখে মিলবে রাস্তার দুইধারে অসংখ্য শতবর্ষী বৃক্ষ। বেশ ভালোই লাগছিলো।
২০ মিনিটের ভেতর পৌছে যায় বনগা স্টেশনে। বনগা টু শিয়ালদহ বা কলকাতায় প্রতিদিন প্রায় ২৮ টি ট্রেন চলাচল করে এবং প্রায় ২৫-৪৫ মিনিট পর পর ট্রেন পাবেন। বনগা স্টেশন বেশ উন্নত, বড়সড় এবং ভালোই সুন্দর। আমরা ২ জনের টিকিট কাটি, জনপ্রতি টিকেট মূল্য ২০ রুপি বা ৩০ টাকা। ট্রেন একদম যাস্ট টাইমে ছেড়ে দেয় এবং বেশ ভিড় হয় ট্রেনের ভেতর। এটা হচ্ছে বনগা লোকাল ট্রেন যেটা বিদুৎ এ চলাচল করে। এইজন্য ট্রেন বেশ দ্রুতগতিতে চলে এবং বেশ স্মুথলি চলাচল করে।
এইবার বলি কেনো আমরা বাস বা গাড়ি ভাড়া না করে ট্রেনে উঠলাম। বাসে জনপ্রতি ভাড়া ৮০ রুপি বনগা টু কলকাতা। আবার বাসে সময় ও লাগে ৩.৩০ থেকে ৪ ঘন্টা। অথাৎ ট্রেনে সময় ও কম লাগে আবার খরচ ও অনেক কম আর গাড়ির ক্ষেত্রে আমরা যেহেতু ২ জন এইজন্য অনেক বেশি খরচ হয়ে যাবে জনপ্রতি।
যেহেতু লোকাল ট্রেন অনেক গুলা স্টেশনে ট্রেন থামে তবে বিরতি দেই কয়েক সেকেন্ড মাত্র। প্রায় ১৬-১৮ টা স্টেশনে থামে ট্রেন। তবে যেহেতু নতুন পরিবেশ আমি বেশ উপভোগ করছিলাম।
শিয়ালদহ থেকে আমরা কলকাতা সিগনেচার আইটেম হলুদ ট্যাক্সি ভাড়া করি। মারকুইজ স্ট্রিট পর্যন্ত ভাড়া ১২০ রুপি এবং সেখানেই আমরা আমাদের হোটেল খুজবো।
#hello_bangladesh #bangladeshivlog #bangladeshivlogg#kolkata #kolkatavlog #dhakatokolkata #bangladeshtoindia #benapoleborder #benapole_border #benapole #immigration #immigrationindia #kolkatadairies #benaple_petropole #petropoleimmigration #kolkatalandport #

Пікірлер: 148
@foyezmuhammad1809
@foyezmuhammad1809
এবারের ঈদ ও পহেলা বৈশাখে সবাই বাংলাদেশে তৈরি পোশাক কিনুন। ভারতীয় বস্ত্র, পোশাক, শাড়ি বর্জন করুন।
@md.alamin7158
@md.alamin7158
আমি যদি পাসপোর্টে ডলার এন্ড্রোস না করে যেকোন হুন্ডির দোকান থেকে ক্যাশ ১০০০ ডলার সাথে করে নিয়ে যাই এতে কি বর্ডারে কোন ঝামেলায় পরতে হবে?
@md.alamin7158
@md.alamin7158
আমি যদি পাসপোর্টে ডলার এন্ড্রোস না করে যেকোন হুন্ডির দোকান থেকে ক্যাশ ১০০০ ডলার সাথে করে নিয়ে যাই এতে কি বর্ডারে কোন ঝামেলায় পরতে হবে?
@isratjahan1273
@isratjahan1273
This is the first time....আমার সাহসী দাদা😋😛.....সেই লাগছে সেই👌👌
@DipGosh-uk8lx
@DipGosh-uk8lx
দাদা আমি যাবে কিছু দিন পরে ইন্ডিয়া ইমিগ্রেশনে এরাবল কাড পূরন করবে কি ভাবে আমি তে ইন্ডিয়ার কোনো ঠিকানা যানি না ৷ মোবাইল নাম্বার নাই এখন কি করবে৷ আমি কলকাতা যাবে এখন কি করতে পারি
@One-man1617
@One-man1617
ভাই জান,বেনাপোল আর হরিদাসপুর কি এক জায়গা?
@sajibdas8157
@sajibdas8157
আমি ২৬ তারিখ যাব কলকাতা বেনাপোল হয়ে এখন আমার ভ্যাকসিন কলেজ থেকে দিয়েছে কিন্তু সেটা অনলাইন না সেক্ষেত্রে কি আমাকে বর্ডারে ঢুকতে দিবে বা করণীয় কি
@tajminsultana8520
@tajminsultana8520 28 күн бұрын
ইমিগ্রেশন ও কাস্টমস এ কি কোন টাকা দেয়া লেগেছিল ভাই ❓
@cubesolved9216
@cubesolved9216
ভাইয়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় কি বাংলাদেশীদের ইমিগ্রেশন করতে হয়?নাকি শুধু ভারতীয়দের?
@alfahad8342
@alfahad8342
ভাই ট্রাভেল ট্যাক্স সোনালী ব্যাংক থেকে কাটা যায় শুনেছি, তবে পোর্ট ট্যাক্স ও কি আগে থেকে কাটা যায় । আর যদি কয়েকদিন আগে কাটি তাহলে কি সমস্যা হবে কি না
@razib2794
@razib2794
Nice Video
@secretofsuccess1111
@secretofsuccess1111
আসসালামু আলাইকুম,
@sefayetullah2459
@sefayetullah2459
nice video
@sheikhology2553
@sheikhology2553
দাদা অনেক ভালো লাগলো আপনার ভিডিও দেখে।
@sojolhasan7179
@sojolhasan7179
Dada osadharon ❤❤
@swapnilahmed8156
@swapnilahmed8156
Impressive ❤
@swapnilahmed8156
@swapnilahmed8156
Continue the series
@shoaibakter7156
@shoaibakter7156
waiting for next episode ❤
@mdrubayethossain5199
@mdrubayethossain5199
Nice
@isratjahan1273
@isratjahan1273
Eagerly waiting for the next episode🥰
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 24 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 24 МЛН