অসাধারণ সুন্দর হাউজ বোট। এর বাহিরের আর ভিতরের সাজসজ্জা খুবই চমৎকার। কিন্তু সবই শুধু বেডরুম। যেহেতু এটা ডুপ্লেক্স বোট তাই নিচে এত বেডরুমের দরকার ছিল না। নিচে দুটা বা তিনটা বেডরুম, এটাস্ট লিভিং আর ডাইনিং এরিয়া, কাপেল বেডরুমের সাথে এটাস্ট ওয়াসরুম, একটা ওপেন মিনি কিচেন, একটা কমন ওয়াসরুম, একটা বাথটাবসহ বাথরুম আর একটা মিনি ওপেন সাওয়ার এরিয়া হলে ভাল হত আর উপরে দুটা বেডরুম সহ এটাস্ট ওয়াসরুম, ডুপ্লেক্স বেড সহ বেডরুমটা উপরে হলে ভাল হত, বড় বাথটাব সহ ওপেন সাওয়ার এরিয়া আর ওপেন লিভিংরুম থাকলে ভাল হত। উপরের ওপেন লিভিংরুমটা নেটের সাদা কাপড় দিয়ে সুন্দর করে সাজালে আর আকর্ষণীয় লাগত।