আমার বাল্যকাল কেটেছে রাজবাড়ীতে। রাজবাড়ীর স্টেশন মাস্টার ছিলেন আমার চাচা। সেই সুবাদে একা একাই গোয়ালন্দ, ফরিদপুর, কুষ্টিয়া পর্যন্ত প্রায়ই ট্রেনে চলাচল করতাম। অজস্র ধন্যবাদ সুমন ভাই দেশের প্রথম রেলস্টেশনের বর্তমান ভগ্নদশা তুলে ধরার জন্য।
@TarabAli-z9f6 ай бұрын
চাচার সুবাদে রেল ভ্রমন ফ্রি করতেন না ভাড়া দিতেন।
@uniquestart53336 ай бұрын
চাপা বাজি😂
@mdemdadulhaque81796 ай бұрын
Railway steson dhongso hocce ata sampul matro
@advsudiptoguha1756 ай бұрын
Ami ki apna k cini? Amar bari Rajbari govt. Girls College er samne.
@Md.jihadulIslam-b9l6 ай бұрын
ফরিদপুরের রাজবাড়ী নাকি
@mushfiqislam49576 ай бұрын
বৃদ্ধ ব্যক্তিটির কথাবার্তা ভঙ্গিতে বোঝা যায় তিনি যথেষ্ট জ্ঞানী এবং বিনয়ী। কত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলছেন। এই বয়সেও যে তিনি এতো সুন্দরভাবে চলাফেরা করছেন তা সত্যিই চমৎকার। আল্লাহ তায়ালা তায়ালা ওনাকে আরও নেক হায়াত দান করুক এই কামনা করি।
@rakibislam68706 ай бұрын
আমিন ❤
@TarabAli-z9f6 ай бұрын
কুষ্টিয়ার ভাষাই মনে হয় এই রকম। কুষ্টিয়ার লোকেরা শুদ্ধ ভাষায় কথা বলে আমার মনে হয়।
@ajijshaikh57426 ай бұрын
আমার বাসা কোলকাতার নদিয়া জেলায় আমরাও এই রকম শুদ্ধ বাংলায় কথা বলে থাকি।
@waheeduzzaman1006 ай бұрын
Amin
@rashidulislamrasel69166 ай бұрын
@@TarabAli-z9f আপনার ধারণা সঠিক আমরা প্রমিত ভাষায় কথা বলি।
@jummanpatwary37816 ай бұрын
শ্রদ্ধেয় ভদ্র বৃদ্ধ মানুষটি অত্যন্ত বিনয়ী স্বভাবের।কি সুন্দর স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছেন। মহান আল্লাহ উনাকে নেক হায়াত দারাজ ও সুস্থতা দান করুক❤❤❤
@@megamagikarp8512 যশোর, ঝিনাইদহ না, ওদের আঞ্চলিকতা আছে কথায়
@ajoyghosh9206 ай бұрын
আমার বয়স ৬২ , কোলকাতা তে থাকি, বাড়ী নদিয়া জেলাতে। মার মুখে খুব কুষ্ঠিয়া শহরের কোথা শুনতাম। ওপার বাংলায় আমাদের পূর্বপুরুষ রা থাকতেন। খুব ভালো লাগলো। ❤
@k.m.alaminbaqee6 ай бұрын
দাদা একবার চলে আসুন বেড়িয়ে যান। নিশ্চয়ই খুব ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম রেল স্টেশনের ভগ্ন দশা তুলে ধরার জন্য। সরকারের চোখ শুধু ঢাকা চট্টগ্রাম রুটে।
@shahriarsumon44326 ай бұрын
দেখে মন,প্রাণ জুড়িয়ে গেল।এই জায়গাটার সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। জগতি আমার জন্মস্থান। অসংখ্য ধন্যবাদ, সুমন ভাই।
@amitsaha19996 ай бұрын
এই মুরুভ্বিটাকে নিয়ে পুরো ভিডিওটা খুব ভাল লেগেছে।বৃদ্ধ লোকটি সুস্থভাবে বেচে থাকুক
@swadhinazam6 ай бұрын
বৃদ্ধ মানুষটিকে দেখে খুব মায়া হল এবং আপন মনে হল 🥲
@mdsorowar59456 ай бұрын
সালাউদ্দিন সুমন কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আর একদিন জগতি সুগার মিলের উপর এমন একটি প্রতিবেদন দেখলে খশী হবো ।
@mdjahedul-tl4wk6 ай бұрын
সুমন ভাই ,please look at me...... আপনার জন্য একটি বার্তা আছে ভাই .... দয়া করে পড়েন।।।।। আমি অনেক আগে থেকেই আপনার ভিডিও দেখি। দেখতে খুব ভালোও লাগে। আপনার উপস্থাপনা ও কন্ঠ খুব সুন্দর লাগে। আপনি অনেক দেশ ভ্রমণ করেন, অনেক সুন্দর্য বাস্তবে দেখেন। দুনিয়ার সেরা সুন্দর্য আপনি কম বেশি হলেও উপভোগ করেন। কিন্তু একটা বিষয় সবাই জানে এই সুন্দর্য, সুখ, শান্তি স্থায়ী নয়। আপনি আপনার আহলিয়াকে সঙ্গে নিয়ে যখন সুন্দর প্রকৃতির মাঝে যান তখন নিজেকে কতইনা প্রশান্তি মনে করেন। কিন্তু সুমন ভাই, এই থাকাটা, উপভোগ, কথা বার্তা, অনেক মানুষ দেখা, অনেক জায়গা ভ্রমণ, নিজ আহলিয়াকে সঙ্গে নিয়ে বেড়ানো ইত্যাদি সবিই ভাই কিছু সময়ের জন্য। মাত্র ৬০-৭০ বছরের জীবনে ৩০-৪০ বছরের ফুর্তি। একদমিই অল্প সময়। আর আপনি যদি এই উপভোগ টা স্থায়ী করতে চান তাহলে আপনার আমল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে সেখানেও এর চাইতেও বেশি উপভোগ করতে পারবেন। সমস্যা হলো,,, আমরা জানি আপনি মুসলিম, কিন্তু আপনি একটি বারো আল্লাহর নাম মুখে নিতে চান না, কেউ আপনার ভালো থাকার খবর শুনলে আপনি আল্লাহর প্রশংসা করেন না, আপনি এত সুন্দর জায়গা ভ্রমণ করেন তারপরও আল্লাহর তৈফিকের প্রশংসা করেন না, আপনি ভিডিওতে হারাম রিংটোন ব্যবহার করেন, আপনার আহলিয়া (স্ত্রী) কে বেপর্দায় রাখেন, যার কারণে আপনি ও আপনার আহলিয়া জাহান্নামে যেতে পারেন। সুমন ভাই আপনার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক কাছের মনে হয়। এই জন্য আপনার সমস্যা টা আমাদের জন্যও কষ্ট। সাবধান হলে শুধু এই অল্প সময়ের জন্য নয় ঐ চিরস্থায়ী সময়ের জন্যও আরো বেশি (আপনি ও আপনার আহলিয়া) সুখ শান্তি উপভোগ করতে পারবেন (ইনশাআল্লাহ)। আর সাবধান না হলে শুধু এই অল্প সময়ের জন্য যা ইচ্ছা তা করতে পারবেন।
@md.kashemgandi94376 ай бұрын
এই ষ্টেশনটিকে সংস্কারের প্রয়োজন। যেহেতু এটা দেশের রেল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ষ্টেশন
@ajoyghosh9206 ай бұрын
কী মধুর কথাবার্তা এই বৃদ্ধ মানুষ টির। প্রণাম জানাই।
@Ajit-Mondol6 ай бұрын
বৃদ্ধ চাচার কথা গুলো অসাধারণ মুগ্ধ করার মত। তার বাংলা ভাষা খুব সুন্দর। তার জন্য দোয়া রইলো। ❤
@Macaw-yt6 ай бұрын
বৃদ্ধ ভদ্রলোকটি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু, সকাল সন্ধ্যা প্রায় সময়ই আমাদের বাড়িতে থাকতেন উনাকে আমরা আপন চাচার মতই দেখতাম,,, পাশাপাশি বাড়ি ছিল আমাদের উনাকে দেখে আমার অন্তরটা হুহু করে কেঁদে উঠলো আমার বাবার কথা মনে হয়ে,,, আমার বাবা ২০০৭ এ মারা গেছেন দোয়া করি জিয়া চাচা যেন সুস্থ থাকেন ভালো থাকেন । এই ইস্টেশন আমার ছোট বেলার অনেক সৃতি,,,
@happiness257.6 ай бұрын
আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনি বাংলাদেশের গ্রাম বাংলাকে উপস্থাপন করেন এবং খুবই আনন্দ নিয়ে দেখি।
@ashrafulkabir74646 ай бұрын
সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতি রেলস্টেশনের বর্তমান খারাপ অবস্থা তুলে ধরার জন্য। বাংলাদেশ রেলওয়ের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা যেন অতিসত্বর ব্যবস্থা নিয়ে থাকে।
@k.m.alaminbaqee6 ай бұрын
জগতি কখনো বাংলাদেশের প্রথম রেলওয়ে ষ্টেশন না।
@Sumandebnath406 ай бұрын
আপনার ভিডিও খুব ভালো লাগে সুমন ভাই। ভারত, ত্রিপুরা থেকে বলছি।
@ZiaurRahman-nl2il6 ай бұрын
আমাদের প্রিয় রেল স্টেশন জগতীকে নিয়ে এমন একটি প্রতিবেদন করার জন্য সালাহউদ্দীন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আশা করব কুষ্টিয়ার বিখ্যাত মোহিনী মোহন সুতার কল নিয়ে একটি প্রতিবেদন করবেন (এশিয়ার মধ্যে বিখ্যাত ছিলো)
@MohammadMohammad-bd8ek6 ай бұрын
দাদা এখন কিসুন্দর করে আপনাকে হেল্প করলো অসাধারণ আল্লা তা কে আর অনেক দিন বাঁচায়া রাখুক
@chandankundu18146 ай бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আশা করি রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিষয়টি নিয়ে চিন্তা করবেন।
@slt_rahat6 ай бұрын
আমি গতবছরে এই জগতি স্টেশন দেখার জন্য কুষ্টিয়া গেছিলাম। অনেক সুন্দর শহর কুষ্টিয়া। সবকিছুই ভালো লাগছিলো।
@mdsaifulkhan13386 ай бұрын
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@ultimatehistory206 ай бұрын
বাংলাদেশের রেল ইতিহাসের স্মৃতিকে ধরে রাখতেে, জগতি স্টেশন সংরক্ষণ করা সরকারের গুরু দায়িত্ব
@Momin_Mount_Evrest6 ай бұрын
Love From Kolkata ❤️ Apnar Video Dekhte Khub Valo Lage 🇮🇳
@mohuyachowdhury18506 ай бұрын
জগতি নামটিও সুন্দর.ভীষণ আবেগান্নিত হলাম ভিডিওটি দেখে, কষ্ট লাগে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণের নিয়মই নেই. অশেষ শ্রদ্ধা বয়জোষ্টকে এখনো ১১ বছর বাকি থাকাকে শতবর্ষ বলা যায়না.
@shameemahmed59096 ай бұрын
সংস্কারের প্রয়োজন এই নিদর্শন গুলো ধন্যবাদ সুমন ভাই সৌদি আরব জেদ্দা থেকে ❤❤❤❤❤❤❤❤❤
@samsakib00216 ай бұрын
দেখা হয়েছিলো সেদিন আপনাদের সাথে। ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্যে 💝💐
@sohankhan32266 ай бұрын
আমাদের অহংকার, আমাদের প্রিয় কুষ্টিয়া জেলা ❤️❤️
@bhootyoutube6 ай бұрын
কুষ্টিয়া জগতি স্টেশন সংরক্ষন করা হোক। সাথে এখানে রেল ওয়ে জাদুঘর করা হোক।
@anowarparvezofficial246 ай бұрын
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের কুষ্টিয়া জেলার জগতি রেলওয়ে স্টেশন, ইতিহাস ও সব কিছু তুলে ধরার জন্য। আমি সব সময় আপনার ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকি, আপনার সবগুলো ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। আপনি এ পর্যন্ত যা ভিডিও দিয়েছেন, আমি সব ভিডিও দেখেছি, তবে আপনি ইতিহাস নিয়ে যে ভিডিওগুলো বানান সেইগুলা আরও বেশি ভালো লাগে।জানা-অজানা কিছু কথা বা কিছু ইতিহাস আপনি মানুষের মাঝে তুলে ধরেন খুবিই ভালো লাগে।
@dpmgrms50146 ай бұрын
দেশের প্রথম রেলওয়ে স্টেশন এত অযত্ন-অবহেলায় পড়ে আছে ভাবা যায় না। অন্য যে কোন দেশ হলে স্টেশনটাকে ঠিকভাবে সংরক্ষণ করে রাখত, পযটন স্পট করে আয়ও করত। ইতিহাসবিমুখ জাতি আমরা, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
@bappykhan70476 ай бұрын
আমাদের কুস্টিয়াকে যখন দেখি অন্য রকম ভাবে, খুবই ভাল লাগে।❤❤❤❤❤❤
@md.mijanurrahman30986 ай бұрын
আমি অনেক আগে অর্থাৎ 2014 সালের এই জগতি রেলস্টেশনে গিয়েছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়তাম কুষ্টিয়া শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই জগতি রেল স্টেশনটি আমি তখনোও ট্রেনে কোনো দিন উঠি নাই। আমি গিয়েছিলাম মামাবাড়ি বেড়াতে, মামা ওখানেই থাকেন কুষ্টিয়াতে শহরে আর আমার বাসা পাবনাতে । আসলে তখনোও যেমনটি দেখছিলাম ঠিক এখনো তেমনি আছে সৌন্দর্যে। মামার বাড়িতে যাওয়া হয়না প্রায় ৫ থেকে ৬ বছর আর স্টেশনও যাওয়া হয়ে ওঠেনা।
@mdshofikul35502 ай бұрын
ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রথম রেল স্টেশন আজকে বিলিভটির পথে এটা কি মানা যায় তাই আমি বলছি সকল বাংলাদেশের মানুষকে এক যুগে কথা বলুন তুলুন এই ভিডিওটি এই ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে যায় যেন দেশের প্রথম রেলস্টেশন কে সংস্করণ করে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন বুঝতে পারে আমাদের এই দেশের প্রথম রেলস্টেশন ছিল
@fardousatik82086 ай бұрын
আহ খুবই কষ্ট লাগলো দেশের প্রথম রেল স্টেশন এর এই এই জরাজীর্ণ অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ইতিহাস গুলোকে মুছে দেবেন না🙏😌
@MukirDipu20246 ай бұрын
সুমন ভাইয়ের প্রতিটি ভিডিও আমি দেখি। উনি যেমন ভালো মানুষ, তেমনি উনার প্রতিটি ভিডিও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন, খুব ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো। বৃদ্ধ ব্যক্তিটির জন্য দোয়া রইলো। ৯২ বছর বয়সে আল্লাহ পাক উনাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ।
@Md.AbdurRajjakRajjak-d3p6 ай бұрын
আসসালামু আলাইকুম, সালাউদ্দিন ভাই আপনার ভিডিওটা দেখলাম। ছোট বেলার সৃতি মনে পড়ে গেল। তখন ১৯৭২ সাল আমি ও আমার মামাতো ভাই এই জগতী ষ্টেশনে মাঝে মাঝেই এসে বসে থাকতাম। তখনও ষ্টেশনটি বেশ নিরিবিলি ছিল! রেলের কর্মচারী বলতে চারজন মতো ছিল। তখন ষ্টেশনটি এতটা জরাজীর্ণ ছিলোনা।এর পাশেই জগতী চিনি কল।চাচা মিয়ার সৃতিচারণ বেশ প্রখর।তিনার জন্য দোয়া রইল।আরেকটি কথা তখন কেবলমাত্র লোকাল ট্রেন ও মেইল ট্রেন চালু ছিল। আন্তঃনগর ট্রেন তখনও চালু হয়নি।আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ। খুলনা থেকে।
@sujitsarkar86646 ай бұрын
বিশ্বাস করুন এত মন্ত্রমুগ্ধ হয়ে আপনার এই ভিডিও টা আমি দেখেছি যে কখন ভিডিওটি শেষ হয়ে গেলো বুঝতে পারিনি, তবে মূল আকর্ষণ কিন্তু বৃদ্ধ চাচা, উনি না হলে হয়ত এত কিছু জানাই হতো না, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকুন।
@shahedmahamud65636 ай бұрын
বৃদ্ধ আংকেল অনেক ভালো মানুষ অনেক বিনয়ী, আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন। প্রশ্ন:- "আপনি কি আংকেল কে পুরস্কৃত করেছেন"
@johngo89756 ай бұрын
জাগতি এবং জাগতি ষ্টেশন নামটি এখনও সুন্দর ও পরিস্কার লেখা আছে, ধন্যবাদ।
@EntertainmentTVOfficial-996 ай бұрын
আমি বগুড়া থেকে সুমন ভাইয়ের ভিডিও পুরোটাই দেখলাম আলহামদুলিল্লাহ❤❤❤
@meejannur7826 ай бұрын
সুমন ভাইয়ের বাড়িও কিন্তু বগুড়া জেলায়।
@MDMilon-tk3jk6 ай бұрын
মুরুব্বি সত্যি খুব ভালো এক জন মানুষ আমি ছোটো বেলা থেকে ওনাকে দেখছি
@aminansar7266 ай бұрын
At this age ,uncle has a good memories about the railway station.I just came back from Bangladesh two weeks ago,visited my friends in Alamdanga,even though I don't fully understand the whole story,but I salute to uncle.I have been to Kushtia for a short trip.I noticed Bangladesh has many healthy old man like uncle during my trip to Bangladesh recently.
@neloydebnath76116 ай бұрын
অবশেষে ভাই আপনি আমার শহরে আপনাকে স্বাগতম খুব সুন্দর লাগলো প্রোগ্রামটা
@sumonroy96226 ай бұрын
বৃদ্ধ ব্যাক্তির কথা শুনে মনে হচ্ছে তিনি সুশিক্ষায় শিক্ষিত ব্যাক্তি। অনেক সুন্দর কথা বাত্রা।
@oarashchuadanga49076 ай бұрын
সীমান্তবর্তী দর্শনা চুয়াডাঙ্গা থেকে দেখছি সুমন ভাই
@INFOMCH6 ай бұрын
বিদ্ধ মানুষটি কত সুন্দর❤। ভালোবাসা নিবেন, যদি পারি উনার সাথে দেখা করবো❤, আমার বাসা কুষ্টিয়া। আর দোকানদার তাও কত সুন্দর
@mdanwarhosen7766 ай бұрын
ভাই আপনার কথায় মায়া আছে। আর আপনার ভিডিও সাউন্ড ব্যাকগ্রাউন্ড সত্যিই অসাধারণ
@sujonali151029 күн бұрын
ভাই আমার খুবু আশা ছিলো আপনার সাতে একদিন দেখা হবে তবে মনে হয় আর দেখা হবেনা কারন আপনে আমার বাসার কাছে এসে চলে গেলেন আর আমি সেটা জানতেও পারলাম না খুবিই কস্ট পেলাম ভাই আপনার মতোন একজন এতো ভালো মানুষের সাতে দেখা হলো না ভাই জদি আবার কোন দিন কুষ্টিয়াই আসেন ওবসই জানায়েন ধন্যবাদ ভাই ভাল থাকবেন
@princeislam8716 ай бұрын
আমার নিজের জেলা কুষ্টিয়া তে আসার জন্যে সুমন ভাই কে ধন্যবাদ ।
@pickone8001Ай бұрын
ভাই জগতি থেকে চীনের তিব্বত মাশাল্লাহ। যেটাকে এখন জলঘর বলছেন সেটার উপরে উঠে আমরা খেলতাম একসময়। আহারে শৈশব। কতবার এখান থেকে টিকিট কেটে বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছি। ভাবলে কষ্ট লাগে😢
@kunalchakraborty59986 ай бұрын
অসাধারণ একটি ইতিহাস জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুমন ভাই আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে আপনার ভিডিও টি দেখছি।
@shirazulislammolla70426 ай бұрын
এই স্টেশন শোন আমাদের অহংকার। মাঝে মধ্যে এই স্টেশন থেকে ট্রেন জার্নি করে। কিন্তু কালের গর্ভে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী এই স্টেশনটি।
@nazmulislam-dn7wi6 ай бұрын
বাংলাদেশের সর্বপ্রথম দোতলা রেল স্টেশন আমাদের আলমডাঙ্গা সম্পর্কে ভিডিও তৈরি করেন। আলমডাঙ্গা রেল স্টেশনের রয়েছে সমৃদ্ধ অতীত ইতিহাস।
@arnabmitra54456 ай бұрын
আমার দুর্ভাগ্য, সুমন ভাই কুষ্টিয়াতে প্রাই আসেন কিন্তু কোনদিন তার সাথে দেখা হয় না।
@purenews53546 ай бұрын
আমি প্রথম ভিউ করলাম কুস্টিয়ার মানুষ আমি❤
@Rimsartandcraft6 ай бұрын
নিজের এলাকা দেখলেই অনেক ভালো লাগে । আপনি কুষ্টিয়া জেলার হলে একটা লাইক দিবেন 💖💖💖
@MahadeHasan-kj6xh6 ай бұрын
ঠিক
@mdsaifulkhan13386 ай бұрын
ভেড়ামারা থেকে
@islamicchannel62526 ай бұрын
এখানে কিভাবে যেতে পারি
@arifmiah7126 ай бұрын
দোয়া করি ভিডিওতে তথ্য দেওয়া দাদুটির জন্য হয়ত একদিন ওনি আমাদের মাঝে থাকবেন না কিন্তু ওনার বলে যাওয়ার তথ্য টা থেকে যাবে,সালাউদ্দিন ভাই এর ভিডিও মাধ্যমে।
@BaulBazarTv6 ай бұрын
অজস্র ধন্যবাদ সুমন ভাই
@shohanurrahman40606 ай бұрын
কাজের সুবাদে সপ্তাহের প্রতি সোমবার এই স্টেশনে যেয়ে বসে থাকি একটা অন্য রকম ভালোলাগা কাজ করে
@shibnathdas76466 ай бұрын
খুব সুন্দর পুরনো স্মৃতি, সালাউদ্দিন ভাই আমি ২০০৯ সালে গিয়ে এরপরে আর যাওয়া হয়নি
@tanjidahamed11326 ай бұрын
সুমন ভাই আপনার ভিডিও গুলো দেখতে দেখতে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি আপনার ভালো থাকবেন সব সময় দোয়া করি
@yasirarafat87136 ай бұрын
দাদুর জন্য দোয়া ভাল থাকুক, ভিডিও টি পরিপূর্ণ করেছে।
@pavelhasanvlogs58726 ай бұрын
আমাদের কুষ্টিয়া 🥰
@ArghyaBasuRoy6 ай бұрын
Love from Kolkata... lovely dokan
@MdRahat-fp9cy6 ай бұрын
সাল্লাউদ্দিন সুমন ভাইয়া,আপনাকে ফলো করি কয়েকমাস ধরে নবার সিরাজ উদ্দৌলার সিরিজ থেকে।আপনার ভ্লগ গুলো আমার খুবই ভালো লাগে।আমি নিজেও এরকম পরিকল্পনা করেছিলাম যে শখের বশে মোটোভ্লগ এর পাশাপাশি ট্যুর ভ্লগ ও করবো। আপনার ভিডিও গুলা দেখেই আরো উৎসাহ জাগে মনে।
@Kingofking-e9g6 ай бұрын
কুষ্টিয়া আমার প্রাণের শহর। খুব ভালো লাগে এই শহরে। আমি বিয়ে করেছি কুষ্টিয়ার এক রমনীকে ভালোবেসে। আমি পুরো কুষ্টিয়া ঘুরে বেরিয়েছি। সাথে আমার সহধর্মিণী। আমি মুগ্ধ কুষ্টিয়া জেলা দেখে। আমার খুব ভালো লাগে ❤
@santanu19516 ай бұрын
thank you Suman for this unique vdo. this old person is definitely learned and knows so many things. Respect for him. What a lonely life he is living in . My pranam.
@sagarkumarhalder26846 ай бұрын
সুমন দাদাভাই আপনাকে আমার ভক্তি মূলক শতকোটি প্রনাম জানায় 🙏
@mukeshroy29646 ай бұрын
দাদা খুব ভালো লাগলো দেখে,আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি ,দাদা বাংলাদেশ ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু কোনো দিন যেতে পারবো কি না জানি না ,😢 খুব ভালো থাকবেন দাদা 🙏🙏❤️❤️
@AshokHalder-r8g6 ай бұрын
ছোট ভাই সালাউদ্দিন ,তোমার ও ঐ বৃদ্ধ চাচা র বাংলাদেশের প্রথম রেল ষেটশন এর কতসুনদর দেখালেন খুব ভাল লাগল। যদি এই রকম দর্শনা ষেটশন টি দেখান খুব ভাল লাগত। ধন্যবাদ
@AsifLeon6 ай бұрын
আমার ভালবাসার জেলা শহর কুষ্টিয়া 🤍🧡
@AlaminOnVacation6 ай бұрын
এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাতে চেয়েছিলাম। তার আগেই আপনি তুলে ধরলেন ❤
@ranjuahamed39786 ай бұрын
ধন্যবাদ সুমন ভাই বয়কট ইন্ডিয়া
@cha.bubratachatterjee85176 ай бұрын
Apurba presentation from kolkata
@sojebulislamfreelancer6 ай бұрын
এমনি এমনি আর পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা কুষ্টিয়ার ভাষা হয়নি মানুষ টা তেমন শিক্ষিত না আবার অনেক বৃদ্ধ কিন্তু তিনি যে ভাবে কথা বলে সব কিছু পরিচিত করে দিল সত্যি ই প্রসংশোনীয়❤
@samiulkabir34256 ай бұрын
জাপান, চীন, রাশিয়া এই তিন দেশে কুষ্টিয়ার ভাষা রাস্ট্রীয় ভাষা করা উচিত।
@k.m.alaminbaqee6 ай бұрын
সব চাইতে শ্রুতি মধুর বাংলা ভাষায় কথা বলেন নদীয়ার শান্তি পুরের জনসাধারণ।
@suhanurrahman6557Ай бұрын
@@k.m.alaminbaqeekushtia age nodia cilo 1947 sale alada district hoi kushtia nodia teke
@arifmiah7126 ай бұрын
সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি আপনার,যেন আরো ভিডিও সামনে দেখতে পারি।বিষেশ করে ইতিহাস ঐতিহ্য ওসংকৃতি নিয়ে ভিডিও অনেক ভাল লাগে।
@mayabicaya-kg4sv6 ай бұрын
❤❤❤❤ amr kub prio akti jaigaa....coto bela tekei sob somoy akn die nanider basai jaitam❤❤❤abeg er jaiga😊😊😊
@abdullahelkafi86476 ай бұрын
এই ভিডিও ৫০ বছর পর স্মৃতি হয়ে যাবে। এও তখন ইতিহাস হবে।
@TheUniqueBoss6 ай бұрын
আপনার অসাধারণ উপস্থাপনা ছিলো 🥰😭
@kamaluddin55096 ай бұрын
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমন ভাই আমার প্রিয় একজন মানুষ প্রবাস থেকে আপনার ভিডিও গুলি দেখি অনেক ভালো লাগে। ইনসাআল্লাহ দেশে গেলে দেখা করবো ভাইয়ের সাথে ❤❤❤
@praneshsarkar71046 ай бұрын
সুমন ভাইয়ের কাজ গুলো অসাধারণ,যতই দেখি অনেক মুগদ্ধ হই,ভাইয়ের ভিডিও গুলো থেকে অনেক কিছু শেখার আছে।আমার প্রিয় একজন মানুষ সুমন ভাই❤️
@Voiceoffoysol6 ай бұрын
ধন্যবাদ সম্পূর্ণ তথ্য সুন্দর ভাবে উপস্থাপন তথা তুলে ধরার জন্য।। প্রিয় সালা উদ্দিন সুমন ভাই,সর্বদা দোয়া ও ভালোবাসা আপনার জন্য রইল।
@arifmiah7126 ай бұрын
অজানাকে জানার আমার অনেক ইচ্ছে যা আপনার মাধ্যমে অনেক টায় পূরন হয়।
@MohammadSojibHossain-z8h6 ай бұрын
চাচাকে অনেক ধন্যবাদ I love u চাচা
@subirbiswas63346 ай бұрын
Darun laglo sir video ta, Onek Kichu janta parlam ❤ from Kolkata
@AnisTarek6 ай бұрын
ইতিহাসের ছাত্ররাই জানে এই রেলস্টেশনের মূল্য কতটুকু দেশ ও জাতির জন্য অথচ আমাদের রাষ্ট্রের কাছে এটার কোন মূল্য নেই তাই অবহেলায় পড়ে আছে আঙ্কেলের জন্য দোয়া রইল আর সুমন ভাই আপনাকে ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য যদিও সব সময় আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না
@ALSIFAT-uu1hf6 ай бұрын
দরকার নাই ঠিক করার , পরে ঠিক করার জন্য দেখবেন ২০০ কোটি টাকা মেরে দিছে , তার চেয়ে ২০৩০ সালের মাঝে রেল প্রকল্প নিছে এটাই করুক এটাই ভাল হবে
@mashiurrahman6226 ай бұрын
সুমন ভাই, ভিডিও টা অনেক ভালো লাগলো। সান্তাহার ও অনেক পুরাতন স্টেশন। আশা করি খুব শীঘ্রই আপনার জেলা, আমার জেলার ঐতিহ্যবাহী সান্তাহার স্টেশন এবং জংশন নিয়ে ভিডিও পাবো।
@ShahadatHossain-xm8es6 ай бұрын
বয়োজ্যেষ্ঠ লোকটির দীর্ঘ নেক হায়াত কামনা করি
@--ShihabAhamedSajid6 ай бұрын
Proud to be a Kushtian.❤️❤️ Thnq sumun vaia.✌️✌️
@abhijtsardar72606 ай бұрын
Khub sundor laglo mama.❤❤. Love from india❤❤
@mdabdulalimreza52716 ай бұрын
ভাই আমি কুষ্টিয়া খোকসা থেকে 😊
@mdsaifulkhan13386 ай бұрын
কুষ্টিয়ার, ভেড়ামারা থেকে।
@grameensangbad24276 ай бұрын
চমৎকার
@souravhaldar60106 ай бұрын
পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে দেখছি😊
@sujitsarkar86646 ай бұрын
রানাঘাটের কোথা থেকে ?
@mdrakibulhassanrasel87636 ай бұрын
ভাই আমি আপনার খুব ভক্ত । জগতি থাকি। আপনাকে আপ্যায়ন করতে পারলে খুব ভাল লাগতো
@nirmalkumarsarkar22266 ай бұрын
চোখে জল চলে আসে খুব কষ্ট হয়। দেশ ভাগ না হলে এমন ছন্ন ছাড়া চেহারা কোন রেল স্টেশনের হতো না। সুমন ভাই আমি ছোট বেলায় এই স্টেশন দিয়ে অনেক বার যাতায়াত করেছি কিন্তু আজ ভেতরের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল! তবুও আরও এমনি পরিত্যক্ত স্টেশন দেখতে চাই! ব্যথা অনুভব করেও...…