Рет қаралды 22,437
বাংলাদেশের ট্রায়াঙ্গাল দূর্গ বা ত্রিভুজ আকৃতির দূর্গ হচ্ছে নদীপথের হাজিগন্জ, সোনাকান্দা ও ইদ্রাকপুর দূর্গ। এই তিনটি নদী দূর্গকে বাংলাদেশের একমাত্র ট্রায়াঙ্গাল অব ওয়াটার ফোর্ট বলা হয়। ধারণা করা হয় ১৬৬৫ সালে মুঘল আমলে জলদস্যুদের হাত থেকে ঢাকা, নারায়নগন্জ, সোনারগাঁ, মুন্সিগন্জ ও এর আশপাশের অঞ্চলকে রক্ষা করতে এই জলদূর্গ তিনটি নির্মাণ করা হয়েছিল। আর আমিও সম্পূর্ণ নদীপথ ধরে জলদূর্গ তিনটিতে ঘুরে আসলাম। যা ভ্রমণ হিসেবে ছিল অত্যন্ত রোমাঞ্চকর। বাংলাদেশের এই তিনটি জলদূর্গ সম্পর্কে জানতে এই ভিডিওটা দেখতে পারেন।
#বাংলাদেশের_জলদূর্গ #triangle_fort
For More Visit:
Website: infohunterbd.b...
Facebook: / bdinfohunter