Рет қаралды 37,148
#শাবানা_জসিম #Jasim #Shabana
ঢাকাই চলচ্চিত্রের যে জুটিরা আজও কোটি দর্শকের হৃদয় দখল করে আছেন তাদের মধ্যে শাবানা-জসিম অন্যতম। এখনও তাদের রসায়ন দাগ কেটে আছে হাজারো ভক্তের মনে। তবে নন্দিত অভিনেত্রী শাবানার বিপরীতে অভিনয়ের সুযোগ পাওয়াটা জসিমের কাছে ছিল সোনার হরিণ পাওয়ার মতোই। এ সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নাকি এক অদ্ভূত কাণ্ড করেছিলেন নায়ক জসিম।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানান, শাবানার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দে নাকি লাক্স সাবান দিয়ে গোসল করেছিলেন এ অভিনেতা!
জানা যায়, পরিচালক ঝন্টুর হাত ধরেই সিনেমা জগতে নায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন জসিম। অভিনেতা হওয়ার আগে তিনি কাজ করতেন অতিরিক্ত শিল্পী হিসেবে। তখন পারিশ্রমিক হিসেবে পেতেন মাত্র দশ টাকা করে।
ঝন্টু বলেন, ‘একবার জসিমের বাসায় বসে আছি। এসময় জসিম বলেন, ঝন্টু ভাই আমি এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয় করছি। আমাকে একজন বড় পরিচালক বলেছেন, কালকে বিকেলে আপনার ছবির শুটিং আছে। সেখানে নায়িকা শাবানার সাথে একটি দৃশ্য রয়েছে। এত বড় নায়িকার সাথে কাজ করতে পারবো! এটা আমার জন্য বিরাট বিষয়। পরদিন সকালে বাজারে গিয়ে তিনটি লাক্স সাবান কিনেছি। দুই বেলা ভালো করে গোসল করেছি।
গল্পটি শুনে দেলোয়ার জাহান ঝন্টু তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, অতিরিক্ত শিল্পী জসিমকে তিনি শাবানার নায়ক বানাবেন। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নায়িকা শাবানার কাছে মিথ্যাও বলেছিলেন এই পরিচালক।
ঝন্টু আরও বলেন, ‘এসব কথা শুনে বললাম, আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব। পরশু নতুন একটা সিনেমায় আপনাকে নিচ্ছি। আলমগীর, সুচরিতা, শাবানা এবং আপনিও আছেন। চলে আসবেন।
পর দিন শুটিংয়ে এসেই জসিম দেখলেন চমক। নায়িকা শাবানার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন তিনি!
শাবানার বিপরীতে জসিম অভিনীত ওই সিনেমাটির নাম ‘ওমর শরীফ’। এ চলচ্চিত্রের মাধ্যমেই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নায়ক জসিমের। সেইসাথে ঢালিউড পায় এক দুর্দান্ত অভিনেতা, যিনি দীর্ঘদিন রাজত্ব করে গেছেন বাংলা চলচ্চিত্রের পর্দায়।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
KZbin: / bijoytvofficial