'নক্ষত্রের রাত' আমার দেখা সর্বকালের সেরা বাংলা নাটক। শমি কায়সার এবং আসাদুজ্জামান নূর এর উপস্থাপিত চরিত্র দুটি আমাকে আজও ভাবায়। কি চমৎকার!! কি অসাধারণ!!
@Siuuuu7103 ай бұрын
আনিস এর চরিত্র অনবদ্য সৃষ্টি বাংলা নাটকে। এই নাটকের ধারে কাছেও কোনো নাটক নেই এমনকি আসবেও না সম্ভবত।
@rifatzabin39223 ай бұрын
Nokkhotrer rat Ami joto bar Dekhi Toto ber e vlo lage . sumi kayser er monisha character & Assadujjaman Noor er hasan character just mind blowing chilo . best BD natok .
@jubayerahmedsajid42573 ай бұрын
'নক্ষত্রের রাত' মনের মধ্যে অন্য রকম একটা জায়গা দখল করে আছে। কি অসাধারণ এক সৃষ্টি!
@jannatulziya7494Күн бұрын
Bobita........Bangla film industryr shorbo kaler shera shundori,shera bektitto purno o shoktishali ovinetri. Perfect example for beauty with brain✨🥀💖💖💖💖 Onar showdorjo beshi shundor,naki personality...... confused hoye jai😊😊😊😊
@shihab-khan3 ай бұрын
কয়েক দশক হয়ে গেলেও এখনো 'বাকের ভাই' চরিত্রকে টেক্কা দেওয়ার মতো কোনো চরিত্রের সৃষ্টি হয়নি।
@Masrafia-gj1xy52 минут бұрын
আশেপাশে যাওয়ার মতও আসেনি।।
@Jannatul-e3t3 ай бұрын
শেহেরজান, মনীষা আমার দেখা দুটো সেরা চরিত্র বাংলা টেলিভিশন র ইতিহাসে ❤❤❤
@suraiyamun10433 ай бұрын
Suborno mostafa miss hoye gelo ,,She was pure class
@KothaHokOhetuk3 ай бұрын
@@suraiyamun1043 উনাকে নিয়ে সিংগেল একটা ভিডিওতে কথা বলবো।
@creativemamun216016 күн бұрын
শিলা আহমেদ অভিনয় থেকে সরে না গেলে অনেক দূর যেতে পারতেন।
@sohailmollah82583 ай бұрын
আপনার সুন্দর বাচনভঙ্গি, স্ক্রিপ্ট নির্বাচন এবং উপস্থাপন এক কথায় অসাধারণ। ❤
@amatullahsadika99933 ай бұрын
ওনাদের কন্ঠ, কথা বলার ধরণ সবকিছুর মধ্যে একটা অদ্ভুত কিছু আছে।। সৌন্দর্যে বাঙালিয়ানা যাকে বলে।। বাঙালি পোষাক হিসেবে শাড়ি বা ছেলেদের একদম সাদাসিদা ধরণের একটা ফতুয়া বা পাঞ্জাবি দেখে নিজেদের একটা বিষয় আসে আলাদা।। নাটক তৈরির মধ্যেও একটা অন্যরকম বিষয় ছিল।। সুবর্ণা মোস্তফার কথা বললে ভালো লাগতো...যা হোক কোন ব্যাপার না
@KothaHokOhetuk3 ай бұрын
@@amatullahsadika9993 সুবর্ণা মোস্তফা, নুসরাত ইমরোজ তিশা কিংবা ইশিতার কথাও বলা দরকার ছিল। কিন্তু এমনেতেই ভিডিও ১৫ মিনিট+ হয়ে গিয়েছে। কতজনের কথা ডিটেইলস বলা যায় বলেন। তবে সুবর্ণা মোস্তফাকে নিয়ে সিংগেল ভিডিও বানানোর প্ল্যান আছে। দেখা যাক কবে দেয়া যায় সেটা।
@shatilachowdhury532126 күн бұрын
I love Ishita Ma’am, Afsana Mimi Ma’am and Bipasha Ma’am-because they have clean image. We actually love the characters played by actors and actresses, not the real humans, because not every actors and actresses are good, classy and of clean image in real life. Actors and actresses are also humans, they are also made of imperfections. They are not angels. Even though Bipasha Ma’am is a star kid, she proved herself as an actress. I love Tauqir Ahmed sir too. Just my opinion, I love and respect actors and actresses in total, not just their acting skill and beauty but their personality, clean image and class.
@modernhomedesignn2 ай бұрын
Sarika sabrin, shayna amin,sarlin farjana,agnila iqbal এরা কিন্তু বর্তমান অভিনেত্রীদের থেকে হাজার গুন ভালো ছিলো আপনি কিন্তু তাদরর একটা প্রজন্মকে অস্বীকার করলেন কারন তারা ইন্টারভিউ দেয়না হয়তো সোস্যাল মিডিয়ায় একটিভ না।
@RakibAlHasan-c1i3 ай бұрын
আপনার বাচনভঙ্গি, স্ক্রিপ্ট ও সংমিশ্রন গুনগত মান সম্পন্ন। ❤
@henryratul9993 ай бұрын
খুব সুন্দর analysis. ভালো writer and director হলে অভিনেতা-অভিনেত্রীর কাজ সুন্দর ফুটে উঠে। তার আদর্শ উদাহরন হলো গিয়াসউদ্দিন সেলিমের "স্বপ্নজাল" মুভি। যেখানে পরিমনীর মতন commercial অভিনেত্রীর অভিনয়ও দেখার মতন। 🩷
@shahjalalsovro986920 сағат бұрын
মেহজাবিন আগে শুধু প্রেম আর কান্নাকাটির নাটকে অভিনয় করলেও এখন সে যথেষ্ট ভাল অভিনয় করেছে স্পেশালি ভিকি জাহেদের পরিচালনায়।আমার কাছে মেহজাবিনকে যথেষ্ট ট্যালেন্টেড, স্মার্ট মনে হয়।আগের অভিনেত্রীদের চাইতে কোথাও কমতি নেই তার।
@0rezahasan015 күн бұрын
সুবর্না মুস্তাফা কে নিয়েও বিশদ আলোচনার দরকার ছিলো। মিস করসেন।
@AhmedShuvoUK3 ай бұрын
Most Underrated channel in KZbin. সবকিছুর পরে আপনার দারুন ভিডিও এডিটিং, সাটেল ভয়েস এর প্রশংসা না করে পারলাম না। দুর্দান্ত, এভাবেই বাংলা অভিনয়শিল্পী নিয়ে গবেষণামূলক, তুলনামূলক প্রতিবেদন আমাদের উপহার দিতে থাকবেন আশা রাখি। আপনার চ্যানেল, আপনার পরিশ্রম, আপনার দৃষ্টিভঙ্গি এর প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি। ভবিষ্যতে আপনার থেকে মানসম্মত কন্টেন্ট আশা করি ইন শা আল্লাহ। অনেক দূর এগিয়ে যাবেন মন থেকে দু'আ করি। আপনি বাংলার পুরনো রত্নগুলো এভাবে ঝেড়ে মুছে আবার সবার মনে স্থান করে দিচ্ছেন, শিল্পীরা, তার ভক্তরা এবং নতুন প্রজন্মের যারা পরিচিত হচ্ছেন ইতিহাস এর সাথে তারা সবাই আপনাকে অভিবাদন জানাতে ভুলবে না আশা করি। সর্বোপরি অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনার একজন ভক্ত হয়ে গেলাম আজ ❤
@KothaHokOhetuk3 ай бұрын
আমাদের কন্টেন্ট বানানো তখনিই সার্থক হয় যখন সেগুলো আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। পৌঁছাতে সময় নিয়েছে। কিন্তু এখন আপনাদের মত টার্গেট অডিয়েন্সের কাছে যাচ্ছে কন্টেন্ট নিয়মিত। ভালবাসা নিবেন এত সুন্দর একটা কমেন্টের জন্য।
@TOWHIDHASAN3 ай бұрын
bro.. fan hoye gelam..
@ronsho973 ай бұрын
Good analysis. Thank you brother.
@MdYousufali-jh6luАй бұрын
কেনো বলুনতো মেহজাবীনকে আপনার কি অভিনেত্রী মনে হয় না? আমাদের স্বভাবই হলো পুরোনো জিনিসের সাফাই গাওয়া এতো টিকটক, বিভিন্ন দেশের বড়ো বড়ো বাজেটের সিরিয়াল নাটকের মধ্যেও তারিন, মেহেজাবিন, সহ আরও অনেক অভিনেত্রীরা যে ভালো কাজ করে যাচ্ছে এটা মানতে সমস্যা কথায়?
@foolishtv701812 күн бұрын
Na mehejabin magi ekta
@tabbystraveldiary9 күн бұрын
মেহজাবীন সেভাবে অভিনয় শেখা আর্টিস্ট না। জাস্ট লাক্স তারকা হবার কারণে কাস্ট করা হয়েছে। এসব শো তে অনেক পয়সা বা অনেক কিছুর বিনিময় অনেক অদল বদল হয়। মেহজাবীন হয়ত তানজিন তিশা বা তাসনিয়া ফারিনের থেকে বেটার বাট লিজেন্ডারি বিপাশা মিমি বা অপির তুলনায় জাস্ট গারবেজ।
@mahipalash80225 күн бұрын
মেহজাবিন নির্দিষ্ট টাইপের বাহিরে অভিনয় অতো ভালো না। এমনকি চলনসইও না।
@yeonjunslips-u6q2 күн бұрын
মেহজাবিনের অভিনয় হলো সব অখাদ্য
@redgood71103 ай бұрын
পরীমনিকে দিয়ে গিয়াস উদ্দিন সেলিম 'স্বপ্নজাল' মুভিতে যা অভিনয় করাইছে তা নিয়ে কিছু বলুন। আপনার কথার সাথে পুরোপুরি একমত। ভালো পরিচালক, ভালো রাইটারদের অভাব দেশে। সব থেকে বড় কথা হচ্ছে, দেশে ভালো দর্শকের সবচেয়ে বড় অভাব।
@eskat5502 күн бұрын
Since u have made this video three months ago, it is unbelievable that you completely missed Mehzabien’s acting..specially her acting in Chirokal Aaj is a masterpiece unparalleled to entire BD drama industry excluding Ferdousi Majumdars role as Hurmoti in Songsoptok…but other than that y are right that class is decaying after Aupee Karim…Subscribed you for your nice accent , proper analogy and detailed discussions…
@najmulislam65183 ай бұрын
আমি এই চরিত্র খুব পছন্দ করি।
@NextTime-b5d3 ай бұрын
সমস্যা দর্শক। আমাদের দর্শকরা গ্লামার চায়, গ্লামারের চাপে অভিনয়ের গ্রামারটা আর টিকতে পারে না এখন৷
@suproveahmed69113 ай бұрын
u hv missed the great suborna mustafa dear
@asifahmed6193 ай бұрын
আপনার ভিডিওগুলোতে খুব গভীর গবেষণার পরিচয় পাওয়া জায়, শুভকামনা রইল আপনার জন্য, আশা করি ভবিষ্যতে বহুদুর জাবেন❤
@sophomoreprodigy19393 ай бұрын
আপনার এই পর্যন্ত সবচেয়ে দারুন কনটেন্ট সুপারস্টার সালমান শাহ কে নিয়ে। ঐ ভিডিওটি আপনার চ্যানেলের সবচেয়ে ভিউ পাওয়া ভিডিও হবে। এই ভিডিওটিও ভাল হয়েছে।
@mainulhasannowab2 күн бұрын
কোথাও কেউ নেই । নাটক সেরা
@bulbulahmed74333 ай бұрын
তিশাকে এই লিস্টে রাখতে পারলাম না।
@KothaHokOhetuk3 ай бұрын
তিশাকে এই লিস্টে রাখবার জন্য আমি তার ক্যারিয়ার বেছে নিয়েছি। ৪২০, ক্যারাম, সিক্সটি নাইন, টেলিভিশন, থার্ড পার্সন সিংগুলার নাম্বার, রানওয়ে, সামথিং লাইক এন অটোবায়োগ্রাফির মত কাজ যার ক্যারিয়ারে আছে তাকে অবশ্যই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী বলা যায়।
@mamunmohammad82642 ай бұрын
আপনি দাদা কলকাতার সিরিয়াল এর ভক্ত.... 200 টাকা রোজে যারা কাজ করে 😅
@bulbulahmed74332 ай бұрын
এগুলোতে হয় তার জামাই নিছে নয়তো জামাইয়ের রিকুয়েষ্টে নেওয়া হয়েছিল তার কোন যোগ্যতা নেই।
@maishamubashshira9 күн бұрын
আপনি তাহলে তার কাজ দেখেন নি
@tahsinatabassum70173 ай бұрын
Bhiya ekta request Ognila Iqbal ar Shila Ahmed ke niye dedicated video banaiyen.Ami oder moto Aura r kono actress er moddhe pai nai (just my opinion)
@ajapplegate213 ай бұрын
মনের কথা বললেন.. এখন প্রতিদিনই ২/৩ টা নাটক রিলিজ হয় কিন্তু গুণগত মান নিম্ন,ওভার এক্টিং.
@shameemahmed59093 ай бұрын
Sucrib করতে বাদ্য হলাম
@Mymuna5733 ай бұрын
আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। আমরা এখনকার নাটক, সিনেমাগুলোতে অতিরিক্ত ভায়োলেন্স, নেগেটিভিটি থাকে, থাকে পরকিয়া। এইগুলার কারনে নাটক, সিনেমাগুলো দেখার সময় আর আগের মতো ভালো লাগা বা মানসিক শান্তি আসেনা। আমাদের সহজ - সরল জীবন, চারপাশের সাধারণ ঘটনা, প্রকৃতি এইসবকে গুরুত্ব দিচ্ছিনা। হুমায়ূন আহমেদ এর নির্মাণ গুলো মনে হতো আমাদের জীবনের গল্প। আর এখনকার অভিনেত্রীরা তাদের চেহারাকে আকর্ষণীয় করায় বেশী মনোযোগ দেয় কিন্তু ন্যাচারাল সৌন্দর্যটাকে তারা মেকাপের আড়ালে লুকিয়ে ফেলে। আমার অতিরঞ্জিত অভিনয় ভালো লাগেনা। সহজ কথায় আমরা নিজেদের মূলকে একপাশে রেখে অতিমাত্রায় আধুনিকতা দেখাতে গিয়ে অভিনেতা - অভিনেত্রীদের হারিয়ে ফেলছি।
@JannatulTajremin8 күн бұрын
Apner voice r uccharon onk sundor. R apner puro video sobdobohul. Ekbaro mone hocche na je apni ekta word ekadikbar use korchen. Asole ami ekjon uposthapika hote ci. Ami ci na amr kotha sune kew mone koruk ami nekami korchi. Kothay coaching korle apner moto ato sundor kotha bolte parbo. Ami kivabe guchia kotha bolbo
@__BTahmid3 ай бұрын
প্রথম থাম্বনেইল পড়েই যে উত্তর টা মাথায় এসেছিল ওইটাই ঘুরিয়ে-ফিরিয়ে বললেন। হুমায়ুন আহমেদের সাথে ক্লাসি নাটকও মরে গেছে। যদিও মাঝে মাঝে ২-১ টা নাটক দেখে মনে হয় এইটা কি দেখলাম! কিন্তু ইউটুবে ভীউ দেখে খারাপ লাগে। যেখানে বস্তাপচা নাটক কয়েক মিলিওন ভীউ পায় সেখানে ক্লাসি নাটকগুলা কষ্ট করে অর্ধ-মিলিওন ভীউ পাওয়াও যেনো অনেক কঠিন। অডিয়েন্সেও সমস্যা আছে।
@AhmedShuvoUK3 ай бұрын
অডিয়েন্স এর রুচি নেমে যাওয়ার দায় বিদেশী রুচিহীন বেশিরভাগ অতি কমার্সিয়াল কন্টেন্ট এর উপর নিতে হবে। আবার তাও পুরোপুরি দায় চাপানো যায় না তবে পুরনো রত্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে স্ট্রিমিং প্লাটফর্ম গুলোতে চালানো গেলে, বার বার ইউটিউবে আপলোড করে প্রচার করলে, টেলিভিশন চ্যানেল গুলোতে সম্প্রচারের মাধ্যমে পুরনো, নতুন, পারিবারিক সহ সব রকমের দর্শকমণ্ডলী কে আকর্ষণ করা সম্ভব 😊😍
@revolutionist24683 ай бұрын
খুব ভালো উপস্থাপনা
@CTGTalk-693 ай бұрын
স্যার আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী
@monsoonrain63833 ай бұрын
এখনকার মেহজাবিন, তটিনী, ফারিন এরা অভিনয়ের কিছুই জানে না।
@MuhanmadRaja3 ай бұрын
Ora pare but oder sotik kaje lagate parce na
@lianasanam3 ай бұрын
ভাই যতবার শুনছি গুজ বাম্পস হচ্ছে।সেই ক্লাসি হায়ার ক্লাস রুচিসম্মত মেধাবী অভিনেত্রী অভিনেতারা নাই।এদের জায়গা নিয়েছে ছাপ্রি সব থার্ড ক্লাস অভিনেত্রীরা। ইশ কি সোবার কি এলেগেন্ট সব নায়ক নায়িকারা
@MuhanmadRaja3 ай бұрын
Ami ajkei nokkotrer rat daka apnar video te sunci
@ImranOskar3 ай бұрын
হৃদয় খানকে নিয়ে একটি ভিডিও তৈরি করেন...
@mashfeemamnun68844 күн бұрын
এ সময়ের সবচেয়ে মেধাবী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
@Lifewithfairuzvlogz3 күн бұрын
আপনি তারিন কে বাদ দিয়েছেন জয়া আহসান কখনোই তাদের মতো জনপ্রিয় কিংবা ট্যালেন্টেড অভিনেত্রি ছিলেন নাহ!
@Rim-q8c2 ай бұрын
এখানে উল্লেখিত সবাই খুব ট্যালেন্টেড,রুচিশীল,মার্জিত অভিনেত্রী। বিপাশা হায়াৎ,অপি করিম অসম্ভব সুন্দর ছিল। তবে ব্যক্তিগতভাবে আমার জয়া কে ভালো লাগেনা।
@ArifaKhatun-q7r2 күн бұрын
Eta ki Enaet Chowdhuryr channel
@rifatalmukit3 ай бұрын
Great content again👌👌
@TheNree3 күн бұрын
আগের বেশির ভাগ অভিনেতা অভিনেত্রীরা থিয়েটারে অভিনয় শিখে তবেই টিভি নাটকে আসতেন।
@AhmedShuvoUK3 ай бұрын
ক্লাসি অভিনেত্রী যারা বাদ পড়েছেন তাদের কাজ গুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে এই ভিডিও পার্ট ২ চাই
@KothaHokOhetuk3 ай бұрын
এইটা একটা ভাল আইডিয়া দিয়েছেন। মাথায় রাখলাম। সামনে সময় নিয়ে একটা সেকেন্ড পার্ট দিবো এই ভিডিওর।
@shatilachowdhury532126 күн бұрын
Bhaia, you missed Ognila Iqbal and Shila Ahmed
@s.m.sayeeduzzamanrony651517 күн бұрын
Lack of respect ✌️
@md.arifulislam8823Күн бұрын
শ্রাবন্তীর নাম একবার ও নিলেন না?😢
@tushar2007273 ай бұрын
আসছে না কারণ এখন প্ল্যাটফর্ম হিসেবে টিকটক আর সাফল্য হিসেবে খোলা শরীরের খেলা চলছে... ১০ সেকেন্ডের রিলস দিয়ে যদি কাজ হয়ে যায়, কষ্ট করে অভিনয় কে করবে?
সব সেক্টরের প্রিয় তালিকা যেমন বই, সিনেমা, সিরিজ, ব্যান্ড ধীরে ধীরে সবিই দেয়ার প্ল্যান আছে। সামনে অবশ্যই এই বিষয়ে ভিডিও আসবে।
@MMeghlaM3 ай бұрын
অনেক অভিনেত্রীই আছে যাদের অভিনয় দুই তিনটা ভালো কাজের মধ্যেই মুগ্ধতা ছড়িয়ে চলে যায় ।যেমন :সাদিয়া আয়মান । মায়াশালিক এ মেয়েটাকে মনে হয়েছিল যেনো হুমায়ূন আহমেদের উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে।আমার মনে হয় এখন যদি হুমায়ূন আহমেদ বেছে থাকতেন তিনি এই মেয়েটাকে নিয়ে আর কাজ করতেন ।অথচ মায়সালিক,ফুলের নাম নাম নাটকের পর তার আর কোন ভালো কাজ দেখলাম না।সাফা কবির আর মাহিয়া মাহি চিনতাম ওভারেক্টিং এর জন্য ।অথচ মাহিয়া মাহির 'oxygen' আর সাফা কবির এর 'bed নম্বর 3' নাটক দেখলে তাদের অভিনয় দেখা যায়
@asirahbab51363 ай бұрын
Shokh mehejabin onk valo acting kore bipasha shomi kaiser r shunnota puron hocche
@rohannewaz9677Ай бұрын
apni Tasnia Farin ke kivabe vulee gelen?
@adventure24production3 ай бұрын
আপনি সম্ভবত আপনার পছন্দের নায়িকাদের নিয়েই এই ভিডিওটা বানিয়েছেন।
@tanvirulislam83133 ай бұрын
Lack of director and script writer. Audience demand is one of the great reasons.
@MuhanmadRaja3 ай бұрын
Vai Assaduzzaman noor niye ekta videooo vanan plz
@aadiartisan6853 ай бұрын
এখনকার অভিনেত্রী নামক টিকটকারদের ন্যাকামো অভিনয় আর ছ্যাবলামো বাংলা উচ্চারণে প্রচন্ড অরুচি আর ঘেন্না লাগে। আর তাদের স্টাইল দেখে হাসি পায়। 😂 চেহারায় না আছে কারো মিস্টতা, না আছে অভিনয়ের অ আর ব্যক্তিত্বের কথা তো আসেই না। সস্তায় বস্তা বস্তা ভিউয়ার্স আছে শুধু কিন্তু আগের মতোন সম্মান নেই।
@filmbuzzzz62083 ай бұрын
Fazlur Rahman babu R Extra Artist natok dekhben please!
@NomadicRipple2 күн бұрын
অপি করিম ওভার রেটেড। সে তালিকায় আসা উচিত না।
@mkvubon36523 ай бұрын
BRO make a video on why our industry dont make new superstars like manna ,salman sha and last shakib khan why we dont find wanna seen your take on this
@NomadicRipple2 күн бұрын
এটা অভিনেত্রী সংকট না ওভার অল ইন্ডাস্ট্রির সমস্যা। নক্ষত্রের রাতের মত একটা নাটক কি কেউ এখন প্রত্যাশা করেন? ভাল নাটক, সিনেমা না হলে অভিনয় ভাল আশা করেন কিভাবে?
@hossainalzahid2 ай бұрын
Underrated channels
@sabrinarahman973 ай бұрын
You missed so many things to mention like Joya Ahsan and Apee Karim did lots of good drama....you mentioned just few of them.And how could you forget to talk something about Shuborna Mustafa,the legendary actress with strong personality?
@KothaHokOhetuk3 ай бұрын
প্রথমেই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সুবর্ণা মোস্তফাকে মেনশন না করবার জন্য। একবার ভেবেছিলাম ছোটোকরে কথা বলবো উনার ব্যাপারে। কিন্তু পরে ভাবলাম উনাকে নিয়ে সিংগেল একটা পুরো ভিডিও বানানো দরকার। উনার ইম্প্যাক্ট ছোট করে বলতেই চাই না। বড় করে পুরো ভিডিও জুড়ে তার ক্যারিয়ার নিয়ে কথা বলবো। দ্বিতীয়টার জন্য আসলে ক্ষমা চাচ্ছিনা। কারণ অবশ্যই অপি করিম, জয়া আহসান অসাধারণ কিছু নাটকে কাজ করেছেন। কিন্তু সেসব কিছুর কথা কিভাবে বলবো এক ভিডিওতে বলুন? এমনেতেই ভিডিও হয়ে দাড়িয়েছে ১৫ মিনিটেরও বেশি। তাই সবার সবথেকে গুরুত্বপূর্ণ ১-২ টা কাজ গুলো নিয়েই কথা বলেছি।
@tazmirayasminmukta2 сағат бұрын
আমাকে নিলেই হবে 😃
@washi152023 ай бұрын
কারণ আগে অভিনয়ে মনোযোগ দিতো।আর এখন শরীরের স্বাধীনতায়(উলঙ্গ) মনযোগী।
@creativemamun216016 күн бұрын
শিলা আহমেদ অভিনয় থেকে সরে না গেলে অনেক দূর যেতে পারতেন।
@MDSifat-w7f6l3 ай бұрын
আমি কলেজে পড়ি আমি অভিনয় করতে চাই কীভাবে শুরু করব কার কাছে যাব
@mdsobujkhan40683 ай бұрын
অফি করিম কে ভালো লাগে,, ক্রাস আমার
@mohammadtouhidulislam27713 ай бұрын
Slowly build this channel and get quality full content 🖤
@amirhamza13633 ай бұрын
আগে তারা অভিনয় করতেন শুধুমাত্র অভিনয় দিয়েই, আর এখন যারা করেন তারা করেন শরীর দিয়ে...
@swapnil19 күн бұрын
Joya Ahasan oshokkho teleflim korsen... jara sukrobar Ntv dekhto dupurbelay, tara around 2007 thekei chinto onake...
@Alonemehedi6t93 ай бұрын
এ জন্যই বলে Old is Gold
@jyotirmoyhasan713 ай бұрын
আপনার কথা ভালো , কন্টেন্ট ভালো ছিলো ।৷ এই সময় এই কন্টেন্ট বেমানান
@creativemamun216016 күн бұрын
হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদও অনেক দূর যেতে পারতেন অভিনয় না ছেড়ে গেলে।
@Shawonx243 ай бұрын
Sabila nur is classy actress
@Esha-lr6fcАй бұрын
আপনি যাই বলেন.. নিঃসন্দেহে মেহজাবীন চৌধুরী একজন গুনী অভিনেত্রী। মেহজাবীন চৌধুরীর সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হচ্ছে। তার সিনেমা সাবা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এখন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছে।
@tarifiqbal3 ай бұрын
Where is the great Suborna Mustafa ? 😮
@bappykumardas8993 ай бұрын
a very well researched content! Really appreciate this!🤍
@omorexciusive3 ай бұрын
মেহজাবিন ভালো Script পেলে দারুণ করে
@Ikra-yb5hj3 ай бұрын
আগে নাটক যেন মান ছিল তেমন গুনগত অভিনেতা অভিনেত্রী ছিল,এখন সুন্দর নাটক হয় ২, ৩ টা কিন্তু এখন কার অভিনেত্রীদের এনার্জি নাই কেমন যানি মনে হয় টাকা জন্য কাজ করে, সত্যি আমি আগে নাটক গুলো এখানো দেখি খুব ভালো লাগে, এগুলো দেখলে এই সব বস্তু পঁচা নাটক দেখতে ভালো লাগে না
@utpaldey23293 ай бұрын
এজন্যই এখনকার টিকটক অশ্লীল ছবি বেশি হয়,, 😢😢 পাপের সময় এখন
@AnuGraphy3 ай бұрын
বর্তমান সময়ে 'নাজিয়া হক অর্ষা'-কে বেশ সম্ভাবনাময় মনে হয়। কাজের সংখ্যা কম হলেও কোয়ালিটি মেন্টেন করে।
@jisan_0s3 ай бұрын
আপনি সঠিক বলেছেন
@saadabdullah45512 күн бұрын
ফারিনকে মিস করলাম
@sadats1003 ай бұрын
Shuborna Mostofa!!!?
@nickroy40629 күн бұрын
হুমায়ুন আহমেদ ছাড়া কোনো কথা বললেন না .... আর হুমায়ুন তনয়া শীলা আহমেদকে আনলেন না বিষণ অবাকই হওয়া লাগল
@m.m.mamuduzzamanronok24433 ай бұрын
You forgot to mention shuborna mostofa
@KothaHokOhetuk3 ай бұрын
তাকে নিয়ে সিংগেল একটা ভিডিওতে কথা বলবো।
@m.m.mamuduzzamanronok24433 ай бұрын
@@KothaHokOhetuk i love your content. And khub valo o lage. Ami sob gula episode dekhesi
@KothaHokOhetuk3 ай бұрын
@@m.m.mamuduzzamanronok2443 ধন্যবাদ ভাই ❤
@md.shahidulislamchowdhury16063 ай бұрын
ভাই আপনি বাংলাদেশের আরো একজন মেধাবী ও গুনি অভিনেত্রীর নাম বলেননি আর সেটা হলো তারিন।
@farhantanvir82783 ай бұрын
বর্তমানে তাসনিয়া ফারিন অনেক ভালো করছে।
@haiderali-rp5yt3 күн бұрын
ভালো বলেছেন। কথাগুলি ঠিক।
@santoshmondal87493 ай бұрын
শ্রাবন্তী ❓😧
@yasirbinmorshed456820 сағат бұрын
I think মেহজাবিন চধুরী একজন undarrated
@ArifuzzamanShuvo-y8u2 күн бұрын
তাসনিয়া ফারিন
@kobitatirsatheacheganshammelat3 ай бұрын
Tasnia Farin ooovalo...Ovinoi ..kore😮
@tzmashrim37263 ай бұрын
👍10
@Hampurosh3 ай бұрын
নতুনদের মাঝে নাজিফা তুষি এবং তাসনিয়া ফারিন অসম্ভব টেলেন্টেড